সন্ধি

হালিম নজরুল ১৫ এপ্রিল ২০২০, বুধবার, ০৭:৩০:২১অপরাহ্ন কবিতা ৩১ মন্তব্য

স্বপ্নগুলোর মুখ এখন পিছন দিকে ফেরানো,
মানবতার মাথা যেমন নীচের দিকে।
বলতে পারো রোহিঙ্গাদের ভাগ্যের মতন
আমার অন্তরাত্মা এখন উদ্বাস্তু শিবিরে অপেক্ষমান।
বিশ্ববার্তায় ত্রানের খবর শুনবো বলে
কানগুলো খাড়া হয়ে আছে সেই সন্ধ্যে থেকে,
কখন সকাল হবে কে জানে?
নাকি আমাদের জন্য অপেক্ষমান কোন কালরাত?

এমন সুবর্ণ পৃথিবী ছাড়তে চায় কী কেউ!
যেখানে হাতের মুঠোর ক্রীড়নক মৃত্যুর দুত,
ধর্ষণের অবাধ সুযোগ শুয়ে থাকে অষ্টপ্রহর,
সেখানে নিয়তই ফেরী হয় বিবর্তিত বিবেক,ভাগ্যের খই।
দালালীতে কেনা পদবী-সনদ ঝোলা’ই পুরে
দ্যাখো’ পদতলে পিষে কেমন মানুষ ও ঈশ্বর।

চলো সত্বর খুলে ফেলি এই গেরুয়া বসন,
আদিমতার বদলে কিনে আনি মানব-মনন।
চলো বিজয়ের পতাকায় চাপা দিই মৃত্যু-মিছিল,
অন্যথা আমরাই চাপা পড়ি ঐ মৃত্যুর পায়ে।

**

৯৩৯জন ৮২৪জন

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ