
না-থামা-বৃষ্টি হয়ে এসো আবার
যেমন এসেছিলে সেই সে-বার,
হয়ে যাক একটু লেনদেন, সন্ধি গড়ার;
বখে যাওয়া দমকা/ইঁচড়ে-পাকা বাতাস
সে তো থাকেই প্রতিপক্ষের মত!
নিয়তি ভেবে ঘাসের উপর বিছিয়ে
দিতে পার, ফোঁটা ফোঁটা হীরক-কণা
অনিন্দ্য সৌন্দর্যের বন্ধুত্বে, দ্বন্দ্ব মিটিয়ে;
চাঁদ-কে জড়িয়ে ধরা দূর-মেঘ
বৃষ্টি হয়ে এসো, হেঁটে বেড়ানো ফুলের সাথে,
উচ্ছ্বসিত অত্যুজ্জ্বলতায়, আলো আধারের গোধূলিতে;
তারপর অবশেষে, শীতল প্রশান্তিতে,
চোখ মেলি জীবনের গভীরতম প্রবহমানতায়
অকালমৃত্যু-রোধী হয়ে, হৃদ-রঙের বর্ণ-বিভায়।
গান ও ছবি নেটের।
২৬টি মন্তব্য
আরজু মুক্তা
না থামা বৃষ্টিতে শিল পরলে শেষ। এতো বৃষ্টিতে কি কথা শোনা যায়? তারপর আবার বাতাস। তবে, বৃষ্টি শেষে চাঁদ যেভাবে স্নিগ্ধ আলো ছড়ায়। ঐটা অসাধারণ। এমন সময় কাঙ্খিত বন্ধুটি থাকলে মম্দ নয়।
ছাইরাছ হেলাল
প্রাণের কথা/সুর শুনতে বৃষ্টি কোন বাঁধা নয়, বরং প্রিভিলেজ!!
বৃষ্টি-বন্ধুর জন্য তো এমন হাউ-কাউ।
শুভেচ্ছা।
মোঃ মজিবর রহমান
সব দ্বন্দের অবসান হবে না এভাবেই চলছে চলুক কুবি ভাই।
চাঁদ-কে জড়িয়ে ধরা দূর-মেঘ
বৃষ্টি হয়ে এসো, হেঁটে বেড়ানো ফুলের সাথে,
উচ্ছ্বসিত অত্যুজ্জ্বলতায়, আলো আধারের গোধূলিতে; দারুন লাগ্লো ব্রাদার.
ছাইরাছ হেলাল
কিছু দ্বন্দ্ব না হয় থেকেই গেল হৃদয় জরিয়ে।
ধন্যবাদ।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আবেগময় প্রকাশ — চাঁদ-কে জড়িয়ে ধরা দূর-মেঘ
বৃষ্টি হয়ে এসো, হেঁটে বেড়ানো ফুলের সাথে,
উচ্ছ্বসিত অত্যুজ্জ্বলতায়, আলো আধারের গোধূলিতে;
ছাইরাছ হেলাল
অবশ্যই আবেগ প্রকাশ একটু চেষ্টা ছিল।
পড়ার জন্য ধন্যবাদ।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ধন্যবাদ ভাই। আপনিও ভালো থাকবেন।
ছাইরাছ হেলাল
শুভেচ্ছা।
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ বাহ্ আপনার কাঙ্খিত শীতল পরশ বুলিয়ে দিয়েছে আজ ভালোই তবে সকাল থেকে রাত আটটা পর্যন্ত বিদ্যুৎ বিহীন থাকতে হয়েছে। তাহলে বুঝুন সারাদিন কি অবস্থায় থেকেছি। ভালো থাকুন সবসময় শুভ কামনা নিরন্তর
ছাইরাছ হেলাল
আহারে!! আপনি তো দেখছি হেভভি হ্যাপার মধ্যে আছেন, ব্যাপার না।
টুপ করে নাচুনে হয়ে বৃষ্টি-ভেজা সেরে ফেলুন।
আপনি ভাল থাকবেন, এবং সাবধানে।
হালিমা আক্তার
না থামা বৃষ্টি আবার আসুক। সাথে কিছুটা বখে যাওয়া বাতাস। বৃষ্টির সাথে হালকা বাতাসে ঢেউ খেলা জলকণা দেখতে কিন্তু অপরূপ লাগে। শুভ কামনা অবিরাম।
ছাইরাছ হেলাল
আরে আপনি তো পুরোদস্তুর কবি হয়ে গেছেন!!
একটু বখে যাওয়া বাতাস আমাদের চাওয়ায় থাকেই। সাথে জলকণাটুকু!
ধন্যবাদ।
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
ছাইরাছ হেলাল
সাবধানে থাকবেন।
বোরহানুল ইসলাম লিটন
প্রেম ও প্রকৃতির অপূর্ব সমন্বয়
সাথে অতুলণীয় জীবনবোধ।
দুর্দান্ত উপমার সমাহারে মুগ্ধতা রইল নিরন্তর।
নিরন্তর শুভ কামনা রাখলাম পাতায়।
ছাইরাছ হেলাল
ভুলে গেলে তো হবে না। এমন সুন্দর সুন্দর কথা তো সামান্য বলতে হবে।
নিরন্তর শুভেচ্ছা আপনার জন্য ও।
কামাল উদ্দিন
গানটা ভালো লেগেছে, আর আপনার কবিতা তো বরাবরই আমি চমৎকার ভাবে বুঝে নেই 🙂
ছাইরাছ হেলাল
আহারে ফাঁকিবাজ! এমুন ছবি তুল্লে কোবতে না বুঝে উপায় আছে!!
শুভেচ্ছা অবিরাম।
কামাল উদ্দিন
জ্বী ভাইজান আপনাদের পথই অনুসরণ করতে চাই আরকি 🙂
ছাইরাছ হেলাল
আচ্ছা, এই ছিল মনে!!
বন্যা লিপি
অবশেষে নেমে আসে…
সেই শীতল স্পর্শের মত ঝাপিয়ে নেমে আসে ক’ফোঁটা কাঙ্খিত ধারা।
আমি তা মানি না, মানি না….
গানটা আমার ভীষণ প্রিয় একটা গান।
ছাইরাছ হেলাল
এবারে অন্তত বুঝলাম সব লেখাই গোপনে পড়েন-না!!
আপনি ক্যামনে মানবেন! বৃষ্টি-ভেজা তো আপনার নাই!!
গানের মুভিটি নিশ্চয়ই দেখে ফেলেছেন!
ভাল থাকবেন।
বন্যা লিপি
আপনি কী মনে করেন, মন্তব্য না করলে কেউ লেখা পড়ে না? যা বলি তাতো স্পষ্ট সত্যভাষায় বলি, আপনার লেখা এড়াই না আমি। মন্তব্য করি আর না করি।
ভিজতাম একসময়, যখন একটা খোলা ছাদ বারান্দা ছিলো। ৫/৬ বছর আর বৃষ্টি ভিজতে পারিনা। ওই গানের মুভিটা দেখিনাই। আজই দেখব বলে ভাবছি। দোয়া চাই…. ভীষণ অসুস্থ্য😓😓
ছাইরাছ হেলাল
আরে না না, জগতে আশরিরি তো আছেই, ভূতটূত ও। আমরা শুধু চৌক্ষে দেহি না!
আল্লাহ আপনাকে স্বাস্থ্য-সুন্দর রাখুন, এ সময়ে।
তৌহিদুল ইসলাম
বৃষ্টির কারনে বিদ্যুৎ বিহীন দুইদিন। এই আসে এই যায়। গান আর রোমান্টিকতা যখন পালিয়ে বেড়াচ্ছে আপনার লেখা মনে শীতল পরশ এনে দিলো সত্যি।
ভালো থাকুন ভাই।
ছাইরাছ হেলাল
সব ঝঞ্ঝাট কেটে যাবে নিশ্চয়ই, আমরা আবার ভাল থাকবো।
শুভেচ্ছা।