
নির্ভয় নির্ভারে বিস্মৃতিবিহীনতায় আনন্দ-বৃষ্টির মত
যতক্ষণ খুশি, সুখ সুখ স্মৃতি, স্বপ্ন স্মৃতিতে নেচে চলা
ছন্দের মত, মন্থন রোমন্থনে বসন্ত সুখের মত
লেগে লেপ্টে থাকে, চুম্বনের কম্পনে।
সীমাহীন দৈর্ঘ্যের অন্তকালে ঠাসা রক্ত-হৃদয়ের যন্ত্রণা;
নাক মুখ চোখ ঠেলে রক্তঝরা বেদনা, ইচ্ছে করেও
ভুলে থাকা যায় না, ভাব গম্ভীরের মুখোশ এঁটে-ও;
পিছলে পড়া, পিছলে যাওয়া কবিতাগুলো সত্যির চেয়েও
অনেক অনেক সত্যি, বিস্মৃতিবিহীনতায়;
ছুঁয়ে দেখা, ছুঁয়ে যাওয়া ভাবনাগুলো অনস্তিত্বের মাঝেও
অস্তিত্বের জানান দেয়, স্পর্শময় অশরীরীর মত।
তীক্ষ্ণ চিৎকারের ইস্পাত-ফলার প্রতিধ্বনি বধির,পথভ্রষ্ট;
জীবনের প্রস্রবণ সুখ-দুঃখের কুয়াশা ছড়ায়,
একটু ও আলতো শব্দ না তুলে,
অপলক চোখে তুলে রেখে শুধুই দেখে, দূরে দাঁড়িয়ে;
গান(১০০ মিলিয়ন ভিউ) ও ছবি নেট থেকে।
২০টি মন্তব্য
আরজু মুক্তা
কেনো জানি, এই কবিতা পড়ে কুমার বিশ্বজিতের সুখ ছাড়া দুখ, এই গানটা মনে পরলো। আর এড সেরনের গানটা শুনছি। আমার মেয়ের পছন্দের শিল্পী। ও শুনলেই আমিও শুনি।
সুখ গুলো এভাবে দূরে দাঁড়িয়েই দেখে হাসে কারণ সুখ বেশিদিন সয় না। আর দুঃখগুলো জড়ায় ব্যথা বাড়ায়।
শুভ সন্ধ্যা
ছাইরাছ হেলাল
সেরেনের গান আমার ভালোই লাগে, কী মনে করে যেন এই লেখায় দিয়ে দিলাম।
লেখার সাথে কোথায় যেন একটু মিল খুঁজে পাচ্ছি।
সুখ আর দুঃখ পিঠাপিঠি থাকে, কেউ কাউকে ছাড়ে না। মাঝখানে শুধুই সময় বয়ে যায়।
প্রথম পড়লেন।
ভাল থাকবেন আপনি।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকার — ছুঁয়ে দেখা, ছুঁয়ে যাওয়া ভাবনাগুলো অনস্তিত্বের মাঝেও
অস্তিত্বের জানান দেয়, স্পর্শময় অশরীরীর মত।
ছাইরাছ হেলাল
অনেক ধন্যবাদ আপনাকে।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
শুভেচ্ছা আপনাকে।
রেজওয়ানা কবির
আমারতো মনে হয় সুখ দুঃখ পাশাপাশি বিরাজ করে তবে সুখ আপেক্ষিক ব্যাপার তাই কমসময় ধরে রাখতে পারি আর দুঃখবিলাসী আমরা বেশিরভাগ মানুষ তাই এই দুঃখকেই লালন করি বেশিদিন। আমিও সেরেনের ভক্ত। শুভকামনা ভাইয়া।
ছাইরাছ হেলাল
সুখ আর দুঃখের নিকুচি করে সেরেনে বাঁচি সবাই, কিন্তু তাও তো স্মৃতি আর স্মৃতি।
শুভেচ্ছা।
বন্যা লিপি
আমি দুঃখ বিলাসি। আমি তাই নিয়েই সুখি। আমি চিনিনা সুখের পরিযায়ী। আছে নাকি এরও বিপরিতে সুখের কোনো পরিচয়! তবে তা অন্য কারো জন্য। দুঃখ বিলাসি….. আমি তাই নিয়েই সুখি
ছাইরাছ হেলাল
দুঃখ যখন বিলাস ব্যাসন তখন আর চিন্তা কী!!
গল্প বলার ভাব রুখলাম না।
* এই, আমার মন্ডা খুপ খারাপ,
** এ আর এমুন কী, রোজ ই তো হুনি,
* না না, সত্যি খ্রাপ।
**কী অইছে? ক দেহি, (মুড়ি/পান খাইতে খাইতে)
*কয়েকদিন অইচে আহাশে চান দেহি না।
** আরে ধুর আছে আছে, কোন চিপা চুপায় যাইয়া কামে/আকামে ব্যাস্ত আছে।
* ভাবছি দুঃখের ইস্টাটাস দিমু– এ যেপন আর রাকমু না, কচু গাছের লগে দড়ি দেয়ার ছবি দিমু,
খুব টাচি একটা ভাব হবে!! কী বলিস! অন্নেক ছ্যাড ছ্যাড ইমু পড়বে!
*** (ত্যাঁদড় টা দূরে বসে শুনছিল) এই কী কী? আহাশে চান দ্যাহো না কবেত্তে?
* এতক্ষণে উনি আইছে, দুঃখে বুক্টা ফাইড্ডা যায়!! এই তো কয়দিন অইছে;
*** কতক্ষণ ফোন টিপাটিপি করে কয়, এহোন তো অমাবশ্যা, চান আইবে কইত্তে!!
* তব্দাইয়া কই, অমাবশ্যা অইলেও ইট্টু অইলেই চানের দ্যাহা দেওয়া উচিত, এমুন দুঃখ কষ্টে!!
হায় বিলাসী দুঃখ!! কুথায় কুথায়!!
স্মৃতিতে সুখ-দুঃখ গেঁথে থেকেই যায়,
বয়ে যাওয়া নদী শুধু দু’কুল উপছিয়ে সমুদ্রে যায়।
পড়ার জন্য ধন্যবাদ।
রোকসানা খন্দকার রুকু
আমি তো কবিতা গান কিছুই বুঝিনা। কেন যে বুঝিনা। সাতসকালে শোনা যায় না পরে শুনবো। এমন গান মাঝে মাঝে দিলে আমাদেরও মুন- মিজাজ ভালো থাহে,,,
ছাইরাছ হেলাল
আমিও না বুজ্জাই এমুন দেই, অন্যদের দ্যাহা দেহি,
আহারে মন, মেজাজ্রে লইয়া কৈ কৈ যাও, থাহ, কে জানে!!
শুভেচ্ছা।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর অনুভবের ছোঁয়া।
অনন্য শব্দ চয়ণ ও উপমার সমাহার।
নিরন্তর শুভ কামনা রেখে গেলাম পাতায়।
ছাইরাছ হেলাল
পড়েন দেখে ভালোই লাগে।
ধন্যবাদ।
সৌবর্ণ বাঁধন
শব্ধঝংকারে মুগ্ধতা জানবেন কবি। অনেকটা উষ্ণ প্রসবণের ধারার মতোই নেমে আসে আপনার মননের শব্দগুলো। তারপর তেজী ঘোড়ার মতো শৈল্পিক ভঙ্গীতে লাফিয়ে লাফিয়ে চলে বহুদূর। শুভেচ্ছা জানবেন।
ছাইরাছ হেলাল
আপনাকেও শুভেচ্ছা, কুড়িয়ে নিয়ে জড়ো করি মাত্র, এর বেশী কিছু না।
ভাল থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
বসন্ত সুখের মতো বিস্মৃতিবিহীনতার আনন্দ বৃষ্টিতে ভিজে, লেপ্টে মনকে করি সুখী। সুখ-দুঃখের মহাপ্রলয়ে কখনো মেঘ, কখনো রোদ এসে ভাসিয়ে নিয়ে যায়। অবোধ মন কখন কি সে আনন্দ খুঁজে পায় , বোঝা দায়। শব্দের তেজস্বীতে বারবার মুগ্ধ হই, চমৎকৃত হই। অবিরাম শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
বাহ্, আর একটু বাড়িয়ে বললে তো সুন্দর-লেখা হয়ে যেতো।
লিখে ফেলুন, দ্রুত।
ভাল থাকুন।
সাবিনা ইয়াসমিন
গাম্ভীর্যের মুখোশ এঁটে সবকিছু ঢেকে রাখা যায় না। ভেতরের হাসফাঁস উপচে পড়ে সময়ে-অসময়ে।
নির্বিকার বর্ণ গুলো মাঝে-মাঝেই অপ্রতিরোধ্য হয়ে উঠে সবল আক্ষেপে।
শুভ কামনা 🌹🌹
ছাইরাছ হেলাল
সময়ের স্রোত কাউকে তোয়াক্কা না করে ই শুধুই বয়ে যায়।
শুভ কামনা আপনার জন্য ও।