জলজন্ম

মাসুদ চয়ন ৫ জুলাই ২০১৯, শুক্রবার, ১০:৪৮:৫৮পূর্বাহ্ন কবিতা ২৯ মন্তব্য

অনুভব্য শান্তির খোঁজে নিঝুম নদী তীরে
তার সাথে হৃদয়ের নিবিড় আলাপন চলে
জীবনের মানে খুঁজে পেতে তার কাছে যাই
নিরাশ হইনি আজও_
নদীর কাছে গেলে নিজেকে নতুন জন্ম মনে হয়
ঢেউয়ে চেয়ে থেকে নতুনের স্বপ্নালু স্বাদ জাগ্রত হয়
জোয়ারের টানে সাঁ সাঁ শব্দে সুপ্ত কল্পনা আন্দোলন তোলে
যে কল্পনায় মানবজন্ম বাঁচে স্বপ্নে_
তাই আজও নদী তীরে জীবনের মানে খুঁজে চলেছি
জীবনের মানে ঘুরে ফিরে জলের মতন
তাই মরনের কথা স্মরনে আমরা কেঁদে জল হই
এভাবে প্রতিটা মানুষ জলে-নদী রচনাতে নিমগ্ন
সে নদী দেখেনি জগৎ
তাই জীবন হয়েছে ধন্য
চোখের চাউনিতে মেঘাচ্ছন্ন/

১৩৪১জন ৯২৩জন
0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ