
★ তুমি- ভাবনায়
অপলক তাকিয়ে রই
তোমার শান্ত স্নিগ্ধ অবয়বের দিকে,
ভালোবাসা মেঘের মত ভেসে বেড়ায় আমার চারিদিক..
ভালবাসার বৃস্টি হয়ে ঝরি,
টুপটাপ টুপটাপ সবুজ গাছের পাতায়..
গাছের পাতাগুলো তুমি হয়ে যাও তখন;
★ তুমি- বিশ্বাসে
তোমার দু’হাতে দেখেছি বিশ্বস্ততা,
একহাতে আস্থার পৃথিবী
আর অন্যটায় অটুট বন্ধন।
★ তুমি- ভালোবাসায়
ভালোবাসার বিশ্বে তুমি সীমান্তহীন রাস্ট্র,
ভ্যাট-বাজেট,ব্যাংক-ব্যালেন্স এর কড়াকড়ি নেই,
নেই ভোটবাক্সের বিজ্ঞাপন;
শেয়ার বাজারের দরপতনেও নেই কোন নিষেধাজ্ঞা..
সামরিক শাসকের আওতা বিহীন সাম্রাজ্যে
রাখোনি কোন আইডি কার্ড।
★ তুমি- প্রেমে
ঋতু আবর্তিত হয় তোমার হৃদ-স্পন্দনে,
হাসিতে ফাগুন
দৃষ্টিতে প্রজ্বলিত আগুন,
গভীরের গহিনে নিমজ্জিত হও
উষ্ণতম প্রেম-আবেশে..
ভালোবাসা পূর্ণাঙ্গ হয় তোমার উত্তাল প্রেম-নির্যাসে;
১৭টি মন্তব্য
দেবজ্যোতি কাজল
অণু-কবিতা এতবড়ো হয় না
সাবিনা ইয়াসমিন
এগুলো ছোট ছোট করে লেখা, সম্পাদনার টাইমই পেলাম না, প্রকাশ হলো কিভাবে ভাবছি 🙆🙆
দেবজ্যোতি কাজল
এটাকে বলে সিরিজ-কবিতা
সাবিনা ইয়াসমিন
এই পিচ্চি পিচ্চি কবিতা সিরিজ হবে? শিউর? পরামর্শ দিন প্লিজ, তাহলে আমি শিরোনাম পাল্টে দিবো।
ছাইরাছ হেলাল
অপলক-পলকের অবয়বে
শুধু তোমাকেই ভালোবাসি,
সবুজের পাতায় বৃষ্টি (তুমি) হয়ে ঝরি;
কামাল উদ্দিন
এমন কঠিনভাবে ভালোবাসলে বিশ্বাস করলে পৃথিবী স্বর্গ হয়ে উঠে……..শুভ কামনা জানবেন আপু।
ফয়জুল মহী
সুনিপুন ।
নুরহোসেন
তোমার হৃদ-স্পন্দনে,
হাসিতে ফাগুন
দৃষ্টিতে প্রজ্বলিত আগুন,
-খুব কষ্ট পেয়েছি কদিন আগুনে কত গুলো নীরহ জীব পুড়ে গেছে অস্ট্রেলিয়ায়।
যদিও আপনার কবিতার সাথে এর কোন মিল নেই,
কিন্তু এই লাইনটা আমাকে ভাবিয়েছে ।
সুপর্ণা ফাল্গুনী
তুমি-ভাবনায়,বিশ্বাসে, ভালোবাসায়,প্রেমে। দারুন লিখেছেন আপু। শুভ কামনা অবিরত।
বন্যা লিপি
তুমিময় কাব্য! কি মন্তব্য করি বলোতো?
“থাকুকনা রেশটুকু তুমিময় ভালবাসার আবেশে!
ভেসে যাক পৃথিবী শীতার্ত কুয়াশার সাস্পানে।
উষ্ণতার একটু আগুনছোঁয়ায় ঝরে পড়ুক
অ-পলক দৃষ্টির প্রেমময় বৃষ্টি
শুধু তোমার আমি
আমার তুমি
ভালবাসি ভালবাসি!! “
সুপায়ন বড়ুয়া
তুমি ভাবনায়
তুমি বিশ্বাসে
তুমি ভালবাসায়
তুমি নিশ্বাসে।
অসাধারন এই রোমান্টিকতায়
থাকুন বন্ধু শুভ কামনায়।
রেহানা বীথি
কী প্রেমময় কাব্য রে বাবা!
উত্তাল, অশান্ত, হৃদয়ে ঢেউ তোলা।
বড় ভালো লাগলো।
জিসান শা ইকরাম
তুমিতে পরিপুষ্ট তুমি সমগ্র ভালো লেগেছে খুব,
প্রেমময় কাব্য, এতে যেভাবে মন্তব্য দিতে হয়, আমি তা পারিনা।
আপনার ‘তুমি’ ( যদি থাকে ) তো দারুণ ভাগ্যবান,
শুভ কামনা।
মনির হোসেন মমি
বৃস্টি না বৃষ্টি?
ঋতু আবর্তিত হয় তোমার হৃদ-স্পন্দনে,
হাসিতে ফাগুন
দৃষ্টিতে প্রজ্বলিত আগুন,
গভীরের গহিনে নিমজ্জিত হও
উষ্ণতম প্রেম-আবেশে..
ভালোবাসা পূর্ণাঙ্গ হয় তোমার উত্তাল প্রেম-নির্যাসে;
দারুণ প্রকাশ।
সুরাইয়া পারভীন
সব কয়টাই কবিতায় চমৎকার। এই তুমিটা সর্বত্র বিরাজমান। এই তুমিটা বড্ড ভোগায়।
সঞ্জয় মালাকার
সব গুলো কবিতা চমৎকার রচনাশৈলী ভালো লাগলো দিদি।
আসিফ ইকবাল
তুমি, তুমি, তুমি- যেদিকে তাকাই আমি তুমি, তুমি, তুমি! দারুণ লাগলো 🙂