
২২ জুন ২০১ঁ৬ এর বাবা দিবসে আমার মেঝে ছেলে পৃথু ওর ফেইসবুকে পোষ্ট দিলো আমাকে নিয়ে।
ছেলের কাছ থেকে এমন লেখা একজন বাবা পায়, তাঁর চোখ থেকে আনন্দাশ্রু টপ টপ করে গাল বেয়ে নিচে পরতে বাধ্য। বাবা দিবসে এর চেয়ে বড় উপহার কি আছে?
আজ ২৭ সেপ্টেম্বর। ১৯৯৯ সনের এই দিনে পৃথু জন্ম নিলো। ও নিজে শুধু জন্ম নিলো না, জন্ম নিয়ে ও আমাকে দ্বিতীয় সন্তানের বাবাও বানালো। গতবছর এই দিনে আমি ওর কাছে থাকতে পারিনি। জন্মদিনের কেক কেটেছে ঢাকায় ওর মা, ভাই, বন্ধুদের সাথে।
ওর ফুপাতো ভাই সাফিন এবার নেই পৃথুর জন্মদিনে। চার তারিখ চলে গিয়েছে ফিনল্যান্ড পড়াশুনার জন্য। ফিরবে আবার ২০২১ সনের মাঝামাঝি সময়।
গতবছরের ছবি দিয়েই গত জন্মদিনে পোষ্ট দিয়েছিলাম ফেইসবুকে। অনেক মানুষ পৃথুকে শুভেচ্ছা জানিয়েছেন ঐ পোষ্টে, তাঁদের সবার কাছে কৃতজ্ঞ আমি।
২০১৪ সনের এই দিনে ফেইসবুকে পৃথুকে নিয়ে পোষ্ট দিলাম ফেইসবুকে
শুভ হোক জন্মদিন বেটা
আমি যেন গর্বিত,পরিচিত হতে পারি তোমার বাবা হিসেবে।
সারাক্ষন ভালো থেকো।
পৃথু, আমার মেঝ ছেলে, আজ তার জন্মদিন।
২০১৩ সনে ফেইসবুকে তাঁর জন্মদিনের পোষ্টে লিখলাম-
সন্তানের বাবা হবার অনুভূতি আসলে লিখে প্রকাশ করা যায়না ।
অনেক গৌরব , আনন্দ , আশা মিশে থাকে একটি সন্তান জন্ম নেয়ার সাথে ।
আজকের এই দিনে আমি আমার দ্বিতীয় সন্তানের বাবা হয়েছিলাম
আজ আমার মেঝ বেটা পৃথুর জন্মদিন —
শুভ জন্মদিন বেটা —
২০১৮ সনের জন্মদিনে আমি ছিলাম সাথেই। ছোট পরিসরে অনাড়াম্বর পরিবেশে ওর কয়েকজন বন্ধু সহ আমরা কয়েকজন উদযাপন করলাম ওর জন্মদিন।
শুভ জন্মদিন বেটা, ভালোবাসি তোমাকে অনেক অনেক, যা কখনো ঠিক ভাবে প্রকাশ করা হয় না।
তবে আমি জানি, তুমি ঠিকই বুঝতে পারো বাবার ভালোবাসাকে।
৩৮টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
পৃথুর জন্মদিনে তার জন্যে অনেক অনেক শুভেচ্ছা, শুভ কামনা আর দোয়া জানাই। পিতা-মাতা সহ পরিবারের সকলের আদর ভালোবাসায় পূর্ণতা পাক তার আগামী দিনের স্বপ্নগুলো। 🌹🌹
ভালো হয়েছে আপনার ফেসবুক অফ হয়ে। নয়তো এই বিশেষ দিনটি আপনারা কিভাবে পালন করেন, তা আমাদের অজানায় থেকে যেতো 🙂
জিসান শা ইকরাম
অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা আপনার প্রতি পৃথুকে শুভেচ্ছা জানানোর জন্য।
পৃথুর পক্ষ হতে আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা 🌹 🌹
মোঃ মজিবর রহমান
পৃথুর জন্মদিনে তার জন্যে অনেক অনেক শুভেচ্ছা, শুভ কামনা আর দোয়া জানাই। পিতা-মাতা বন্ধুসকল সকলের আদর ভালোবাসায় পূর্ণতা পাক তার আগামী দিনের স্বপ্নগুলো। বাবার মতই আদরশ ধারন করতে চাই আর একজন বাবার আর কিই বা চাওয়ার বা পাওয়আর থাকে।
সকলের প্রতি রইল শুভেচ্ছা।
পৃথু সকলের মংগল কামনাই।
জিসান শা ইকরাম
অনেক অনেক ধন্যবাদ মজিবর ভাই।
পৃথুর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা 🌹 🌹
মোঃ মজিবর রহমান
❤🇧🇩💙💚
জিসান শা ইকরাম
❤💙💚
ইঞ্জা
পৃথুকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও দোয়া অফুরান, খুব ভালো লাগলো আজকের খেরো খাতাটা পড়ে।
জিসান শা ইকরাম
ধন্যবাদ ভাইজান,
পৃথুর পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা 🌹 🌹
ফেবুতে লগইন হতে পারলাম কিছুক্ষণ আগে 🙂
ইঞ্জা
আলহামদুলিল্লাহ।
খুব খুশির খবর।
জিসান শা ইকরাম
হ্যা ভাই, দুই দিন বেশ ভালোই ছিলাম ফেইসবুক ছাড়া 🙂
ইঞ্জা
কি বলেন ভাইজান, ফেইসবুক ছাড়া মানেই তো আমাদের ছেড়ে ছিলেন?
রেহানা বীথি
শুভ জন্মদিন পৃথু। দোয়া করি ভালো মানুষ হও।
জিসান শা ইকরাম
ধন্যবাদ বীথি আপু,
অফুরান শুভেচ্ছা 🌹 🌹
অশোকা মাহবুবা
জন্মদিনের শুভেচ্ছা পৃথুকে। অনেক অনেক বড় হও এবং বাবা মায়ের স্বপ্ন পূরণ কর দোয়া করি।
জিসান শা ইকরাম
পৃথুর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আন্তরিক শুভেচ্ছা 🌹 🌹জানবেন।
তৌহিদ
পৃথুর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। সুন্দর হোক তার আগামীর দিনগুলি।
বাবা ছেলের এমন মধুর সম্পর্ক বেঁচে থাকুক যুগ যুগ। একজন আদর্শ বাবা হিসেবে আপনার অনুভূতি পড়ে ভালোলাগলো ভাই।
জিসান শা ইকরাম
অনেক অনেক ধন্যবাদ ভাই,
নিরন্তর শুভেচ্ছা 🌹 🌹
ছাইরাছ হেলাল
দেখতে দেখতে চোখের সামনে পৃথু সুপুরুষ হয়ে উঠছে, কখন কেমন করে
তা বুঝতেই পারিনি। এমন দৃশ্যে গর্বিত পিতার চওড়া বুক আর-ও মায়া/মমতা আর দীঘল ভালোবাসায় এ প্রত্যাশা আমাদের সবার।
শুভেচ্ছা পৃথু-সোনা, বড় মানুষ হও সেটাই প্রার্থনায় রাখি এ-দিনে।
জিসান শা ইকরাম
এমন মন্তব্যে আপ্লুত হই সব সময়,
সাফিন ফিনল্যান্ড গিয়েছে, পৃথুরই ইচ্ছে হয়েছে যাবার।
শুভেচ্ছা 🌹 🌹
মনির হোসেন মমি
পৃথু মানে আমাদের ভাতিজার জন্মদিন আর আমরা জানবো না তা হয়! পোষ্টটি দিয়ে ভাল করেছেন। শুভ জন্মদিন পৃথু। ওরজন্য আমাদের অফুরন্ত দোয়া ও শুভ কামনা রইল।
জিসান শা ইকরাম
আপনাদের আত্মার আত্মীয় এজন্যই দিলাম এখানে,
ফেবুও অফ ছিল।
ধন্যবান মনির ভাই,
শুভেচ্ছা 🌹 🌹জানবেন।
নিতাই বাবু
পৃথুর শুভ জন্মদিনে শুভকামনা সহ সুন্দর শান্তিময় জীবনের প্রত্যাশায়, আমি নিতাই বাবু।
জিসান শা ইকরাম
পৃথুর পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে দাদা।
আন্তরিক শুভেচ্ছা 🌹 🌹
প্রদীপ চক্রবর্তী
শুভ জন্মতিথি পৃথু।
অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
পিতা পুত্রের প্রীতি বন্ধন চিরকাল অটুট থাক।
খুব ভালো লাগলো আজকের খেরো খাতাটা পড়ে।
শুভকামনা দাদা।
জিসান শা ইকরাম
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রদীপ।
শুভেচ্ছা 🌹 🌹ও ভালোবাসা
শারমিন আকতার
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইলো পৃথু র জন্য,
জিসান শা ইকরাম
অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু।
সোনেলায় প্রথম মন্তব্য দিলেন আমার লেখায়, আমার মেঝ ছেলে পৃথুকে উইশ করে।
পৃথুর পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ।
শুভ কামনা সব সময়ের জন্য।
বন্যা লিপি
আদরের পৃথুর জন্য আমার অঢেল ভালোবাসা। ছোট্ট বেলা থেকেই পৃথুটা আমার ভীষণ প্রিয়। আমাকে এমন ভাবে ডাক দেয়….. যা অন্যকারো ডাকে ওই টানটা অনুভূত হয়না।
প্রিয় ভাইটা আমার অনেক অনেক শুভ জন্মদিন। তোমার জীবনের সফলতা কামনা করছি। অনেক অনেক ভালো থেকো সব সময়।
জিসান শা ইকরাম
অনেক ধন্যবাদ লিপি তোমাকে, মিস করে পৃথু তোমাদের সবাইকে।
আন্তরিক শুভেচ্ছা 🌹 🌹জেনো।
চাটিগাঁ থেকে বাহার
পিতা-পুত্র উভয়ের জন্য দোয়া ও ভালোবাসা!
জিসান শা ইকরাম
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা বাহার ভাই।
শুভ কামনা।
রেজওয়ান
বাবা-সন্তানদের সম্পর্ক এমনই হওয়া উচিৎ❤ভালবাসা রইলো পরিবারের প্রতি😇
জিসান শা ইকরাম
অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা তোমার জন্য।
প্রবাসে ভালো থেকো।
শুভ কামনা।
রেজওয়ান
আপনিও ভাল থাকবেন সব সময় ভাইজান🌹
শাহরিন
শুভ জন্মদিন বাবা। অনেক বড় হও।
অপ্রাসঙ্গিক কথা হচ্ছে পৃথুকে কেন দেশের বাইরে পড়াশোনার জন্য পাঠানো হচ্ছে না।
জিসান শা ইকরাম
পৃথুর পক্ষ হতে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
আগে যেতে চায়নি ও। সেদিন সাফিন চলে যাবার পরে এখন বলছে যে যাবে।
IELTS করবে বললো গতকাল।
পাঠিয়ে দেবো ইনশআল্লাহ্
শুভ কামনা।
আরজু মুক্তা
শুভকামনা ওর জন্য।
জিসান শা ইকরাম
ধন্যবাদ মুক্তা,
শুভ কামনা।