
বিধাতার কারুকাজ দেখ দিয়ে দৃষ্টি,
যুগে যুগে কি যাদুতে সাজিয়েছে সৃষ্টি।
অপরূপ প্রকৃতির মায়াময় বংশ,
প্রতিদিন তোমরা করছ তা ধ্বংস।
প্রকৃতিও পারে ঠিক নিতে তার প্রতিশোধ,
তোমরাই পার নাকো করতে তা প্রতিরোধ।
অদৃশ্য করোনা সে ক্ষুদ্রাতিক্ষুদ্র,
বাছে না মুসলিম, বৈশ্য বা শুদ্র।
দর্প চুর্ণ করে, দূর করে ভেদাভেদ,
লাশের মিছিল আনে, টানে মহাবিচ্ছেদ।
আবারও প্রমাণ হল সেরা মহাস্রষ্টা,
ক্ষমা চাও তার কাছে ওহে পথভ্রষ্টা।
———————0 0———————
২৫টি মন্তব্য
রেহানা বীথি
একদম ঠিক। করোনা আমাদেরকে মহাশিক্ষাটা দিয়ে দিল। প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করি আমরা সবাই।
ভালো থাকবেন সবসময়।
হালিম নজরুল
ধন্যবাদ, সাথে থাকার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।
জিসান শা ইকরাম
* অন্য প্রসঙ্গ,
আপনার ফেইসবুকের ইনবক্স একবার দেখুন ভাই, ম্যাসেজ দিয়েছি।
হালিম নজরুল
শুভকামনা ভাইজান
সুপর্ণা ফাল্গুনী
ছন্দে আপনি সেরা। ভালো লেগেছে খুব। আমরা নিজেদের আশ্রয় স্থল নিজেরাই শেষ করছি তাইতো এখন প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে। ভালো থাকুন সুস্থ থাকুন
হালিম নজরুল
হায় হায় কি বলেন! চেষ্টা করি ভাল কিছু করার।
সুরাইয়া পারভীন
প্রকৃতি তার যথার্থ প্রতিশোধ নিতে ব্যস্ত
আমরা শুধু বিধাতার দরবারে দুহাত তুলে প্রাণ ভিক্ষা চাইতে পারি।
সৃষ্টিকর্তা সহায় হলে বেঁচে যেতে পারি।
চমৎকার লিখেছেন ভাইয়া
হালিম নজরুল
এরকম প্রেরণা পেলে আমি পারব ইনশাআল্লাহ।
সুরাইয়া পারভীন
ইনশাআল্লাহ অবশ্যই পারবেন ভাইয়া
সুপায়ন বড়ুয়া
“বিধাতার কারুকাজ দেখ দিয়ে দৃষ্টি,
যুগে যুগে কি যাদুতে সাজিয়েছে সৃষ্টি।”
বিধাতার এই কারুকাজে সৃষ্টি টাকে
করোনা আজ লন্ড ভন্ড করে দিচ্ছে।
ভাল লাগলো। শুভ কামনা।
হালিম নজরুল
ধন্যবাদ দাদা। ভালবাসা অফুরান।
প্রদীপ চক্রবর্তী
অদৃশ্য করোনা সে ক্ষুদ্রাতিক্ষুদ্র,
বাছেনাকো মুসলিম-বৈশ্য বা শুদ্র।
দর্প চুর্ণ করে, দূর করে ভেদাভেদ,
লাশের মিছিল আনে, টানে মহাবিচ্ছেদ।
একদম দাদা..।
করোনা যে অসাম্প্রদায়িক।
.
শুভকামনা দাদা।
হালিম নজরুল
একদম তাই। ধন্যবাদ দাদা।
তৌহিদ
আমার কাছেও তাই মনে হয়, সৃষ্টিকর্তা এই পৃথিবীকে আবার সাজিয়ে তুলছেন সবুজ সমারোহে। ধুলাবালি নেই, ধোয়া নেই। বাসযোগ্য হচ্ছে আবার এই পৃথিবী।
হালিম নজরুল
আসলেই তাই ভাই। গুণে গুণে একশো বছর পর বিধাতা পুনর্বাসন করেন।
ফয়জুল মহী
সকল প্রসংশা একমাত্র বিধাতার
হালিম নজরুল
আলহামদুলিল্লাহ
নীরা সাদীয়া
ছন্দে ছন্দে ঠিক কথাই তুলে ধরলেন। এট ধরলে শূদ্, বৈশ্য, মুসলিম কেউ বাঁচে না।
হালিম নজরুল
হুম। রোগের কোন ধর্ম নেই।
ছাইরাছ হেলাল
এমন শিক্ষা বিধাতা এই পৃথিবীতে আরও দিয়েছেন, দেবেন আবার-ও।
ভুলেছি তা অবলীলায়, তাই আবার মোক্ষম উপায়ে তা তিল তিল করে স্মরণ করিয়ে দিচ্ছেন।
সুন্দর ছন্দে লেখেন আপনি।
হালিম নজরুল
প্রেরণার জন্য কৃতজ্ঞতা রইল ভাই।
সাদিয়া শারমীন
বাহ! খুব সুন্দর কবিতা তো!
হালিম নজরুল
ধন্যবাদ আপু। আপনাকে প্রথম পেলাম। সাথে থাকার জন্য ধন্যবাদ।
জিসান শা ইকরাম
করোনা অবশ্যই প্রকৃতির প্রতিশোধ,
ক্ষুদ্রাতিক্ষুদ্র এই ভাইরাসের কাছে আমরা কত অসহায়।
শুভ কামনা ভাই।
হালিম নজরুল
আমারও সেটাই মনে হয়েছে। সৃষ্টিকর্তা শতবর্ষ পর পর একটা ব্যালেন্স করেন। ধন্যবাদ ভাই।