
ধূলোপড়া স্মৃতিগুলোতে আজো তেমনি তোমার পরশ পাই,
যেমনি ছিলে সেদিন তুমি আমার ভালোবাসা হয়ে।
শুকনো পাতার মতো ঝরে গেছে তোমার ভালোবাসা-
যেমনি বৃক্ষরাজি হারায় সবুজের তারুণ্য বসন্তের আগমনে।
শারদ-সন্ধ্যায় এসেছিলে, দু’হাত ভরে নিতে অপার ভালোবাসা,
যেমনি সাঁঝবেলায় পান্হ-পাখিরা নীড়ে ফিরে।
আজ তুমি অন্যের ভালোবাসার দাবিদার-
তোমার-আমার প্রেমের সাঙ্গলীলা সাঙ্গ করে।
কত স্বপ্ন, কত আশা বেঁধেছিলাম তোমায় নিয়ে,
যেমনি হাজার স্বপ্ন নিয়ে নদী বয়ে চলে অতল সাগরে।
আজো সেই স্বপ্নেরা আনাগোনা করে মন-মন্দিরে,
যেমনি দেবতা পূজিত হয় ভক্তকূলের করতলে।
ছবি-গুগল
১৯.০৯.২০১৪
৩৩টি মন্তব্য
মনির হোসেন মমি
হারানো প্রেম বড় বেদনা দায়ক-স্মৃতি কেবলি সাতরিয়ে বেড়ায়।দারুণ কবিতা।
সুপর্ণা ফাল্গুনী
প্রথম মন্তব্য করার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা রইল। অফুরন্ত ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন
রেজওয়ানা কবির
প্রেম বড়ই বেদনা।
কেন আশা বেঁধে রাখি?
কেন দ্বীপ জ্বেলে রাখি?
জানি আসবে না,ফিরে আর তুমি,
তবুও পথ পানে চেয়ে থাকি।
খুব।সুন্দর লিখেছেন আপু।ভালোবাসা অবিরাম।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। গানটি আমার খুবই প্রিয়। ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা অবিরাম
সুপায়ন বড়ুয়া
“আজো সেই স্বপ্নেরা আনাগোনা করে মন-মন্দিরে,
যেমনি দেবতা পূজিত হয় ভক্তকূলের করতলে।”
প্রেম ভালবাসার চীরন্তন সত্যগুলো যায় না মুছা
অসমাপ্ত প্রেম গুলো কখনো পূর্নতা পায়না বলে।
ভাল লাগলো দিদি। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
দাদার ছন্দে আবারো ধন্য হয়ে গেলাম। অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ দাদা। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
শামীম চৌধুরী
কবিতাটি মনোমুগ্ধকর। তবে স্বপ্নে ঘেরা।
শুভ কামনা রইলো দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক বলেছেন ভাইয়া স্বপ্নে ঘেরা। আন্তরিক ধন্যবাদ জানবেন। ভালো থাকুন নিরাপদে থাকুন।
ছাইরাছ হেলাল
ভেগে গেলে দেবতা হয় ক্যামনে!!
‘দু’হাতে ভরে নিতে অপার ভালোবাসা’
আচ্ছা এমন হলে কেমন হয়!!
সুপর্ণা ফাল্গুনী
খুবই ভালো হয় আমি সম্পাদনা করে দিয়েছি। আন্তরিক ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ কামনা অহর্নিশি
ফয়জুল মহী
অসাধারণ দারুণ প্রকাশ ।
ভীষণ ভালো লাগলো।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন নিরাপদে থাকবেন সবসময় শুভ কামনা রইলো
কামরুল ইসলাম
প্রেম আসে, প্রেম যায়
জমা থাকে মনে ক্ষত
স্মৃতি গুলো জেগে থাকে
বুকের গহীনে অবিরত।
চমৎকার লিখেছেন
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা সুন্দর মন্তব্যের জন্য। নিরাপদে থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
পপি তালুকদার
প্রেমের বিরহে হৃদয় ছেয়ে গেছে, বিষাদে মন ভরে গেছে।তবু স্বপ্ন হাজার সেই বিরহের ভালোবাসাকে ঘিরে।কবিতার প্রতিটি লাইন যেন নিজের ই কথা! ভালোলাগা, ভালোবাসা রইল।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ আপনাকে এতো সুন্দর করে বললেন যে ভালো লাগলো খুব। নিরাপদে থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
প্রদীপ চক্রবর্তী
আজো সেই স্বপ্নেরা আনাগোনা করে মন-মন্দিরে,
যেমনি দেবতা পূজিত হয় ভক্তকূলের করতলে।
বেশ মনোমুগ্ধকর লেখনী, দিদি।
ভালো লাগা রেখে গেলাম।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা সতত।
সুরাইয়া পারভীন
যে কেবল নিতেই এসেছিল দিতে নয় কিছুই
তারই জন্য কেনো তবে এখনো এই রক্ত ক্ষরণ
ভুলে যান ছুড়ে ফেলে দিন মিথ্যে ভালোবাসার পরশ
চমৎকার লিখেছেন দিদিভাই
সুপর্ণা ফাল্গুনী
আপনার সুন্দর মতামত বরাবরই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর
খাদিজাতুল কুবরা
চাইলেই কি ভোলা যায় যে প্রেম!
প্রেম তো নিজের মনের আয়নায় এসে দাঁড়ায় আর বিষাদ জাগায়,
হোক বিষাদ তবুও প্রেম!
কোন একসময়ের উত্তাল প্রেম বেলা পড়ে এলেই কি ভ্রম!
কস্মিনকালেও নয়,
সে যে তুলে রাখা নিপাট প্রিয় শাড়িটির মতোন,
যার ন্যাপথলিনের গন্ধটাও অতি প্রিয়!
সেই তো বিষন্ন অনুভব হলেও প্রেম!
দিদি ভাই কবিতা পড়ে নস্টালজিক হয় পড়লাম।
ভীষণ সুন্দর হয়েছে।
সুপর্ণা ফাল্গুনী
আপনার সাথে পুরোপুরি একমত। চাইলেই কি সব আবেগ মুছে ফেলা যায় নাকি অস্বীকার করা যায় একসময়ের গভীর আবেগ, অনুভূতিকে! ভালো থাকুন সুস্থ থাকুন নিরন্তর শুভকামনা রইল
তৌহিদ
যেই প্রেম আশার কথা শুনিয়ে জানালা দিয়ে পালায় সেই প্রেমকে আমি ঘৃণা করি। এটা প্রেম নয়, শুধুই মোহ।
চমৎকার কবিতা পড়লাম আপু।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক সেটা কারো কাছে শুধুই মোহ যেটা অন্যের কাছে অনেক বেশি কিছু। অফুরন্ত ধন্যবাদ ভাইয়া। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
আরজু মুক্তা
প্রেমের সাথে দেবতার তুলনা। দারুণ উপভোগ্য কবিতা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু 💓🌹। ভালো থাকুন সুস্থ থাকুন নিরন্তর শুভকামনা
রোকসানা খন্দকার রুকু
শারদ-সন্ধ্যায় এসেছিলে, দু’হাত ভরে নিতে অপার ভালোবাসা,
যেমনি সাঁঝবেলায় পান্হ-পাখিরা নীড়ে ফিরে।
আজ তুমি অন্যের ভালোবাসার দাবিদার-****
বড্ড স্বার্থপর। নিজেকে ভরিয়ে অন্যকে ভরিয়ে ফেলেছে।
শুভ কামনা। শুভ সকাল দিদি।।
রোকসানা খন্দকার রুকু
নিজেকে ভরিয়ে অন্যকে খালি করে ফেলেছে।।সরি দিদি।
সুপর্ণা ফাল্গুনী
এই স্বার্থপর লোকগুলো ই দিনশেষে সুখী । তখন আরো বেশী নিজেকে অপরাধী মনে হয়, ঘৃণা করতে মন চায় নিজেকেই । একজন উজাড় করে দিয়ে নিঃস্ব হয়ে আরেকজন আঁচল ভরে নিয়ে হারিয়ে যায় চিরতরে। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। শুভ কামনা নিরন্তর
আলমগীর সরকার লিটন
আজো সেই স্বপ্নেরা আনাগোনা করে মন-মন্দিরে,
যেমনি দেবতা পূজিত হয় ভক্তকূলের করতলে।————
চরম প্রেমের স্বাদ ফুটে উঠেছে কবি দিদি
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
রেহানা বীথি
স্বপ্নেরা এমনই, কখনও পিছু ছেড়ে যায় না। চমৎকার লিখেছেন আপু।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। সত্যিই স্বপ্নরা পিছু ছেড়ে যায় না। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো