
বই মেলা হেঁটে যায়, হেঁটে-হেঁটে যায় যুবক-যুবতি, বৃদ্ধ-বৃদ্ধা, শিশুরা,
কিশোর-কিশোরীরা, ঘন-বন্ধুত্বের আনন্দ চিত্তে, ব্যক্তিগত ভাবে,
আলাপচারিতায় মুখর হয়ে;
মজনুরা-ও;
দুজনকে দেখলাম, মনে হচ্ছে এই মাত্র ই খেয়ে টেয়ে এসেছে, সুস্থির ঢেকুর তুলছে-না,
বা দাঁত-ফাঁত! নাহ তাও খোঁচাচ্ছে না, শিওর আধ-পেটা!স্বীকার করবে-না,
সে আমি নিশ্চিত, শুধুই তিড়িং বিড়িং, নিরেট কিচ্ছু না; স্বচ্ছতায় প্রশ্নাতীত!
নেই এখানে কোন অনুঘটক-অনুপ্রাণনের অনুপ্রবেশ।
বলকাতে থাকা অস্থির কন-কনে ভাব মুখে, দুরন্ত-দুঃসাহস ধারালো মার্বেল চোখে,
আর চকচকে-ঝকঝকে দাঁতের জোরালো জোড়া-বন্ধুত্ব,
আপামর স্বচ্ছ-সুন্দরতায় প্রকট আনন্দ-দুষ্টতা লুকোতে পারে-না, পারেনি,
খরখরে গদ্যে; বন্ধুত্বে বন্ধুত্বতার পালন-পোষণ
প্রীতির-বাঁধন স্নেহ-শাসন এ এক অবিরাম সাধন-ব্যবস্থাপন।
হেঁটে যাচ্ছি,
অনবরত অবিরত কল-কল ছল-ছল, অগুনতিদের সাথে;
ঘোড়া কেন ডিমে তা দিচ্ছে না, শক্ত-বুটের গোড়ালি ঠুকে জানতে চাচ্ছে,
সেটি নিয়ে এখন-ও কেন কোন-ই গবেষণা হচ্ছে না,
এই সিরিজ ভাবনার বোঝা বয়ে চলছে মেলা-প্রাঙ্গনে;
সাক্ষাৎ খুলে রাখা এক গবেষণা-পত্র, সাথেই চলছি
মেলার পথে যেতে যেতে।
ঠিকরে আসা স্ফূর্তির আলোতে তাকিয়ে চলতে ভালোই লাগে/লাগছে;
এসো আবার ফিরে, মেলা,
এই বইয়ের প্রাঙ্গণে, প্রাণের-মেলায়, বেহুঁশের ফুরফুরে-মজনুদের সাথে,
সলজ্জ সান্ধ্য-বিকেলে, দুঃস্বপ্ন-বটিকা ছুঁড়ে ফেলে চিরতরে,
এ এক অক্ষর-স্রোত অগম্য দুষ্পাঠ্যতার ছলে;
আমি থাকি-বা-না –থাকি, আসি-বা-না-আসি।
ছবি……নেটের;
২২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
প্রানের মেলা, মনের মেলা- বইয়ের মেলা ফিরে আসুক মিলনমেলা হয়ে। ভালো থাকবেন সবসময় আমাদের সবার জন্য সুন্দর, সুস্বাদু কবিতা উপহার দিতে হবে
ছাইরাছ হেলাল
আমাকে ভয় পাইয়ে দেয়া কি ঠিক!
আমি তো আপনাদের সাথেই থাকি।
বইয়ের এ মেলা ফিরে ফিরে আসুক তা চাই-ই।
ভাল থাকবেন আপনি।
কামাল উদ্দিন
শক্ত-বুটের ঠোলা বাহিনী ঘোড়াকে নিয়ে ডিমের উপর বাসয়ে দিলেই পারে। বই মেলায় এখনো যাওয়ার ইচ্ছেটা রেখেছি, জানিনা আসলেই যেতে পারবো কিনা।
ছাইরাছ হেলাল
মজার ছলে কত কী লিখি!
অবশ্যই একবার মেলায় ঘুরে যাবেন। যাওয়া উচিৎ।
কামাল উদ্দিন
আপনার জন্যও শুভ কামনা সব সময়
ছাইরাছ হেলাল
ধন্যবাদ দিচ্ছি।
ফয়জুল মহী
অসাধারণ লেখা। খুবই ভালো লাগলো।
ছাইরাছ হেলাল
ভাল থাকবেন আপনি।
রেহানা বীথি
কী সুন্দর একটা ছবি এঁকে দিলেন চোখের সামনে! ফিরে আসুক আবার প্রাণের বইমেলা, ফিরে আসুক আমাদের মিলনমেলা।
ছাইরাছ হেলাল
সব কৃতিত্ব-ই আপনাদের।
ফিরে আসুক মেলা আমাদের মিলন মেলা হয়ে।
ভাল থাকবেন।
সুপায়ন বড়ুয়া
বই মেলা প্রাণের মেলা
আসুক ফিরে বার বার
আমরা ও করে যাব
মিলন মেলা সোনেলার।
শুভ কামনা ভাইজান।
ছাইরাছ হেলাল
অবশ্যই অবশ্যই, আপনাকে পেয়ে আমরা আনন্দিত অনেক।
অবশ্যই আবার আমরা মিলিত হবো এমন আনন্দে।
আপনাকে শুভেচ্ছা। ভাই।
ত্রিস্তান
বলকাতে থাকা অস্থির কন-কনে ভাব মুখে, দুরন্ত-দুঃসাহস ধারালো মার্বেল চোখে,
আর চকচকে-ঝকঝকে দাঁতের জোরালো জোড়া-বন্ধুত্ব,
আপামর স্বচ্ছ-সুন্দরতায় প্রকট আনন্দ-দুষ্টতা লুকোতে পারে-না, পারেনি,
দাগ কেটে গেলো….
ছাইরাছ হেলাল
ঠিক-ঠাক বুঝে বলছেন তো!
কুইনাইন কিন্তু বুক-পকেটে রাখি।
কবিতা কৈ!
ত্রিস্তান
ঠিকঠাক বুঝেছি কি না বলতে পারবো না, তবে কুইনাইন এখন আর কাজ করে না মহারাজ। এখন এ্যাজিথ্রোমাইসিনের যুগ।
ছাইরাছ হেলাল
কুইনাইন ঔষধ অর্থে না, চিরতা-স্বাধ বঝাতে বলতে চেয়েছি।
হালিম নজরুল
এসো আবার ফিরে, মেলা,
এই বইয়ের প্রাঙ্গণে, প্রাণের-মেলায়, বেহুঁশের ফুরফুরে-মজনুদের সাথে,
ছাইরাছ হেলাল
এ আমার প্রিয় মেলা,
ফিরে ফিরে আসুক যে কোন রূপে, যে কোন ভাবে।
শুভেচ্ছা আপনাকে।
নাসির সারওয়ার
মেলা দেখিলাম, দেখিলাম হরেক সাজের মানুষ।
শুধু মজনুকে দেখা হইলো না। আফসোস, বড়ই আফসোস।
ছাইরাছ হেলাল
মজনুরা মজনু দেখিতে পায়-না/পাইবে-না।
তাহারা শুধুই মেলা/ধূলো দেখিবে! আফসোস!!
জিসান শা ইকরাম
মেলা ফিরে আসবে বারবার,
আমরা থাকি বা না থাকি।
ছাইরাছ হেলাল
অবশ্যই ফিরে ফিরে আসবে,