
এই, এখন-সকালে জেঁকে-বসা বর্ষার আকাশ কে বলি,
হাত বাড়িয়ে দাও, খুনসুটির ছলে হলেও,
এই হাত নাও;
স্নান ঘরের নিভু-আলোতে বর্ষণ/স্নান, মন্দ কী?
আমি তো রাজি হয়েই আছি;
ধুলো ময়লার কাল-স্রোত ধুয়ে যাবে, ধুয়ে নেবে;
কে কোথায় উঁকি দিচ্ছে/দেবে, দিক না;
উত্তাল-উতলা স্নান মেঘে ভেসে
হেলে-দুলে বলা না-বলা কথার ভিড়ে
হাঁ করে তাকিয়ে না থেকে, একটু আধটু ঝুঁকি
নিয়েই না-হয় একটু বুদবুদ খেলি,
এসিড বৃষ্টির তোয়াক্কা না করে, এক্ষুনি;
ঊরু দেখানো মেঘ, অ-ক্ষমতার জিকির তুলে
এবারে আর রক্ষা পাবে না, এই শরতে;
এই সকালে।
ছবি নেটের।
২৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
স্নান ঘরের নিভু-আলোতে বর্ষণ/স্নান দিলে কেমন হয় ? ইংরেজি শব্দটা খাপ খাচ্ছে না। আজকের কবিতা টা অন্যরকম ভালো লেগেছে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা অবিরাম। বৃষ্টিস্নাত শরত সকালের শুভেচ্ছা রইলো
ছাইরাছ হেলাল
অনেক ধন্যবাদ, আপনাকেই মেনে নিচ্ছি।
টেবিলে বসার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেল, বুঝতেই পারছেন তার পরের অবস্থা!!
ভাল থাকবেন, প্রথম হয়ে-ই।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। হুম বৃষ্টির কোন লাজ শরম নাই , সময় অসময় নাই। শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
হুটহাট এসে জাঁকিয়ে বসে যায়!!
ধন্যবাদ।
বন্যা লিপি
কি রকম ঘোরের মাঝে কাটছে জীবন
কেমনতরো বৈরী বাতাস নিচ্ছে দম অবিরত! তবুও মনের চাতাল বৃষ্টিস্নাত।
শরত শেঘে কাঁদছে আকাশ
আধো -আঁধারে লুকোচুরি স্নানের ঘাট……
ছাইরাছ হেলাল
শরতের লুকোচুরি বৃষ্টি আমাদের ভিন্নতা এনে দিচ্ছে, সময় অসময়ের হিসেবে না কষেই।
ধন্যবাদ ভাল থাকবেন।
সুরাইয়া পারভীন
এই শরতের সন্ধ্যায় এসিড বৃষ্টিই চাই
সে বৃষ্টিতে ধুয়ে মুছে যাক ধুলো ময়লা আছে মতো
সাথে সমস্ত জঞ্জাল আবর্জনা পুড়ে পুড়ে ছাই হোক
হোক হোক এসিড বৃষ্টিই হোক
ছাইরাছ হেলাল
এভাবে তো ভাবিনি, দারুন ভাবনা আপনার।
হ্যা, সময় এখন এসিড বৃষ্টির, ক্ষয়ে যাক সব পঙ্কিলতা এক মুহূর্তে।
ধন্যবাদ অনেক।
উর্বশী
প্রতিটি স্তবক বিশ্লেষণ করলে এক একটি কবিতা হবে। দারুন লিখেছেন ভাইয়া। এক কথায় মুগ্ধতা ছড়ানো লেখা। বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ ও শুভ কামনা সব সময়।
ছাইরাছ হেলাল
আপনার জন্য ও শুভ কামনা অনেক অনেক। আপনি নিয়মিত পড়েন।
ধন্যবাদ আপনাকে।
তৌহিদ
বৃষ্টিবন্দী জীবন হুট করেই থমকে যায়। বৃষ্টিস্নানে মনের কালিমা মুছে গিয়ে আবার পরিশুদ্ধ হতে চাই।
ভালো থাকুন ভাই।
ছাইরাছ হেলাল
শুদ্ধতা আমাদের একান্ত কাম্য, শরৎ বৃষ্টি হলে তো কথাই নেই।
ধন্যবাদ।
সুপায়ন বড়ুয়া
শরৎ সকালে রোদ বৃষ্টির খেলা মন্দ না।
নিভু নিভু আলোয় ভিজতে কার না মন চায়
সাথে যদি সাথি যাকে বাসিভালো বেশী।
ভালই লাগলো। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
সাথে বাসী বাসীভালো থাকলে টাইট অবস্থা ও কিন্তু হতে পারে।
ভাল থাকবেন এই বৃষ্টি-স্নাত শরতে।
ধন্যবাদ।
রোকসানা খন্দকার রুকু
বৃষ্টি সব ধুয়ে মুছে নিয়ে যাক।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আপনার মোট আমরাও তা আশা করি,
কিন্তু তা পাচ্ছি কৈ !!
ধন্যবাদ আপনাকে।
শামীম চৌধুরী
আপনার এই শরত বৃষ্টি এমন ভাবে ঝড়ুক যেন সমাজ থেকে সব ধর্ষকদের ভাসিয়ে নিয়ে যায়।
ছাইরাছ হেলাল
ভাইরে, এসিড বৃষ্টি চাই, তার কম কিচ্ছু না।
ধন্যবাদ দিচ্ছি।
জিসান শা ইকরাম
এই শরতে এমন বর্ষন হবে!
মেঘও ঊরু দেখায়!
ছাইরাছ হেলাল
শুধু উরু না, অনেক কিছুই দেখায় ঠারে ঠোরে ,
করি কোথায় যায় এই শরতে !!
হালিম নজরুল
ঊরু দেখানো মেঘ, অ-ক্ষমতার জিকির তুলে
এবারে আর রক্ষা পাবে না, এই শরতে;
এই সকালে।
—————- ভাল লাগল
ছাইরাছ হেলাল
কবির ভাল লাগা লেখকের কাছে হৃদয়ের ছোঁয়ার মত।
ধন্যবাদ।
আরজু মুক্তা
বৃষ্টিই যেহেতু কলুষতা দূর করে। সেরকম একটা পরিচ্ছন্ন বৃষ্টি চাই। শুভ্রতা ছড়িয়ে দিক।
শুভকামনা
ছাইরাছ হেলাল
আমরা-ও তা চাই, এবং তা চাওয়াতেই ঝুলে থাকে।
ধন্যবাদ আপনাকে।