
কোন এক বিরল সন্ধ্যায়
ঠাটা-মৃত্যুর অভিশাপে ভারাক্রান্ত
অন্তঃসত্ত্বা এ হৃদয়,
খোঁজে একটুখানি উন্মুখ জানালা;
বিনিদ্র রাত্রির শঙ্কায় একটু বাতাস,
গলে-যাওয়া চাঁদের হিম-শ্রী হ্রদে
খরতাপের অন্তহীন একাকীত্বে।
ক্ষণ-জীবনের জল-বৃষ্টিতে নির্বাক বিস্ময়ে ভাবে,
কে আর রাখিবে কারে আধার-স্মরণে!
আচ্ছন্নের মসৃণ খুশি, অনুপকারী প্রত্যহের ফুটে থাকা
কিরণ-কল্পন আফসোসের কারণ,
সবেধন-নীলমণি চাঁদ, ফিকে আজ দূর আকাশে
স্তব্ধতায় ডুবে আছে, নরম-সন্ধ্যা শুয়ে আছে নিসর্গ-শিয়রে,
মৃদু-উজ্জ্বল আলো ফেলে, বৈপরীত্যের অবগুণ্ঠনে!
২২টি মন্তব্য
জাহিদ হাসান শিশির
অসাধারণ কবিতা।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ আপনাকে।
আরজু মুক্তা
মেয়ে, তুমি ঘোমটা খাুলে সামনে আসো। ছড়াও চাঁদের হাসি।
ছাইরাছ হেলাল
মেয়ে এলো কোত্থেকে/কেমনে!!
চাঁদ হেসে ফেললে ঘোমটার কী সাধ্য! তা আটকায়!
শাহরিন
কী বুঝলাম তা লিখে বোঝাতে পারছিনা কেন!!!!
ছাইরাছ হেলাল
অনেক ধন্যবাদ,
এবারে আপনি ঠিক বুঝতে পেরেছে।
জিসান শা ইকরাম
কেমন এক বিষন্নতা লেখার মাঝে,
শব্দ চয়নে টাস্কিত হয়েছি৷
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
গভীর বিষণ্নতা-ই প্রকাশ করতে চেয়েছি।
জিসান শা ইকরাম
এত বিষণ্ণতায় কস্ট লাগে তো।
ছাইরাছ হেলাল
না লেগে যে উপায় নেই।
শামীম চৌধুরী
ম্যাচিউরড লেখা। ভালো লাগলো।
ছাইরাছ হেলাল
হা হা হা,
অনেক ধন্যবাদ।
নিতাই বাবু
কখেঁটে খাওয়া মানুষেরা অন্যের জন্য ভাবার সময়ও পায় না। এঁদের মধ্য আমি একজন অন্যতম।
কবির জন্য শুভকামনা।
ছাইরাছ হেলাল
তা খুব-ই ঠিক,
প্রাপ্তি অ-প্রাপ্তির কঠিন সমীকরণ মেলানো যায় না।
বন্যা লিপি
নিসর্গের শিয়রে সন্ধ্যা”……..
বিষন্নতায় ভরে ওঠে মন।
আপনি অনেক বেশি ভাবছেন “সন্ধ্যা” নিয়ে।
ভালো আছেন তো?
লেখার প্রশংসার যোগ্যতা নাই।
প্রতিটা শব্দে চমকিত হই।
খুব ভালো থাকবেন।
ছাইরাছ হেলাল
আসলে কেমন আছি তা তো বুঝতে পারি না,
তবে গভীর বিষণ্ণতা তো থাকেই। উঠে আসে আগাম জানান না দিয়েই।
পড়ার জন্য ধন্যবাদ।
তৌহিদ
এই নস্বর পৃথিবীতে কেউ কারো নয়। একা এসেছি একাই চলে যাবো। মাঝখানে কেউ আসে আলেয়ার আলো হয়ে। কিছু ভালোবাসা আর কিছু মন খারাপের আকুতি নিয়ে।
শুভকামনা জানবেন ভাইজান।
ছাইরাছ হেলাল
একা আসি একা-ই যাই, অনুষঙ্গের আনন্দ/যন্ত্রণা ছুঁয়ে যায়/থাকে সহসাই।
আপনি-ও ভাল থাকবেন।
মনির হোসেন মমি
ক্ষণ-জীবনের জল-বৃষ্টিতে নির্বাক বিস্ময়ে ভাবে,
কে আর রাখিবে কারে আধার-স্মরণে!
চমৎকার উক্তি। বিপদে কেউ কাউকে চেনে না।
ছাইরাছ হেলাল
ব্যতিক্রম ছাড়া কঠিন সত্য উচ্চারণ,
ধন্যবাদ অবশ্য-ই।
সাবিনা ইয়াসমিন
বিষন্নতা সংক্রামক ব্যাধির মতো। ভালো লাগেনা এমন লেখা পড়তে। আনন্দের লেখা দিন মহারাজ। আলোকিত সন্ধ্যা আসুক নতুন লেখায়।
ছাইরাছ হেলাল
আপনার তো টিকা নেয়া আছে!! চিন্তা কী!
আসুক আসুক!!