বিবর্ণ সময়

সুপর্ণা ফাল্গুনী ১০ অক্টোবর ২০২০, শনিবার, ১২:০০:০৮পূর্বাহ্ন কবিতা ৩৫ মন্তব্য

আজকাল কলম কথা বলছে না, অসাড় হয়ে গেছে।
অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে ডায়েরীর শ্বেত-শুভ্র জমিনটাকে।
কিছুতেই সন্ধি ঘটছে না কলম-ডায়েরীর।
কলম যতই ভালোবেসে আলিঙ্গন করতে চায়,
ডায়েরী বুকে নিচ্ছে না শব্দের ঝুলি, কাব্য ব্যঞ্জন।
প্রকৃতির বর্ণ, গন্ধে এখন আর শব্দরা লুটোপুটি খায় না।
বর্ষা গিয়ে শরতের পালে যৌবনের জোয়ার এসেছে,
চারিদিকে আগমনী বার্তা- বিষণ্ণতায় রঙের প্রলেপ পড়েছে।
অনুগামী স্বপ্নগুলো পথ ভুলে আজ সমাধিস্থ শিরিষ/মেহগনির ছায়াতলে,
আকাশসম ভালোলাগা গুলো ডুবে মরেছে মধুমতি/তালতলার সলিল সমাধিতে।

 লাল বেনারসিতে বিবর্ণ প্রজাপতি পার্থিবজীবনের ধ্রুপদী সুরের জলাঞ্জলি এঁকে যায়।
অবসাদের ভীড়গুলো মনের আকাশে জমা হয়ে মেঘ হয়ে ছুটছে অনির্বার,
বিষণ্ণ ঘাসফড়িংয়ের দল উড়ছে উদ্দেশ্য বিহীন শীতল জলরাশির আগমনী-বার্তায়।
ময়ূরপঙ্খী কচুরিপানার সৌন্দর্য বিকশিত হয় পথের ধারে অবহেলা আর অযত্নে।
সমুদ্রের লোনা জলে ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখের প্রাচীন ইতিহাস বিলীন হয়ে যায়,
ধ্রুপদীতে অশ্লীলতার বসন জড়িয়েছে বিশুদ্ধ সরোবর উলঙ্গ করে।
সোমরসের ভরা যৌবনে দ্বিরেকের আত্নাহুতি লুব্ধকের পেয়ালায়।

৮০৭জন ৬২১জন

৩৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ