
প্রথমে হিন্দু ধর্মালম্ভী সকল বন্ধু ও শুভাকাঙ্খিদের জানাই শারদীয় দূর্গাৎসবের শুভেচ্ছা।এমনি আনন্দ ঘন দিনে কারো মন খারাপের প্রশ্নই আসে না।তবুও মানুষের মন যেন রং ধনুর সাতটি রং।কখনো লাল কখনো গোলাপী কখনো শুভ্রতায় কখনো বা নীলে আচ্ছন্ন হয়ে বিষিয়ে থাকে।তখন আর কোন কাজে মন বসে না।মন বসে না ঘরে কিংবা বাহিরে-জীবনের ব্যাস্ততার কোলাহলে।
কিন্তু আড্ডা দিতে মনের কোন অজুহাত লাগে না আর আড্ডাটা যদি হয় সাহিত্যমনা বন্ধুদের সাথে তাহলেতো আর কথাই থাকে না।নিমিষেই মন ভাল হয়ে যায়।তাই আজকের আড্ডার আয়োজনটা করা হয়েছে সোনেলার সোনালী ব্লগার নাম বলা নিষেধ আছে তারঁ ছাঁদ বাগানে।
আজ আড্ডা দিবো। হ্যা আমি আজ সেই আড্ডার কথাই বলছি যে আড্ডাটা হয়েছিলো সেই রূপ কথার আমলে আজ তারই পূনরাবৃর্ত্তি ঘটাতে চাই।তো বন্ধুরা রেডিতো আড্ডা দিতে।সবাই জোরে বলেন-ইইইইইয়েস।
কি তবুও মন খারাপ? এতো বলার পরও আড্ডা দিতে মন চাইছে না? তাইতো আজকের আড্ডায় সকল বন্ধুদের মন খারাপ নিমিষেই ভাল করতে সাত সমুদ্র তের নদী পেরিয়ে নীলাকাশ পথে আসছে আমাদের প্রিয় সোনেলার প্রিয় ব্লগার মেঘপরীর প্রিয় বান্ধবী নীলপরী। আমরা তাকে হাত তালি দিয়ে স্বাগত জানাবো।
ঐতো আকাশের মেঘদের গুচ্ছ গ্রাম ফুটো করে আমাদের প্রিয় আড্ডাবাজ নীলপরী আসছেন…..।
পৃথিবীর শেষপ্রান্ত হতে নীলপরীর জন্য চেয়ার আমদানীকৃত আসনটির বিপরীতমুখী সব আড্ডাবাজ ব্লগাররা অধির আগ্রহে তাকিয়ে আছেন নীল আকাশ প্রান্তে নীলপরীর আগমনে…
আড্ডায় যোগ দেয়া সোনেলা ব্লগের সোনালী ব্লগাররা আকাশের দিকে তাকিয়ে আছেন-কোন দিক দিয়ে আসছেন’ সেই কাঙ্খিত আড্ডাবাজ অতিথী “নীলপরী”।তা ছাড়া সবার আগে কে দেখতে পাবেন নীলপরীকে,ফাষ্ট সেকেন্ড থার্ড সেই প্রতিযোগীতায় যেন সবাই মেতে রইলেন।
সবার তীর্যক চোখ এখন নীল আকাশের গুচ্ছ গুচ্ছ মেঘের দেশে,মেঘদের গতিবিদির দিকে।অনেকে দুহাতে দূরবীন বানিয়ে দেখার চেষ্টা করছেন।অনেকে এ দিক সেদিক উকিঁ দিচ্ছেন। এদিকে বন্যা আপু তার চশঁমাটা একটু পরীক্ষা করে, হাতের রুমাল দিয়ে পয় পরিস্কার করে আবারো চোখে দিয়ে আকাঁশের দিকে তাকিয়ে আছেন।সাবিনা আপু মানে আমাদের সোনেলা ইয়াসমিন একা আড্ডা স্থলের এক কোণে ঘাপটি মেরে চুপটি করে বসে আছেন যাতে তিনিই নীলপরীটিকে প্রথমে দেখেই হুররে…বলে ফাষ্ট হবার আনন্দে চিৎকারে হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করতে পারেন।বলাতে ঐ দেখেন বড় আফা সাবিনা কেমন ছানা বড় বড় চোখঁ করে এ দিকে তাকিয়ে আছেন। সরি আফা/আফারা …এ ভাবে বলার জন্য দুঃখিত।
এ দিকে তৌহিদ আর শবনম আপু বেশ সেজেঁগুজে এসেছেন।এবারের আড্ডায় নীল পরীর দৃষ্টি আকর্ষনের চেষ্টায় মনে হয় তারাঁই সফল হবেন তাছাড়া আজ ব্লগের তুখোড় ব্লগার শবনম আপুর–শুভ জন্মদিন।নীলপরীর পক্ষ হতে আপনাকে জন্মদিনে অহর্ণিশ ভালবাসা “শুভ হউক জন্মদিন”আগামী জীবন হউক এমনি হাসিখুশী আনন্দময়।
এম ইঞ্জা” আমাদের হ্যান্ডসাম ভাইজান। তিনি সভাপতির দায়ীত্ব পালন করবেন বলে মনে হয় এখনো আসেননি মানে তারঁ সিট অলঙ্কিত করতে আসতে একটু লেট হচ্ছে।আমাদের দেশের সভাপতিদের হরমোশাই এমন লেট হয়,ব্যাপার না।
জিসান-হেলাল ভাইজান দ্বয় সম্ভবতঃ খানাপিনার আয়োজন এখনো শেষ করে উঠতে পারেননি তাই একটু লেট হচ্ছে এ আর কি।কে যেন বলল…নাকি সেবারের মত খাবারের আয়োজনের নামে বাসের মতন কোথাও ঘুমিয়ে পড়ল।না বন্ধুরা সন্মানীত বড় ভাইজানরা মোটেই কুঞ্জুস না অন্তত খাবারে দিক দিয়ে।তারাঁ সময় মত নিশ্চয় চলে আসবেন।তাই সেই নিশ্চয়তায় আপাতত “শরবত” দিয়ে শুরু করছি।
রেজওয়ান ভাইজান ভাবীকে নিয়ে আসছেন -এ ছাড়া শাহরিন,শিরীন,আরজু,বীথি,মুক্তা মৃলাণী,নীরা,রুবা,তারাবতী,নাইমা জাহান,আশোকা মাহবুবা আপু এবং নাজমুল হুদা,নাজমুল আহসান,প্রদীপ,রাকা,শামীম,চাটিঁগা এর বাহার,রুদ্রা,মজিবর,নিতাই বাবু,মাসুম হাবিবী,আলীনূর,শিপু, অন্তরা মিতু, সোয়েব,দিদার,মোস্তাফিজ,সঞ্চয় মালাকার,হিমু,দালান জাহান,শফিক নাহোর,হৃদয়ের কথা,মনিকা কাশফিকা সহ আরো যারা এই মুহুর্তে অনেকের নাম মনে আসছেনা ভাই বোনেরা অলরেডি সিটে বসে শরবত পান করছেন -নীলপরী আগমনের অপেক্ষায়।
অন্যদিকে প্রবাসে রিমি আপু অধির আগ্রহে সেই কখন থেকে আড্ডা দিবেন বলে অপেক্ষায় ক্লান্ত।পুজোঁয় খুব ব্যাস্ত সময় কাটাচ্ছেন অরুনিমা মন্ডল দাস আপু।তবুও তিনি বেশ আগ্রহে অপেক্ষা করছেন এই আড্ডায় অনলাইনে যোগ দেবার।এ ছাড়াও আরো অনেক প্রবাসী বন্ধুরা আছেন তারাঁও এ আড্ডায় যোগ দিবেন বলে সোনেলাকে কথা দিয়েছেন।
এক ঘন্টা পেরিয়ে গেল তবুও পরীর দেখা নেই।এ দিকে সবাই কেমন যেন অস্থির হয়ে হৈ চৈ শুরু কইরা দিছে।একজনতো বলেই ফেলল-এ কেমন আড্ডারে বাবা! বইসা থাকতে থাকতে মাজা বিষ হইয়া গেল-তাছাড়া আড্ডা আয়োজকদের কোন কমন্সসেন্স বলে যদি কিছু থাকত-এতোক্ষণ! খালি মুখে বসাইয়া রাখল-মুখে না পান, না চা টা! ধুরর…।অথচ তিনি ভুলে গেছেন অলরেডি শরবত চক্র হয়ে গেছে।তিনি যে লেটে এসেছেন সে কথা তিনি বলছেন না। যাক …যত দোষ আয়োজক দোষ” এ কথা মাথায় রেখেই শুরু করব আজকের আড্ডা।
এর মধ্যেই জিসান আর হেলাল ভাইয়া ট্রাক ভর্তি খাবার টাবার নিয়ে হাজির।সবাই এখন তাদের দিকে নজর।পরিবেশটায় কেমন যেন একটা সুঘ্রানের বাতাস বইছে।এর মধ্যে বেশ মাঞ্জা দিয়া আমাদের হ্যান্ডসাম এম ইঞ্জা ভাইজানও এসে গেছেন।তিনি তার আসন গ্রহন করিলেন।
হঠাৎ নীলাকাশে কতগুলো কালো মেঘ এসে পরিবেশটা বেশ অন্ধকার করে দিল, সাথে সাথে বিজঁলীর চমকে নীলকাশের নীলপরী তার আসনে এক প্রকার অলৌকিক ভাবেই বসে পড়লেন।সাথে নিয়ে এলেন রূপোর কাঠি সোনার কাঠি। এসেই ঘোষনা দিলেন।
প্রিয় সোনেলার ব্লগার ভাই বোন বন্ধুরা-আমার সালাম ও শারদীয় দূর্গাপুজোঁর শুভেচ্ছা নিবেন।আমি আপনাদের প্রিয় ব্লগ সোনেলার একজন নিয়মিত পাঠক-হয়তো বা আপনেরা জানেন না।আমার দেশের সব পরীরা নিয়মিত সোনেলার প্রতিটি লেখাই পাঠ করেন। এ ব্লগের একজন নিয়মিত ব্লগার মেঘপরীর মারফত জানতে পারলাম ব্লগের অনেকেই অনেক অনেক সমস্যায় ভুগছেন আবার মনের ভিতর অসংখ্য প্রশ্নের সমাধানে আগুন জ্বলছে-তাইতো তারঁ ডাকে ছুটে এলাম আপনাদের মাঝে। এখন আমার সাথে সেয়ার করতে পারেন আপনার যত প্রশ্ন সমস্যা। আমি সাধ্যমত রূপোর কাঠি সোনার কাঠি দিয়ে সমাধান দেয়ার চেষ্টা করব।
সমস্যাগুলোর কয়েকটি নমুনা
কেউ মানষিক টেনসনে ভাল থাকার উপায়,
কেউ রাজনৈতীক টেনসনে-সামাজিক অবক্ষয়ে মাথা নষ্ট
কেউ প্রেম ভালবাসা নিয়ে আছেন বেশ ভেজালে,
কেউ অর্থনীতিতে সমস্যা,
কেউ সাংসারিক ভেজাঁলে,
কেউ লেখক হয়েও হতে পারছেন না…..
(বিঃদ্রঃ প্রশ্নের কোন লিমিট নেই উপরে দেয়া প্রশ্নগুলো ধারণা মাত্র)
ইত্যাদি আপনার চোখে বিভিন্ন সমস্যাগুলো আমাকে জানাতে পারেন- তাই আজ আমি আপনাদের জন্য যাদুর “রূপোর কাঠি সোনার কাঠি” নিয়ে এসেছি যা দিয়ে আপনাদের সব অসম্ভবকে সম্ভব করে দিবো।যদিও জানি সব অসম্ভবকে সম্ভব করেন-অনন্ত জলিল।
বুঝতেইতো পারছেন বন্ধুরা-আপনার সামনে এই মুহুর্তে উপস্থিত আছেন সোনেলায় নীলাকাশের “নীলপরী” তাহলে শুরু হয়ে যাক আজকের আড্ডার ছলে সব প্রশ্ন-প্রশ্নের ছলে সব সমাধানে উত্তরের চেষ্টা।
(চুপি চুপি সোনেলার এডমিনদের বলছি-নীলপরী_ তারঁ উপর আরোপিত বন্ধুদের প্রশ্নের উত্তরের সহযোগীতা চাইছেন)
১১৬টি মন্তব্য
বন্যা লিপি
খাড়ন এট্টু খাড়ন, আগে ফাস্টু হইয়া লই।তারপর বাকিডা পড়ুমনে। চশমা পরিস্কার কইরা আইমুনে আবার। কাচা সুপারি কাটা নাই,কাটতে হইবো, পান ধুইতে হইবো, পানের ডালা সাজাইয়া তারপর জুত কইরা বইসতি হবি।ততক্ষনে ডাক দিয়া আনুইন ছে সক্কলতেরে!
আবার আইতাছি…… হাজিইইইইইইইর
আমি সব্বার আগে হাজিরা দিয়া গিলাম😂😂😂😂
মনির হোসেন মমি
প্রথম মন্তব্যের জন্য
নীলপরীর পক্ষ হতে বড় এখান রসগোল্লা জমা রইল।
শামীম চৌধুরী
ভাইজান, রসগোল্লা আমার প্রাপ্য। বণ্যা আপু হাজিরা দিয়ে গেছেন। মন্তব্য করেননি। আপনি প্রথম মন্তব্যকারীক্ নীলপরীর মিঠাই খাওয়াবেন। এব্যাপারে কোন পক্ষপাতিত্ব করবেন না।
মনির হোসেন মমি
হ’ কতা মন্দ কন নাই।দেখি বোন আমার রসগোল্লার ভাগ আর কাউকে দেন কি না।
বন্যা লিপি
শামীম ভাই আপনে এতো হিংসুইট্টা ক্যান? হাজিরা আর মন্তব্য দুইডা হইলো? রসগোল্লা খাওয়ার এত লোভ ক্যা আপনের?
আচ্ছা, যান ছাইড়া দিলাম রসগোল্লার হাড়ি খান আপনে যত খুশি ততো।
ছবি তোলেন আর গপাগপ মুখে ঢুকান মিষ্টি।তবু খুশি থাকেন।
শামীম চৌধুরী
বন্যা আফা,
মিঠাই যেইহানে
মুই লগে থাহি হেইহানে।
কিইইইইই… আমার মিডাই খাওন দেইখ্যা তুমরার হিংসা অচ্চে?
ইঞ্জা
আপু খাড়ান খাড়ান, পান মুই বি খাইবাম, লইয়া আহেন, শুধু শুকনা সুপারি আর চুন লাগাইয়া দিয়েন, না না সখ কইরা খাই, রেগুলার না। 😁
বন্যা লিপি
ইঞ্জা ভাই,আমার কাছে শুকনা সুপারিও বি আচে,আপনের দুলবাই আবার শুকনা সুপারি ছাড়া খাবার পারেনা। আর চুন হইলো গিয়া বরিশারের ঝিনুক চুন।
একটুও গাল পোড়াইবো না।
আমি আবার কিপ্টা না 😊😊
মনির হোসেন মমি
হা হা হা নীলপরী অবাক দৃষ্টিতে চেয়ে আছেন।তিনি গর্ব অনুভব করছেন যা শুনেছেন সোনেলা পরিবার এর সুনাম তার চেয়ে কয়েকগুণ বেশীই বাস্তবে দেখছেন।
ইঞ্জা
বাহ বাহ, এই না হলে বোন হয়, তাড়াতাড়ি দেন, খাইয়া মুখডা লাল কইরা লই, নীল ফরি টপাক কইরা বইয়া পড়ছে। 😀
ইঞ্জা
মমি ভাই, নীল ফরির লগে খাতির জমাইতে হইবো, হেরে আমার খুব ফছন্দ হইছে। 😃
মনির হোসেন মমি
ভাইজান আমি হৃদয়ের কথা ভাইজানের মন্তব্যে দেখুন নীলপরী কি বলেছেন। সে জানে এ প্রশ্নটি আসবে তাই তিনিও শর্ত দিয়েছেন তাকে প্রশ্নের বানে কাবু করতে হবে অতপর জয়ী হলে ভাবীর অনুমতি পত্র পেশ করতে হবে।
ইঞ্জা
আরেহ ভাই, নীলপরিরে দেখলেই তো আপনার ভাবী তা দেই তা দেই কইরা নাচবো। 😄
মনির হোসেন মমি
সত্যি ভাইজান! নীলপরী আপনাদের দুজনকেই ভালবাসা জানিয়েছেন।
ইঞ্জা
আনারও শুভেচ্ছা জানাবেন ভাই।
শামীম চৌধুরী
মমি ভাই,
লেখাটা পড়তে পড়তে সত্যিই আড্ডায় মজে ছিলাম। পড়া শেষে ধাক্কা খেলাম। কারন আড্ডাটা ভেঙ্গে যাওয়ায়। উপযুক্ত লোককেই সভাপতির আসনে বসিয়েছেন। তবে আমাকে একটু সুযোগ দিলে দিতেও পারতেন নীলপরীর ছবি তোলার। আড্ডার সব ছবি কিন্তু মগজ ক্যামেরায় তোলা হয়েছে। শুধু ডেভলপ বাকী। কেমনে লিখেন ভাইজান?
মনির হোসেন মমি
হা হা হা ভাইয়া মনে হয় ভুলে গেছেন।দাওয়াত না পেলে আসলেন কি করে-নাম আছে দেখুন?এখন আপনি যদি ক্যামেরা না নিয়াই পরীর রূপ দেখতে আইসা পড়েন আগে বাগে তবেতো জরিমানা আপনার হবে। জলদি করুন ক্যামেরা নিয়ে আসুন।সব বলে দিতে হবে কেন?বাচ্চার বাপকে দাওয়াত দিলে বাপতো বাচ্চাকেও নিয়ে যাবে এটাই স্বাভাবিক। আপনি না এলে পরী কারো কোন প্রশ্নের উত্তর দিবে না।জলদি করুন প্লিজ।
বন্যা লিপি
হ, শামীম ভাইরে কন, এই মহা আড্ডার ফডুক তুলতি হইবো সক্কলের। আমরা মঠেল হপো।
আমাগো সুন্দুর সুন্দুর ছবি তুলি দিতি হপি।আমরা কি কম পরী নাকি একেকজন নারী ব্লগার রা??😂😂😂😂
মনির হোসেন মমি
নিশ্চয় তিনি এ অনুরোধ রাখবেন।
শামীম চৌধুরী
বন্যা আফা, ফুডু খেইচ্যালছি আইন্নের। কিইইইইইই.., আরো তুলবাইর চাইন? আইচ্চা.. আইচ্চা..!! উহু.!!পুজডা অয় নাইক্যা। ঘেডিডা কাইত করছুইন ক্যারে? ওহ আগে কইবাইন না। দুলাভাই ঘেডি মটাকাইছে? যাউকগা এলা খুমাত ইক্টুস হাসি মারুইন। উহু..!! বেবাক দাঁত বাইর করছুইন ক্যারে?
আরে ইঞ্জা ভাইজান যে?
কিইইইইই… নীলপরীর লগে ফুডু তুলবাইন?
ওগো নীলপরী
আসো না নেমে
ফুডুক তুলবো
ইঞ্জা ভাই
স্নু পাউডার মেখে।
মনির হোসেন মমি
নীলপরী শামীম ভাইয়ের বেশ প্রশংসা করছেন আগামী নোবেল পুরষ্কারটা যেন তিনি পান সেই ব্যাবস্থাই করবেন।আর কি চাই শামীম ভাই?
শামীম চৌধুরী
কোন ক্যাটাগরীতে নুবেল পাইবাম ভাইজান?
মনির হোসেন মমি
সেটাইতো নীলপরী এখন খুব চিন্তিত ক্যাটাগরি লইয়া।সাহিত্যে না ফটোগ্রাফারে তবে সম্ভবত ফটোগ্রাফারেই পেতে বেশ লবিং করবেন নীলপরী।
ইঞ্জা
ইডা কুনু কথা হইলো, জগৎ বিখ্যাত ফটোগ্রাফার শামীম ভাইয়ের কানান থাকতে আমরা ফুটুক উঠামু না, ইডা কিছু হইলো?
বন্যা লিপি
কন তো ভাইজান? আমরা পোজ দিতে রেডি হইয়া বইসা আছি কখন থিক্কা!! চিন্তা হইলো শামীম ভাইর ক্যানন আবার আমাগো ছবিরে পাখি ভাববে নাতো?😂😂
মনির হোসেন মমি
শামীম ভাইয়ের মন্তব্যে নীলপরী সাফ জানিয়ে দিয়েছেন রীতিমত নীলপরী গোস্সা করে আছেন।ফটোগ্রাফার এলেন অথচ ক্যামেরা আনলেন না।নিশ্চয় তিনি দ্রুত ক্যামেরা নিয়ে চলে আসবেন।
ইঞ্জা
হ আফা, শামীম ভাই আফনেগো ফাখি ভাইবাই ফুটুক তুলিবেন, আফনেরা পুজপাজ দিতে থাহুইন। 😄
ইঞ্জা
হয় হয় মমি ভাই, শামিম ভাই দৌড় দিছেন দেহলাম, মনে লয় উনার কামান আনতে গেছোইন। 😂
শামীম চৌধুরী
কিইইইইই… নীলপরীর লগে ফুডু তুলবাইন?
ওগো নীলপরী
আসো না নেমে
ফুডুক তুলবো
ইঞ্জা ভাই
স্নু পাউডার মেখে।
মনির হোসেন মমি
হা হা হা এইতো শামীম ভাই ক্যামেরা লইয়া আইয়া পড়ছেন। আর কনু চিন্তা নাই খালি ফডু তুলুন আর ফডু তুলুন। যাই ঐ দিকে আবার কি হইল।
রুদ্র আমিন
নীলপরি নীলাকাশে ক্যানো করছে মোদের সাথে লুকোচুরি?
মনির হোসেন মমি
ডাকার মত ডাকতে হবে তবেই না সে শুনবে। সঙ্গেই থাকুন।
খুব ভাল লাগছে আড্ডায় আপনাকে পেয়ে।
নিতাই বাবু
হায়রে কপাল আমার! আজ পর্যন্ত আমি এই আকাশে ঘোরাফেরা করা কোনও জ্বিন-পরীর সাথে আড্ডা দিতে পারিনি। দুঃখ আমার এখানেই। তবুও শুভকামনা সব গুনধর জ্বিন পরীর জন্য। সাথে মহা- অষ্টমীর শুভেচ্ছা।
মনির হোসেন মমি
মনের কোন ইচ্ছে বা প্রশ্ন থাকলে বলে ফেলুন নীলপরী আপনাদের সব প্রশ্নের জবাব দিতে প্রস্তুত।
নিতাই বাবু
কোনও প্রশ্ন নেই, পাওয়া আছে চাওয়া নেই, মনে ক্ষোভ নেই! পূজোয় ব্যস্ত আছি। আগামীকাল আবার শুভ বিজয়াদশমী। শুভেচ্ছা সবার জন্য।
মনির হোসেন মমি
কিছুতো কন! বেচারা নীলপরী অপেক্ষায় আছে।
হৃদয়ের কথা
আমার এই নীলপরী টা লাগবে। আমার কোনো পরী নেই 🙁
মনির হোসেন মমি
নীলপরী আপনার প্রস্তাবে রাজী হয়েছেন তবে শর্ত জুড়ে দিয়েছেন।
প্রশ্নের বানে তাকে কাবু করতে যিনি পারবেন তিনিই তাকে পাবেন। ধন্যবাদ।
হৃদয়ের কথা
নীলপরীকে প্রশ্নের বানে কাবু করতে হবে? এতো অসম্ভব ব্যাপার।
প্রশ্নঃ ভাইয়া নীলপরী কি প্রেম করছেন? তিনি কি অবিবাহিতা?
মনির হোসেন মমি
এই যাহ্ দুষ্ট কোথাকার! কাজ-কামের কথা ক’-নীলপরীর এমনটি বলে মিটিমিটি করে হাসছেন।তার কথা হল তিনি এখানে তারঁ কথা বলতে আসেননি তিনি এসেছেন ব্লগার মেঘপরীর আমন্ত্রণে সোনেলা ব্লগের ব্লগারদের প্রশ্নে বানে কিছু সমস্যার সমাধান দিতে।আপনার নজর অন্য দিকে ফেরান নতুবা নীলপরী মাইন্ড করবেন।
জিসান শা ইকরাম
আমি ঘুমে এখনো। আগে হইচই করুন, এরপর জাগবো।
জেগে কফির মগ হাতে নিয়ে বসব,
এরপর আড্ডাবো 🙂
ইঞ্জা
ভাইজান উইট্টা ফরেন, খানা কি আনছেন তা কইয়ালান, খিদাটা চাঙ্গা দিইয়া উঠছে। 😁
মনির হোসেন মমি
এম ইঞ্জা ভাইজান আপনে হলেন সভার সভাপতি আগেতো সভা শেষ করবেন?
ইঞ্জা
ওহ হো, মুই তো ভুইল্লা গেছিলাম, মুই তো সভাপতি, কিতা হরতাম ভাই খিদা লাগলে এদিক ওদিক আবার তাহায়না মুই। 😁
জিসান শা ইকরাম
ইঞ্জা ভাইজান, উঠেছি। কফির মগ হাতে নিয়ে তাকিয়ে আছি আড্ডার দিকে 🙂
আড্ডার গতি প্রকৃতিতে নজর রাখতেছি।
মনির হোসেন মমি
এম ইঞ্জা ভাইজান ব্যাপার না আমরা আমরাইতো তয় নীলপরী মুচকি হাসছে।
ইঞ্জা
হাসবেই তো, হাসারই কথা মমি ভাই, আমাদের পাগলামি দেখে হাসারই কথা। 😄
মনির হোসেন মমি
নীলপরী হ্যা সম্মতি দিয়েছেন আরো একটু ঘুমাবার।বলেছেন তারঁ আগমনে খানাপিনা সহ অন্য সব আয়োজনে প্রচুর খাটা খাটনি করেছেন।তবে শতর্ক করেছেন এক ঘুমে যেন সকাল না হয়।
জিসান শা ইকরাম
মনির ভাই, মশা আমাকে ঘুমুতে দিলো না,
কফির মগ হাতে নিয়ে বসেছি, আড্ডা দেখতেছি।
আড্ডা সফল হোক।
মনির হোসেন মমি
হুম।দোয়া করবেন।
ইঞ্জা
ভাই ইতা কিতা হরলাইন, নীল ফুরি থুক্কু নীল ফরি আকাশ থেইক্কা আইয়া টপাক কইরা বইয়া পইড়লো কেম্বে, আমাগো তৌহিদ ভাইসা মাইকে এনান্সমেন্ট কইরলোনা ক্যানে?
ও @touhid islam ভাইসা, শুরু করেন, হ্যালো হ্যালো, ওয়ান টু থ্রি, চেক চেক চেক। 😂
মনির হোসেন মমি
তৌহিদ ভাইয়ার আসতে একটু সময় লাগবে কারন আজ আমাদের ভাবীর -শুভ জন্মদিন।
ইঞ্জা
ইশ, একদিনে দুইটা প্রোগ্রাম, কেম্নে কি করি। 😆
মনির হোসেন মমি
ডাবল খাবার পাবো।
মনির হোসেন মমি
ভাইজান
আড্ডার সভাপতির শেষ ভাষনে সমাপ্তি টানতে আর কত সময় লাগবে। মনে আছেতো সমাপ্তি কিন্তু আপনাকেই ঘোষনা করতে হবে।ধন্যবাদ। নীলপরীর ঝিমুনি ধরেছে।
ইঞ্জা
হ হ ডাবল খানাপিনা হবে। 😄
ইঞ্জা
খাইছে, এরো তাড়াতাড়ি সমাপ্তি দিমু, আইচ্ছা ভাই আফনেই দ্বায়িত্বডা ফালন করেন, আমি যায়গা বন্যা আপুর পিছন পিছন, খানা যে ঐদিকে শেষ হইয়া যায়। 😂
মনির হোসেন মমি
ভাইজান বড় ভাই হয়ে ছোট ভাইটারে রাইখা একাই খাইবেন! গুরু দায়ীত্ব পালন আপনিই করবেন।
বন্যা লিপি
নাহ্,নীল ফরি কষ্ট পাইতো লাগজে, আমি একলাই বকর বকর করবার লাগজি। আরে কেউ গেলো কই। আমার পান তো শ্যাষ হইবার নাগচে গো!!! ক্যাডায় আমারে এরপর পানের জোগান দিবো??
মনির হোসেন মমি
সব শবনম আপুর জন্মদিনে কেক কাটছেন। আসবেন নিশ্চয়।
আরজু মুক্তা
মমি ভাই, নীলপরীকে বলেন, আমার একজন প্রেমিক লাগবো। ইদানিং সাহিত্য বের হচ্ছেনা!!!!
কে কে পান খাইবেন বলেন। উনত্রিশ প্রকারের জর্দা দিয়ে লাভ লেনের পান আনবো।
বন্যা লিপি
এহনো জিগাইবার লাগচেন? আফা, সবার আগে আমি হাত তইলে খারাই আছি চোহে পরেনা? জলদি কইরে পান লইয়ে আসেন।
মনির হোসেন মমি
আনেননি এখনো ফাকি দিছে আফায়।
মনির হোসেন মমি
আপনা প্রস্তাব সন্মানের সহিত জানানো হল।তিনি অলরেডি এর সমাধানও দিয়ে দিয়েছেন। আপনাকে তৌহিদ শবনম ঝুটিকে ফলো করতে বলেছেন মানে হল আমাদের প্রিয় দুলা ভাইকেও সোনেলায় ভর্তি করাতে বলেছেন…তবেই কেবল এ সম্ভব।
অ’মোর খোদা এখনো পান আনেননি আনবেন!!!!! আফারা এতো নির্দয়া হয় কেমনে?
আরজু মুক্তা
পান, সুপারি পাইছি। হাকিমপুরি আনতে তৌহিদ ভাই গেছে।
বন্যা লিপি
হাকিম পুরী খাইনা বইন।৯৯ মার্কা জর্দ্দা লগে লইয়াইছি।তৌহিদ ভাইর ভরসা নাইক্কা আইজগো।হেয় আছে শবনম ভাবিরে পটাইতে। আফটার অল আইজ ভাবির জন্মদিন।
ছাইরাছ হেলাল
আমাদের আর কত অপেক্ষা করতে হবে!
খাবার তো ঠাণ্ডা হয়ে যাচ্ছে!
বন্যা লিপি
এহ দেরি করে এসে আবার তাগাদা দিচ্ছে? জরিমানা গোনেন আগে।
মনির হোসেন মমি
আপনেই কন আফা। এইডা কোন কতা অইল!
আরজু মুক্তা
হেলাল ভাই, তাড়াতাড়ি খেয়ে ঘুমাইতে চায়।
বন্যা লিপি
মহারাজ মহা ধরিব্বাজ। অল্প কতায় পলান্তি দেয়।
মনির হোসেন মমি
নীলপরী অবাক হচ্ছেন! এখানে সবাই এতো সূখী হন কি ভাবে! কারো কোন সমস্যার কথাই এখন পর্যন্ত তেমন কেউ বলছেন না।
বন্যা লিপি
আমার একখান সমস্যা আছে নীল পরীর কাছে। আমি ক্যান সোজা কবিতা লিখতে পারিনা? আরো পারিনা প্রেমের কবিতা লিখতে। অবাক হইলে চইলতো না।
প্রশ্নের জবাব ঠিকঠাক মন মতো দিতি হবি।
মনির হোসেন মমি
নীল পরী আপনার প্রশ্ন শুনিয়া সোনার কাঠি রূপোর কাঠি চালান দিয়ে জানতে পারলেন কথাগুলো সঠিক নেয়। তিনি বলেন,তার দেশে আপনার কবিতার অর্থ বুঝতে এলাহী কান্ড করে বসে তার বংশধররা, তুমুল প্রশংসিত হন আপনি। প্রেমের কবিতা আপনে পারেন না তা শুনতেই লজ্জায় লাল হয়ে যায় সে,,,তাঁর ভাষায় আপনার প্রেমের কবিতা কার আগে কে পড়বে তার নিয়ে কাড়াকাড়ি লাগে।সুতরাং আপনার প্রশ্নে মিথ্যের ছোয়াঁ।ডিসমিস। নেক্সট?
বন্যা লিপি
আড্ডা কি ঝিমিয়ে পড়ছে নাকি? সব তো আলসে মনে হচ্ছে?
মনির হোসেন মমি
তাইতো মনে হচ্ছে আপু কিন্তু কর্তৃপক্ষ বলছেন আড্ডা চলবে।এখনো অনেকে আড্ডায় তেমন করে আসেননি। একদিকে পুজোর আনন্দ অন্য দিকে হত্যা দেশের যে অবস্থা তা দেখে নীলপরী বেশ চিন্তিত।
রেহানা বীথি
মমি ভাই, একটা কথা। না মানে ওই ট্রাক ভর্তি খাবার দাবারের কথা বলছি আর কী! ঠিক কি কি আইটেম আছে? খাওয়া দাওযার প্রতি আমার আবার বিশেষ দুর্বলতা আছে তো!
মনির হোসেন মমি
এইডা কি কন আফা! আগেতো নীলপরীর লগে সাক্ষাৎ করবাইন।আননে খাওনের লইয়া চিন্তা কইরোননো হগল আইটেম আছে।অপেক্ষা খরেন।
রেহানা বীথি
ওকে ওকে
মনির হোসেন মমি
ওকে ওকে কইরা কই যান আফা। নীলপরীতো আপনাকে কথা শুনবো বইলা বইসা রইছে।
নীরা সাদীয়া
আমি কোথাও নাই!!!
মনির হোসেন মমি
আপনে আছেন নীলপরীর অন্তরে।আপনের নাম কিছু ক্ষণ আগেই নীলপরী জিগাইল।ঐ যে কবুতর পোষা সেই মেয়েটিকেতো দেখছি না-। জলদি নীলপরীর সাথে সাক্ষাৎ করুন।আপনার জন্য পান নিয়া বইসা আছে বন্যাপু।
নীরা সাদীয়া
ওরে বাবা, তাই নাকি। নীল পরী আমার কবুতর এর কথাও জানে!
মনির হোসেন মমি
জি আপু সেতো আমাদের অকাল প্রয়াত মেঘপরীর বান্ধবী । সোনেলার প্রত্যাক ব্লগারদের সব বিষয়ে অবগত আছেন। আর কোন প্রশ্ন থাকলে করে ফেলুন। ধন্যবাদ।
তৌহিদ
আমি আয়া পড়ছি ভাইসব। কফি কই? চেয়ার দেন আমারে, নীল পরি আমার সাথেই আছেন।
মনির হোসেন মমি
শুভ জন্মদিন ভাবী। নিজেগো আনলেন নাম নীল পরীর আড্ডার টাই পান করে ঠান্ডা হয়ে আড্ডান 🍷🍹 ভাল কথা, নীল পরী কিন্তু আজকের ভাবীর জন্মদিন নিয়ে কিছু শুনতে চায়।
তৌহিদ
আপনার ভাবীর খুব ব্যস্ত সময় কাটছে ভাই। সেও আসবে পরে।
মনির হোসেন মমি
ওকে অপেক্ষায় আছি।
তৌহিদ
পোষ্টখান পড়তে পড়তে ভাবছি এত বুদ্ধি কই রাখেন ভাইটি!! দারুন হয়েছে।
মনির হোসেন মমি
নীলপরী আপনাকে প্রশ্ন রাখার আহবান জানাচ্ছেন- ধন্যবাদ ভাইটি।
মোঃ মজিবর রহমান
লাস্টু মারকা হাজির। নীল আর হলুদ পরির আড্ডায় তয় সভাপতি চাকু ঘুরায় নাই কেন?? নীল পরি ঘাড় মটাও ……..
মনির হোসেন মমি
সভাপতি সাহেব ঝিম ধরে সব শুনছেন।তিনিই এ সভার সমাপ্তি ঘোষনা করবেন।কিন্তু আফসোস ভাই কেউ আর নীলপরীরে কোন প্রশ্ন করছে না।তাতে বুঝা যাচ্ছে ব্লগ দুনিয়ায় সোনেলা সব চেয়ে সূখী ব্লগ।কারো কোন সমস্যা নাই।
মোঃ মজিবর রহমান
আছে আছে লজ্জাই কইতে লজ্জা লাগতাছে য,আরজু, বন্য আপু আর সাবিনা আপু সহ অনেক্বেই নীল্পরির পাশে বসে সোনেলা রাংগাতে চাই। রাংগিয়ে যাচ্ছ্ব।
নিল্পরি তুমি আমার বন্ধু হয়ে সকলের মন রাংগিয়ে দাও
প্রদীপ চক্রবর্তী
রসগোল্লা আর নীলপরি এই দুই চাই দাদা আমি।
আর এই রসগোল্লা ও নীলপরিতে অন্যকেউ যেন হস্তক্ষেপ করতে পারবেননা।
যেহেতু পান সুপারি জর্দা এসব খাই না।
সত্যিই দাদা আড্ডায় মজে গেলাম।
কিভাবে লেখেন এসব?
আবারও বলছি নীলপরি আমি চাই চাই।
মনির হোসেন মমি
নীলপরী জানালো-পূজোঁর লাড়ু খাওয়াতে হবে নীলপরীকে তবেই সে আপনার কথা শুনবে তার আগ পর্যন্ত আপনার সাথে আড়ীঁ । শুভ দশমীর শুভেচ্ছা জানিয়েছেন নীলপরী।
প্রদীপ চক্রবর্তী
নীলপরিকে পূজোর লাড্ডু নিশ্চয় খাওয়াব।
নীলপরিকে আমি চাই।
.
শুভ বিজয়াদশমীর শুভেচ্ছা দাদা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
অনেক শুভকামনা রইলো।
মনির হোসেন মমি
আপনার বার্তা নীলপরীকে পৌছে দেয়া হল।
রেজওয়ান
নীলপরী নামের রহস্য কি?🤔😜
মনির হোসেন মমি
দিলেনতো প্যাচ লাগিয়ে।নীলপরী জানতে চেয়েছেন এমন বুদ্ধিদীপ্ত প্রশ্নের আইডিয়াটা কার?আপনার? নাকি ভাবীর?
রেজওয়ান
আমারই ভাই!🤪হঠাৎ নীলপরী নামের উদ্দেশ্য কি এটা জানার কৌতুহল মাত্র😎❤
মনির হোসেন মমি
ওআচ্ছা ভাল প্রশ্ন ।
যদিও নীল রংটি একটি বেদনার প্রতীক তবুও আমরা এই নীলকেই ভালবাসি এই ধরেন নীলশাড়ী নীল জোৎস্না নীল নয়না ইত্যাদি অথাৎ সর্বোস্থরে নীলকে ভালবাসার জয়গান তাই ভালবাসার এই নীলপরীটিও সোনেলাকে বেশ ভালবেসে সোনেলায় ব্লগের ব্লগার যদি কারো কোন সমস্যা থাকে তা সমাধানে যাদুর কাঠি দুটো নিয়ে হাজির হয়েছেন আপনাদের নীল নীল ভালবাসা নিয়ে।
চাটিগাঁ থেকে বাহার
আড্ডা পোস্টটি ভালো লেগেছে। এভাবে সপ্তাহে অন্তত ২ বার আড্ডা পোস্ট দিয়ে সাহিত্য মাস্তি করা যেতে পারে।
নির্দিষ্ট কোন বিষয়ের উপর আড্ডা হতে পারে।
এক একবার এক একজন আড্ডা পোস্ট দিতে পারেন।
কবিতা, ছড়া, লেখালেখির নিয়মকানুন, বানান, ইত্যাদি বিষয় নির্বাচন করা যেতে পারে। কিংবা বাল্যবন্ধু, নানাবাড়ী, টিউশনী, প্রথম প্রেম, ইত্যাদি বিষয়েও আড্ডা চলতে পারে। আড্ডা পোস্ট ইস্টিকি হলে ভালো হয়। সবার জন্য শুভ কামনা…..
মনির হোসেন মমি
ধন্যবাদ ভাইয়া। সহমত জানাচ্ছি।আড্ডা পোষ্ট হলে ব্লগ সচল থাকবে এবং ব্লগারদের মনে উৎসব ভাব কাজ করবে। স্টিকি করার বিষয়টি সম্পূর্ণ কর্তৃপক্ষের এখতিয়ার।অসংখ্য ধন্যবাদ আপনাকে….আপনার মতামত নীলপরী মারফত কর্তৃপক্ষকে জানানো হল।
শবনম মোস্তারী
আহা। নীলপরী তুমি চলে এসো । আমি তোমার সঙ্গে সই পাতাতে চাই।😘😘
আর জন্মদিনের কেক খেয়ে যেও 😀😀
মনির হোসেন মমি
নীল পরী আপনাকে শুভ কামনা জানিয়েছেন।
সাবিনা ইয়াসমিন
ব্লগে আসার পর এই প্রথম আপনাকে আড্ডা পোস্ট দিতে দেখলাম। এই জন্যে অনেক শুভেচ্ছা আপনাকে ছোট্ট ভাই। ভালো লেগেছে সবার স্বতফুর্ত উপস্থিতি দেখে। আরও ভালো লেগেছে আমার মুখচোরা লাজুক ভাইটিকে আড্ডার মধ্যমনি হয়ে থাকতে দেখে। 🙂 🙂
এবার সম্পূর্ন ভাবে অংশ নিতে পারলাম না, ইনশাআল্লাহ আগামী আড্ডায় ভাই-বোন, মিতা-স্বজনদের নিয়ে উঠোন মুখোরিত করবো আমরা।
ভালো থাকুন অহর্নিশি।
শুভ কামনা 🌹🌹
মনির হোসেন মমি
আপনার প্রশংসা ছোট ভাইটির আর্শীবাদ। অসংখ্য ধন্যবাদ । অবশ্যই পরবর্তী আড্ডার সিদ্ধান্ত নিন।
সাবিনা ইয়াসমিন
সিদ্ধান্ত নিবো মানে!!! সেদিন আড্ডায় কি কি খাবো তার লিস্ট পর্যন্ত বানিয়ে ফেলবো ছোট্ট ভাই।
অনেক অনেক ধন্যবাদ অভিমান না রাখার জন্যে 🙂
মনির হোসেন মমি
হুম ! আমার নীলপরী দাওয়াত পাবেতো?
মনির হোসেন মমি
আপনি হয়তো এখনো ছোট ভাইডারে চিনেন নাই…..কিপটা হলেও আত্মা অনেক বড়। তবে হ্যা যদিও আড্ডার সময় আপনাকে পাইনি তখন খুব খারাপ লাগছিলো! যখন জানলাম বোন আমার আনন্দে আছেন বহুদুর নেটফেটের বাহিরে তখনই সব খোস্সা শেষ হয়ে যায়।কারন ভাইয়েরা চায় বোনেরা সব সময় আনন্দে মেতে থাকুক। ভাল থাকবেন আফা। অসংখ্য ধন্যবাদ মন বুঝার জন্য।
মোহাম্মদ দিদার
কৈ শরবত কৈ?
নীল পরীর হাতে শরবত!!
আহা! লজ্জা হচ্ছে.. ….
মনির হোসেন মমি
নীল পরী আপনার এ আবদার গ্রগন করেছেন।পেয়ে যাবেন🍹🍷🍸🍺☕
শাহরিন
আমি কিন্তু লেট লতিফ হয়ে গেলাম। তারপরও সবার সাথে পরিচিত হতে চাই। জিসান আর হেলাল সাহেব কি আড্ডাতেও ঘুমাবেন?
মনির হোসেন মমি
হা হা হা লেটে সমস্যা নেই জিসান ভাইয়া এ আড্ডা চল তাইতো খুজঁলে পাওয়া যাওয়া যাচ্ছে না। তবে নীলপরী আমার খুব আরামে আছেন। কাজ নেই তো খৈ ভাজ।
ধন্যবাদ অবশেষেও আড্ডায় যোগ দেয়ার জন্য।
সুরাইয়া পারভিন
ওরে ওরে নীলপরীর আড্ডায় আমি কোথাও নেই।ইশ আরো আগে যদি আসতাম,,,, দারুণ লেগেছে আপনাদের নীল পরীর আড্ডা
মনির হোসেন মমি
ধন্যবাদ আপু। আড্ডা পোষ্ট এ মাসেও আসছে।