
রটে যাবে
__নাজমুল হুদা
কবিদের সন্দেহ করতে এসো না;
ক্লান্তি গায়ে মেখে, ব্যর্থতায় বাড়ি ফিরে যাবে
বরং, ভালোবাসতেই এসো
থাকো, দেখো- কবিতায় ইতিহাস রটে যাবে।
.
মধ্যবিত্ত
__নাজমুল হুদা
মধ্যবিত্তের উচ্চাশা এভারেস্টের মতো
হয়ত টপকাও, নয়ত মচকাও
মধ্যবিত্তের প্রেমাশা মাকালের মতো
হাসতে দারুণ, বাসতে করুণ।
.
খেলাতত্ত্ব
__নাজমুল হুদা
আমি এখন সাপের খেলায় ভয় পাই না
আমি এখন বানর খেলায় খুব হাসি না
আমার এখন—
নেতা আর নীতিতে; ভয়ে ভয়ে আঁতকে উঠি
কথা আর আশ্বাসে; হাসতে হাসতে ঢলে পড়ি।
নেত্রকোণা, ময়মনসিংহ।
২১টি মন্তব্য
ইঞ্জা
চমৎকার কাব্যিকতা, ভালো লাগা রয়ে গেলো ভাই।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া । কৃতজ্ঞতা প্রকাশ করছি । আমার ওয়াই ফাই না থাকার কারণে ব্লগে সবার লেখা পড়তে পারি না। তার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি
ইঞ্জা
আপনাকে একটা বুদ্ধি দিই, আপনি যে কারো লেখাতে ক্লিক করে প্রবেশ করুন, প্রবেশ সম্পন্ন হলে নেট অফ করে পড়ুন, এরপর নেট অন করে কমেন্ট করুন, এতে অন্যের লেখা পড়াও হলো, নেটও বাঁচলো। 😊
রেহানা বীথি
চমৎকার লিখেছেন
নাজমুল হুদা
ধন্যবাদ আপু 😍
তৌহিদ
বাহ! অনুকবিতা ভালো হয়েছে নাজমুল। আসলে অল্প কথায় অনেক কিছু প্রকাশিত হয়েছে লেখায়।
শুভকামনা রইলো।
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ ভাইয়া 😍😍
মনির হোসেন মমি
মধ্যবিত্ত
__নাজমুল হুদা
মধ্যবিত্তের উচ্চাশা এভারেস্টের মতো
হয়ত টপকাও, নয়ত মচকাও
মধ্যবিত্তের প্রেমাশা মাকালের মতো
হাসতে দারুণ, বাসতে করুণ।
চমৎকার বাক্যের ব্যাবহার।সলিট অনধাপন।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 😍
জিসান শা ইকরাম
মধ্যবিত্তরা আসলেই এমন।
নেতাদের কথায় প্রচুর হাসির খোরাক থাকে।
অনুকাব্য ভালো হয়েছে,
শুভ কামনা।
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ ভাইয়া 😍😍
শিরিন হক
কি লিখেন আপনি?
যাই লিখেন বাস্তবতায় খোঁচা দেয়।এমন করে কেউ লিখে মিথ্যে কিছু লিখতে হয়।
অনুকাব্য সেই হইছে।
নাজমুল হুদা
অসংখ্য ধন্যবাদ আপু 😍।
আজকের বাস্তবতা হয়ত আগামীতে মিথ্যে হয়ে যাবে।
খুরশীদা খুশী
চমৎকার লিখেছেন।
নাজমুল হুদা
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভালোবাসা জানবেন
রাফি আরাফাত
নেতা আর নীতিতে; ভয়ে ভয়ে আঁতকে উঠি
কথা আর আশ্বাসে; হাসতে হাসতে ঢলে পড়ি।
অসাধারন লিখা ভাই। ভাষার তারিফ করতে হবে।
ভালো লাগলো
নাজমুল হুদা
আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ভাই 😍
ভালো থাকবেন সবসময়
আরজু মুক্তা
মধ্যবিত্ত কবিতা ভালো লেগেছে।
শুভকামনা
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ আপু 😍
ভালো থাকবেন সবসময়
শামীম চৌধুরী
অসাধারন।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 😍
ভালো থাকবেন সবসময়