
ওগো মায়াবতী,
তকে যে আমি ভালবাসি আমার প্রাণের চেয়ে ও বেশী।
এই জীবন দিয়ে ধরতে রাজি,আমার ভালবাসার বাজি।
মায়াবতী তুই যদি চাছ,
তর জন্য আনতে রাজি নীল আকাশটার চাঁদ।
ঐ নীল আকাশের চাঁদটা আনতে হয় যদি গো মরণ,
হাসি মুখে করবো আমি বরণ।
ওগো মায়াবতী তর মুখে এক চিলতে হাসি ফুটাতে,
করতে পারি শরীর ক্ষতবিক্ষত,
জড়াতে পারি শরীর থেকে সবটুকুন রক্ত।
রক্ত জড়িয়ে যদি হয় ভালবাসার ঋন, তবুও আমি অশ্রু জরিয়ে করবো না কন্দন।
কারণ এটা যে আমার ভালবাসার বন্ধন।।
১৮টি মন্তব্য
নাজমুল হুদা
পৃথিবীতে শুধু ভালোবাসার জয় হোক।
এমন কোনো অশুভ চিন্তা চেতনা যেন মানুষকে বিকারগ্রস্ত করে না দেয়। যে প্রভাবে নারীর মর্যাদা হুমকির মুখে পড়ে পৃথিবী তার রূপ হারিয়ে ফেলুক।
ভালোবাসাই হোক পৃথিবীর হাতিয়ার।
স্বপ্নবিহীন মামুন
ধন্যবাদ প্রিয়
শিরিন হক
ভালোবাসার জয় হোক। বানান ঠিকঠাক করে দিলে কবিতায় সৌন্দর্য আসবে।কবিতা বেশী বেশী পড়ুন।
শুভকামনা।
স্বপ্নবিহীন মামুন
নবীন লেখক তাই
কৃতজ্ঞতা প্রিয়
মনির হোসেন মমি
দারুণ অনুভুতি।
স্বপ্নবিহীন মামুন
ধন্যবাদ প্রিয়
রেহানা বীথি
বক্তব্য ভালো।
বানানের দিকে একটু খেয়াল রাখবেন।
স্বপ্নবিহীন মামুন
নবীন লেখক তাই
কৃতজ্ঞতা প্রিয়
জিসান শা ইকরাম
ভালোবাসা ঠিক আছে,
তবে রক্তারক্তি করে ভালোবাসার প্রমাণ কেউ যেন না দেয়,
রক্তের মূল্য কেউ বুঝবে না।
শুভ কামনা।
স্বপ্নবিহীন মামুন
ধন্যবাদ প্রিয়
শাহরিন
কঠিন ভালোবাসা। কিন্তু বাতাস যতো জোড়ে আসে বৃষ্টি ততোই কম হওয়ার সম্ভাবনা থাকে।
স্বপ্নবিহীন মামুন
ধন্যবাদ প্রিয়
রাফি আরাফাত
ভালবাসার এক কঠিনতা। ভালো লাগলো ভাই
স্বপ্নবিহীন মামুন
ধন্যবাদ প্রিয়
সালমা আক্তার মনি
বাহ ভালবাসার সহজ প্রকাশ! জয় হোক ভালবাসার
স্বপ্নবিহীন মামুন
ধন্যবাদ প্রিয়
সাবিনা ইয়াসমিন
মায়াবতীর জন্যে এত মায়া !! ভালোবাসাকে শক্ত বাধনেই আটকেছেন বোঝা যাচ্ছে।
বানান কিছুটা এলোমেলো, লাইন গুলোও ঠিক তেমনই। ভালোবাসার আবেগে সম্ভবত এমন হয়েছে। ঠিক করে নিন, দেখতে ভালো লাগবে।
শুভ কামনা 🌹🌹
স্বপ্নবিহীন মামুন
নবীন লেখক তাই
কৃতজ্ঞতা প্রিয়