
সেই কবে সিঁধ কেটে মনের মাটির ভিত ভেদ করে প্রবেশ করেছিলাম তোমার সাজানো গৃহে,
সমস্ত গৃহে তোমার যত্নের ছাপ স্পস্ট। পাতা ভাজ করা বই, ডায়েরী, তোমার লেখালেখির নোট খাতা, সোনালী সুদৃশ্য কলম, ফুলদানীতে সুগন্ধি প্রস্ফুটিত গোলাপ।
আলো আধারে তোমার উজ্জল মুখ,
গালের উপরে এলোমেলো হয়ে থাকা একগুচ্ছ চুল,
আরো আরো অমূল্য কতকিছু।
কি চুরি করা যায় ভাবছি আর ভাবছি,
হঠাৎই পেয়ে গেলাম সেই আটকানো লুকানো ভান্ডার, যেখানে তুমি ভালোবাসাকে লুকিয়ে রেখেছিলে। অমূল্য রত্ন ভান্ডারের মত ভালোবাসাকেই চুরি করে নিয়ে এসেছিলাম তোমার থেকে।
চুরি করে আনা ভালোবাসাকে লুকিয়ে রাখি,
প্রকাশ্যে আনিনা কারো নজর লাগবে বলে।
একসময়ে তুমিও এলে আমার ভালোবাসা নিয়ে যেতে,
সিঁধ কেটে নয়, দিনের আলোতেই।
অবলিলায় দিয়ে দিলাম কোনো শর্ত ছাড়াই।
এরপর পরম যত্ন নিয়ে দুজনেই ভালোবাসা লুকিয়ে রাখি,
প্রহরীরা জেগে থাকে
জেগে থাক,
১৯টি মন্তব্য
ইঞ্জা
সেই কবে সিঁধ কেটে মনের মাটির ভিত ভেদ করে প্রবেশ করেছিলাম তোমার সাজানো গৃহে,
সমস্ত গৃহে তোমার যত্নের ছাপ স্পস্ট। পাতা ভাজ করা বই, ডায়েরী, তোমার লেখালেখির নোট খাতা, সোনালী সুদৃশ্য কলম, ফুলদানীতে সুগন্ধি প্রস্ফুটিত গোলাপ।
আলো আধারে তোমার উজ্জল মুখ,
গালের উপরে এলোমেলো হয়ে থাকা একগুচ্ছ চুল,
আরো আরো অমূল্য কতকিছু।
আহা কি রোমান্টিকতা, এমন রোমান্টিকতা কই পান ভাইজান?
জিসান শা ইকরাম
রোমান্টিক আর হতে পারলাম কই ভাইজান 🙁
ইচ্ছে করে আরো রোমান্টিক হই, প্রকাশ করতে পারিনা।
শুভ কামনা।
ইঞ্জা
ভাইজান বেশি রোমান্টিক হইলে ভাবী না কিলাই, সাবধান থাইকেন।
প্রদীপ চক্রবর্তী
চুরি করে আনা ভালোবাসাকে লুকিয়ে রাখি,
প্রকাশ্যে আনিনা কারো নজর লাগবে বলে।
আহ্!
কী দারুণ ভাবনা দাদা।
শুভকামনা রইলো।
জিসান শা ইকরাম
ধন্যবাদ প্রদীপ,
শুভ কামনা।
বন্যা লিপি
আরো দু একবার পড়বো লেখাটা? মমমমম…না থাক! সমস্তটাই ধরে নিলো মগজ।পারে, মহারাজের দোসর হতে হতে জিসান সাহেবও ছোঁয়াচে রোগে আক্রান্তিত হয়েছেন।
সিঁদেল চোর চুরির উপযুক্ত সাজা পেয়ে গেলো অবশেষে । সুখের বিষয়। একান্ত অনুভূতি খুব ভালো লেগেছে। চলতে থাকুক এমন চুরির প্রকাশ্য স্বিকারোক্তি।
মোঃ মজিবর রহমান
বাব্বা। সিধেল চোর এতো কিচ্ছু করে।
সব মিলেমিশে একাকার মন যখন পেয়ে।
তৌহিদ
ভালোবাসাকে চুরি করার মত তৃপ্তি আর নেই। লেখা পড়ে মনে হলো আপনি স্বার্থক। এটা ভাগ্যবানদের কপালেই থাকে!!
সুপায়ন বড়ুয়া
“এরপর পরম যত্ন নিয়ে দুজনেই ভালোবাসা লুকিয়ে রাখি,
প্রহরীরা জেগে থাকে
জেগে থাক,”
যৌবনের প্রথম প্রেম এরকম ই হয়
আবার প্রেমে পড়েছেন কিনা জানার নয়।
সুপর্ণা ফাল্গুনী
দাদা ভাই আপনি সত্যিই ভাগ্যবান, সিঁধেল চোরের কপালে ভালোবাসা জোটেনা; ঘৃণা, অপমান জোটে। এত সুন্দর করে ভালোবাসা টা চুরি করে নিলেন যে সে নিজেই আপনার গুনে মুগ্ধ হয়ে আপনাকে শুদ্ধ নিয়ে নিলো। ভালো থাকবেন শুভ কামনা রইলো
ফয়জুল মহী
প্রাঞ্জল শব্দের অলংকরণ। পাঠে মুগ্ধ হলাম।
ছাইরাছ হেলাল
ভুল জিনিসের জন্য ভুল-ভাল সিঁধ কেটে জথা পণ্ডশ্রম,
কেউ জেগে নেই কেউ জেগে থাকে না, জেগে থাকার ভান মাত্র বা ইনসোমেনিয়া!
নিতাই বাবু
“সোনালী সুদৃশ্য কলম, ফুলদানীতে সুগন্ধি প্রস্ফুটিত গোলাপ।
আলো আধারে তোমার উজ্জল মুখ,
গালের উপরে এলোমেলো হয়ে থাকা একগুচ্ছ চুল,
আরো আরো অমূল্য কতকিছু।”
আমার জীবনে এগুলো মনে হয় স্মৃতি হয়েই থেকে যাচ্ছে। তবে খুব যতনেই রেখে দিবো, যদি পারি মরণের আগ পর্যন্ত।
শুভকামনা সারাক্ষণ থাকবে শ্রদ্ধেয় দাদা।
রেহানা বীথি
একেই বলে ভালোবাসা, চোর বাটপার কিছুই মানে না। অবশ্য ভালোবাসা চোর। 😆
দুর্দান্ত রোমান্টিক লেখা ভাইয়া।
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির প্রকাশ
অনেক শুভ কামনা জানাই————-
সাবিনা ইয়াসমিন
চুরি করা জিনিস কাউকে দেখাতে নেই। চোরাই জিনিসের বর্ণণাও দিতে হয়ে হয় না। তাহলে শুধু নজর নয় হাতকড়াও পড়তে পারে 🙂
ওওহো!! শেষে আবার লিখেছেন
“ প্রহরীরা জেগে থাকে
জেগে থাক,”!!!!
তারমানে আপনি দুঃসাহসী চোর! স্যরি, আপনারা।
হাহাহা, একেই বলে ” চুরিতো চুরি তার উপর সিনা চুরি.. 😄😄 চুরি করলে মানুষ কবি হয়ে যায় আজ জানলাম!
দারুণ লিখেছেন,
আরও লিখুন এমন। আমরাও চুরি বিদ্যা শিখতে চাই।
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া নার্গিস
ভালো লাগার মতো লেখা, মুগ্ধ হলাম।
শুভ কামনা রইল
হালিম নজরুল
“চুরি করে আনা ভালোবাসাকে লুকিয়ে রাখি,
প্রকাশ্যে আনিনা কারো নজর লাগবে বলে।”
——–আমার ভালবাসাটাও চুরি করে নিলেন ভাই।
নিরব সাগর
খুব সহজেই হলো চুরি করা । এর নাম প্রেমে পড়া।