ফানুসি কবিতা

ছাইরাছ হেলাল ২৮ ডিসেম্বর ২০১৯, শনিবার, ০৩:৩০:১৩অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৬ মন্তব্য

কবিতার মিথ্যে ফানুস উড়িয়ে
ভঙ্গুর রেখায় ‘কোবি’ হাসি-হাসে আড়ালে,
জুজুৎসুর প্যাঁচ কষে ওষ্ঠাগত করে দেব পাঠক-প্রাণ,
মন্ত্রপূত হুল ফুটিয়ে আত্মরতি সেরে নেব, রমণীয় ব্যাঘ্রতায়;
সূচি-মুখে চিঁ-চিঁ করে রস-প্রীতি ঢেলে দেব
প্রণয়ের রীতিনীতি না-মেনে!

পাঠকের চতুর-শ্লেষ সর্পিল-মোচড়ে বেসুরো করে দেব;
দিনান্তে মেকি আনন্দ-সৌরভের অম্লান প্রীতি-পিদিম
জ্বেলে রাখবো গৃহকোণে;

নিঃশব্দ নিঃশঙ্ক চিত্তে দুর্নিবার গতিতে নিদ্রালু-হৃদয়ে জপে যাব
ওম শান্তি, ওম শান্তি, ময়ূর পঙ্খির নাও দুলিয়ে;
কবিতা হতে থাকবে ক্ষীণ থেকে ক্ষীণতর, প্রস্তর-স্তব্ধতায়,
কাঁথার ওমে ক্ষমাহীন-ঈশ্বর হাসেন হৃদয়হীনতায়।

ভাবনা-চোখে আজ স্বর্ণরেণুর নিবিড় আকাশ,ধোঁয়া-কুয়াশার ভীড়ে
সোঁদা-গন্ধে গেঁথে আছে শেকড়ের জোড়া-স্মৃতিতে,
রাত্রি-জাগা সিক্ত-স্নিগ্ধ পরিপাটি জ্যোৎস্না জড়িয়ে আছে হুটোপুটিতে,
পালকের মত গায়ে গায়ে, অস্ফুট খুনসুটির ঠোঁটে ঠোঁটে;
আ-তীব্র শিউলি-ঘ্রাণ ব্যাকুলতা, নকশি-কাঁথার স্মৃতিতে।

ছবি…নেটের।

১২৫৮জন ১০৭৫জন
0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ