
সুদীর্ঘ নীরব-নির্জনতা নিয়ে, প্রবল গ্রীষ্মের
করোনাকালে, দুঃখী-দুঃখী লোকালয়ে থেকে
একটু দূরত্বে, জল পতনের শব্দে-শব্দে বয়ে যাওয়া
প্রমত্ত উচ্ছলতার নদী-তীর খুঁজি;
চৈতন্য জুড়ে শুধুই স্ফটিক-জল-কেলি, জোনাকির
আলোয় সুয়ো-দুয়োরানীর স্বপ্ন রাত;
বৈরী হাওয়ায় নিরঙ্কুশ নাভিশ্বাস, ঘুণে পোকাদের বাসা,
শিকড়ে শিকড়ে সংক্রামিত শব্দহীন দুরারোগ্য পাপ;
অরণ্য ফিরে ফিরে যাচ্ছে দূর অরণ্যে,
প্রতীক্ষায় সবুজ বাতাস, প্রজাপতি-চোখের দীপ্র উৎসব,
সুগন্ধি রাত্রি, অজান্তে হারিয়ে যাচ্ছে বিশীর্ণ শ্রান্তির জনপদে;
আয়ুরা হারিয়ে/ফুরিয়ে যাচ্ছে বন্ধ্যা স্বপ্নে স্বপ্নে,
বিভেদের শৃঙ্খলিত হৃদয়-মানচিত্রে, অচেনার আলেয়া-সীমান্তে।
ছবি নেটের।
১৪টি মন্তব্য
শামীনুল হক হীরা
খুব সুন্দর লিখেছেন।একদম মনের মত ভাবনা।শুভকামনা রইল।।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য অনেক ধন্যবাদ।
আরজু মুক্তা
করোনা দেখি সবখানে। কবে যে যাবে এ ধরা থেকে। কবিরা নতুন কিছু ভাববে।
ছাইরাছ হেলাল
লেখকেরা এই গ্রহের ই বাসিন্দা, জীবন পণ করে বেঁচে থাকে।
অবশ্য কেউ কেউ নিত্য নূতনের ভাবনায় থাকে।
অবশ্য কেউ কেউ মানসা, লু সাসা, রুবায়ায় ও থাকে!!!
আপনি ভাল থাকবেন।
খাদিজাতুল কুবরা
আসলে মনের মধ্যে জল পতনের শব্দ শুনতে পেলুম,
মহামারীর এই ক্রান্তিকালীন সময়ে বুঝতে পারছি প্রকৃতির শ্বাসকষ্ট হচ্ছিল এতোকাল, এবার কী প্রাণভরে শ্বাস নেবে আর আমাদের চিরচেনা সবুজের সমারোহে ডেকে নেবে?
আশা নৈরাশ্যের দোলাচলে দিন কেটে যাচ্ছে /যায়।
অচেনা আলেয়ার সীমান্তই বটে।
ছাইরাছ হেলাল
আশা-নিরাশার দোলাচল নিয়েই আমাদের জীবন,
শুধুই অসহায়ত্ব আমাদের হৃদয় জুড়ে। সে এক আলেয়া সবার জন্য।
ভাল থাকবেন।
লেখা পাচ্ছি না তো।
খাদিজাতুল কুবরা
কোভিডের হিংস্রতার শিকার হয়ে প্রায় হারিয়ে গিয়েছিলাম। কিন্তু না ফিরে এসেছি আল্লাহর অশেষ রহমতের বরকতে।
ছাইরাছ হেলাল
আপনি হারাতে-ই পারেন না, হারাবেন-ও-না।
আল্লাহ আপনার সহায় হবেন,
আবার সুন্দর করে বাঁচুন, লিখে লিখে।
বন্যা লিপি
ক্লান্তিতে নুয়ে পড়া পৃথিবী ভাবনা নিয়ে বসেছে-আর কত ঠাঁয় ভর দিয়ে পাহারা দিয়ে যাব নিস্কলুষ বাতাসের আসা যাওয়া!
রোদেরও ক্লান্তি পায়
ভারী হয়ে ওঠা নির্জনতার স্তব্ধ নদীতটে।
জমে ওঠা মেঘে ডঙ্কাবাহী
মিথেনের রহস্যজনক উপস্থিতী জোড়ালো শিঙ্গা বেজে ওঠার আতংকিত ভাসাভাসি;
তবু এ মানবজনম আশা জমিয়ে রাখছি
একদিন মিশে যাব অচেনা আলোর হাতছানীর ডাকে……
ছাইরাছ হেলাল
শীতল জলের গভীরে নদী বয়
অরক্ষিত থাকে বানভাসি
ধুকপুক করা বুকে তবু খোঁজে
একটুখানি নীলাকাশ।
সুন্দর মন্তব্যের জন্য বিলম্বিত শুভেচ্ছা।
ভাল থাকুন।
হালিমা আক্তার
বৈরী সময় | শ্বাস – প্রস্বাস আটকে যায় | থমকে যাওয়া পৃথিবী পেটের তাগিদে চষে বেড়ায় | খুব সুন্দর লিখেছেন |
ছাইরাছ হেলাল
বৈরিতা কেটে যাক নিবির নিঃশ্বাসে এ প্রার্থনা বিধাতার কাছেই রাখি।
ভাল থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
করোনা অনেক অনেক কিছু কেড়ে নিচ্ছে, আয়ু কমে যাচ্ছে , দুর্বিষহ হয়ে উঠেছে স্বপ্ন গুলো, কঠিন বাস্তবতা দেখতে পাচ্ছি। তবুও বেঁচে আছি যতক্ষণ , আশ ততক্ষণ। সাবধানে থাকুন।
ছাইরাছ হেলাল
সব কিছু কেটে যাবে বিধাতার আশীর্বাদে।
আপনিও সাবধানে থাকবেন, বিভুঁইয়ের লকডাউনে।
ধন্যবাদ।