
পর্ব ১.
যুদ্ধ জয়ে মিশেছিল ঐ হারামীর বাচ্চা
তার কাছে আজ যুদ্ধ জয়টা গল্প নাহয় কেচ্ছা।
মা-বোনকে লুটে নিয়ে ভাঙল আমার ঘর
গ্রাম বাংলায় আগুন দিয়ে বানিয়েছিল কবর।
ব্রীজ কালবার্ট উড়িয়ে দিয়ে বন্দর করে অচল
ব্যাংক বীমা লুটে নিয়ে রাস্ট্র যন্ত্র বিকল।
রিজার্ভ রাখে শুন্য করে খাদ্য গুদাম শুন্য
পোড়া মাটির নীতি নিয়ে কামান দাগে সৈন্য।
বুদ্ধিজীবি নিধন করে মেধা করে শুন্য
সোনার বাংলা শ্বশান করে নজীর অনন্য।
লাখো শহীদ জীবন দিয়ে দেশটা করে স্বাধীন
পোড়া মাটির গন্ধ নিয়ে বেঁচে থাকা কঠিন।
পাক সেনারা পালিয়ে বাঁচে রোপন করে বীজ
তারাই হল মোটা তাজা সতেজ আর সজীব।।
পর্ব ২ .
যুদ্ধ জয়ে মিশেছিল ঐ হারামীর বাচ্চা
তার কাছে আজ যুদ্ধ জয়টা গল্প নাহয় কেচ্ছা।
অভয় দিয়ে বলেছিলাম দেশটা হবে সবার
সোনার বাংলা গড়ব মোরা অপার সম্ভাবনার।
কেউটে সাপের গর্তে লুকে ঐ হারামীর বাচ্ছা
সুযোগ বুঝে প্রমান দিল রাজাকার যে সাচ্ছা।
পাটের গুদামে আগুন দিল, ব্যাংক করেছে লুট
সব কিছুতে বলতো, ঝুট বলতাহু ঝুট।
বাসন্তিকে জাল পড়িয়ে গল্প তিনি ফাঁদে
খাদ্যজাহাজ ফিরিয়ে বলে, তুই হারামজাদে।
নেতার ডাকে সাড়া দিয়ে অস্ত্র দিলাম জমা
খুনীর অস্ত্র শান দিয়ে যায় লিখে আমলনামা।
খুনের নেশায় মেতে উঠে ঐ হারামীর বাচ্ছা
পরাজয়ের প্রতিশোধ নেয় রক্ত বন্যায় হিস্যা।
খুন করেছে পিতা আমার খুনের নেশায় মাতে
জেলখানা বানায় কবরখানা নেতা শুন্য রাতে।।
পর্ব ত.
যুদ্ধ জয়ে মিশেছিল ঐ হারামীর বাচ্চা
তার কাছে আজ যুদ্ধ জয়টা গল্প নাহয় কেচ্ছা।
নেতা হবার স্বাধ জাগে তার রক্ত গজ্ঞায় ভাসে
বিজয় আমার হাতছাড়া হয় হত্যাযজ্ঞের উল্লাসে।
ঐ খুনীদের পুরস্কার দেয় বিদেশ দুতাবাসে
রাত পোহালে মুক্তিযোদ্ধার ফাঁসির খবর আসে।
পতাকা আমার হাতছাড়া হয় ঐ খুনীদের মনজয়ে
ঐ পতাকা উড়তে দেখি রাজাকার্রের কনভয়ে।
তাইতো ওরা সুযোগ পেয়ে ব্যাংক করেছে দখল
টাকা পয়সা লুটে নিয়ে কারখানা করে অচল।
বীমার টাকা আত্নসাদে কারখানায় দেয় আগুন
বিশেষ ভবন গড়ে উঠে কমিশনের গুণ।
কালো টাকা সাদা করে বিশেষ সুযোগ নিয়ে
রাজপ্রাষাদে থাকেন ওরা বিদেশ বিভুঁয়ে।
ষড়যন্ত্রের জাল বুনে যায় সকাল বিকাল রাতে
বাংলা ভাইয়ের শাষন চলে পাড়া মহল্লাতে।
৬৪ জেলায় বোমা ফাটায় জংগী মহরাতে
মানুষ হত্যার নগ্ন উল্লাস গ্রেনেড হামলাতে।
বিজয় আমার হাতছাড়া হয় সাপ নেউলে হাসে
ঐ হারামীর কবর দিই স্বাধীন বাংলাদেশে।।
৩৪টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
বিজয়ের ঊষালগ্নে বাঙালীর
মেধা-মনন-মনীষা হারানোর দিন
সকল শহীদানের আত্নার প্রতি
বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি
সাবিনা ইয়াসমিন
পতাকা খামছে ধরা শকুনের দলেরা বিলুপ্ত হয়নি। একদিন নিশ্চয়ই তাদের থাবাগুলো নিস্তেজ হয়ে যাবে। সততার শক্তি ছাড়া সব শক্তিরই ক্ষয় আছে।
শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল শহীদের বিদেহী আত্মার প্রতি সশ্রদ্ধ সালাম। বিজয় মাসের শুভেচ্ছা আপনাকেও দাদা।
শুভ কামনা 🌹🌹
সুপায়ন বড়ুয়া
ঐ শকুনের কবর হবে
ডাক আবার আসে
শোষন মুক্ত সমাজ হবে
প্রিয় বাংলাদেশে !
অসংখ্য ধন্যবাদ , বিজয়ী শুভেচ্ছা
ইঞ্জা
অসাধারণ লিখলেন দাদা, বিমোহিত হয়ে গেলাম,রক্ত গরম হয়ে উঠার মতো কাব্য।
ধন্যবাদ দাদা, খুব ভালো লাগলো।
সুপায়ন বড়ুয়া
অশেষ ধন্যবাদ,
বিজয়ী শুভেচ্ছা জানাই
কৃতার্থ মনে
ইঞ্জা
বিজয় মাসের শুভেচ্ছা রইলো দাদা।
প্রদীপ চক্রবর্তী
বেশ কাব্যকথন দাদা
শিহরিত হওয়ার মতো।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ,
কৃতার্থ বিজয়ী শুভেচ্ছা
কামাল উদ্দিন
পাক সেনারা পালিয়ে বাঁচে রোপন করে বীজ
তারাই হল মোটা তাজা সতেজ আর সজীব।।
……….এরাই আজ ফাঁসি হওয়া চিহ্নিত যুদ্ধাপরাধীদের শহীদ বলে।
সুপায়ন বড়ুয়া
বলেছেন যথার্থ ধন্যবাদ,
ওরা আজ ও করে যায়
দাম্ভিকতা আর আস্ফালন
বিজয়ের মাসে ডাক দিয়ে যাই
করিতে হইবে দমন !
কামাল উদ্দিন
আমিও বলি “করিতে হইবে দমন”………….বিজয়ের শুভেচ্ছা জানবেন কবি।
সুপায়ন বড়ুয়া
ওরা বেড়েছে অনেক বাড়
সময় এসেছে জবাব দেয়ার
এবার পাবে না আর ছার।
ধন্যবাদ , সাথে থাকার জন্য
কামাল উদ্দিন
বিজয় দিবসের শুভেচ্ছা জানবেন ভাই
ইসিয়াক
খুব ভালো লাগলো ।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য
বিজয়ী শুভেচ্ছা
নিতাই বাবু
নাম লিস্ট করে এসব রাজাকারের বাচ্চাদের এদেশ থেকে বিতাড়িত করা দরকার ছিল। কিন্তু তা আর করা হয়নি। আমাদের জাতির পিতা করেছিল তাঁদের সাধারণ ক্ষমা।
আপনার লেখনী পড়ে দেহের রক্ত গরম হয়ে উঠেছে। শুভকামনা থাকলো।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ দাদা সাথে থাকার জন্য
তাই তো আজ লিখে যাই
বীর বাঙালীর জন্য
গর্তে লুকা কেউটে সাপ
ধ্বংস করে মুচব পাপ।
এস.জেড বাবু
যুদ্ধ জয়ে মিশেছিল ঐ হারামীর বাচ্চা
তার কাছে আজ যুদ্ধ জয়টা গল্প নাহয় কেচ্ছা।
নেতা হবার স্বাধ জাগে তার রক্ত গজ্ঞায় ভাসে
বিজয় আমার হাতছাড়া হয় হত্যাযজ্ঞের উল্লাসে।
শহীদদের প্রতি শ্রদ্ধায় চমৎকার অনুভুতি পরিস্কার ভাষায় তুলে রেখে গেলেন। শিহরিত। হীম ধরা অনুভুতি।
সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ দাদা সাথে থাকার জন্য
সকল শহীদ লিখেছিল
জয় বীরক্ত গাথা
তাই তো আজও লিখে যাই
তাদের স্মৃতি কথা !
এস.জেড বাবু
চমৎকার প্রতিউত্তর
মুগ্ধতা
নুরহোসেন
কবিতায় হোক প্রতিবাদ
কবিতায় যুদ্ধ,
কবিতায় হোক দেশপ্রেম
মন্দ রুদ্ধ!
কবিতা চলুক……
বিজয়ের শুভেচ্ছা নিবেন।
সুপায়ন বড়ুয়া
কবিতায় হোক প্রতিরোধ
কবিতায় অবরুদ্ধ
বীর বাঙালী জাগুক আবার
আমরাই শুধু জিতব
ধন্যবাদ , বিজয়ী শুভেচ্ছা
মনির হোসেন মমি
চমৎকার বিদ্রোহী কবিতা। স্বদেশীয় ভেতরেই লুকিয়ে আছে শকুনের দল।
সুপায়ন বড়ুয়া
সহমত ধন্যবাদ !
মুখোশ তাদের খুলতে হবে
উপযুক্ত জবাব
আরজু মুক্তা
আসলেই নতুন করে কবর দেয়া উচিত
সুপায়ন বড়ুয়া
সহমত ধন্যবাদ !
বিজয় দিবস দিবস দিচ্ছে ডাক
সব সাথীদের খবর দে
সারা বাংলা ঘেড়াও করে
রাজাকার দের কবর দে
জিসান শা ইকরাম
কবিতার মধ্যে পাকিদের বিরুদ্ধে প্রতিরোধ, রাজাকারদের ভুমিকা, স্বাধীনতার পরে, বিশেষ করে ৭৫ এর পরে রাজাকারদের উত্থান, মুক্তিযোদ্ধাদের ফাঁসি, হত্যা ইত্যাদি সবই আনলেন।
অনেক ভাল হয়েছে কবিতা।
শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
পাশে আছেন তাই আঁকা হয়ে যায়
হৃদয়ে কবিতা খানি
বিজয়ের মাসে সোনালের এ যাত্রায়
জানাই বিজয়ী শ্রব্ধাঞ্জলী !
ধন্যবাদ . শুভকামনা ।
রেহানা বীথি
কবিতায় তুলে আনলেন পুরো ইতিহাস।
খুব সুন্দর লিখেছেন।
সুপায়ন বড়ুয়া
কবিতায় হোক প্রতিবাদ
কবিতায় হোক যুদ্ধ
কবিতা আমার ভালবাসা
যুদ্ধ জয়ের আশা।
ধন্যবাদ জানাই সাথে থাকার জন্য
কৃতার্থ আমি প্রশংসা করার জন্য !
সঞ্জয় মালাকার
পতাকা খামছে ধরা শকুনের দলেরা বিলুপ্ত হয়নি। একদিন নিশ্চয়ই তাদের থাবাগুলো নিস্তেজ হয়ে যাবে। সততার শক্তি ছাড়া সব শক্তিরই ক্ষয় আছে।
কবিতায় তুলে আনলেন পুরো ইতিহাস।
খুব সুন্দর লিখেছেন।
সুপায়ন বড়ুয়া
লাখো শহীদের ত্যাগ
২ লক্ষ মা বোনের আত্ননাদ
দুর্জয় দুনির্বার !
বিজয় দিবস দিচ্ছে ডাক
অপার সম্ভাবনার !
সবাইকে রক্তিম শুভেচ্ছা
বিজয়ী অভিনন্দন !
ধন্যবাদ দাদা সাথে থাকার জন্য
মোহাম্মদ দিদার
পতাকা আমার হাতছাড়া হয় ঐ খুনীদের মনজয়ে
ঐ পতাকা উড়তে দেখি রাজাকার্রের কনভয়ে।
তাইতো ওরা সুযোগ পেয়ে ব্যাংক করেছে দখল
টাকা পয়সা লুটে নিয়ে কারখানা করে অচল।
বীমার টাকা আত্নসাদে কারখানায় দেয় আগুন
বিশেষ ভবন গড়ে উঠে কমিশনের গুণ।
সত্যি খুব ভালো লিখেছেন।
প্রতিটি লাইনেই মুগ্ধতা।।
সুপায়ন বড়ুয়া
অসংখ্য ধন্যবাদ, সাথে থাকার জন্য
শুভ কামনা !