বোশেখের নিমন্ত্রণ

হালিম নজরুল ১৪ এপ্রিল ২০২০, মঙ্গলবার, ০৩:০২:৩৪অপরাহ্ন কবিতা ২৮ মন্তব্য

কোথায় গেছিস রংধনু রং
চম্পাকলি জুঁই ,
আয় না কাছে লক্ষী সোনা
একটু তোকে ছুঁই।

কোন কারনে অভিমানে
ছাড়লি মায়ার ঘর,
অন্যে যতই আসুক কাছে
তুই কি হবি পর?

তোর পথেতে যতই আমি
বিছাই বাধন কাঁটা ,
কক্ষনো কি বন্ধ হবে
এই পথে তোর হাঁটা?

আগমনীর মেলায় খুঁজি
সংস্কৃতির ঘ্রাণ,
আকাশজুড়ে দেখতে ঘুড়ি
উথলে ওঠে প্রাণ।

আয়রে বোশেখ মল বাজিয়ে
বাঙ্গালীদের ঘরে,
আসবি কিন্তু কাল ,পরশু
হাজার বছর পরে।

আয়না প্রিয়া মেলায় খেলায়
বাংলাজুড়ে তুই ,
ভালবাসার রং মাখিয়ে
মনের ঘরে থুই।

(শুভ নববর্ষ , সকলের জন্য রইল অফুরান শুভকামনা।)

৬৪১জন ৫২৫জন

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ