
=======================
আকাশে তারা নেই- চাঁদও নেই-
নেই সূর্যের ঘাম ঝরা তাপ!
তবুও আকাশে দুচোখ আধার-
দেখো ঘনঘটা অদৃশ্যের নৈঃশব্দ মেঘ;
সুতরাং ছুটছে কিছু পাওয়ার আশায়
নয় তো কিছু দেওয়ার নেশাায়-
নিশ্চয় একদিন তারা দেখবে- চাঁদ ছুঁয়বে;
এ তোমার প্রেম,নয় তো কবিতার ছবি
নীল পাখিদের একটু একটু গান শুনবি-
অতঃপর আমি তারা নই- চাঁদও নই!
সবই হবে হবে সবই তোমার একদিন-
মেঘের ঝড় কিংবা গলা ভিজা শ্রাবণ!
শুধু তোমার আকাশ জুড়ে একদিন।
২০ ফাল্গুন ১৪২৬, ০৪ মার্চ ২০২০
—————————————-
১৬টি মন্তব্য
ফয়জুল মহী
সুসভ্য ও শ্রুতিমান লেখা
আলমগীর সরকার লিটন
জ্বি কবি মহী দা
সুন্দর মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
মনির হোসেন মমি
আশায় যেন ছুটে চলা কিছুই নাই হওয়ার মাঝেই কিছু খুজেঁ ফেরা। অপেক্ষা। দারুণ লাগল।
আলমগীর সরকার লিটন
জ্বি কবি মমি দা
সুন্দর মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
সুপর্ণা ফাল্গুনী
একদিন সব হবে সেই আশায়, স্বপ্নে বিভোর সবাই বেঁচে আছি সেই ধারায়। ধন্যবাদ আপনাকে ভালো লিখেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য
আলমগীর সরকার লিটন
জ্বি কবি সুপর্ণা দা
সুন্দর মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
বন্যা লিপি
একদিন….সবই হবে!! থাক তবে সেদিনের প্রতীক্ষায় তোলা সবটুকু আশা।
আলমগীর সরকার লিটন
জ্বি কবি লিপি আপু
সুন্দর মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
ছাইরাছ হেলাল
নৈঃশব্দের মেঘাকাশে শুধু তুমি!
দারুণ প্রেম।
আলমগীর সরকার লিটন
জ্বি কবি হেলাল দা
সুন্দর মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
সাবিনা ইয়াসমিন
প্রেমময় কবিতা ভালো লাগলো। আশ্বাস আর প্রত্যাশা গুলো যদি সমান্তরালে রাখা যায় তাহলে কোনো প্রেমই অপূর্ণ থাকে না।
শুভ কামনা রইলো লিটন ভাই,
নিয়মিত লিখুন 🌹🌹
আলমগীর সরকার লিটন
জ্বি কবি সাবিনা আপু
সুন্দর মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
সুপায়ন বড়ুয়া
আশার সাথে প্রাপ্তির সম্মিলন ঘটুক
যেমন ঘটে কল্পনার সাথে বাস্তবের।
ভালো লাগলো।
শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি কবি সুপায়ন দা
সুন্দর মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
হালিম নজরুল
ভাললাগা জানালাম
আলমগীর সরকার লিটন
জ্বি কবি নজরুল দা
সুন্দর মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-