
কোথায় গেছিস রংধনু রং
চম্পাকলি জুঁই ,
আয় না কাছে লক্ষী সোনা
একটু তোকে ছুঁই।
কোন কারনে অভিমানে
ছাড়লি মায়ার ঘর,
অন্যে যতই আসুক কাছে
তুই কি হবি পর?
তোর পথেতে যতই আমি
বিছাই বাধন কাঁটা ,
কক্ষনো কি বন্ধ হবে
এই পথে তোর হাঁটা?
আগমনীর মেলায় খুঁজি
সংস্কৃতির ঘ্রাণ,
আকাশজুড়ে দেখতে ঘুড়ি
উথলে ওঠে প্রাণ।
আয়রে বোশেখ মল বাজিয়ে
বাঙ্গালীদের ঘরে,
আসবি কিন্তু কাল ,পরশু
হাজার বছর পরে।
আয়না প্রিয়া মেলায় খেলায়
বাংলাজুড়ে তুই ,
ভালবাসার রং মাখিয়ে
মনের ঘরে থুই।
(শুভ নববর্ষ , সকলের জন্য রইল অফুরান শুভকামনা।)
২৮টি মন্তব্য
নৃ মাসুদ রানা
ইনশাআল্লাহ, দাওয়াত গ্রহণ করলাম
হালিম নজরুল
আলহামদুলিল্লাহ
ছাইরাছ হেলাল
মনের ঘরে থুইতে হলে একটু রং-ঢং লাগেই।
আপনার কবিতায় তা আছেও।
শুভেচ্ছা নববর্ষের।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই। শান্তি পাইলাম।
সুপর্ণা ফাল্গুনী
বোশেখের নিমন্ত্রণ যেন মিস না হয় আসছে বছর! অপেক্ষায় রইলাম। ভালো থাকুন। শুভ নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ হোক ১৪২৭ সন
হালিম নজরুল
আচ্ছা মনে রাখলাম। ধন্যবাদ।
ইসিয়াক
কবিতায় ভালো লাগা। শুভ নববর্ষ
হালিম নজরুল
জেনে আমার ভাল লাগল। ধন্যবাদ।
ফয়জুল মহী
নববর্ষে জাতীর জন্য সুখবর কামনা করি। শুভেচ্ছা আপনাকে।
হালিম নজরুল
শুভেচ্ছা ভাই।
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
একরাশ মুগ্ধতা দাদা।
শুভ নববর্ষ।
শতশত শুভকামনা।
হালিম নজরুল
শুভেচ্ছা ও শুভকামনা দাদা।
সুরাইয়া নার্গিস
শুভ নববর্ষ ভাইয়া।
চমৎকার লিখছেন ভাইয়া।
হৃদয় ছুঁয়ে গেল, অনেক ভালো লেগেছে।
শুভ কামনা রইল।
হালিম নজরুল
ধন্যবাদ আপু। প্রেরণা বাড়ল। ধন্যবাদ।
সুপায়ন বড়ুয়া
“আয়না প্রিয়া মেলায় খেলায়
বাংলাজুড়ে তুই ,
ভালবাসার রং মাখিয়ে
মনের ঘরে থুই।”
ওয়াও !
বারে বারে পড়তে চাই
মনটা গেল ভরে
শুভ নববর্ষ !
হালিম নজরুল
যাক শান্তি পেলাম। আপনাদের ভাল লাগলেই আমি সার্থক দাদা। শুভেচ্ছা অফুরান।
বন্যা লিপি
ছন্দে ছন্দে আগামী রংয়ে বোশেখ আসুক বাঙালী’র ঘরে ঘরে।
শুভ নববর্ষ।
হালিম নজরুল
ধন্যবাদ আপু।
সুরাইয়া পারভীন
আসবে আসবে
খুব শীঘ্রই আসবে
মনের ঘরে থাকার আহ্বান উপেক্ষা করবে
এমন সাধ্য কি কভু হবে?
দারুণ লিখেছেন ভাইয়া
নববর্ষের শুভেচ্ছা রইলো
হালিম নজরুল
চমৎকার কমেন্টের জন্য ধন্যবাদ।
তৌহিদ
করনার জন্য এবারে পহেলা বৈশাখ ম্যাড়মেড়ে গেলো সবার। সুদিন আসবেই একদিন। সেদিন আমরা উল্লাস করবো আবার।
হালিম নজরুল
আল্লাহ অবশ্যই আবার ভাল দিন ফিরিয়ে দেবেন।
জিসান শা ইকরাম
বৈশাখ আসবে রং নিয়ে আবারো।
নববর্ষের শুভেচ্ছা জানবেন ভাই।
হালিম নজরুল
সেই আশাতেই বুক বাধি ভাই। ধন্যবাদ।
রেহানা বীথি
ছন্দে ছন্দে দারুণ লিখলেন।
বোশেখ এমন বিবর্ণ হবে, কে কবে ভেবেছিল! ভালো থাকুন, বোশেখের রঙ ফিরে আসুক আবার।
হালিম নজরুল
ধন্যবাদ আপু
সঞ্জয় মালাকার
আয়না প্রিয়া মেলায় খেলায়
বাংলাজুড়ে তুই ,
ভালবাসার রং মাখিয়ে
মনের ঘরে থুই।”
শুভ নববর্ষরের শুভেচ্ছা দাদা।
হালিম নজরুল
শুভ নববর্ষ দাদা।