সন্ধ্যার সময়,আমি আর বাবা গেলাম কাপড় কিনতে। অনেক দোকানের ভীড়ে একটা ফাকা দোকানে গিয়ে ঢুকলাম আমরা। পরে বুঝতে পারলাম সব দোকানে ক্রেতা থাকা সত্বেও এই দোকানে বিক্রেতা ছাড়া কেউ নাই কেন। ক্রেতা থাকবে কি করে,সেখানে তো কেনার মতো কিছুই নেই। এরপর গেলাম আরেকটা দোকানে। সেখানে অবশ্য ক্রেতা ছিলো, তবে অনেক বড় দোকান হওয়ায় বেশ ফাকা লাগছিলো। আমি আমার জন্য গেঞ্জি দেখতেছিলাম, আর বাবা তার জন্য একটা শার্ট দেখতেছিলো। কিছুক্ষণ পর বাবা বললো, কি গেঞ্জি পছন্দ হয়েছে? আমি বললাম, হুম হয়েছে । বাবা বিক্রেতাকে বললো, ভাই গেঞ্জির দাম কত? বিক্রেতা বললো, ৭৫০ টাকা স্যার। বাবা বললো, একদাম নাকি দামাদামি করা যাবে? বিক্রেতা বললো, দুঃখিত স্যার, আমাদের একদাম। বাবা কিছু না ভাবে সাথে সাথে বললো, আচ্ছা এটা প্যাকেট করে দেন। বিক্রেতা বললো, স্যার আপনার শার্টটা দিবো না? বাবা বললো, শার্টের কাপড়টা ভালো লাগলো। বিক্রেতা আবার বললো, স্যার শার্টটা সহ কি তাহলে বিল করবো স্যার? বাবা মাথা নিচু করে খুব ধীরে বিক্রেতা কে বললো, না ভাই অন্যদিন নিবো আজ না!
১৩টি মন্তব্য
সুরাইয়া পারভিন
তিনিই হলেন বাবা যিনি নিজের সুখ বিসর্জন দিয়ে সন্তানদের কথা আগে ভাবেন। সন্তানদের ভালো রাখাটাই যেনো তাদের একমাত্র চাওয়া
এস.জেড বাবু
এক সেকেন্ডের সিদ্ধান্তে যিনি জীবনের সমস্ত সুখ আর সম্পদ খুশি মনে অকাতরে বিলিয়ে দিতে পারে – তিনি বাবা।
একবছর চার মাস আমার বাবা নেই, মনে পড়ে গেল কতকিছু।
ভাল লাগলো ভাই-
রেহানা বীথি
বাবারা এমনই হন।
শ্রদ্ধা সকল বাবার প্রতি।
জিসান শা ইকরাম
সন্তানের জন্য বাবা অনেক কিছুই ত্যাগ করেন যা সন্তান অনেক সময়ই বুঝতে পারেন না।
ছোট লেখাটি ভালো লাগলো অনেক।
শুভ কামনা রাফি।
অনন্য অর্ণব
কারণ তিনিই যে বাবা, শুধুই বাবা।
হালিম নজরুল
বাবারা এরকমই হয়।আবেগাপ্লুত হলাম।
সাবিনা ইয়াসমিন
এই কাজটি শুধু বাবার পক্ষেই সম্ভব।
যেকেউ কোনো সিদ্ধান্ত নিতে কয়েক সেকেন্ড সময় ব্যয় করলেও, বাবা সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সময়ের গতিকেও হার মানায়।
ছোট গল্পে যে মেসেজটা ছিলো তা কিন্তু মোটেও ছোট নয়।
ভালো থাকুন,
শুভ কামনা 🌹🌹
ছাইরাছ হেলাল
বাবারা বাবা হয়েই আমাদের মাঝে বেঁচে থাকেন।
মনির হোসেন মমি
একদিন সন্তানের খুশিই পিতার খুশি হয়ে দাড়ায়।এটা চক্রাকার। খুব ভাল লাগল।
তৌহিদ
বাবার্য এমনি হয়। সন্তানের সুখের কথা চিন্তা করে নিজেদের স্বার্থ বিলীন করে দেন তিনি হচ্ছেন বাবা।
ছোট লেখাটি পড়ে আবেগী হয়ে উঠলাম ভাই।
ভালো থাকবেন।
তৌহিদ
বাবারা হবে ভাই।
শিরিন হক
যিনি সব স্বার্থ ত্যাগ করেতে পারেন তিনিই বাবা।
যিনি সবচেয়ে বেশি ভালোবাসতে পারেন তিনিই বাবা।বাবা মায়ের কোনো বিকল্প নেই।
একমাত্র দুটি মানুষ ছাড়া কেউ এমন করে ভালোবাসতে পারেনা, পারেনি, পারবেনা।
আফসোস কেউ আগে বোঝে কেউ পরে।
ভালো লিখেছেন।
চাটিগাঁ থেকে বাহার
হায়রে বাবা!
অথচ অনেক অবুঝ ছেলে মেয়ে বাবার উপদেশকে অগ্রাহ্য করে বাবার স্বপ্নকে গলা টিপে হত্যা করে।
ভাল হয়েছে।