
সঠিক দিন/ তারিখ মনে নেই। সোনেলায় প্রবেশ করেছিলাম নির্দিষ্ট একজন লেখকের লেখা পড়ার জন্যে। সোনেলা পেইজে যখনই তার লেখা শেয়ার হয় লিংকে ক্লিক করি, পড়ে আবার ব্যাক বাটনে ক্লিক দিয়ে বেরিয়ে আসি। এভাবেই সোনেলায় আসা-যাওয়া চলছিলো।
একদিন সেই শ্রদ্ধেয় সিনিয়র ব্লগারের একটি লেখার লিংক পেলাম। ফেসবুক লগইন হতে ইচ্ছে করছিলো না, তাই সরাসরি ব্রাউজার দিয়ে সোনেলা ব্লগে প্রবেশ করলাম। ঢুকেই একটি পোস্টের ছবিতে চোখ আটকে গেলো। উত্তাল ঢেউয়ের মাঝে রঙ্গীন পালতোলা এক নৌকার ছবি। আর লেখার শিরোনামটাও দারুন! সংকল্পের মাঝি! আমি সেদিন ঐ লেখাতেই ক্লিক করেছিলাম। ছোট, অল্প কথায় অনবদ্য এক কবিতা ছিলো। ছবি আর কবিতা আমায় এতটাই আকৃষ্ট করেছিলো যে, আমি পোস্টটি আমার ফেসবুক ওয়ালে তাৎক্ষণিক শেয়ার দিয়েছিলাম। আমার ফেসবুক ওয়ালে সোনেলা ব্লগের প্রথম শেয়ার করা পোস্ট ছিলো সেটি।
লেখাটির সবচেয়ে অদ্ভুত আর কাকতালীয় ব্যাপার হলো, লেখাটি ব্লগের দুই বন্ধুর যৌথ পোস্ট ছিলো । ছবি একজনের, কবিতা আরেকজনের! যদিও তখন তাদের কাউকেই চিনতাম/জানতাম না। যে কবিতাটি ছবি এবং কবিতা সহ শেয়ার দিয়েছিলাম, কবিতায় ব্যবহৃত ছবিটিই ফিচার ছবি হিসেবে দিলাম এই পোস্টের।
ব্যাপারটি কাকতালীয় মনে হয় এখন।
আজকের দিনটিও কম কাকতালীয় নয়। সোনেলা ব্লগে আজ তাদের দুজনেরই জন্মদিন। অর্থাৎ তারা দুজনেই আজকের দিনে সোনেলায় ব্লগার হিসেবে নিবন্ধিত হয়েছিলেন!
দেখতে দেখতে তাদের সোনেলার উঠোনে সাত বছর পূর্ণ হয়ে গেলো। আট বছরে পদার্পণকারী এই বন্ধু যুগল আর কেউ নন, আমাদের সবার প্রিয়, সম্মানিত দুই ব্যক্তিত্ব জিসান শা ইকরাম এবং মহারাজ ছাইরাছ হেলাল সাহেব।
দীর্ঘ সাত বছরে তাদের পোস্ট সংখ্যা কত হয়েছে জানেন? একজনের ৪০০+ ( চারশত তম পোষ্ট ) , আর অন্য জনের ৩০০+ ( তিনশত তম পোষ্ট ), দিন/ বছরের তুলনায় যা খুবই কম। তারা চাইলেই হাজার পোস্টের সমৃদ্ধ ব্লগার হতে পারতেন।
জিসান শা ইকরাম এবং ছাইরাছ হেলাল এই সোনেলার দুজন অভিজ্ঞ মাঝি, যারা দৃঢ় সংকল্প নিয়ে সোনেলা ব্লগ নামক নৌকাটিকে সামনের দিকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, কখনো শান্ত নদীতে আবার কখনো উত্তাল ঢেউয়ে। আর আমরা নৌকোর যাত্রী হয়ে মনের আনন্দে নিশ্চিন্তে ব্লগিং করে যাচ্ছি। নৌকোর ছবিটি যেন সে কথাই বলছে।
আজকের এই দিনে সোনেলায় তাঁদের সাত বছর পূর্তি উপলক্ষে সোনেলার সমস্ত ব্লগার এবং পাঠকদের পক্ষ হতে দুজনকে জানাই প্রাণঢালা উষ্ণ অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা।
তাঁদের দুজনের বন্ধুত্ব দীর্ঘজীবি হোক, সৃষ্টি কর্তা তাঁদের দীর্ঘায়ু এবং সুস্থতা দান করুক।
৩৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
কি লিখছেন পরে পড়বো,
নীচের ছবি দেখেই ভেগে গেলাম 🙂
বন্যা লিপি
বাহ্,বন্ধুত্বের অবাক নিদর্শন! রিএ্যালি সারপ্রাইজড্ হইনি যদিও ততটুকু, যতটুকু হওয়া উচিত ছিলো। এই দুই বন্ধুর বন্ধুত্ব আমার জানা। তবে সারপ্রাইজড হয়েছি আমি ব্লগে যুক্ত হবার পর থেকেই। সে কথা লিখবো আমার লেখায়। সখী তোমার ডেডিকেসন দিন দিন স্বর্নশিখর ছুঁয়ে যাচ্ছে। তোমাকে অভিনন্দন হাজার। সুন্দর করে বর্ননা করলে দুজনের বন্ধুত্বের বন্ধন। দুজনের প্রতি রইলো শুভ কামনা অফুরান।
জিসান শা ইকরাম
তোমাকেও ধন্যবাদ এবং শুভেচ্ছা বন্যা, আমাদের দুই বন্ধুর পক্ষে হতে।
সুপায়ন বড়ুয়া
ধান ভানতে শীবের গীত
জন্মদিনের কথা জানতে গিয়ে
জানলাম নায়কদ্বয়ের কীর্তি !
অভিনন্দন শুভকামনা !
জন্মদিনের এই বাসনা !!!!
জিসান শা ইকরাম
ধন্যবাদ দাদা আপনাকে,
সাত বছর আগে আমরা দুজনে সোনেলায় নিবন্ধিত হয়েছিলাম।
ভালো থাকবেন।
সুপায়ন বড়ুয়া
আপনাদের
জয়যাত্রা অব্যাহত থাকুক
ইঞ্জা
সোনেলার দুই কান্ডারি, সোনেলার জনক ও সকলের প্রিয় দুই ভাইজানকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অকৃত্রিম ভালোবাসা।
জিসান শা ইকরাম
ধন্যবাদ আপনাকে ইঞ্জা ভাই, পাশে ছিলেন, আছেন, থাকবেন এই আশা করি।
ভালোবাসা আপনার জন্যও।
রেহানা বীথি
দু’জন পছন্দের মানুষকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
জিসান শা ইকরাম
আপনাকেও ধন্যবাদ আর শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে।
মনির হোসেন মমি
অফুরন্ত শুভেচ্ছা ও শুভ কামনা রইল। পরিচয়টা যে ভাবেই হউক বন্ধনটা এখন মজবুত চির কৃতজ্ঞতার। ভাল থাকবেন সব সময় যে কোন পরিস্থিতিতে শুভ কামনা রইল।
জিসান শা ইকরাম
আপনার জন্যও শুভেচ্ছা ও ভালোবাসা মনির ভাই।
সুরাইয়া পারভিন
অভিনন্দন ভাইয়াদের।
যুগ যুগ বেঁচে থাকুক বন্ধুত্ব। , সৃষ্টি কর্তা তাঁদের দীর্ঘায়ু এবং সুস্থতা দান করুক
জিসান শা ইকরাম
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য।
তৌহিদ
সোনেলার দু’জন প্রিয় মানুষের আগমনী বার্তায় সেই যে চলার পথ সুগম হয়েছিল শত বাঁধা বিপত্তিতেও যা এখনো অটল। এমন সম্পর্ককে হিংসে হয় হিংসে 😃😃
সোনেলায় তাদের নিজেদের এত কম পোস্ট এটি কিছুতেই মানা যায়না। নিদেনপক্ষে ১০০০ টি পোস্ট হতেই পারতো। সোনেলার প্রতি তারা অবিচার করেছেন বৈকি!!
সোনেলায় তাদের এই পথচলা দীর্ঘময় হোক এটাই কাম্য। শুভকামনা আর প্রানঢালা শুভেচ্ছা ভাইলোক। ☺☺
জিসান শা ইকরাম
অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা আপনাকে।
আমার একহাজার পোষ্ট আর হবে না এই জনমে, হেলালের প্রায় ৫০০ শত হয়েছে।
দোয়া করবেন আমাদের জন্য।
তৌহিদ
অবশ্যই অনেক দোয়া রইলো ভাই।
এস.জেড বাবু
সেই একই রকম করে বলবো-
////পাঠকদের পক্ষ হতে দুজনকে জানাই প্রাণঢালা উষ্ণ অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা।
তাঁদের দুজনের বন্ধুত্ব দীর্ঘজীবি হোক, সৃষ্টি কর্তা তাঁদের দীর্ঘায়ু এবং সুস্থতা দান করুক।
আমিন।
জিসান শা ইকরাম
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা বাবু ভাই,
আন্তরিক ভালোবাসা জানবেন।
কামাল উদ্দিন
জিনিয়াসদের সাত বছর পূর্তিতে আন্তরিক শুভেচ্ছা, ছবিটা কিন্তু অসাধারণ
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ কামাল ভাই। হ্যা, ছবিটা দারুণ।
শুভ কামনা 🌹🌹
কামাল উদ্দিন
শুভ সকাল
নুর হোসেন
উভয়কে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালবাসা।
উনাদের সর্বাত্মক শুভ কামনা করছি।
সাবিনা ইয়াসমিন
তাদের বন্ধুত্ব বেঁচে থাকুক অনন্তকাল।
ধন্যবাদ আপনাকে, শুভ কামনা 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
সোনেলার অত্যন্ত প্রিয়ভাজন ও শ্রদ্বাভাজন প্রিয় দুই দাদার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
এটা তাদের সোনেলা আগমনের বার্ষিকী ছিলো। সেই হিসেবে তাদের সোনেলায় জন্মদিন।
ধন্যবাদ প্রদীপ 🌹🌹
ছাইরাছ হেলাল
শিবের গীত!
জিসান সাহেব তখনকার নূতন আই ফোন নিয়ে ব্যাপক ছবি তোলাতুলি করছিলেন, সেখানে এই ছবিটি আমার দৃষ্টি আকর্ষন করে বসে, ব্যাস আর যায় কোথায়! ঝটতি দাগিয়ে দিলাম দু’লাইন, যেমন আউল ফাউল এখন ও দেই। বাবু সাহেবের ও আপনার লেখায় যেমন দেই, ভাল-ই লাগে, আবার একটু পরে কখনও কখনও মনে হয় এগুলাইন কোন লেখা হলো! শেষ চেষ্টা বা ভালোলাগা হিসেবে হয়ত সেই হুট করে লেখা থেকেই ছড়িয়ে/জড়িয়ে আরও কিছু লিখে ফেলি পোস্ট হিসাবে, সব সময় যে এটি পারি এমন নয় কিন্তু, তাই অতৃপ্তি থেকেই যায়।
মাত্র দেড় বছর আগের লেখা! কেন যেন মনে হয় এখন ইচ্ছে হলেই এই লেখার কাছে গিয়ে কোন লেখা লিখতে পারি!
জিসান সাহেব ও আমি এই দিনেই সোনেলায় আসি একত্রে, সোনেলায় আমাদের জন্মদিন।
প্রায় পাঁচ শত পোস্ট লিখে ফেলেছি! পাঁচ কুটি না! আসলে এখানে হিসেবের ফাঁকি আছে, এত্তগুলো লেখা কেউ লেখে নাকি!
লিখতে পারে অবশ্যই যদি আবর্জনাস্তুপ তৈরি করে!
ও হ্যা, আপনার আগমনের অজানাকে জানানোর জন্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা আপনাকে কবিতা-জ্বি।
অবশ্য একটি কবিতা জুড়ে দিলে সোনায় সোহাগা পড়তো।
সাবিনা ইয়াসমিন
লেখায় ফিচার ছবি কতটা গুরুত্ব বহন করে তার প্রমাণ হলো ” সংকল্পের মাঝি ” লেখাটি। ছবি যদি সেদিন আমাকে আকৃষ্ট না করতো, তাহলে লেখাটি হয়তো পড়াই হতো না। আর সেই স্বরনীয় দিনটি নিয়ে আজ লেখাও হতো না।
সব জায়গায় কবিতা মানায় না, অ-কবিতাও না।
আপনারাই আপনাদের তুল্য।
ভালো থাকুন সব সময়।
শুভ কামনা 🌹🌹
নিতাই বাবু
শ্রদ্ধেয় জিসান দাদা ও ছাইরাছ দাদাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সাথে দুইজনের জন্য অবিরাম শুভকামনা। আমি কামনা করি সোনেলার সকলের সাথে একই নৌকায় চড়ে যেন মহাসাগর পাড়ি দিতে পারি। সোনেলা উঠোনের সকলের মঙ্গল হোক।
সাবিনা ইয়াসমিন
অনেক অনেক ধন্যবাদ দাদা। সোনেলা তার কাঙ্ক্ষিত পথে এগিয়ে যাক, এটাই আমাদের প্রত্যাশা।
শুভ কামনা আপনাকে 🌹🌹
শাহরিন
অনেক শুভকামনা দুজনকে।
সাবিনা ইয়াসমিন
শুভ কামনা ও ভালোবাসা আপনাকেও ❤❤
জিসান শা ইকরাম
ছবিটি তুলেছিলাম গ্রীন লাইন দ্রুতগামী লঞ্চে ঢাকা থেকে বরিশাল যাবার সময় পদ্মা নদীতে থাকাবস্থায়। সদ্য হাতে পাওয়া আই ফোন দিয়ে। অনেক ছবির মধ্যে এই ছবিটি বিশেষ ভালো লাগায় তা ফেইসবুকে আপলোড করি কোনো শিরোনাম বাদেই।
বন্ধু ছাইরাছ হেলাল ছবিটি নিয়ে সোনেলায় পোস্ট দেন। আমিও তার কবিতাটি ফেইসবুকের ছবিতে এডিট করে দিয়ে দেই।
আপনার ভালোলাগায় সোনেলার প্রথম পোস্ট হিসেবে আপনার টাইমলাইনে শেয়ার করেছিলেন, তা জানলাম আপনার এই পোস্টের মধ্য দিয়ে।
আমাদের সোনেলায় সাত বছর অতিক্রম করেছে তা ভুলেই গেছিলাম, আপনার দুরবিন চোখ তা খুঁজে এনেছে। ভালোই নজরদারী করছেন সোনেলায়। নিজেই খুঁজে নিচ্ছেন সব।
সোনেলায় আপনার এই পথ পরিক্রম দেখে কৃতজ্ঞ আপনার প্রতি। এই সাত বছরে কত আবেগ, ঘটনা সোনেলায় ঘটেছে, ভাবলে আবেগ তারিত হয়ে যাই।
প্রিয়তে নিলাম আপনার এই লেখা,
শুভ কামনা আপনার জন্য।
সোনেলাকে আগলে রাখুন নিজের মত করে।
আসিফ ইকবাল
আচ্ছা! জিসান ভাই আর সাইরাস ভাইয়ের জন্মদিন এক-ই দিনে? বাহ, বেশ কাকতালীয় তো! আমি লেখাটা বেশ দেরীতে দেখলাম। কিছুটা আফসোস হচ্ছে। আর-ও আগেই দেখা উচিত ছিল। যাই হোক, এইটা ভেবে ভালো লাগছে যে, সোনেলার এই দুই দিকপালের জন্মদিন-ই ডিসেম্বরে। আমার নিজের জন্ম-ও ডিসেম্বরে।
জিসান ভাই এবং সাইরাস ভাইকে জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন।
ভালো থাকুন দুই জনেই।
সাবিনা ইয়াসমিন
এটা তাদের পৃথিবীতে আগমনের দিন ছিলো না। এক সাথে সোনেলা ব্লগে নিবন্ধিত হওয়ার দিন ছিলো। ব্লগ টাইম মোতাবেক এই দিনে সোনেলায় তাদের জন্ম হয়েছিলো, তারই শুভেচ্ছা পোস্ট এটা।
ধন্যবাদ আসিফ 🌹🌹
আসিফ ইকবাল
ওহ আচ্ছা তাহলে বুঝতে একটু ভুল হয়েছিল। তবে, ব্লগে আগমনকেও এক রকম জন্মদিন বলা যায়। স্বাগতম সাবিনা।