না

খাদিজাতুল কুবরা ৫ অক্টোবর ২০২০, সোমবার, ১২:২৪:৪০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪১ মন্তব্য

 

আমি আর কতো না শুনবো?
আর কতো বয়স বাড়লে একটি হ্যাঁ পাবো?
ছোট্ট বেলায় মা কতো কিছুতে না বলতেন,
কেন? জিজ্ঞেস করলে বিরক্ত হয়ে বলতেন
বড়ো হলে বুঝবি,বলতেন না আসল কারণ।
যে পোড়ামুখী তুই যে কন্যা সন্তান!
পুকুর পাড়ে একা যাওয়া বারণ,
বাড়ির দক্ষিণ দুয়ারে আধশোয়া নাককেল গাছটায় বসা বারণ।
জোরে কথা বলা মানা,
হনহনিয়ে চলা মানা।
অথচ ভাই ঠিকই ফুটবল, ক্রিকেট মাঠ জয় করে ফিরছে,তার বেলায় ঠিক ষোলোআনা।
মনের উচ্ছলতার কোনো লিঙ্গ হয়না,কিছুতেই আজও কাউকে বোঝাতে পারলাম না।
কারও কারও বার্ধক্যে ও মনের বয়স বাড়েনা।
এই মধ্যবয়সে এসে আবেগী হওয়া, আবেগি লেখা নাকি মানায়না,
নীল রঙটা নাকি রঙচটা সেটা পরাও মানা।
লাল, মেরুন কালার তো প্রশ্নই আসেনা?
আমার ও আছে একটি কন্যা,
আমি ও তাকে করি রোজ কিছু কিছু মানা।
এই যেমন তৃতীয় তলা থেকে পঞ্চম তলায় খালামনির বাসায় একা যেতে দেইনা।
বেচারি প্রশ্ন করে কিন্তু উত্তর পায়না।
আমি তো বাচ্চাকে বলতে পারিনা যে পথিমধ্যে ওঁতপেতে থাকতে পারে কোনো হায়েনা।
ওরা না থাকলে তনু,নির্ভয়াদের নির্মম মৃত্যু হতোনা।
আর কতো ‘না’ শুনবো মা?
আর কতো ‘না’?
আর কতো?

০৮/০৬/২০২০ইং

৯৯৪জন ৬৭৪জন
0 Shares

৪১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ