
বিজয়ের মাসে ডাক দিয়ে যাই
শুধিতে রক্ত ঋণ।
লাখো শহীদের এই বাংলায়
রাঙাতে সোনালী দিন।
মায়ের আঁচলে বুক পেতে দিয়ে
জীবন দিয়েছে সপে।
ছেলে হারা মা ফিরে পেতে চায়
তার নাম শুধু জপে।
ষোড়ষী যুবতি পাড়ার মেয়েটি
লাটি দিল বন্ধুর হাতে।
বলেছিল, ফিরে এসো তুমি
যুদ্ধজয়ী ঈদের রাতে।
গ্রামের রাজাকার তুলে নিয়ে দিল
পাকসেনাদের হাতে
বিবর্ণ দেহে সেই মেয়েটি
আগুন দিল রাতে।
ও পাড়ার কৃষক যুদ্ধে গেল
জীবন বাজী রেখে।
শত্রু-মুক্ত দেশটা হবে
নিয়ত স্বপ্ন দেখে।
পড়শী আমার মজদুর ভাই
আকাশে হাতটি তুলে
দেশটি মোরা করবো স্বাধীন
হারাতে দেবনা ভুলে।
পাড়ার কৃষক, শ্রমিক , মজদুর
যুদ্ধে গেল দল বেঁধে।
লাখো শহীদের বীরের তালিকায়
মা, আজো খুঁজে কাঁদে।
বিধবা বোনটি আজো খুঁজে ফিরে
যায়না ক্ষণিক ভুলে।
শাড়ীর আঁচল বিছিয়ে রেখেছে
রাখবে মাথায় তুলে।
কৃষক কাকার ছেলেটি আজও
জমিতে নাঙল দেয়।
পোষ্য তাদের পায়না সুযোগ
রাজাকার কেড়ে নেয়।
রাষ্ট্র নামক যন্ত্রটি তাদের
পারেনি দায়িত্ব নিতে।
পোষ্যরা আজ বড় অসহায়
হেরে যায় কোটার দাবিতে।
রাজাকার আজ করে আস্ফালন
নিজেদের শহীদ দাবী।
কেউটে সাপেরা ধ্বংস হোক
আজ সময়ের দাবী।
দেশটা হবে বৈষম্যহীন
রক্তে রাখি বাজি
সোনার বাংলা গড়তে মোরা
শহীদ হতেও রাজি।
২৭টি মন্তব্য
নিতাই বাবু
আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।
সুপায়ন বড়ুয়া
লাখো শহীদের ত্যাগ
২ লক্ষ মা বোনের আত্ননাদ
দুর্জয় দুনির্বার !
বিজয় দিবস দিচ্ছে ডাক
অপার সম্ভাবনার !
সবাইকে রক্তিম শুভেচ্ছা
বিজয়ী অভিনন্দন !
আপনাকে ও শুভেচ্ছা
সুরাইয়া পারভিন
চমৎকার উপস্থাপন
বিজয় দিবসের শুভেচ্ছা রইলো
সুপায়ন বড়ুয়া
আপনাকে ও বিজয়ী শুভেচ্ছা
ধন্যবাদ সাথে থাকার জন্য
রেহানা বীথি
খুব সুন্দর লিখেছেন।
বিজয়ের শুভেচ্ছা।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ . শুভ কামনা
বিজয়ী শুভেচ্ছা
আরজু মুক্তা
সোনার বাংলা গড়বো।
বিজয়ের লাল সবুজ শুভেচ্ছা।
সুপায়ন বড়ুয়া
দেশটা হবে বৈষম্যহীন
রক্তে রাখি বাজি
সোনার বাংলা গড়তে মোরা
শহীদ হতেও রাজি।
ধন্যবাদ, সাথে থাকার জন্য
বিজয়ী শুভেচ্ছা
সুপর্ণা ফাল্গুনী
অনেক কষ্ট আর ত্যাগের বিনিময়ে পাওয়া এ স্বাধীনতা। বিজয়ের শুভেচ্ছা
সুপায়ন বড়ুয়া
রক্তে কেনা স্বাধীনতা
রক্ত দিয়ে রাখব
দেশটা আমার সোনায় মোরা
জীবন দিয়ে গড়ব
ধন্যবাদ সাথে থাকার জন্য
কামাল উদ্দিন
..………….মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে যদিও মতভিন্নতা আছে, তবু বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের যেই ভাতা বা সম্মানীটুকু দিচ্ছে তাতে আমি মনে করি এটা সরকারের অনেক ভালো একটা দিক। তবে এখনো যারা এই কুখ্যাত খুনী রাজাকার আলবদরদের শহীদ বলে তাদেরও রাজাকারের সমান শাস্তি হওয়া উচিৎ………..কবিতায় ভালোলাগা এবং বিজয় দিবসের শুভচ্ছা।
সুপায়ন বড়ুয়া
সহমত !
ওরা বেড়েছে অনেক বাড়
সময় এসেছে জবাব দেয়ার
এবার পাবে না আর ছার।
ধন্যবাদ , সাথে থাকার জন্য
তৌহিদ
মা-বোনের ইজ্জত এবং শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ভাবগাম্ভীর্যতা আমরা অনেকেই রক্ষা করতে পারিনি ।মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দিতে পারিনি ।মুক্তিযুদ্ধের সময় দেশের মানুষ যে আত্মত্যাগ করেছেন তা বলার নয় ভোলার নয়। বিজয়ের শুভেচ্ছা রইল ভাই।
সুপায়ন বড়ুয়া
বিজয়ের ঊষালগ্নে বাঙালীর
মেধা-মনন-মনীষা হারানোর দিন
লাখো শহীদানের আত্নার প্রতি
বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি
ধন্যবাদ সাথে থাকার জন্য।
বিজয়ী শুভেচ্ছা
জিসান শা ইকরাম
কবিতার মধ্যে মুক্তিযুদ্ধকালীন অবস্থা বর্ননা করলেন।
ভালো লেগেছে কবিতা খুব।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাই সাথে থাকার জন্য
সকল শহীদ লিখেছিল
জয় বীরক্ত গাথা
তাই তো আজও লিখে যাই
তাদের স্মৃতি কথা !
নুর হোসেন
মায়ের আঁচলে বুক পেতে দিয়ে
জীবন দিয়েছে সফে।
ছেলে হারা মা ফিরে পেতে চায়
তার নাম শুধু জপে।
-রক্তে কেনা পবিত্র বাংলা আবার কুলষিত করছে একদল তথাকথিত রাজনীতিবিদ,
সহস্র দুর্নীতির বাঁধন ছিড়ে বিজয় পৌছে যাক ঘরে ঘরে।
সুপায়ন বড়ুয়া
তথাকথিত রাজনীতিবিদের নামটা যাবে ভুলে
বিজয় আমার রক্তে কেনা তুলবো ওদের শুলে
ধন্যবাদ ! বিজয়ী শুভেচ্ছা
সাবিনা ইয়াসমিন
দেশটা হবে বৈষম্যহীন
রক্তে রাখি বাজি
সোনার বাংলা গড়তে মোরা
শহীদ হতেও রাজি।…
প্রকৃত বাঙালি শহীদ হতে ভয় পায় না।
দেশকে সুন্দর, স্বাধীন রাখার স্বপ্ন তাকে সমস্ত ভিরুতা জয় করতে শেখায়।
চমৎকার লিখছেন দাদা।
কিছু টাইপ মিসটেক হয়েছে। যেমন,
মায়ের আঁচলে বুক পেতে দিয়ে
জীবন দিয়েছে সফে।…এখানে সম্ভবত ফ এর স্থানে প হবে। একটু পড়ে দেখুন প্লিজ।
শুভ কামনা 🌹🌹
সুপায়ন বড়ুয়া
অসংখ্য ধন্যবাদ ‘
বানানে একটু কাঁচা
ভুলটা আমায় ধরে দিয়ে
কৃতার্থ করলেন ।
ভাল থাকবেন , শুভ কামনা
ছাইরাছ হেলাল
বৈষ্যমের এই দিনে জ্বলুক আসার আলো এ কামনা আমাদের সবার।
সুপায়ন বড়ুয়া
বৈষ্যমের হোক অবসান
এ লড়াই আজন্ম আমার
করি সারাদিনমান।
ধন্যবাদ , শুভ কামনা
মনির হোসেন মমি
রাষ্ট্র নামক যন্ত্রটি তাদের
পারেনি দায়িত্ব নিতে।
পোষ্যরা আজ বড় অসহায়
হেরে যায় কোটার দাবিতে।
চমৎকার বিশ্লেষণধর্মী কবিতা। বিজয়ের শুভেচ্ছা।
সুপায়ন বড়ুয়া
এ কষ্ট রাকব কোথায় ?
মুক্তিযোদ্ধা পরিবারের পোষ্যদের
নিয়ে কঠাক্ষ করে বিজয়ের ৪৮ বছর পরে
নারীরা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারে !
ধন্যবাদ সাথে থাকার জন্য ! শুভ কামনা !
মোঃ মজিবর রহমান
আজ আমি অসহায় মুক্তিকামী দল্টির ব্যাবহারে
আজ আমি অসহায় মুক্তিকামী দলটির কার্যাকলাপে
আজ আমি হৃদয় নিংড়ানো দুখিত মুক্তিকামী দলটির রাজনিতির ভুলুন্ঠিত রাজনিতিতে
অনেকদিন পর রাজাকার তালিকা পাবলিশের আগে যাচাই বাছাই না করেই দিল। এই লজ্জা কত লজ্জা রাখি কোথায় বলুন। মনে হই দালালের মাঝে বাস, রাজাকার হাসে মুক্তিযোদ্ধা কাঁদে। এই হল অবস্থা। আর ভরসা পাইনা। দালালে ভরা দলে।
সুপায়ন বড়ুয়া
সহমত আপনার সাথে
ঘাপটি মেরে ঘাতকের দল
আবার হল সফল
ধন্যবাদ সাথে থাকার জন্য
শুভ কামনা
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ ভাইসাব