
এই ছবিটা ভালো ভাবে লক্ষ্য করুণ। সোনালী পটভূমিতে সোনালী টি-শার্ট গায়ে যার একমাত্র চুল আর চশমা ব্যতীত সারা অঙ্গ সোনালী। এটি সহজেই অনুমেয় যে, তিনি সোনালার ব্লগার, তাই তিনি ব্লগিং করতে করতে, করতে করতে সোনা রঙ এ নিজেকে পালটে ফেলেছেন। সাধারণত ফেইসবুকারগন ব্লগিং করতে পারেন না, অর্থাৎ ব্লগে এদের পোষায় না। ফেইসবুকের লাইক, কমেন্ট, ইনবক্সের কাছে ব্লগ খুবই সাদামাটা লাগে ফেইসবুকারদের কাছে। এই সোনালী মানুষটি এই প্রচলিত ধারণাকে মিথ্যে প্রমাণ করে একজন পারফেক্ট ব্লগার হয়ে উঠেছেন এবং তা অত্যন্ত অল্প সময়ের মধ্যে।
তাঁর সম্পর্কে কিছু জেনে নেয়া যাক, যা তিনি নিজেই বলেছেন তাঁর সোনেলা ব্লগ এর প্রফাইলে-
# তিনি কিছুটা কাঠখোট্টা, কিছুটা আবেগী টাইপ মানুষ। লেখালিখি করতে ভালোবাসেন, অনেকটা শখের বসেই লেখালিখি করেন।
# ভালোবাসেন নিজের মা মাটি দেশ। রাজাকার শব্দটিতে তাঁর আমার মতই এলার্জি আছে। চাটুকারদের একটু এড়িয়ে চলেন তিনি।
# সহজ সরল জীবনযাপন করেন তাই আশেপাশের মানুষজন তাঁকে অসামাজিক আখ্যা দিয়েছে। অথচ কোমলে কোঠরে মেশান তিনি এক অদ্ভুত হোমোসেপিয়েন্স।
# তার প্রিয় উক্তি- ” আমার কোন অতীত নেই, আমার কোন ভবিষ্যত নেই, আমি জন্ম হতেই বর্তমান।
আমি অতীত হবো মৃত্যুতে, আমি ভবিষ্যত হবো আমার রক্তকোষের দ্বি-বিভাজনে।”
তাঁকে জানতে হলে যে সব পোষ্ট পড়তে হবেঃ
একান্ত অনুভূতির ডায়েরী
আমার ছেলেবেলা- সোলেমানী মন্ত্র
আমি!
একটি ব্লগের অন্যতম সম্পদ সমসাময়িক লেখা। তিনি এ বিষয়ে প্রচুর লিখেছেন। যা থেকে কয়েকটি লেখার লিংক দিচ্ছি এখানে, যা আপনারা আবার পড়ে দেখতে পারেন। সমসাময়িক লেখায় তাঁর পর্যবেক্ষণ, যুক্তি, উপসংহার দিতে পারেন তিনি।
মুরগীর খামারে শেয়াল চৌকিদার
সরকারি সেবা, আমাদের প্রাপ্তি এবং অসহায়ত্ব
ছেলেধরা গুজব! মব সাইকোলজিতে আক্রান্ত কিছু মানুষ
একান্ত অনুভুতি বিভাগে প্রকাশিত লেখায় একজন লেখক তাঁর নিজস্ব চিন্তা ভাবনা প্রকাশ করেন। যে লেখাগুলো পঠনে তাঁর নিজস্ব একান্ত চিন্তা ভাবনা সম্পর্কে পাঠককে বুঝতে সাহায্য করে। তিনি প্রচুর একান্ত অনুভুতি বিভাগে লেখা প্রকাশ করে নিজেকে চিনিয়েছেন প্রবল ভাবে। তাঁর লেখা এসব পোষ্ট সোনেলাকে সমৃদ্ধ করেছে।
অকালবসন্ত পথে অমোঘ যাত্রা-
সাতকাহন
আমিই আলফা আমিই ওমেগা
আমার কিছু প্যাঁচালি কথা
বিদগ্ধ অস্তিত্বের চিহ্ন
দেহলোভী কামনা!
ফসিল রিপুর আর্তনাদ
মিথ্যে সম্পর্কের দাম্ভিকতা আর কত?
চোখে তিমি মাছের স্বপ্ন
বাহে’র গল্প- পর্ব ০২ ( রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম)
সোনেলায় জন্মদিনের শুভেচ্ছা পোষ্ট প্রচলিত আছে প্রথম থেকেই। এ ধরনের পোষ্ট ব্লগারদের মধ্যে আন্তরিকতা এবং যোগাযোগ বৃদ্ধি করে। এমন জন্মদিনের পোষ্ট যে কোনো ব্লগারই দিতে পারেন। এটি যে সোনেলা ব্লগ দিবেন এমন কোনো কথা নেই। ব্লগ টিমের সাথে কথা বলে জেনেছি যে সোনেলা ব্লগ আশা করে যে এমন শুভেচ্ছা মুলক পোষ্ট ব্লগাররা নিজেরাই যেন দেন।
আমার বিবেচনায়, তাঁর দেয়া জন্মদিনের শুভেচ্ছা- পোষ্টটি সোনেলার শুভেচ্ছা পোষ্ট সমূহের মাঝে অন্যতম সেরা পোষ্ট।
তিনি রম্য লেখায়ও সিদ্ধ হস্ত। তাঁর প্রকাশিত রম্য লেখার মাঝে এটিই সেরা মনে হয়
ফেসবুক কামলা – Work’s at Facebook
সোনেলার বিভিন্ন সুবিধা নিয়ে পোষ্টঃ
নতুন এবং পুরাতন ব্লগারদের অবশ্য পাঠ্য তাঁর লেখা তিনটি পোষ্ট।
খুব সহজেই ছবির আকার পরিবর্তন করুনঃ
সোনেলা ব্লগে ছবি যোগ করবেন যেভাবে
সোনেলা ব্লগের লেখা যেভাবে শেয়ার করবেন
তিনি কবিতাও লেখেন। কবিতা লিখতে গিয়ে তিনি মিছে মরীচিকা র পিছনে ছোটেন না এটি তারই প্রমাণ।
চিঠিঃ সোনেলায় চিঠি বিভাগ চালু হবার পরপরই তিনি দিয়ে দিলেন শিশিরের কাছে একটি চিঠি।
প্রাপক শিশির
তিনি সেঞ্চুরী করলেন এই পোষ্ট দিয়ে।
এতক্ষন যার কথা বললাম, শততম পোষ্টের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ব্লগার তৌহিদকে
দুইশত পোষ্টের জন্য সময় বেঁধে দেয়া হলো একশত পঞ্চাশ দিন। এর বেশী সময় দেয়া যায় না 🙂
৪৪টি মন্তব্য
মনির হোসেন মমি
শুভেচ্ছা স্বাগতম
সোনেলার ১০০তম পোষ্টের অধিকারী।
লোকটির সম্পর্কে বেশী কিছু বলবো না যা বলার আপনিই বলে দিয়েছেন তবে শুধু এই টুকু বলব- হি ইজ পারফেক্ট ব্লগার।
তৌহিদ
লজ্জা পেলুম ভাইটি। আপনারা হচ্ছেন ব্লগিং গুরু। এটা কি করে ভুলি? ☺
সাবিনা ইয়াসমিন
ইয়েস! হি ইজ পারফেক্ট ব্লগার। অভিনন্দন তাকে 🙂
আপনাকেও ধন্যবাদ মমি ভাই 🌹🌹
ছাইরাছ হেলাল
স্বজন প্রীতির সুবাতাস বয়ে যাচ্ছে লেখায় লেখায়।
অবশ্য স্বজন হলেই এমন প্রীতি পাওয়া যায়।
শুভেচ্ছা এবং শুভেচ্ছা এই সবুজ উদ্যমী ব্লগার-কে।
আর এমন মহৎ কর্মের জন্য অশেষ ধন্যবাদ সোনেলা-জি কে!
তৌহিদ
মহারাজ, স্বজনরাই স্বজনদের প্রীতি করে জানেনইতো ☺☺
সোনেলা পরিবারে আমরা সকলেই স্বজন কিন্তু। বাই দ্যা রাস্তা, লেখায় সাহায্যের বেলায় আপনার অবদান ঠিকই মনে রাখি কিন্তু ☺☺
সাবিনা ইয়াসমিন
স্বজন বলতে স্বজন ! সোনেলার সবাই সবার আপনজন মহারাজ। এই দীক্ষা কিন্তু এখানেই পেয়েছি। 🙂
এই পোস্ট আমি দিয়েছি। তাই এবার আপনাকে কৃতজ্ঞতা ছাড়াই ধন্যবাদ নিতে হইবেক 😉
ছাইরাছ হেলাল
অবশ্যই ধন্যবাদ, এই ভেবে যে, এখন থেকে আমিও
আপনার সাহায্য চাইতে পারব!
সাবিনা ইয়াসমিন
চাইবেন মানে!!!! হুকুম করবেন মহারাজ। তবে অনুগত প্রজা হিসেবে আমি খুব একটা সুবিধার না,,, আগেই বলে রাখছি। 😀😀
তৌহিদ
কাম সারছে, আমার কুণ্ডলী বাহির কইরা ফেলছেন!! সত্যি আমি আপ্লুত হয়ে গেলাম আপু। সোনেলার আমার প্রতি এই ভালোবাসা কি দিয়ে প্রতিদান দেবো!!
ধন্যবাদ সাবিনা আপু। এই না হলে বোন।!! ভাইয়ের হাঁড়ির সব খবর রাখেন ☺☺
অফুরান ভালোবাসা আর শ্রদ্ধা জানবেন। 🌹
সাবিনা ইয়াসমিন
থ্যাংকুউ ওয়েলকামে কাজ হবে না ব্রাদার। ১৫০ দিনের টাস্ক কিন্তু কম্পলিট করতে হবে। আর হ্যা, আমার চার পকেটওয়ালা একটা শাড়ি কিন্তু ঠিকই নিবো, মনে থাকে যেনো 🙂
অজস্র শুভ কামনা আর অভিনন্দনে স্বরনীয় হয়ে থাকুক আজকের দিন। 🌹🌹
তৌহিদ
ইনশাআল্লাহ আপু। চারপকেটওয়ালা শাড়ি পাওনা রইলো। তয় কি কি রাখবেন পকেটে? !☺☺
সাবিনা ইয়াসমিন
অনেক অনেক কিছু জমিয়েছি। ওগুলো রাখবো। আরও কিছু রাখবো, তবে ওসব বলা যাবেনা। 😉
মোঃ মজিবর রহমান
তার লেখনীই তাকে আরো অনেক দূর নিয়ে যাবে। বেশি বলব। তৌহিদ ভাল লেখক হবে তাতে কোন সন্দেহ নাই।
তিনি সোনেলার সোনা, ব্লগারদের ব্লগার।
তৌহিদ
আপনারাই আমার শক্তি সাহস সবকিছু ভাইজান। পাশে থাকবেন এভাবে।
মোঃ মজিবর রহমান
আল্লাহ সহায়। আপনার মেধা শ্রম স্বারথক হোক। সোনেলাকে আর এগিয়ে যাবে আপনাদের কল্যানে। সেই আশা রাখি।
সাবিনা ইয়াসমিন
মজিবর ভাইজান, এভাবেই উৎসাহ আর উদ্দীপনা দিয়ে একেকজন ব্লগার তৈরি করেছেন আপনারা। সব সময় সবার পাশে থাকুন, এটাই কামনা করি 🙂
মোঃ মজিবর রহমান
সব আল্লাহর ররহমত, আল্লাহকে ধ্যান জ্ঞান রেখে আপনাদের মেধা ঘাটিয়ে সোনেলা আর বড় পরিসরে যাবে ইনশাল্লাহ।
ইঞ্জা
অভিনন্দন প্রিয় তৌহিদ ভাই, আমতা আমতা করে ব্লগে এসেই যে বাজিমাত করা যায় তার উতকৃষ্ট উদাহরণ আপনি, আপনি এলেন জয় করলেন সোনেলার সকলের মন, আপনি এমন সময় এডমিনের পজিশন নিলেন যখন সোনেলাকে নিয়ে কুচক্রী মহল আধা জল খেয়ে পিছনে লেগেছিলো, স্বাভাবিক ভাবেই আপনাকে শুধু অভিনন্দন জানানো কমই হয়ে যায় ভাই, আন্তরিক ধন্যবাদ আপনাকে।
আমি ধন্যবাদ জানাই প্রিয় সাবিনা আপুকে তৌহিদ ভাইকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেওয়ার জন্য।
তৌহিদ
ধন্যবাদ দাদা, আপনার অনুপ্রেরণা আর সাহস না পেলে আমার একার পক্ষে এসব করা মোটেই সম্ভব ছিলোনা। আপনি হচ্ছেন আমার গুরু। গুরুর আশির্বাদ চিরধার্য্য।
সাবিনা ইয়াসমিন
ঠিক, শুধু ধন্যবাদ আর অভিনন্দন জানালে প্রকৃত কৃতজ্ঞতা স্বীকার করা যায়না। সোনেলার বিপর্যয়ের সময় যারা পাশে ছিলেন, নিজেকে অলিখিত অগ্নি-পরীক্ষার সামিল করেছেন, তাদের সকলেই সোনেলা জয়ের দাবীদার। আপনার ভূমিকার কথা জানি ভাইজান। অসীম সাহসিকতার সাথে সেইদিন গুলো আপনি পেরিয়ে এসেছেন। আপনি, তৌহিদ ভাই সহ বর্তমানে যারাই সোনেলায় ব্লগিং করছে সবার জন্যেই শ্রদ্ধা ও শুভেচ্ছা রইলো। 🌹🌹
ইঞ্জা
লজ্জা দিয়েননা ভাই, আমি গুরু এই কথা বলবেননা, আমি আপনার গুণটাকে কাজে লাগানোর ব্যবস্থা করে দিয়েছি যা সোনেলার প্রতি আমার ভালোবাসা থেকেই হয়েছে, আর আশীর্বাদ সবসময় থাকবে। 😊
ইঞ্জা
আপু দুঃসময়ের কান্ডারী হলেন আপনি, ঝড়ের পুরা টার্গেট ছিলেন আপনি, আপনি অবিচল ছিলেন বলেই আমরা কজনা (আমি, তৌহিদ ভাই, মমি ভাই, মজিবর ভাই) ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম, যা ভাই হিসাবে আমাদের কর্তব্য এ সোনেলার প্রতি ভালোবাসা ছিলো।
কৃতজ্ঞতা আপনার আর জিসান ভাইজানের প্রতি সবসময় থাকবে। 😊
ইঞ্জা
সাবিনা আপু আপনি ফেইসবুকে নেই কেন, কোন সমস্যা?
সাবিনা ইয়াসমিন
একটু সমস্যা হয়েছিলো। আজ ঠিক করে ফেলেছি ভাইজান। 🙂
ইঞ্জা
ধন্যবাদ আপু, সত্যি চিন্তিত হয়েছিলাম।
জিসান শা ইকরাম
@তৌহিদ
শততম পোস্টের জন্য ব্লগার তৌহিদকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
সময় নির্ধারন করে দেয়া আছে কিন্তু। একশত পঞ্চাশ দিনে একশত পোস্ট ব্যাপারনা।
তৌহিদ
ধন্যবাদ ভাই, আসলে আপনার দিকনির্দেশনাই আমার জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। একজন এডমিনের দ্বায়িত্ব মডারেটর হিসেবে আপনিই আমাকে অনেক কিছু শিখিয়েছেন। পাশেই আছিতো ভাই।
আমাদের সোনেলা ম্যাডামের কাছে কৃতজ্ঞতার শেষ নেই।
সাবিনা ইয়াসমিন
পারবে পারবেই, টেনশন নট। ১৫০ দিন বরং বেশিই হয়ে যাবে তৌহিদ ভাইয়ের জন্যে 😀😀
তৌহিদ
হ হ ফুলান ফুলান, আরো ফুলান। আমি ফুলতেয়াছি 😃😃
জিসান শা ইকরাম
সোনেলা ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ এমন একটি পোস্ট দেয়ার জন্য।
সবার দিকে নজরদারী তো ভালই চালাচ্ছেন।
আশেপাশের দু একজনের দিকেও তাকিয়েন একটু।
সাবিনা ইয়াসমিন
একজোড়া চোখ দিয়ে যতটুকু সম্ভব সব নজরেই রাখি। আশে-পাশেও খেয়াল রাখছি বৈকি ; সময় হলে বাকিরাও দেখবে ইনশাআল্লাহ 🙂
ধন্যবাদ এবং স্বাগতম মন্তব্যের জন্যে 🌹🌹
শবনম মোস্তারী
শততম পোষ্টের জন্য অভিনন্দন 🌹🌹
ডাবল সেঞ্চুরীর জন্য একশত পঞ্চাশ দিন বেশি হয়ে গেছে 😁 আশা রাখছি শততম দিনেই ডাবল সেঞ্চুরী হবে…😎
সাবিনা ইয়াসমিন
এইতো এসে গেছে ব্লগার তৌহিদের সেরা, একনিষ্ঠ পাঠিকা ভোরের শিশির! আমাদের সোনেলার মিষ্টি মেয়ে শবনম 🙂
আপনি যখন ভরসা দিচ্ছেন, তাহলে শততম দিনেই নিশ্চিত ডাবল সেঞ্চুরি হবে 😀😀
কোনো সন্দেহ নেই তাতে। শুভ কামনা আপনাদের 🌹🌹❤❤
তৌহিদ
আপনাকেও অনেক ধন্যবাদ প্রিয়। শুভেচ্ছা রইলো।
নিতাই বাবু
সোনেলা ব্লগে শততম পোস্টে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি বেঁধে দেওয়া ১৫০তম দিনের মধ্যে কোনওএক সময় দুইশতম পোস্ট সম্পন্ন করতে পারবেন। এবার আপনার জন্য রইল শুভকামনা।
সাবিনা ইয়াসমিন
পারবেন বলেই মনে হচ্ছে দাদা। তার অদম্য ইচ্ছেই তাকে তার গন্তব্যে নিয়ে যাবে। 🙂
অনেক ধন্যবাদ দাদা, শুভ কামনা অবিরত 🌹🌹
তৌহিদ
আপনাকেও ধন্যবাদ দাদা। শুভেচ্ছা রইলো।
সঞ্জয় মালাকার
দাদা সোনেলা ব্লগে শততম পোষ্টের জন্য অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা,
শুভ কামনা সহস্র কোটি বার।
সাবিনা ইয়াসমিন
শত শুভেচ্ছা আর অভিনন্দন তাকে।
আপনাকেও ধন্যবাদ আর শুভ কামনা দিলাম সঞ্জয় দাদা। ভালো থাকুন সব সময় 🌹🌹
তৌহিদ
ধন্যবাদ দাদা। শুভেচ্ছা রইলো।
আরজু মুক্তা
কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা! ১০০তম পোস্টের জন্য। অবশ্যই তিনি একজন হেল্পফুল ব্লগার। আর জন্মদিনের পোস্টটা ওনার সেরা পোস্ট। এই পোস্টটি ৩২৮ বার শেয়ার হয়েছে। পড়েছেন ৫২৯ জন।শুভকামনা!
এতো ভালো লিখেন কীভাবে?
তৌহিদ
ধন্যবাদ আপু, ভালো লিখি কিনা জানিনা তবে সাহায্যের জন্য আমার দরজা সবসময়েই খোলা ☺
হৃদয়ের কথা
শততম পোস্টের জন্য এই সোনালী মানুষ তৌহিদ ভাইয়াকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাকেও ধন্যবাদ এমন সুন্দর একটি পোষ্ট উপহার দেয়ার জন্য সাবিনা ইয়াসমিন ম্যাম।
আমার একশত পোষ্ট হতে আর মাত্র ৯৮ টি বাকি আছে 🙂 সেঞ্চুরী করলে শুভেচ্ছা পোষ্ট পাবো তো?
সুরাইয়া পারভিন
অভিনন্দন ও শুভ কামনা রইলো ভাইয়া।একজন সৃষ্টিশীল মানুষ সম্পর্কে জানতে পেরে আনন্দিত হলাম
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় ভাইয়া