
পাথরের পর পাথর রেখে নিভৃত ঘর-খানি সমাপ্ত হলে,
পাথরে পাথর ঠুকে আগুন জ্বালানোর প্রয়াসে ভুলে গেলে,আমায়!
আগুন-প্রজ্বলনে পুড়েছিলাম,আমিও ;
কাফেলায় ছুটেছিলে পরশ পাথরের খোঁজে,
ভুল কাফেলায় পৌঁছেছো গর্গন রাজ্যে,
মেডুসার আবাসে কেবলই প্রহেলিকা!
সেথায় প্রস্তর-পাথরের দেখা মেলা ভার..
খেজুর আর শরাবের লোভে বেদুইনের দল বিনিময়
করেছিলো তোমায়,
বুনো ঘোড়ার আদলে,
নিক্ষিপ্ত হয়েছিলে
ক্লিউপেট্রার রুদ্ধ-মলিন আস্তাবলে ;
হৃষ্ট হাবসি গোলামের তালিকায়
নাম লেখাতে ব্যর্থ হলে, ত্রস্ত তুমি!
এই জনমে এলে পূজারীর খোলে
আরাধনা শেষে বিসর্জন শুধু তোমাকেই মানায়….
৩২টি মন্তব্য
মনির হোসেন মমি
প্রথম হাজিরা দিলাম অ-কবি আফা।পরে আসছি…
সাবিনা ইয়াসমিন
আচ্ছা 🙂
মোঃ মজিবর রহমান
কঠিন শাস্তি আরো সুন্দর লেখা একবার আবার আসব।
সাবিনা ইয়াসমিন
আচ্ছা 🙂
প্রদীপ চক্রবর্তী
আমি সবসময় কবি কবিতার পূজারি।
কঠিন কাব্যকথন দিদি।
এই জনমে এলে পূজারীর খোলে
আরাধনা শেষে বিসর্জন শুধু তোমাকেই মানায়….
বিসর্জন শেষে কবির অশ্রুপাত হয় হৃদয়ে বিষন্নতা নিয়ে।
পাথর জনমে কাফেলায় ছুটেছিলে পরশ পাথরের খোঁজে!
সাবিনা ইয়াসমিন
বিসর্জন শেষে কবির অশ্রুপাত ঘটলেও পূজারীর চোখে আনন্দাশ্রু খেলা করে প্রদীপ। তাতে এক দেবীর বিসর্জনে অন্য দেবীর আবির্ভূত হওয়ার সম্ভাবনা থাকে।
শুভ কামনা 🌹🌹
তৌহিদ
নতুন কিছু পেলে মানুষ পুরাতনকে ভুলে যায় অথচ মনে রাখা উচিত তার অস্তিত্বকে, অনুপ্রেরণাকে। হীরাকে কাঁচ ভেবে যে ছুটে গিয়েছে সে কখনো আর প্রস্তরখন্ডের দেখা পায়ননা।
শেষ মুহুর্তের বিসর্জন তখন আর কোন কাজেই আসেনা।
দারুণ কবিতা আপু। পাঠক হিসেবে অ কবিতার মাঝেও যেন কবির উপহার দেয়া একঝুড়ি ভালোবাসা খুঁজে পেলাম।
সাবিনা ইয়াসমিন
আমার কবিতা সম্পূর্ন হলো আপনার মন্তব্যে!!
শুভ কামনা অফুরান তৌহিদ ভাই 🌹🌹
হিমু ভাই
জটিল ভাষা মাইরি😊 এত জটিল শব্দ আসে কিভাবে😒 আমার তো আসে না!
সাবিনা ইয়াসমিন
কি জানি ক্যামনে আসে!! আমার কাছেও জটিল লাগে।
মন্তব্যের জন্যে ধন্যবাদ হিমু। শুভ কামনা 🌹🌹
হিমু ভাই
🌸🌸🌸
মোঃ মজিবর রহমান
অধম বোঝেনা কোনটা ঘাটি বা আসল ভালবাসা তাই চাকচিক্যে এর উপর আস্বাস রেখে পুড়েছে।
আর বিসরজন দিতেই হই আবার পাই কিনা পাই সেটা অন্য বিসয়।
সাবিনা ইয়াসমিন
ঠিক তাই। আজকাল চাকচিক্য টাই আসল, বাকি সব ঠুনকো।
ধন্যবাদ মজিবর ভাই।
শুভ কামনা 🌹🌹
মোঃ মজিবর রহমান
শুভেচ্ছা রইল আরো কবিতা চাই
নিতাই বাবু
আপনার কবিতায় ভালোবাসা রেখে গেলাম। শারদীয় শুভেচ্ছা জানবেন।
সাবিনা ইয়াসমিন
শারদীয় শুভেচ্ছা আপনাকেও দাদা।
ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ কামনা সব সময়ের জন্যে। 🌹🌹
বন্যা লিপি
এ যেন গভীরতার সমুদ্র! অ-কবিতার নামটা মুছে ফেলো সাবিনা। উপলব্ধি করলাম পুরোটা। কিন্তু গুছিয়ে মন্তব্যে লিখতে পারছিনা বোধ।
ভালোবাসা জেনো❤❤
সাবিনা ইয়াসমিন
তোমার উপলব্ধ অনুভব আমিও বুঝেছি বন্যা।
ভালো থেকো সারাক্ষণ ❤❤
ছাইরাছ হেলাল
মুগ্ধপ্রাণে অতিথি হয়েছিলে নিষিদ্ধ সরাইখানায়
বিস্মিত যৌবন প্রতিভায়;
দুর্বিষহ জোয়ারে ভেসে গেলে দূর শৈবাল সাগরে,
বিষণ্ণতার আদিম গুহায়
জ্বালিয়ে রাখা অনুগত-প্রাণ সন্ধ্যাপ্রদীপ ফেলে!
সাবিনা ইয়াসমিন
বাহ! এই জন্যেই আপনাকে মহারাজ ডাকি।
আমি সারা কবিতায় প্যান-প্যান করে যেটা বলতে চেয়েছি, আপনি অল্পতেই সেটা শেষ করে দিয়েছেন। 😀😀
আরজু মুক্তা
নতুনকে খুঁজে পেলেও সে হয়ে যায় পাথর স্থবির। সৌন্দর্য শুধু ভোলায়। মন রাঙায় না!
সাবিনা ইয়াসমিন
উহু মনকেও রাঙায় বৈকি!!
” মন তাই-ই চায়, মন যা চায় ” ব্যাপারটা এই রকম। 🙂
শুভ কামনা অবিরত 🌹🌹
রেহানা বীথি
ভুলে যাওয়ার পথেও কখনও প্রয়োজন হয় পুরাতন। বিরুদ্ধবাতাস নিয়ে যেতে পারে না বেশিদূর ।
ভালো লাগলো বেশ।
ভালোবাসা দিলাম।
সাবিনা ইয়াসমিন
ভালোবাসা দ্বিগুণ করে দিলাম। ভালো থাকুন সব সময়। ❤❤❤❤
রেজওয়ান
অসাধারণ কবিতা আপি❤অতীত আমাদের শিকড় ভুললে চলবে কিভাবে?বরং অতীতের ভুলগুলো যাতে ভবিষ্যতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
ভাল থাকুন সব সময় আপি😇
সাবিনা ইয়াসমিন
অতীত স্বরণে রেখে যে পথ চলে তার ভুল হয়না কখনোই। কিন্তু কেই-বা মনে রাখে অতীতের বাণী!!
শুভ কামনা অজস্র রেজওয়ান 🌹🌹
রেজওয়ান
আপিও শুভেচ্ছা নিবেন🥰
ইঞ্জা
আপু কবিতা আমি কম বুঝি বলেই আলোচনা করলাম না, ভালো লাগা রইলো। 😊
সাবিনা ইয়াসমিন
পড়েছেন তাতেই ধন্য হয়েছি ভাইজান।
শুভ কামনা আপনাকে 🌹🌹
মোহাম্মদ দিদার
হে অ কবি
আপনার অ কবিতা পাঠে, তৃপ্ত হলাম।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ অফুরান।
ভালো থাকুন, লেখা দিন।
শুভ কামনা দিদার ভাই 🌹🌹
জিসান শা ইকরাম
আপনার সাম্প্রতিক কবিতার মধ্যে এটিকেই আমি সেরা হিসেবে সনদ দিলাম,
ক্যামনে লেখেন এমন করে? !!
কোন চাল এর ভাত খেলে এমন কবিতা লেখা যায়?
আরো বেশী বেশী লিখুন, রোজ দুইটা লেখা দিন।
মডুদেরকে অনুরোধ করবো ১২ ঘন্টায় এক পোষ্ট এর নিয়ম করতে 🙂
শুভ কামনা।