আমার পেছনে যে অসংখ্য রঙিন আলো, জ্বলছে নিভছে, ওগুলো আমি ফিরেও দেখিনি গত কয়েকদিন। মনের সমস্ত কপাট বন্ধ ছিল এই ক’দিন ।
কেন?
জানি না। মাঝে মাঝে কপাটগুলো বন্ধ হয়ে যায় আপনা থেকেই। অকারণেই ভাবনাগুলো উড়ে বেড়ায় কাছে, দূরে, এখানে, সেখানে। উড়েই বেড়ায়। স্থির হয়ে বসে না এক জায়গায়। অস্থির এই ভাবনায় কখনও চলে যাই অতীতের স্মৃতিবিজড়িত দিনগুলোতে, কখনও ঝিম মেরে বসে থাকি বর্তমানেই, কখনও আবার ভবিষ্যৎ নিয়ে উতলা হই।
কাজের কাজ কিছু হয় কী?
বোধহয় না। মনটা মুষড়ে থাকে। নিদারুণ এক দুঃখবোধ কুরে কুরে খায়। অথচ কেন দুঃখবোধ, তার কোনও হদিস পাই না। অদ্ভুত এক বিষাদ ভর করে থাকে দিনরাত।
আমাদের প্রত্যেকেই কোনও না কোনও সময় এই বোধের ভেতর দিয়ে যাই। এই অচেনা বিষাদ যে পুরোপুরি ব্যথিত করে আমাদের, তা নয়। অদ্ভুত হলেও সত্যি, এই বিষাদ কিছুটা হলেও আমাদের আকাঙ্ক্ষিত। হয়তো বোঝাতে পারি না, কিন্তু ওই বিষাদেও একরকম সুখ খুঁজে পাই। যেন ওই বিষাদ আমার নিজস্ব, আমার একান্ত আপন। যেন একটা ঘোর। দুঃখ -কষ্ট-হাসি-আনন্দের একটা মিশ্র অনুভূতি। এই ঘোরকালে আমি শুধু আমারই। হয়তো এ ঘোরের মধ্যেও ভাবছি সন্তানের পরীক্ষা নিয়ে, কিন্তু আমি আমাতেই আছি। আমাতেই থাকতে চাই। আলো কিংবা অন্ধকার, প্রভাব ফেলে না একটুও। হাতড়ে বেড়াই নিজের মনের অলিগলি।
এমন করে কোনও ফলাফল ছাড়াই একসময় কেটে যায় ঘোর, কেটে যায় বিষাদকালের অমীমাংসিত ভাবনাগুলো। ফিরে আসি চেনা কাব্যে, চেনা ভাবনায়, চেনা ছন্দে। মিশে যাই প্রতিদিনের যাপনে। আনন্দলোকে।
২০টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
বিষাদের মাঝে, একাকীত্বের মাঝে খুঁজে পাওয়া যায় নিজেকে। হয়তো একারনেও বিষাদ অনেক সময় কাঙখিত হয়।
ভালো লাগলো লেখাটি।
শুভ কামনা 🌹🌹
রেহানা বীথি
অনেক ভালোবাসা
তৌহিদ
কিছু বিষাদ আমরা মনে মনে চাই, সব বিষাদ একাকীত্ব নিয়ে আসেনা। সেসব কাঙ্ক্ষিত বিষাদ বয়ে নিয়ে আসে অনেক সুখস্মৃতি। হু হু করে নিয়ে যায় আমাদের পুরোনো ক্যালেণ্ডারের পাতায় কিংবা লেখা ডায়েরির প্রতি শব্দে।
এমন বিষাদেই কিন্তু আমার কলম চলে।
সুন্দর আবেগী ভাবনার লেখা। ভালো লাগলো পড়ে।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ ভাই
রাফি আরাফাত
আমার পেছনে যে অসংখ্য রঙিন আলো, জ্বলছে নিভছে, ওগুলো আমি ফিরেও দেখিনি গত কয়েকদিন। মনের সমস্ত কপাট বন্ধ ছিল এই ক’দিন ।
খুব ভালো লাগলো।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ
এস.জেড বাবু
ফিরে আসি চেনা কাব্যে, চেনা ভাবনায়, চেনা ছন্দে। মিশে যাই প্রতিদিনের যাপনে। আনন্দলোকে।
অভিনন্দন
ফিরে আসতে পারাটাই যেন সবচেয়ে বড় যোগ্যতা।
চমৎকার প্রকাশনা আপু-
শুভেচ্ছা
রেহানা বীথি
ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।
সুরাইয়া পারভিন
এই বিষাদ কিছুটা হলেও আমাদের আকাঙ্ক্ষিত। হয়তো বোঝাতে পারি না, কিন্তু ওই বিষাদেও একরকম সুখ খুঁজে পাই। যেন ওই বিষাদ আমার নিজস্ব, আমার একান্ত আপন,, একদম সঠিক লিখেছেন।
মানুষ বরাবরই দুঃখ বিলাসী ।তাই জীবনের অনেকটা হয়ত কাটিয়ে দেয় বিষণ্ণ বিষাদে।
রেহানা বীথি
ভালোবাসা দিলাম।
জিসান শা ইকরাম
আমারও মাঝে মাঝে এমন অবস্থা হয়,
আপনার এই লেখাটি যেন আমারও,
বিষাদ আমার নিজস্ব, আমার একান্ত আপন,
এর কোন ভাগ দিতে হয় না কাউকে,
কারো কাছে শেয়ারও করতে ইচ্ছে করেনা।
লেখাটি অনেক ভালো লেগেছে আপু,
শুভ কামনা।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন সবসময়।
অনন্য অর্ণব
যখন পৃথিবীর সব কোলাহল থমকে দাঁড়ায়- মনের জানালা খুলে দেখি উদাস বিকেল, আমি হারিয়ে যাই আমার নিজের ভুবনে অনন্য গভীরতায়। ভালোলাগা অনিমেষ 😍
রেহানা বীথি
অনেক ধন্যবাদ।
মনির হোসেন মমি
ভাবনাই জীবন যেদিন ভাবনারা থাকবে না সেদিন জীবন কোন উপভোগ্য হবে না। মাঝে মাঝে এমন আমারও হয়। খুব ভাল লাগল।
রেহানা বীথি
ভাইয়া, খুশি হলাম।
হালিম নজরুল
এমন করে কোনও ফলাফল ছাড়াই একসময় কেটে যায় ঘোর, কেটে যায় বিষাদকালের অমীমাংসিত ভাবনাগুলো।
রেহানা বীথি
ধন্যবাদ ভাইয়া।
ছাইরাছ হেলাল
বিষাদের বিলাস ভালই ফুটিয়ে তুলেছেন লেখায়।
রেহানা বীথি
ভালোলাগায় খুশি। ধন্যবাদ।