
ফাল্গুন এসেছে ফিরে আনন্দ বার্তা নিয়ে
দ্বীন কাঙালের ঘরে।
মায়ের আঁচল মোড়ানো স্নেহ মমতায়
ফাল্গুন এসেছে ফিরে।
পৌষ – কার্তিকের খড়ার আগুনে
পুড়েছিল ফসলি জমি।
পানির অভাবে শুকিয়ে যাওয়া
চৌচির উর্বর ভুমি।
নদী শুকিয়ে জেগে উঠেছিল
ধু-ধু বালুচর।
জেলে তার জাল তুলে রেখেছিল
দীর্ঘশ্বাস ফেলে কুঁড়ে ঘর।
কৃষক তার লাঙলখানি সযতনে
রেখে যায় তুলে।
হতাশায় তার চোখ ভিজে যায়
বেদনার লোনা জলে।
ক্ষুধার তাড়নায় আশা নিভে যায়
স্বপ্নের জাল বুনে।
ষোড়সী মেয়েটির পাত্র খুঁজে বেড়ায়
সাজাবে আপন মনে।
গোয়ালার গরুর উঠে যায় দুধ
বাছুর পায়না খেতে।
চৌধুরী বাড়ির বউয়ের দাবী
দুধ ও পায় না দিতে।
দুধের শিশুটিও পায় না খেতে
রোগে শোকে আজ ভোগে।
মায়ের আঁচলে মুখ লুকে যায়
নীরবে নিভৃতে কাঁদে।
ফাল্গুন এসেছে ফিরে সুদিনের বার্তা নিয়ে
দ্বীন কাঙালের ঘরে
আমের মুকুলে ভরে উঠে বাগান
প্রাণ পেয়েছে ফিরে
ফসলের মাঠ ভরে উঠে আজ
বীজ বুনেছিল ঋণে
মায়ের মুখে হাসি ফিরে পায়
স্বপ্নের জাল বুনে।
পূর্ণিমার রাতে তারায় ভরে উঠে
নদীতে জোয়ার আসে
ও পাড়ার জেলে মাছ ধরে যায়
ডিঙি নৌকায় ভাসে।
২৬টি মন্তব্য
হালিম নজরুল
সুন্দর প্রয়াস
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ। শুভ কামনা।
ফয়জুল মহী
অনুপম,অতুলনীয় l
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ দাদা। ফাল্গুন সবার জীবনে এভাবে সুখ বার্তা নিয়ে আসুক। ভালো থাকুন শুভ কামনা রইলো
সুপায়ন বড়ুয়া
শুভ শুভ দিন।
দিদি আপনার জন্ম দিন।
প্রিয় সবার আশীষ নিন।
মন্তব্যে মুগ্ধ! শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। শুভ কামনা রইলো ও কৃতজ্ঞতা জানাই
ইসিয়াক
চমৎকার লেখনী
সুপায়ন বড়ুয়া
মন্তব্যে মুগ্ধ! শুভ কামনা।
ভাল থাকবেন সব সময়।
মনির হোসেন মমি
গোয়ালার গরুর উঠে যায় দুধ
বাছুর পায়না খেতে।
চৌধুরী বাড়ির বউয়ের দাবী
দুধ ও পায় না দিতে।
দুধের শিশুটিও পায় না খেতে
রোগে শোকে আজ ভোগে।
মায়ের আঁচলে মুখ লুকে যায়
নীরবে নিভৃতে কাঁদে।
তুলনামুলক কবিতা।চমৎকার অনুভুতি।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য।
অনুপ্রেরনায় কৃতার্থ।
শুভ কামনা।
বন্যা লিপি
হাজারো গঞ্জনার মাঝেও ফাগুন আসে। নিয়মের ধারায় সবই চলে নিয়মের ধরাতলে।
সুপায়ন বড়ুয়া
আমরা সবাই নিয়মের অধীন
তাইতো বলি সবাই স্বাধীন।
ফাগুন আসে নিয়ম মেনে।
শুভ কামনায় আসবে সুদিন।
সাবিনা ইয়াসমিন
নিরাশার গোধূলির বাঁকে
শত আশার প্রান্ত ছুঁয়ে
ফাগুন এসেছে প্রতি দুয়ারে..
ফাগুনের শুভ কামনা রইলো দাদা 🌹🌹
সুপায়ন বড়ুয়া
ওয়াও! মন্তব্যে মুগ্ধ , অনুপ্রানিত।
ফাগুন এসেছে মনোমন্দিরে
বরণ ডালা নিয়ে রহেছি দাঁড়িয়ে।
ফাগুনের শুভ কামনা রইলো 🌹🌹
এস.জেড বাবু
গোয়ালার গরুর উঠে যায় দুধ
বাছুর পায়না খেতে।
চৌধুরী বাড়ির বউয়ের দাবী
দুধ ও পায় না দিতে।
দুধের শিশুটিও পায় না খেতে
রোগে শোকে আজ ভোগে।
মায়ের আঁচলে মুখ লুকে যায়
নীরবে নিভৃতে কাঁদে।
কি চমৎকার ফাল্গুন পূর্ব রহস্য।
তবে ফাল্গুন আসুক- প্রকৃতিতে
আসুক খরা লাগা সমস্ত হৃদয়ে।
দারুন
সুপায়ন বড়ুয়া
কার্তিক মাসের মঙ্গা, যা এখন অতীত
কল্পনায় আকঁতে চেষ্টা করছি।
ভালো লাগলো আপনার মন্তব্য
খরা আক্রান্ত হৃদয়ে
আসুক ফিরে বসন্ত
আসুক ফিরে প্রাণ।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
পূর্ণিমার রাতে তারায় ভরে উঠে
নদীতে জোয়ার আসে
ও পাড়ার জেলে মাছ ধরে যায়
ডিঙি নৌকায় ভাসে।
চমৎকার প্রকাশ
ফাল্গুনের শুভেচ্ছা রইল
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য।
শুভ কামনা। ভাল থাকবেন সবসময়।
ছাইরাছ হেলাল
ফাগুন আমাদের সম্ভবনার কথা শোনায় জোরেশোরেই।
সুপায়ন বড়ুয়া
ফাগুন আসে রঙ ছড়িয়ে
সম্ভাবনার গান শুনিয়ে
তাই তো ভালবাসি।
ধন্যবাদ সাথে থাকার জন্য।
শুভ কামনা।
কামাল উদ্দিন
ফাগুন তাহলে সুখের বার্তা নিয়েই এসেছে। এ বার্তা স্থায়ীখয়ে থাকুক সবার পাণে……..শুভ রাত্রি।
সুপায়ন বড়ুয়া
আশায় আছি বাসা বাধি
সুখ শান্তির স্বপ্ন দেখি।
ফাগুন আনুন সুখ বার্তা
সবার পাশে রাখি।
আপনার পাশেও দেখি।
শুভ কামনা।
কামাল উদ্দিন
আপনার জন্যও শুভ কামনা সব সময়।
দালান জাহান
মানুষ আশা বাঁধুক। স্বপ্ন দীর্ঘ হোক। সুন্দর আত্মবিশ্বাসীী লেখা। অভিনন্দন আপনাকে।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য।
শুভ কামনা।