তুমি শুধু ফর্দ দেখাও বারংবার।
একপ্রস্থ ভালবাসা কিভাবে দ্বিগুণ হয়
শোনাও সেসব হিসাবের গুণন,
প্রতি কিস্তি চুম্বনে কিভাবে টেনে আনে চক্রবৃদ্ধি সুদ
তুমি শোনাও কেবল সেসব বৃত্তান্ত।
কোন্ ঠোঁটের ছোঁয়া বাড়ায় ঋণের সুদ
কোন স্তনে জমা আছে তৃপ্তির দায়
উরুর ভাঁজে নাসিকা প্রশ্বাস ক্রমশঃ বাড়ায়–
কিভাবে উষ্ণতার হার,
নাভিমূল ছিন্ন করে কোন জমিনে
জেগে ওঠে জন্মসূত্র,
কোন্ জলপ্রপাতে ওঠে প্রসিদ্ধ অঙ্কুরোদ্গম–
লাভালাভ শেখাও সেসব দুর্বোধ্য হিসাবের।
কোথাকার স্পর্শে কুপোকাত বন্দী ব্যাঘ্র
কোন ভালবাসা বাড়ায় আহ্লাদী খতিয়ান
কিংবা কোন বিনিয়োগে প্রবৃদ্ধি কতটা
তুমি দেখাও কেবল সেসব ইতিবৃত্ত।
তুমি কিস্তি বিনিয়োগের ফর্দ দেখাও বারংবার,
তুমি বাড়াও কেবল প্রাপ্তির হিসাব।
কিন্তু আমার ওসবে একটুও আগ্রহ নেই,
কেননা মৃত্যুতেই লেখা থাকে বীমাকৃত সুবিধার নাম
কেবল মৃত্যুতেই লেখা থাকে বীমাকৃত সুবিধার নাম।
২০টি মন্তব্য
মনির হোসেন মমি
প্রাপ্তিতার হিসাব নিতে সবাই ব্যাস্ত । ব্যাস্ত কবি পরজনমে হিসাবে। কবিতা কম বুঝি ভাইয়া কিন্তু পড়তে ভাল লাগে। আপনার এ কবিতাটিও পড়েও মন ভরে গেল।
হালিম নজরুল
ধৈর্য্যসহ পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ
ছাইরাছ হেলাল
কবিতায় দারুন এক আবহ তৈরি হয়েছে।
এত এত লাভ/অলাভের হিসেব শেষে এক মাত্র অমোঘ সত্য মৃত্যুকে তুলে ধরেছেন।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই
সুরাইয়া পারভিন
ভালোবাসার পরতে পরতে হিসাবের ডালি সাজিয়ে বসে আছে প্রেয়সী।কবির কি আর ওতো হিসাব নিকাশে কি পোষায়!
চমৎকার উপস্থাপন
হালিম নজরুল
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ
জিসান শা ইকরাম
কবিতাটি ভিন্ন মাত্রার। দারুন লাগছে,
শেষ প্যারায় এসে চুড়ান্ত বাস্তবতা।
আপনার অনুপস্থিতিতে মিস করেছি আপনাকে।
ভালো ছিলেন আশাকরি।
শুভ কামনা।
হালিম নজরুল
কয়েকদিন দেশের বাইরে ছিলাম।মিস করেছি।আমাকে মনে রাখার জন্য ধন্যবাদ ভাই।
সাবিনা ইয়াসমিন
“কেননা মৃত্যুতেই লেখা থাকে বীমাকৃত সুবিধার নাম”
এই লাইনেই সব সমাপ্ত হয়ে যায়। লাভ-লস, চাওয়া-পাওয়ার হিসেব ফুরিয়ে যায় এক জায়গাতে এসেই। তবুও মানুষ বাঁচতে চায়,
তবুও মানুষ স্বপ্ন দেখে,
তারপরেও থেকে যায় স্মৃতির পাতায় কিছু একটা
হয়তো তার জন্যেই সময় গুলো বয়ে যায়
এক সময় হতে অন্য সময়ে..
কবিতায় অনেক ভালোলাগা রইলো,
শুভ কামনা 🌹🌹
হালিম নজরুল
চমৎকার বিশ্লেষণ প্রদত্ত মন্তব্য আমার প্রেরণা হয়ে থাকবে।আপনাকে অনেক ধন্যবাদ।
তৌহিদ
এমন আইডিয়া নিয়ে যে লেখক লিখতে পারেন তিনিইতো প্রকৃত কবি। সবাই বীমা করে কিন্তু বীমার লাভের মুখ বীমাকারী দেখতে পায়না, দেখেন তার স্বজনরা। বীমা প্রতিনিধি যতই কিছু বোঝাক সে কি একবারও বীমাকারীকে বলে তার মৃত্যতেই এই লাভ সে পাবে?
দারুণ লেখার জন্য ধন্যবাদ আপনার প্রাপ্য ভাই।
হালিম নজরুল
আপনি আগাগোড়া আমার পছন্দের মানুষ, ভালবাসা নেবেন ভাই।
রাফি আরাফাত
লেখার বিষয় আর ধারাবাহিকতার প্রশংসা আগে করতেই হবে।
ভালো লাগাটা মন থেকে৷ মন ছুয়ে গেছে ভাই।
কিছু অপ্রিয় সত্য কথার সুন্দর রুপে প্রকাশ দেখে মুগ্ধ আমি।
অসাধারণ ভাই।
হালিম নজরুল
আপনার ভাললাগা আমার লেখায় নতুন শক্তি যোগাবে।ধন্যবাদ।
এস.জেড বাবু
এ যেন সাধারণ কথাগুলির অসাধারণ প্রকাশ
যেন ভিন্ন কোন ফ্লেভার ছেয়ে আছে পুরোটা লিখায়-
নতুনত্বে প্রকাশ পেল মনের ভাব- মনের জিজ্ঞাসা
ভাই অসাধারণ সৃষ্টি
হালিম নজরুল
প্রেরণার জন্য ধন্যবাদ ভাই।
রেহানা বীথি
কেবল মৃত্যুতেই লেখা থাকে বীমাকৃত সুবিধার নাম।
ভীষণ সুন্দর লিখলেন।
হালিম নজরুল
অনেক অনেক ধন্যবাদ বীথি আপু।
চাটিগাঁ থেকে বাহার
জটিল!
হালিম নজরুল
শুভকামনা অফুরান