একটি ভালবাসার গল্প-২

তির্থক আহসান রুবেল ১৩ ফেব্রুয়ারি ২০২১, শনিবার, ১১:৪৬:২৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৮ মন্তব্য
– ভালবাসার মানে কি?
– সব থাকার পরও কি যেন নেই! কে যেন নেই! অনুভূতি
– আপনার কেন মনে হলো যে, আপনি তাকে ভালবাসেন?
– কারণ তাকে ভাবলে বুকে চাপ অনুভব করি। শুন্য শুন্য লাগে। মনে হয় আমি একা!
– আর!
– আর কি! বুক ধরফর করে।
– আর?
– কেমন যেন ভাললাগা অনুভব জাগে। বোঝাতে পারবো না।
– আর?
– আর! আআআর… মনে হয় তার দিকে তাকিয়ে থাকি অপলক। কিন্তু তাকানোর সাহস পাই না। চুরি করে তাকাতে হয়, যেন না দেখে।
– ভালবাসার সবই তো নেগেটিভ তাহলে!
– হুম। ভালবাসা পেলে হারিয়ে যাবার ভয় থাকে। আর না পেলে, হারিয়ে ফেলার ভয়।
– দেবীকে নিয়ে ভয় কোনটা?
– ভয় একটাই। যদি আমাকে ভালবেসে ফেলে!
(চলবে)
৮২৭জন ৭৩১জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ