
মানুষ মানুষে সদা ভেদাভেদ গড়ে
যদি তা দেখেও ভাবে বেশ আছি ভালো,
জেনো সে হৃদয় গেছে চিরতরে মরে
মানুষ মানুষে সদা ভেদাভেদ গড়ে।
আঁধারে যদি সে কাঁদে অনুতাপী দোরে
জোনাকও লুকাবে শেষে আপনার আলো,
মানুষ মানুষে সদা ভেদাভেদ গড়ে
যদি তা দেখেও ভাবে বেশ আছি ভালো।
ছবি: সোনেলা গ্যালারী থেকে।
১২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বৈষম্য, ভেদাভেদ মানব জাতির জন্য অভিশাপ বলেই মনে করি। অভিশাপের দেয়াল ভেঙে মানবতার জয় হোক। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ সকাল
বোরহানুল ইসলাম লিটন
প্রথম এবং সুন্দর মন্তব্যের জন্য
অফুরান আন্তরিক ধন্যবাদ রইল প্রিয় কবি।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
ছাইরাছ হেলাল
ভেদকে অভেদে নিতে পারাই জীবনের সার্থকতা।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন ভালো থাকুন।
রোকসানা খন্দকার রুকু
আসলেই দেখেও অনেক সময় না দেখার ভান করতে হয়।
শুভ কামনা সতত।
বোরহানুল ইসলাম লিটন
অপরিসীম ধন্যবাদ রইল।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
পপি তালুকদার
আমরা চোখ থাকিতে অন্ধ।
চিরন্তন সত্য কথন।
বোরহানুল ইসলাম লিটন
ধন্যবাদ ও শুভ কামনা নিরন্তর।
সুস্থ থাকুন ভালো থাকুন।
আরজু মুক্তা
এই ভাবনার ব্যবচ্ছেদ হোক।
শুভ কামনা।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
মনির হোসেন মমি
ভেদাভেদ কখনো মানুষের জন্য মানুষ হিসাবে কাম্য নয়। চমৎকার কবিতা।
বোরহানুল ইসলাম লিটন
কৃতজ্ঞতায় ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন ভালো থাকুন।