নদীবিলাস

আরজু মুক্তা ২০ জুন ২০১৯, বৃহস্পতিবার, ১১:৫১:০৬অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

আমাকে ছুঁয়ে দিলেই
নীলিমা হয়ে যাই!!

বাষ্পকণাগুলো দ্রুত কালো মেঘে
ভূমণ্ডল ছেয়ে যায়;
কিন্তু আমি কাঁদিনা!

ঐ যে বহতা নদী
শান্ত, ভোরের মতো
তার বুকেও জাগে চর!

চরের দুঃখ আমাতে মিলায়!
চরগুলো একেকটা পাড়া
নৈঃশব্দ,করুণ বিরহমালা গাঁথে!
শ্রাবণে আকুল উন্মাদ
কার্তিকে নির্বাক,মহাশশ্মান,
রৌদ্র ওখানে করতালি দেয়!

যদি জন্মান্তরে একবার ছুঁয়ে দাও
আমি নদী হয়ে জন্মাবো!
দুকূল ছাপিয়ে ওঠবে স্বর্গীয় ফেনা!

কবিরা দুঃখী হবেনা
প্রেমের কবিতা লিখবে।

৯৬৮জন ৭৫২জন

২২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ