
আল্লাহর কাছে আবেদন।
২৬ নভেম্বর ২০১২
——————
বরাবর ,
মাননীয় আল্লাহ
দোজাহানের মালিক ,
ঠিকানা: ত্রিভুবন।
বিষয় : পরীক্ষা থেকে অব্যাহতি পাবার আবেদন ।
সুত্র : বাংলাদেশের সাধারণ মানুষের সাম্প্রতিক বিপর্যয় ।
জনাব/জনাবা ( লিঙ্গ জানিনা ) ,
উপর্যুক্ত সুত্র ও বিষয়ের আলোকে আপনার সদয় অবগতির জন্য বিনিত ভাবে জানাচ্ছি যে , এই জাহানের সবচেয়ে ধর্ম ভীরু মানুষ আমরা। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে , জগতের মাঝে সবচেয়ে বেশী মসজিদ , মাদ্রাসা আমাদের এই গরীব দেশে । ইসলাম যাতে কচু পাতার পানির মত অল্প ধাক্কাতেই পরে না যায় , এজন্য প্রতি বছর দেশে হাজার হাজার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় । আমরা সেসব ওয়াজ মাহফিলে অংশ নিয়ে ইসলাম কে কঠিন ভাবে নাইলনের দড়ি দিয়ে বেধে রেখেছি । যা এখন জোড়ে ঝাঁকুনি দিলেও পরে যাবে না। এই জাহানে আমরাই একমাত্র মুসলিম জাতি , যারা কথায় কথায় মিলাদ পড়াই। ওয়াজ মাহফিলে আপনার প্রেমে ইশক দিওয়ান হয়ে লাফ দিয়ে উঠি। গরীব ধনী সবাই চুরি, ছিনতা্ই, লুট, ঘুষ নিয়ে হলেও কুরবানী দেই। আমাদের এই সব কর্মকাণ্ড প্রমাণ করে আপনার প্রতি আমাদের কঠিন আনুগত্য ।
কিন্তু আপনি আমাদের বার বার ইমানের পরীক্ষা নেন। আর কত পরীক্ষা নিবেন জনাব/জনাবা ? আমরা পরীক্ষা দিতে দিতে ক্লান্ত হয়ে পরেছি। ১৯৭১ এ ৩০ লাখ মানুষ জীবন দিয়েছেন, ২ লাখ মা বোন ধর্ষিতা হয়েছেন । প্রতি বছর বন্যা , সাইক্লোন , সিডর ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে আমাদের অবস্থা খুবই খারাপ । যা আপনি অবগত । মাঝে মাঝে অগ্নিকান্ড বা গার্ডার ভেঙ্গে আমাদের কঠিন পরীক্ষা নেন । অনেক পরীক্ষা দিয়েছি হে আল্লাহ । আর দিতে চাইনা । আপনি এবার দয়া করে যারা এখন পর্যন্ত পরীক্ষার সম্মুখীন হয়নি কোনদিন তাদের পরীক্ষা নিন। আমাদের আপনি আর পরীক্ষা নিয়েন না ।
অতএব জনাব/জনাবা , আমাদের আর যেন পরীক্ষা দেয়া না লাগে তার সুব্যবস্থা গ্রহণ করলে বাধিত হব।
নিবেদক –
আপনার একান্ত বাধ্যগত বান্দা
জিসান শা ইকরাম
তারিখ : ২৬/১১/২০১২ ইং
বরিশাল
বাংলাদেশ ।
—————————————————————————–
রাজপুত্র এবং আমি।
২৬ নভেম্বর ২০১২
মৃত্যু উপত্যকায় থেকে মস্তিস্ক ওলট পালট । তাই একটি হিসেব এবং সিদ্ধান্ত —
এবার মালয়েশিয়া যাবার সময় বাসায় রাখা ২৮৭০ ডলার নিয়ে গেলাম। এয়ারপোর্টে গিয়ে ভাঙ্গালাম ৫০ ডলার।
কেনাকাটা করলাম ৩০০০ ডলারের বেশী। দেশে যখন ফিরলাম , আমার ব্যাগে ২৮২০ ডলার এবং ৩৪০ RM.
পিছনের একটি সংবাদ , এক লোককে আমি নাকি কবে একটি কাজ পাইয়ে দিয়েছিলাম। সে কাজে যে লাভ হয়েছে , তা দিয়ে দুই ভাই মালয়েশিয়া গিয়েছে। কৃতজ্ঞতা হিসেবে তাঁদের এই বদান্যতা । কিছুটা অস্বস্তি লাগলেও , তাঁদের আন্তরিকতার কাছে হার মানতে হয়েছে আমার।
সিদ্ধান্ত:
সিঙ্গাপুরে কেউ যদি একজনার একাউন্টে ডলার জমা করে , তাতে তার কি দোষ ? 😛
আমি অতি সাধারণ একজন হয়ে যদি এমন হয় – রাজপুত্রদের তো বিশাল কারবার।
—————————————————————————
রক্ত
২৬ নভেম্বর ২০১৩
এই জনপদে বিভিন্ন সময়ে বিভিন্ন বিদেশী রক্ত ঢুকে গেছে । ইচ্ছেয় হোক বা অনিচ্ছায় , শারীরিক বা মানসিক সঙ্গম জাত শ্রেণীর উদ্ভব অনেক আগে থেকেই । এরা মানসিক ভাবে আপসকামী । এরা মেনে নিতে অভ্যস্ত মীরজাফর , মোশতাক এবং রাজাকার ।
একজন বিশুদ্ধ বাঙ্গালী , যার রক্তে বাইরের কোন রক্ত মিশে যায়নি ,তাঁর মাঝে এই আপসকামিতা নেই । এরা কোনদিন মেনে নেয়নি মীরজাফর , মোশতাক এবং রাজাকারদের । মানবেও না ।
রক্ত প্রবাহিত হয় এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্ম। এটিই নিয়ম।
৩৭টি মন্তব্য
মনির হোসেন মমি
দরখাস্তটি মঞ্জুরের জোর আবদার করছি।আমীন আমীন সুম্মাআমীন। উপকারের প্রতিদান নিতে নেই তাতে মন ছোট হয়ে যায়।আপনার আশা পূরণ হউক অ্যাকাউন্টে যাতে নিমিষেই ভরে লক্ষ কোটি ডলারে(আমারে কিন্তু ভাগ দিতে অইব) ।সব দোষীত রক্ত দূষণমুক্ত হউক।আমীন।
দারুণ লেখা। ভাল লাগা জানিয়ে গেলাম।
জিসান শা ইকরাম
আবেদন মঞ্জুর হয়নি, প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেনই।
ধন্যবাদ মনির ভাই।
সুপর্ণা ফাল্গুনী
Speechless. I have no word. Just awesome.
জিসান শা ইকরাম
ধন্যবাদ সুপর্না,
আপনার নতুন লেখা চাই।
বন্যা লিপি
২০১২ র আর্জি কি আজো ঝুলে আছে নাকি আবেদন মঞ্জুর হয়েছে? বোধহয় হয়নি।নাহলে এতদিনে টের পাওয়া যেত।
কেউ কৃতজ্ঞতা জানায় এভাবেও? বাপরে…. আসলেই আপনে রাজপুত্রের মতো ভাব ধরতেই পারেন😊😊
সব মিলিয়ে অনেক মজা পাইছি লেখায় ❤
জিসান শা ইকরাম
আবাদন মঞ্জুর হয়নি, এরপরেও কতবার আল্লাহ পরীক্ষা নিয়েছেন. সর্বশেষে বুলবুল দিলেন।
কৃতজ্ঞ মানুষ আছে দুনিয়ায় কিছু।
শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
অতএব জনাব/জনাবা , আমাদের আর যেন পরীক্ষা দেয়া না লাগে তার সুব্যবস্থা গ্রহণ করলে বাধিত হব।
নিবেদক হিসেবে আমিও তা চাই।
আর এতো টাকা দাদা এর কিছু ভাগ তো পেতেই পারি আমি..!
সকল অশুভ শক্তির বিনাশ হউক।
ভালো লাগলো দাদা।
শুভকামনা রইলো
জিসান শা ইকরাম
আমার আবেদন অগ্রাহ্য হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ চালু আছে এখনো।
সকল অশুভ শক্তির বিনাশ হোক।
তৌহিদ
আমীন আমীন ছুম্মা আমীন। হে আল্লাহ্! লেখকের মনোকামনা পূরণ করে নাও 😃
এই জগতে এখনো কৃতজ্ঞ মানুষ আছে এটাই তার প্রমাণ। দেখলেনতো অন্যের উপকার বৃথা যায়না।
স্বাধীনতার আড়ালে যারা দেশকে পাকিস্তান করতে চায়, সেইসব মীরজাফর রাজাকার নীপাত যাক।
জিসান শা ইকরাম
২০১২ সালের আবেদন, মঞ্জুর হয়নি। হবে বলে মনে হয়না।
কৃতজ্ঞ মানুষ এখনো আছে কিছু।
মীরজাফর রাজাকার নীপাত যাক।
সঞ্জয় মালাকার
পড়ে বেশ ভালো লাগলো ভাইজান, শুভ কামনা 🌹🌹
জিসান শা ইকরাম
ধন্যবাদ দাদা।
সুরাইয়া পারভিন
আবেদন মঞ্জুর হোক,,, আমীন আমীন।
পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে যারা উপকারী উপকার স্বীকার করে। কৃতজ্ঞতা জানায়। চমৎকার প্রকাশ
জিসান শা ইকরাম
২০১২ সনের আবেদন, মঞ্জুর কি হবে? কি জানি?
কৃতজ্ঞ মানুষ এখনো আছে।
ধন্যবাদ আপু।
নিতাই বাবু
মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের দেশের কারোর আবেদন গৃহীত হবে বলে মনে হয় না। কারণ আমাদের দেশের নষ্টা ধার্মিক বেশি, তাই। আর সিঙ্গাপুরের বেলায় কোনও দোষ না থাকলেও, আমাদের দেশের বালায় তা গ্রহণযোগ্যতা হবে বলে মনে হয় না। এইজন্যই আমরা নিজেরা মীরজাফর রাজার বিরোধী হয়েও, চুপিসারে মীরজাফরগিরি করে যাচ্ছি। তারপরও আপনার মনের আশা যাতে পূণ্য হয়, সেই কামনাই করছি। ধন্যবাদ সুন্দর একটা পোস্টের জন্য। সাথে শুভকামনা সারাক্ষণ।
জিসান শা ইকরাম
আপনার মন্তব্যের সাথে একমত দাদা,
আমাদের আবেদন গ্রহন যোগ্য হবার সম্ভাবনা খুবই কম।
এমন মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভ কামনা।
শাহরিন
আমীন।
সব কথাই মাথার উপর দিয়ে যায়।
জিসান শা ইকরাম
সবই অতি সহজ কথা, মাথার উপরে দিয়ে কেন যাবে?
১। আমাদের দেশে এত মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল- তারপরেও আল্লাহ্ আমাদের এত দুর্যোগ কেন দেন? এত পরীক্ষা কেন নেন? পরীক্ষা ধনী দেশগুলোতে নিলে তো পারেন।
২। কৃতজ্ঞ দুজন মানুষের কথা বলেছি যাদের একসময় আমি উপকার করেছিলাম। সাথে বলেছি কোকো রহমান এর সিঙ্গাপুরের ব্যংক একাউন্টে কারা জানি কয়েক কোটি ডলার রেখেছে, এটি নাকি সে জানে না।
৩। যারা এখনো এদেশকে মেনে নিতে পারেনি, তারা বেঈমান রাজাকার মিরজাফর।
শুভ কামনা।
শাহরিন
এই যে এখন বুঝলাম। আমি তো একটু দূর্বল মস্তিষ্কের তাই নিয়ে সব সময় ঝামেলাতে পড়ি।
জিসান শা ইকরাম
দুর্বল মস্তিস্কের কেউ না, শাহরিন। তুমি অনেক বুদ্ধিমতী।
কামাল উদ্দিন
আমরা সত্যিই অনেক ধর্মভীরু, এখন একটা ওয়াজ মাহফিলের মাইক এক কিলোমিটার পর্যন্ত ব্যপ্তি থাকে। যারা কষ্ট করে আসতে পারেনি তারা যাতে ছওয়াব বা হেদায়েত থেকে বঞ্চিত না হয়। সেক্ষেত্রে হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বাচ্চাদের বার্ষিক পরিক্ষায় লেখাপড়ার ক্ষতিগস্থতাকে আমরা থোরাই কেয়ার করি।
জিসান শা ইকরাম
ধর্মের নামে আমরা যা করি তাই বৈধ বলে সাফাই গাই,
ভুল হলেও তা বলতে মানা।
কামাল উদ্দিন
হুমম, তাই
ছাইরাছ হেলাল
দরখাস্তকারীর কাজ দরখাস্ত করা, এটি চালু রাখাই শ্রেয়, গাইগুই না করে।।
প্রস্তুত থাকুন, বুলবুলের পর রিতা আসিতেছে।
জিসান শা ইকরাম
দরখাস্ত চালু রাখা আছে,
আবার আসিতেছে! নাম রিতা!
আমাদের রক্ষা নেই আর 🙁
এস.জেড বাবু
হে বিধাতা
একজন কৃতজ্ঞ মানুষের এইবারের সকল আবদার সহ আবেদন মঞ্জুর করা হউক।
মানবতার জন্য যে আবেদন, তা আর নাম-মঞ্জুর থাকবে কত কাল ?
আর পরীক্ষা নিও না।
আমিন
আমিন
আমিন
জিসান শা ইকরাম
ভাইরে ২০১২ সনের আবেদন মঞ্জুর মনে হয় হবে না,
তবে আবেদন চালু রাখতে হবে।
এস.জেড বাবু
ইতিহাস বলে-
নূহ নবীর দোয়া কবুল হয়েছিলো চল্লিশ বছর পর।
আমরা আবেদন রাখতেই পারি, রাখতে হবে।
একদিন হয়ত কবুল হবে।
শুভেচ্ছা ভাইজান
মোঃ মজিবর রহমান
আল্লাহ আমাদের কোন বিচার বা পরীখা ছাড়াই পার ক মাবুদ। আমাদের আর মনের পরীক্ষা নিয় আল্লাহ। আপনার আবেদন আল্লাহ কবুল করুক। আমিন।
জিসান শা ইকরাম
আল্লাহ্ আমাদের সকল দুর্যোগ থেকে রক্ষা করুণ,
আমীন……………
মোঃ মজিবর রহমান
আমিন
অনন্য অর্ণব
দরখাস্ত টা কেমন হয়ে গেলো না, এক্কেরে ন্যাংটো করে ছেড়ে দিলেন। চুরি বাটপারি ঘুষ দুর্নীতি করে কোরবানি দেয়া যেন ট্রেডিশন হয়ে গেছে। অন্যায়ের বিরুদ্ধে দারুন প্রতিবাদ।
আল্টিমেটলি আমরা একটা শংকর জাতি। রক্তে বহুজাতিক সংমিশ্রণে বরাবর ই ভেজাল। কাজেই সকল ভেজাল কান্ডকারখানায় আমরা ইনশাআল্লাহ অল টাইম বিশ্বচ্যাম্পিয়ন থাকবো। এতে কোন সন্দেহ নেই।
জিসান শা ইকরাম
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ অনন্য অর্নব,
আমাদের রক্তে ভেজাল, শংকর জাতি আমরা।
শুভ কামনা।
মাহবুবুল আলম
মহান আল্লাহপাক আপনার দরখাস্ত কবুল করুন! আ মী ন।
জিসান শা ইকরাম
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই,
আমীন…………
শুভ কামনা।
আরজু মুক্তা
হুম, পরীক্ষা আল্লাহ সবসময় নেন।
জিসান শা ইকরাম
হ্যা ঠিক বলেছ।