
তোমাকে অভিনন্দন ম্যাশ , তোমাকে অভিনন্দন !
তোমাকে অভিনন্দন জানাই হৃদয়ের উষ্ণতায়
তোমাকে অভিনন্দন জানাই নেতৃত্বের ৫০ তম বিজয়ী বারতায়।
তুমি মিশেছিলে বাংলার আনন্দ বেদনায়
তুমি ছিলে নেতা তেজোদীপ্ত নেতৃত্বের মহিমায়
বাংলাদেশ ও ক্রিকেটকে নিয়ে গেছ এক অনন্য উচ্চতায়।
তোমার নেতৃত্বে দৃঢ়তা ছিল, ছিল তেজোদীপ্ত উন্মাদনা।
সতীর্থের প্রেরনার উৎস ছিল
ছিল তোমার হৃদয়ের নির্মল সততা।
ইতিহাস চলে তার আপন মহিমায়
ইতিহাস বেছে নেয় তার নেতা।
তুমিই গড়েছ ইতিহাসের নতুন মাইলফলক।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তোমার বিদায় লগ্নে ছিল
তোমার নেতৃত্বের ৫০তম বিজয় বারতা আর রেকর্ডের ফুলঝুড়ি।
তোমার বিদায়লগ্নে মনে পড়ে যায়
তোমার কীর্তির চেয়ে তুমি যে মহান
ক্রিকেট বিশ্বে সফল নেতৃত্বের তালিকায় তোমারি নাম
মাশরাফি তুমি শুধু নেতা নও আজ বাংলার
তুমি কিংবদন্তি, তোমার তুলনায় তুমি বিশ্বসভার।
তোমার সর্বাঙ্গে অস্ত্রপাচার দমাতে পারেনি বারে বার
বিজয়ী বীরের বেশে এসেছো ফিরে বার বার।
তোমার নেতৃত্ব ছিল সম্মুখ সমরে
তোমার নেতৃত্বে দৃঢ়তা ছিল
দেশ প্রেমের তাড়না ছিল
হৃদয়ের উষ্ণতা ছিল
মানবিকতার উৎকর্ষতা ছিল
ইস্পাত কঠিন বন্ধন ছিল।
তুমি লিখেছ অনেক বিজয়ের ইতিহাস
তুমি হলে আজ ইতিহাসের বরপুত্র, জ্বলজ্বলে ইতিহাস।
তুমি এক, তুমি অদ্বিতীয়, তুমি আছ অনন্য উচ্চতায়
তুমি কিংবদন্তী, হিরন্ময় হাতিহার এই বাংলায়।
৩৫টি মন্তব্য
ফয়জুল মহী
শ্রদ্ধাঞ্জলি।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। মাশরাফি ইতিহাস গড়ে ইতিহাস হলো। আমাদের সবার হৃদয়ে ভালোবাসায় অমর হয়ে থাকবে। ভালো থাকুন
সুপায়ন বড়ুয়া
এ রকম নেতৃত্ব অদুর ভবিষ্যতে আসবে কিনা সন্দেহ।
মাশরাফির সর্বাঙ্গীন মঙল কামনা করি।
শুভ কামনা দিদি।
ইঞ্জা
স্যালুট হে ম্যাশ।
ম্যাশকে নিয়ে কবিতাটি আমার বেশ পছন্দ হয়েছে দাদা, বিমোহিত করলেন, ধন্যবাদ।
সুপায়ন বড়ুয়া
স্যালুট ম্যাশ,
ধন্যবাদ ভাই, ভাল লাগার জন্য।
ম্যাশকে নিয়ে হয়ত আর লেখা হবে না
শুভ কামনা।
ইঞ্জা
সত্যি তাই, হয়ত তার ব্যাপারে আর লেখা নাও হতে পারে কিন্তু সে সবসময় আমাদের ভালোবাসায় থাকবে।
আলমগীর সরকার লিটন
লাল সালাম জানাই
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য।
শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
লিজেন্ড বস😍😍
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য।
শুভ কামনা।
সৈকত দে
বিদ
সৈকত দে
বিদায় ক্যাপ্টেন 💝💝🌹🌹
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকের জন্য
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
তোমার কীর্তির চেয়ে তুমি যে মহান
ক্রিকেট বিশ্বে সফল নেতৃত্বের তালিকায় তোমারি নাম
মাশরাফি তুমি শুধু নেতা নও আজ বাংলার
তুমি কিংবদন্তি, তোমার তুলনায় তুমি বিশ্বসভার।…..
সেরা মানুষটিকে যথার্থ উপাধি দিয়েছেন কবিতায়। মাশরাফির তুলনা মাশরাফি নিজেই। তার শূন্যস্থান পূরণ হবার নয়। আমরা আশা করবো তিনি খেলা ছেড়ে দিলেও মাঠ ছাড়বেন না। নতুনদের মাঝে নিজের সবটা দিয়ে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে যাবেন কাঙ্ক্ষিত ভবিষ্যতের পথে।
চমৎকার লিখেছেন দাদা,
শুভ কামনা 🌹🌹
সুপায়ন বড়ুয়া
কামনা করি আপনার আশা পূরণ হোক আপু
একজনের নেতৃত্ব কতটুকু উপরে তুলতে পারে
বাংলাদেশের ক্রিকেট ও মাশরাফি তার প্রমান।
হয়তো মাশরাফিকে নিয়ে আমার আর লেখাই হবে না।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
ক্রিকেটে এ লড়াকু যোদ্ধার অবদান আমাদের স্মরণে থাকবে আমৃত্যু।
যদিও আমার বিস্মৃতি প্রবণ।
আপনাকে ধন্যবাদ কবিতাক্য তাঁকে স্থান দেয়ার জন্য।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাইজান,
ম্যাশকে নিয়ে আমার লেখাটা ভাল হয়নি
আরও ভাল হতে পারত।
আমার কষ্টটা ওর নেতৃত্ব নিয়ে আমার আর লেখাই হবে না।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আপনার আবেগময়তা বুঝতে পারি,
তাঁকে ঘিরে নাটুকেপনাও কম হয়নি, টি টুয়েন্টির ক্যাপ্টেন্সি থেকে বাদ দেয়ার ন্যাক্কারজনক ঘটনা আমরা দেখেছি।
ভাল থাকবেন আপনি, আমাদের সাথে।
সুপায়ন বড়ুয়া
ঠিক বলেছেন ভাইজান,
মাঝে মাঝে বাঁশের চেয়ে কঞ্চি বড় হয়ে যায়
নায়কের জায়গায় আসে খলনায়ক।
দুইদিন আগে ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে
কিন্তু নায়ক আসে বীরের বেশে।
৫০ তম জয় আনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে।
স্যালুট ক্যাপ্টেন ম্যাশ! স্যালুট !
জিসান শা ইকরাম
ভালোবাসা সবসময়ের জন্য।
ম্যাশ এর কোনো বিদায় নেই …
এই নামটি সবসময়েই উচ্চারিত হবে ক্রিকেটের সাথে , ভালোবাসার সাথে , শ্রদ্ধার সাথে …
পরবর্তী সময়ের জন্য অনেক অনেক শুভকামনা যোদ্ধা …
সুপায়ন বড়ুয়া
সত্যিই তাই
“ভালোবাসা সবসময়ের জন্য।
ম্যাশ এর কোনো বিদায় নেই …
এই নামটি সবসময়েই উচ্চারিত হবে ক্রিকেটের সাথে , ভালোবাসার সাথে , শ্রদ্ধার সাথে …”
হেলাল ভাইয়ের মতে আমরা বিস্মৃতি প্রবন।
আমরা সহজে ভুলে যাই।
একজন ক্যাপটেন মাশরাফির জন্য খেলোয়ার দের শরীরের ভাষা বদলে যেতে পারে। তার প্রমান অনেকবার পেয়েছি।
তাই তো ম্যাশ কিংবদন্তি ,
স্যালুট ক্যাপ্টন ম্যাশ !
শুভ কামনা ভাইজান।
হালিম নজরুল
গত দশবছর “আমার প্রিয় খেলোয়াড় কে” কেউ জিজ্ঞেস করলে একবারও ভাবিনি। একবারে বলে দিয়েছি মাশরাফি।
সুপায়ন বড়ুয়া
সত্যি বলেছেন।
একজন মাশরাফির নেতৃত্বের গুনে
আজ বাংলাদেশের অবস্থান।
ক্যাপটেন ম্যাশ অতুলনীয় কিংবদন্তীর নাম।
শুভ কামনা।
মনির হোসেন মমি
কীর্তিমানের মরন নাই ম্যাশ তেমনি একজন।যদিও বিশ্বকাপ দেশকে উপহার দিতে পারেনি তবুও ক্রীকেটকে বিশ্ব সেরাদের কাতারে নিয়ে গেছেন।স্যালুট তোমাকে।
সুপায়ন বড়ুয়া
সত্যি মমি ভাই সহমত।
একজন মাশরাফির নেতৃত্বের গুনে
আজ বাংলাদেশের অবস্থান।
ক্যাপটেন ম্যাশ অতুলনীয় কিংবদন্তীর নাম।
স্যালুট ক্যাপ্টেন ম্যাশ। স্যালুট তোমায়।
শুভ কামনা।
ত্রিস্তান
তোমার বিদায়লগ্নে মনে পড়ে যায়
তোমার কীর্তির চেয়ে তুমি যে মহান
সত্যিই তাই, কীর্তিমানের মৃত্যু নেই।
সুপায়ন বড়ুয়া
যতার্থ বলেছেন।
বীরের জন্ম বারে বারে হয় না।
বীরকে নিয়ে আমার আর লেখা ও হবে না।
স্যালুট ম্যাশ !
শুভ কামনা।
তৌহিদ
একজন মাশরাফি বারেবারে জন্মায় না। তিনি এদেশের ক্রিকেটকে যা দিয়েছেন সে অবদান কোনদিন ভোলার নয়। মাশরাফি ভালো থাকুন এটাই কাম্য। খেলার মাঠে তাকে খুব মিস করবো। অনেক সুন্দর লিখেছেন দাদা।ধন্যবাদ আপনার প্রাপ্য।
সুপায়ন বড়ুয়া
ঠিক বলেছেন ভাইজান,
বীরের জন্ম বারে বারে হয় না।
নেতৃত্বের গুনেই নেতা হয়।
আবেগের বশে লেখাটা ভাল নাহলেও
ওর নেতৃত্বে বিজয়ের কবিতাগুচ্ছ অনেক লিখেছি
হয়তো আর হবে না লেখা।
স্যালুট ক্যাপ্টেন ম্যাশ !
শুভ কামনা। ভাল থাকবেন।
কামাল উদ্দিন
তুমি ছিলে নেতা তেজোদীপ্ত নেতৃত্বের মহিমায়
বাংলাদেশ ও ক্রিকেটকে নিয়ে গেছ এক অনন্য উচ্চতায়।
………..মাশরাফি একজন যোদ্ধার নাম, স্যালুটজানাই তাকে।
সুপায়ন বড়ুয়া
একজন মাশরাফির নেতৃত্বের গুনে
আজ বাংলাদেশের অবস্থান।
ক্যাপটেন ম্যাশ অতুলনীয় কিংবদন্তীর নাম।
স্যালুট ক্যাপ্টেন ম্যাশ। স্যালুট তোমায়।
শুভ কামনা। ধন্যবাদ কামাল ভাই।
কামাল উদ্দিন
ধন্যবাদ দাদা, ভালো থাকুন সব সময়।
সিকদার সাদ রহমান
মাশরাফি শুধু একজন ব্যক্তি নয়, সে একটি দল, সে ভালবাসা। তার জন্যে আজীবন শ্রদ্ধা।
সুপায়ন বড়ুয়া
সত্যিই তাই।
আপনার সাথে একমত।
শুভ কামনা।