
বুনট-হাতের কাছে ই ছিল এই সম্প্রসারণ
সবার আন্তরিক সরব/নীরব ঔজ্জ্বল্যে অষ্টম থেকে নবম বর্ষে,
দিকদিগন্তে উল্লসিত কালের মিলন মেলায়।
শান্ত সুদর্শন সূর্যোদয়ের সমাহিত সম্প্রসারণ
আমাদের এ সোনেলায়।
স্মরণ কালের উদয়স্ত হাতরে,উল্টোমুখি বাতাস
ডিঙ্গিয়ে, সোনেলা রোদের আঁচল জড়িয়ে
সুনীল দু’চোখে দেখি আত্মার আত্মীয়, আমি ও আমরা;
প্রশান্ত হৃদয়ের জলসিড়িতে জেগে থাকা আনন্দ-জীবন
সবুজে শ্যামলে জ্বল-জ্বল করে জ্বলে নিরাকারে নির্বিরোধে।
বদল-প্রবণ জীবনের শেষ বসতি, বন্ধনের আপনাপন ঘরবাড়ি
আমাদের এ সোনেলা পরিবারে।
ছবি নেট থেকে।
৪৭টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
আপনাকে শুভেচ্ছা নবম বছরের পদার্পনে।
ছাইরাছ হেলাল
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।
ভাল থাকবেন।
মোঃ মজিবর রহমান
ফুলের সানিধ্যে ফুলের শুভেচ্ছায় খুব ভাল আছি। সোনেলা সোনালীয় হোক কামনা মনের মাঝে।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ আপনাকে।
নাজমুল আহসান
পুস্পস্নাত শুভ জন্মদিন সোনেলা।
ছাইরাছ হেলাল
আপনাকেও অনেক অনেক শুভেছা।
মনির হোসেন মমি
শুভ জন্মদিন প্রিয় সোনেলা।
শুভেচ্ছা অভিন্দন।
ছাইরাছ হেলাল
আপনাকেও ধন্যবাদ প্রিয় ব্লগার।
সুপর্ণা ফাল্গুনী
দারুন, দারুন, দারুন কবিতা। বিমোহিত, আপ্লুত আপনার শব্দবুননে।সোনেলার নবম বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো আপনার জন্য ও
ছাইরাছ হেলাল
আপনিও সোনার দারুন শুভানুধ্যায়ীদের অবশ্যই একজন।
ভাল থাকবেন আপনি, অবিরাম লেখনীতে আমাদের একজন সোনেলা হয়ে।
খাদিজাতুল কুবরা
“বদল-প্রবণ জীবনের শেষ বসতি, বন্ধনের আপনাপন ঘরবাড়ি
আমাদের এ সোনেলা পরিবারে।”
আপনার সাথে আমি ও বলতে চাই এই পড়ন্ত বেলায় আমি প্রাতরাশ কিংবা বৈকালিক বিষন্ন বেলায় একটুখানি সোনালি আলো খুঁজে পাই সোনেলায়।
ছাইরাছ হেলাল
অনেক শুভেচ্ছা আপনাকে। প্রিয় লিখিয়ে।
সোনেলার পাঠক হয়ে আপনার মঙ্গল কামনা করছি।
আরজু মুক্তা
শব্দের বুননে, ভাবের বিনিময়ে, মনের কাব্যিক আকাশে, সোনেলা নিরবধি বয়ে চলুক তার নিবিড় চাঞ্চল্য, দীপ্ত গতি আর অবিরাম ভালোবাসা নিয়ে।
জন্মদিনে থাকলো একরাশ শুভেচ্ছার ফুলঝুড়ি।
ছাইরাছ হেলাল
আপনাকেও ফুলেল শুভেচ্ছা। প্রিয় অণু গল্পকার।
ভাল থাকুন নিরন্তর।
আরজু মুক্তা
এমন মন্তব্যে কলম থামতেই চাইবে না।
ভালো থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
থামার এমন কী দরকার!!
তৌহিদ
সোনেলা ব্লগের নবম প্রতিষ্ঠা বার্ষিকীতে সোনেলায় বিচরণকারী সকল ব্লগার, পাঠক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।
ছাইরাছ হেলাল
আপনাকেও শুভেচ্ছা সব সময়ে সোনেলার সাথে থাকার জন্য।
ত্রিস্তান
দীর্ঘদিন সোনেলা পরিবারের বাইরে থাকার পর সোনেলার জন্মদিনেই আবার ফিরে আসলাম। শুভেচ্ছা সোনেলার সকল কবি লেখক এডমিন মেম্বারদেরকে।
মনির হোসেন মমি
ধন্যবাদ প্রিয়।
শুভ ব্লগিং।
ছাইরাছ হেলাল
বেড়াতে আসা অতিথিকে এমন দিনে দেখতে পেয়ে ভালোই লাগল।
শুভেচ্ছা আপনাকে।
রেহানা বীথি
অনন্য কাব্য। সবুজে শ্যামলে সর্বদাই জ্বলজ্বল করুক প্রিয় সোনেলা। আন্তরিক শুভেচ্ছা আপনাকে এবং প্রিয় সোনেলাকে।
ছাইরাছ হেলাল
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা , সোনেলার জন্মদিনে।
ভাল থাকবেন আপনি।
সুরাইয়া পারভীন
সূর্যস্নাত সকাল কিংবা পড়ন্ত বিকেল
অথবা জীবন সায়াহ্নের সন্ধিক্ষণেও যেনো
সোনেলার আলোয় আলোকিত করতে পারি মম হৃদয় মন ও প্রাণ।
ভালোবাসায় ভরা থাক সোনেলার সোনাঝরা উঠান
সোনেলার নবম প্রতিষ্ঠা বার্ষিকীতে
সোলেনার সাথে বসবাসকারী সবার জন্য রইলো
আমার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
ছাইরাছ হেলাল
বিধাতা যেন এই প্রাণের আকুল আর্তি কবুল করে নেনে এ প্রার্থনা রাখছি।
শুভেচ্ছা অফুরান এই জন্মদিনে।
সুরাইয়া পারভীন
চমৎকার লেখা দিয়ে সোনেলাকে শুভেচ্ছা জানানোর জন্য অসংখ্য ধন্যযোগ কৃতজ্ঞতা রইলো আপনার জন্য ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় আর আমাদের পথ প্রদর্শক হয়ে আমাদের সাথেই থাকুন 💜
ছাইরাছ হেলাল
সোনেলার এমন আনন্দ দিনে কিছু তো লিখতেই হয় প্রাণের তাগিদে।
এ সামান্য চেষ্টা মাত্র আপনাদের সবার আনুকূল্যে।
ভাল থাকুন নিয়ত।
সুরাইয়া পারভীন
আমিও লিখবো।
জানি আপনাদের সবার মতো এতো গোছানো হবে না
তবুও লিখবো
ছাইরাছ হেলাল
ব্যাপার না, এখানে আমরা তো আমরাই।
নাসির সারওয়ার
শান্ত সুদর্শন সূর্যোদয়! বলেন কি! এরপর সূর্যো মামাকে নির্ঘাত শিক্ষিতও বানিয়ে ফেলবেন!!
তবে রক্ষা ঐটাই, আমরা আমারাইতো।
শুভ জন্মদিন প্রিয় সোনেলা।
ছাইরাছ হেলাল
আমি টোল-শিক্ষায় নেই।
তবে আমরা তো আমরাই তাতে না বলি না!!
জন্মদিনে কবিকে! শুভেচ্ছা।
সুপায়ন বড়ুয়া
সোনেলার জন্মদিনে পুস্পস্নাত শুভেচ্ছা।
মহারাজের কবিতায়।
ছাইরাছ হেলাল
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা , ভাই। এই এমন দিনে।
ভাল থাকবেন।
জিসান শা ইকরাম
অষ্টম বর্ষপূর্তী এবং নবম বর্ষে পদার্পন উপলক্ষে সোনেলার সকল পাঠক, ব্লগারকে জানাই সোনালী শুভেচ্ছা।
দেখতে দেখতে কিভাবে অতিক্রম করে গেলো আটটি বছর!
কত স্মৃতি, কত গান এই সোনেলায়।
অনলাইনে যতদিন আছি, থাকবো সোনেলার একজন হয়ে সোনাদের সাথে মিলে মিশে।
শুভেচ্ছা আপনাকেও সোনেলাকে সমৃদ্ধ করে চলেছেন নিজের মত করেই।
ছাইরাছ হেলাল
অবশ্যই অনেক অনেক স্মৃতি ও আনন্দের এই দীর্ঘ পথচলা।
সবাইকে শুভেচ্ছা এমন দিনে।
রেজওয়ানা কবির
শুভ জন্মদিন সোনেলা,সোনেলার উঠোনে সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন।
ছাইরাছ হেলাল
আপনাকেও আন্তরিক শুভেচ্ছা এই শুভ জন্ম দিনে।
ভাল থাকবেন।
সামশুল মাওলা হৃদয়
শুভ জন্মদিন সোনেলা,
ছাইরাছ হেলাল
শুভেচ্ছা আপনাকেও। এই দিনে।
ভাল থাকবেন।
প্রদীপ চক্রবর্তী
শুভ জন্মতিথি প্রিয় সোনেলা।
একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন।
ছাইরাছ হেলাল
আপনাকেও অভিনন্দন ও শুভেচ্ছা।
ভাল থাকুন।
হালিম নজরুল
“প্রশান্ত হৃদয়ের জলসিড়িতে জেগে থাকা আনন্দ-জীবন
সবুজে শ্যামলে জ্বল-জ্বল করে জ্বলে নিরাকারে নির্বিরোধে।”
ভালবাসলে ভালবাসা পাওয়া যায়। তাই ভালোবাসি।
ছাইরাছ হেলাল
ভালোবাসি ভালোবাসি।
শর্টকাট কুন রাস্তা আছেনি ছড়া-ভাই!!
শামীম চৌধুরী
আপনাকে শুভেচ্ছা সোনেলার নবম বছরের পদার্পনের সঙ্গে সঙ্গে আপনারও নবম বর্ষ পূর্তিতে।
ছাইরাছ হেলাল
আপনাকেও শুভেচ্ছা পাশে পাওয়ার/থাকার জন্য।
ভাল থাকবেন। ভাই।
সঞ্জয় মালাকার
শুভ জন্মদিন প্রিয় সোনেলা, একরাশ অভিনন্দন ।
ছাইরাছ হেলাল
আপনাকেও শুভেচ্ছা ও অভিনন্দন।
ভাল থাকুন।