
পৃথিবীর আয়ুরেখা চিনি-নি/চিনি-না, দেখি-ও-নি শেষের ঠিকানা,
তবুও একটু একটু ঝরে যাচ্ছে শিশির কণা
ঘাসের পরতে পরতে, লুকিয়ে সময়ের ডানা;
ভেবেছিলাম পাখি হয়ে উড়ে যাবো
নীলাকাশ ছুঁয়ে ছুঁয়ে,
টুপ করে নীল-ভেদে উড়ে উড়ে মিলিয়ে যাবো
শূন্যতার মহাশূন্যে ;
যাচ্ছি যাচ্ছিতো, টের ও পাচ্ছি দিনান্তে,
রাতের শেষ প্রান্তে;
এমনি করে একদিন ঠিক ই পৌঁছে যাবো
নিজ নিজ ঠিকানায় আয়ু-রেখা-সীমায়
নিঃশব্দের শেষ প্রান্তে।
হাঁসফাঁস করে করে এই-ই সামান্য একটু
দাঁড়িয়েছি, বুক ভরে শ্বাস নিতে নিতে,
প্রায়ান্ধকারে ভূত/ভূতনীদের কানা কানি হাসাহাসি
ছানাবড়া চটুল চোখানি!
এ সব ভান/টান নিচ্ছি-না, করছি-ও-না;
হেঁটে যাব/যাচ্ছি যে যার পথ-গন্তব্যে
সামান্যের বিশ্রাম শেষে, গ্রিনরুমের
ন্যাকা ন্যাকা/মুখস্থ সংলাপের চিত্রনাট্য ছুঁড়ে ফেলে!
ছবি নেটের।
১৮টি মন্তব্য
মনির হোসেন মমি
জন্ম মৃত্যু এ দুটোর সীমানা কারোর সঠিক জানা নেই জানা থাকার কথাও নয়।কেবল বয়স যখন বাড়তে থাকে তখন একটু হলেও বুঝতে পারি জীবন সীমানার শেষ প্রান্তে জীবন ধাপিত হচ্ছে প্রতিনিয়ণ।
চমৎকার জীবনবোধ।
ভাল থাকুন সুস্থ থাকুন আয়ু সীমানা দীর্ঘস্থায়ী হউক।
ছাইরাছ হেলাল
আল্লাহ আমাদের সবাইকে ক্ষমায় রাখবেন এই কামনা করি।
আপনিও ভাল থাকবেন।
আলমগীর সরকার লিটন
সত্যই ভাবনার অন্তনেই কবি দা
ছাইরাছ হেলাল
ধন্যবাদ।
অনন্য অর্ণব
এমন যাই যাই করে লাভ কি ? যেতে দিলেই তো যাবেন। আর গ্রীনরুমে দিনান্তে রাতের শেষপ্রান্তে কেউ কেন বসে থাকবে?
ছাইরাছ হেলাল
যাওয়া যাওয়ি আরো ইচ্ছেমতন হয় না, তবুও ভাবনা এরিয়ে যাওয়ার উপায় নেই।
রিহার্সালে কিছু ফাও আলাপ-সালাপ তো থাকেই।
শুভেচ্ছা।
সুপর্ণা ফাল্গুনী
জন্ম-মৃত্যুর এই খেলায় মাঝের সময়টুকু হাঁসফাঁস করতে করতেই চলে যায়। সবাইকেই সেই পথ-গন্তব্যে যেতে হবে। অবিরাম শুভ কামনা
ছাইরাছ হেলাল
হাঁসফাঁসটুকুর অসহ্যতা হজম করা কখনও কখনও কঠিন বৈকি!!
পূজোর শুভেচ্ছা।
হালিমা আক্তার
যে যেখানেই থাকি সবার গন্তব্য একটাই। আয়ুর শেষ সীমায় কখন কে পৌঁছে যাব। যদি জানা যেত কভু, হয়তোবা যাওয়ার সময় টা অন্যরকম হতো। শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
এই উপলব্ধিটুকু আমাদের খুব ই প্রয়োজন।
অনেক ধন্যবাদ।
রেজওয়ানা কবির
জন্ম মত্যু দুটোই একে অপরের পরিপুরক তাই জীবন নামক নাট্যমঞ্চতে আমাদের হাশপাশ করেই বাকিটা সময় কাটানো। যেদিন চলে যাবো সেদিন সব বন্ধ হয়ে যাবে, ভাবতেই খুব খারাপ লাগে তবুও এরই নাম জীবন।।। শুভকামনা ভাইয়া।
বোরহানুল ইসলাম লিটন
এমনই জীবনের পথ চলা
অবশেষে যেতেই হয় আপনার বাড়ি।
জীবনবোধের সুন্দর উপস্থাপন।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
ছাইরাছ হেলাল
চুড়ান্ত গন্তব্য আমাদের একটাই, যদিও তা আমাদের অজানা।
ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
দিনকে দিন বুঝি জীবন বুঝি যায়, জীবন ভাবনা খুব উপলদ্ধিতে আসে না, না কি বুঝতে পারি না জানিনা। খুব ভালো লাগ্লো কবি ভাই।
ছাইরাছ হেলাল
শেষের পরিণতির কথা আমাদের ভাবনায় এসেই যায়, একটু আগে বা পরে।
ভাল থাকবেন।
মোঃ মজিবর রহমান
তা ঠিক পরিণতির ভাবনা আসে বিপদে/সমস্যা/করুণ সময়ে প্রিয় ভাই।
রোকসানা খন্দকার রুকু
জীবনের একদিন চলে যাওয়া মানেই মৃত্যু কাছাকাছি। এভাবেই আমরা চলে যাবো। তবে আমার কেন যেন মৃত্যুতে ভয় নেই। এ তো যেতেই হবে, আগে গেলেই বা ক্ষতি কি?
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
একেবারে চিরনিদ্রায় — এমনি করে একদিন ঠিক ই পৌঁছে যাবো
নিজ নিজ ঠিকানায় আয়ু-রেখা-সীমায়
নিঃশব্দের শেষ প্রান্তে।