তিনি বাবা

রাফি আরাফাত ৬ নভেম্বর ২০১৯, বুধবার, ০২:২১:৫৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৩ মন্তব্য
  • সন্ধ্যার সময়,আমি আর বাবা গেলাম কাপড় কিনতে। অনেক দোকানের ভীড়ে একটা ফাকা দোকানে গিয়ে ঢুকলাম আমরা। পরে বুঝতে পারলাম সব দোকানে ক্রেতা থাকা সত্বেও এই দোকানে বিক্রেতা ছাড়া কেউ নাই কেন। ক্রেতা থাকবে কি করে,সেখানে তো কেনার মতো কিছুই নেই। এরপর গেলাম আরেকটা দোকানে। সেখানে অবশ্য ক্রেতা ছিলো, তবে অনেক বড় দোকান হওয়ায় বেশ ফাকা লাগছিলো। আমি আমার জন্য গেঞ্জি দেখতেছিলাম, আর বাবা তার জন্য একটা শার্ট দেখতেছিলো। কিছুক্ষণ পর বাবা বললো, কি গেঞ্জি পছন্দ হয়েছে? আমি বললাম, হুম হয়েছে । বাবা বিক্রেতাকে বললো, ভাই গেঞ্জির দাম কত? বিক্রেতা বললো, ৭৫০ টাকা স্যার। বাবা বললো, একদাম নাকি দামাদামি করা যাবে? বিক্রেতা বললো, দুঃখিত স্যার, আমাদের একদাম। বাবা কিছু না ভাবে সাথে সাথে বললো, আচ্ছা এটা প্যাকেট করে দেন। বিক্রেতা বললো, স্যার আপনার শার্টটা দিবো না? বাবা বললো, শার্টের কাপড়টা ভালো লাগলো। বিক্রেতা আবার বললো, স্যার শার্টটা সহ কি তাহলে বিল করবো স্যার? বাবা মাথা নিচু করে খুব ধীরে বিক্রেতা কে বললো, না ভাই অন্যদিন নিবো আজ না!
৮১৭জন ৭৩৭জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ