
ছুঁয়ে থাকা, ছুঁতে থাকা মৃদুমন্দ ভালাবাসাবাসির স্মৃতিগুলো
ছুঁয়েছে/ছুঁয়েছি কী-না ঠিক-ঠাক বুঝতে-ও পারি-না, পারি-নি,
বারংবার বিস্মিত বিপন্ন আবিষ্কারের জাল ফেলে, জাল তুলে
যাপিতের ঘন যাপন শুধুই নির্বিষ চোখে রেখে, চোখ তুলে দেখতে থাকে,
অতীত থেকে বর্তমানের এ-কুল অব্ধি;
নিঃশেষের পেয়ালায় স্বাস্থ্য-সুখ কামনা করা ছাড়া
আর কী-ই-বা করার থাকে;
আজ অথবা আগামীর কিছু বৃন্তচ্যুত পাপড়ি
বিকল্পের জানলায় দাঁড়িয়ে অনন্তে চোখ ফেলে;
ফেলে রাখা ফেলে আসা আধ-আঁকা কিছু ছাপচিত্র
রূপান্তরিত হয়ে হয়ে তৈরি করে রূপকথার চিত্রকল্প,
সম্মোহিতের মত;
শুধু উচ্ছিষ্টের মত পড়ে থাকে দেয়াল/মেঝ জুড়ে
মৌনতাকামী সেজে, শব্দহীন অন্বেষণে, অজানা গন্তব্যে,
অপেক্ষার পথচক্রে;
ছবি নেটের।
২০টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় প্রকাশ কবি দা
ছাইরাছ হেলাল
ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
নিঃশেষের পেয়ালায় স্বাস্থ্য-সুখ কামনা করা ছাড়া
আর কী-ই-বা করার থাকে;
ছাইরাছ হেলাল
সেটুকুই বা কম কীসে!
ভাল থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
দয়াল/মেঝ জুড়ে এখানটা ঠিক বুঝলাম না ভাইয়া। সুস্থতা কামনা ছাড়া এখন কিইবা করার আছে? ঈশ্বর সহায় হোন। ভালো থাকুন নিরবধি। শুভ সন্ধ্যা
অনন্য অর্ণব
ওটা দেয়াল হবে আপু, টাইপে সমস্যা হবে হয়তো।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া।
ছাইরাছ হেলাল
সুস্থতা খুব ই দরকার এ সময়ে,
টাইপো ছিল, যাক, দায়িত্ববান একেই বলে প্রমাণিত।
ভাল থাকবেন, লেখা কৈ?
সুপর্ণা ফাল্গুনী
লিখতে চেষ্টা করছি। আশীর্বাদ করবেন
ছাইরাছ হেলাল
আচ্ছা, অপেক্ষায় থাকি।
অবশ্যই আপনি ভাল থাকবেন।
বোরহানুল ইসলাম লিটন
বড়ই চঞ্চলা স্মৃতির রেখা
বারে বারে দেয় অস্থিরে দেখা।
অকৃত্রিম অনুভূতির ব্যক্ততা।
অশেষ মুগ্ধতায় শুভ কামনা রাখলাম পাতায় চিরন্তন।
ছাইরাছ হেলাল
নিয়মিত পড়ার জন্য শুভেচ্ছা।
ভাল থাকবেন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অপেক্ষার শেষ হবে আশা করি। ধন্যবাদ ভাইয়া।
ছাইরাছ হেলাল
অবশ্যই অপেক্ষার শেষে আবার আমরা ফিরবো।
ভাল থাকুন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
সুস্থ আর ভালো থাকবেন ভাইয়া।
ছাইরাছ হেলাল
আপনিও ভাল থাকবেন।
হালিমা আক্তার
চমৎকার উপমায় বর্ণিত চিত্রকল্প। শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
সামান্য একটু চেষ্টা মাত্র।
পড়ার জন্য ধন্যবাদ, ভাল থাকবেন।
সাবিনা ইয়াসমিন
তবুও তো অপেক্ষা আছে,,,আছে বিকল্পের জানালা।
জানালাকে সাপোর্ট দেয়ার জন্য দেয়াল একটা লাগেই;
আপনার সুস্বাস্থ্যের পেয়ালা উর্বর থাকুক,
শুভ কামনা রইলো মহারাজ 🌹🌹
ছাইরাছ হেলাল
দেয়াল দেয়ালেই ঝুলে থাকে!
আমরা ও সবাই সুস্থ যেন থাকি এই কামনা রাখছি।
ভাল থাকুন।