
এখন মধ্যরাত!
পরিধিহীন নদে বয়ে চলেছে চোরা স্রোত!
নির্মম সত্যিটা জেনেছি এই মাত্র!
স্নায়ুতে সরীসৃপের শীতল স্পর্শ গায়ে কাঁটা দিচ্ছে এই বুঝি খেলাম ছোবল!
নিষ্ঠুর পাষণ্ড আমার আয়তন মাপছে কেবল।
আমার এতোদিনের পোষ্য আমাকে গিলে খাবার আয়োজনে ব্যস্ত!
অথচ আমি তাকে হিংস্র জেনেও স্বযত্নে লালন করেছি সতত।
ভালোবাসা এখন ক্রুশবিদ্ধ!
বছরের পর বছর একসাথে থেকেও হলোনা বন্ধুত্ব স্বার্থ বাধ সাধলো।
এইমাত্র জেনেছি শিকারী হিসেবে সে প্রসিদ্ধ।
আমি ভেবেছিলাম ভালোবাসা দিয়ে লোকে নাকি বিশ্ব জয় করে।
আমি না হয় হিংস্রতাকে হারিয়ে দেবো, দৃষ্টান্ত গড়বো নতুন করে।
এইমাত্র জেনেছি সত্যিটা!
অনশনে অভুক্ত সে আমায় গিলে খাওয়ার প্রয়াসে!
কিন্তু আমি মানুষ! শ্রেষ্ঠত্ব আমার উপাধি।
ক্ষমা করাই আমার সর্ব বিধি।
তাই সমস্ত মায়া কাটিয়ে তাকে পাঠিয়ে দিলাম তার আবাসে।
হিংস্রকে ভালোবাসা যায় না জেনেছি অবশেষে।
সরীসৃপ তার খোলস পাল্টাক, আমিও সজাগ নিঃশেষে।
এখন মধ্যরাত!
পরিধিহীন নদে বয়ে চলেছে চোরা স্রোত!
০২/০৯/২০২০ইং
ছবি: গুগল থেকে নেয়া
৩৯টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
নিষ্ঠুর পাষণ্ড আমার আয়তন মাপছে কেবল। কঠিন বাক্যবান।
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ ভাইয়া পড়ার জন্য এবং উৎসাহিত করার জন্যে।
বন্যা লিপি
অবশেষে জেনে যাই আঁচলে ঢেকে এগিয়ে দিয়েছিলাম যে দুধের বাটি!
চুমুক দিয়ে শুষে নিয়েছে
আমারই বুকের করোটি।
ভালবেসে যাকে দিয়েছিলাম ঠাঁই বিশ্বাসে!
এই মাত্র জানলাম, স্বার্থ শেষে সবটুকু নিয়ে
এতদিনের মুখোশটা নিজ হাতে ছিঁড়েছে।
খাদিজাতুল কুবরা
খুব সুন্দর কবিতা লিখেছেন আপু ।
আমার লেখার মর্মার্থ এটাই।
হিংস্রতার জবাব নৃশংসতায় না দিয়ে দূরত্ব বজায় রাখা তো যায়ই।
আন্তরিক কৃতজ্ঞতা জানবেন প্রিয় আপু
রেজওয়ানা কবির
হিংস্রকে ভালোবাসা যায় না জেনেছি অবশেষে।
সরীসৃপ তার খোলস পাল্টাক, আমিও সজাগ নিঃশেষে।
চমৎকার শব্দচয়ন।এই ধরনের মানুষকে দুরে সরানোই ভালো। একই ছাদের নীচে আর
প্রশ্নই ওঠে না।ভালো লিখেছেন আপু।শুভকামনা।
খাদিজাতুল কুবরা
অসংখ্য ধন্যবাদএবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আপু।
অনুপ্রেরণা হিসেবে নিলাম সুন্দর মন্তব্যটি
ছাইরাছ হেলাল
সত্যের নির্মমতা আমাদের স্পর্শ করেই। আমারা হার নেই-না, হারাই।
বেঁচে থাকার আনন্দ উপকুলে। সত্যের সান্নিধ্যে।
খাদিজাতুল কুবরা
আপনার সুন্দর মন্তব্যের সাথে আমি একমত। যদি দুর্ভাগ্য বশত একই জঙ্গলে বাস করি তবুও মানুষ হয়েই বাঁচবো জঙ্গলি হয়ে নয়।
আন্তরিক ধন্যবাদ পড়ার জন্য।
শামীম চৌধুরী
ভালোবাসা দিয়ে বিশ্ব কয়জনেই বা জয় করতে পেরেছে। কয়জন হয়েছে ট্রয় নগরী হেলেন। দারুন উপলব্দি ফুটিয়ে তুলেছেন কবিতায়।
খাদিজাতুল কুবরা
ভাইজান পড়ে সুন্দর মন্তব্য করার জন্যে অসংখ্য ধন্যবাদ।
নীরা সাদীয়া
সুগভীর ভাবের বহিঃপ্রকাশ।
হিংস্রতাকে জয় করা যায় না।
খাদিজাতুল কুবরা
পড়ে মূল্যবান মন্তব্য করার জন্যে অসংখ্য ধন্যবাদ
ত্রিস্তান
অসাধারণ বাক্যবাণ । ভালোবাসা দিয়েই হোক সকল অশুভ আকাঙ্ক্ষার পরিসমাপ্তি।
খাদিজাতুল কুবরা
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা।
সুপর্ণা ফাল্গুনী
ভালোবাসা দিয়ে আদৌ কিছু জয় করা যায়! হয়তো যায় হয়তো না। সত্যি টা জানার পর শীতল স্পর্শ বয়ে যায় শিঁড়দাড়া বেয়ে এটাই নির্মম সত্য। ভালোবাসা দিয়ে যাকে পুষেছেন সেই আজ সর্পের দংশনে দংশিত করবে। খুব ভালো লাগলো। শুভ কামনা রইলো অহর্নিশি
খাদিজাতুল কুবরা
পড়ে মূল্যবান মন্তব্য করার জন্যে ধন্যবাদ দিদি ভাই।
বিশ্বাসের ঘর চুরি যায় সবার আগে।
সুপায়ন বড়ুয়া
অথচ আমি তাকে হিংস্র জেনেও
স্বযত্নে লালন করেছি সতত।
ভালোবাসা এখন ক্রুশবিদ্ধ!
মাঝে মাঝে তাই মনে হয়
যেমনটি এঁকেছেন সযতনে।
শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
দাদা পড়ে মন্তব্য দিয়ে উৎসাহিত করার জন্যে অসংখ্য ধন্যবাদ
আরজু মুক্তা
খোলস পাল্টানো মানুষগুলো বড় অচেনা হয়। ওদের বিয়ের রাতেই বেড়াল মারতে হয়। কালোসাপ পুষে লাভ কি? ছোবল ভয়ানক। চোরা স্রোত বন্ধ করুন। দারুণ একটা নিঃশ্বাস নিন।
খাদিজাতুল কুবরা
পড়ে মূল্যবান মন্তব্য করার জন্যে এবং সুন্দর পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
ফয়জুল মহী
বেশ গাম্ভীর্যপূর্ণ ভাবনা l
খাদিজাতুল কুবরা
ধন্যবাদ মহী ভাইয়া
তৌহিদ
ভালোবাসার মুল্য অনেকেই দিতে জানেনা। কেউ ভোগ করে আর কেউ উপভোগ। একজায়গায় ভালোবাসা নেই অন্যজায়গায় ভালোবাসা ছাড়া উপভোগ করা যায়না।
নারী জীবনের নিগুঢ় সত্য উঠে এসেছে এই লেখায়। চমৎকার লেখা আপু। শুভকামনা রইলো।
খাদিজাতুল কুবরা
আমার এই লেখার হৃদপিণ্ডটা পেলাম আপনার মন্তব্যে। ভীষণভাবে কৃতজ্ঞ রইলাম।
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন ভাইয়া।
রেহানা বীথি
হার মেনে না যাই আমরা। নিজেকে শক্ত করে গড়ে তুলি। মনোবল অটুট থাকুক সবসময়।
খুব ভালো লিখেছেন।
খাদিজাতুল কুবরা
পড়ে সুন্দর মন্তব্য করার জন্যে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন আপু।
ছন্দা দাম
অসাধারণ লেখা। ভালোবাসা দিয়ে সত্যি কি বিষাক্ত সাপের ব। একটা গভীর প্রশ্ন।।
খাদিজাতুল কুবরা
দিদি ভাই অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল।
ভালোবাসা দিয়ে হিংস্রকে জয় করা যায় না।
জিসান শা ইকরাম
যেখানে ভালোবাসা প্রেম নেই, সেখানে অধিকার নেয় হিংস্র পশুরাই,
হিংস্রকে ভালোবাসা যায়না, চেস্টা করেও লাভ নেই।
তাকে নির্বাসনেই পাঠিয়ে দেয়া উত্তম।
কবিতা ভাল হয়েছে খুব,
শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
ভাইয়া আপনার মন্তব্য আমার জন্য বিশেষ অনুপ্রেরণা।
পড়ে মূল্যবান মন্তব্য করার জন্যে অসংখ্য ধন্যবাদ এবং বিনম্র শ্রদ্ধা জানবেন।
রোকসানা খন্দকার রুকু
হিংস্রতা পশুত্ব ওটা ভালোবাসা নয়। সুতরাং শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করা অযথা। বরং ত্যাগ করাই শ্রেয়।
শুভ কামনা রইলো।
খাদিজাতুল কুবরা
আপু শ্রেষ্ঠত্ব ক্ষমা করতে পারার জন্যে। আর হিংস্রকে নিজের মধ্যে লালন না করে তার আবাসে পাঠানোই সমাধান।
পড়ে মূল্যবান মন্তব্য করার জন্যে অসংখ্য ধন্যবাদ আপু ।
রোকসানা খন্দকার রুকু
আবার পড়লাম। আপনার কবিতা পড়ে মনে হয় ইশ্ অনেক সময় যদি থাকত বারবার পড়তাম।
খাদিজাতুল কুবরা
এতো আমার কলমের জন্য বিশেষ অনুপ্রেরণা।
আপনি ও খুব ভালো লিখেন।
আমার খুব ভালো লাগে
সুরাইয়া পারভীন
ভালোবাসায় অরণ্যের হিংস্র প্রাণী পোষ মানলেও
লোকালয়ের খোলসে আবদ্ধ হিংস্র মানুষ নামক প্রাণী
পোষ মানে না কোনোদিনই।
চমৎকার ছিল উপস্থাপন।
খাদিজাতুল কুবরা
আপু এই মন্তব্যটিই মনেপ্রাণে আশা করেছিলাম।
অনেক ভালোবাসা এবং শুভকামনা জানবেন। ধন্যবাদ দিলে কম হবে তাই ওটা থাক।
সুরাইয়া পারভীন
ভালো থাকুন সুস্থ থাকুন
আর সাবধানে থাকুন
অনেক অনেক ভালোবাসা জানবেন
আর আমি যদি আপনার বয়সের ছোট হই নাম ধরেই ডাকবেন।
আমার ভালো লাগবে
আর হ্যাঁ ব্লগের বাইরে তুমি বলতে পারেন
এখানে তুমি বলা বারণ
সোলেনার সন্মানের কারণ💜
খাদিজাতুল কুবরা
আপু ফ্রেন্ড রিকো দিন। কে বড় বুঝতে পারছি না। আমার জন্ম ১৯৮৩ সালে।
সুরাইয়া পারভীন
১৯৯২ আপনার থেকে ছোটই তো