আমাকে ছুঁয়ে দিলেই
নীলিমা হয়ে যাই!!
বাষ্পকণাগুলো দ্রুত কালো মেঘে
ভূমণ্ডল ছেয়ে যায়;
কিন্তু আমি কাঁদিনা!
ঐ যে বহতা নদী
শান্ত, ভোরের মতো
তার বুকেও জাগে চর!
চরের দুঃখ আমাতে মিলায়!
চরগুলো একেকটা পাড়া
নৈঃশব্দ,করুণ বিরহমালা গাঁথে!
শ্রাবণে আকুল উন্মাদ
কার্তিকে নির্বাক,মহাশশ্মান,
রৌদ্র ওখানে করতালি দেয়!
যদি জন্মান্তরে একবার ছুঁয়ে দাও
আমি নদী হয়ে জন্মাবো!
দুকূল ছাপিয়ে ওঠবে স্বর্গীয় ফেনা!
কবিরা দুঃখী হবেনা
প্রেমের কবিতা লিখবে।
২২টি মন্তব্য
সঞ্জয় মালাকার
কবিরা দুঃখী হবেনা
প্রেমের কবিতা লিখবে।
চমৎকার রচনাশৈলী আপু ,
সবগুলো লাইন ভালোবাসার মতো
মনের ভেতর প্রেম জাগায়।
শুভ কামনা আপু, 🌹🌹
আরজু মুক্তা
আপনাদের ভালোলাগা,আমার অনুপ্রেরণা!!
জিসান শা ইকরাম
দুখবিলাস শুনেছি, নদীবিলাসও আছে!
নদীবিলাস ভালো হয়েছে।
শুভ কামনা।
আরজু মুক্তা
নতুন শব্দ তৈরি কবিদের কাজ।ভালো থাকবেন।।
মনির হোসেন মমি
নদী বিলাসে আর কোন নদী খুজে পেলেন না?নদীর মত হতে চাওয়া যায় হতে পারে কয়জনে! আপনার নদী বিলাস খুব মনে ধরছে।চমৎকার লেখা আবৃত্তি করে পড়েছি।মন শীতল হয়ে গেল।
আরজু মুক্তা
আমি তো রীতিমত মুগ্ধ!! আবৃত্তি, ভালো লাগা।। ওয়াও।।কবিতা লিখার আগ্রহ আরও বেড়ে গেলো।
প্রদীপ চক্রবর্তী
যদি জন্মান্তরে একবার ছুঁয়ে দাও
আমি নদী হয়ে জন্মাবো!
দুকূল ছাপিয়ে ওঠবে স্বর্গীয় ফেনা!
বাহ্
দারুণ লেখনী দিদি।
নদী বিলাস…
আরজু মুক্তা
নদী বিলাসে ভাসিয়ে নিয়ে যাচ্ছি!!
নদী কে দূষণমুক্ত রাখি ও ভালোবাসি।
বন্যা লিপি
যদি জন্মান্তরে একবার সুযোগ দাও,
আমি নদী হয়ে জন্মাবো
কবিরা দুঃখি হবেনা
প্রেমের কবিতা লিখবে।
আপনার প্রার্থনার মতো সুন্দর। তবে নারীও কিন্তু নদীর মতোই…… আমি না সবাই বলে, তাই বললাম আর কি!!! শুভ কামনা জানবেন 🌹🌹
আরজু মুক্তা
আপু কিছুদিন আগে নদী নারী শিরোনামে একটা কবিতা লিখেছি
পড়ে নিলে খুশি হবো।।এবং আমার ভালো লাগবে।দারুণ একটা কমেন্ট পাবো আশা করছি
সাবিনা ইয়াসমিন
কবিরা দুঃখ ভুলে প্রেমের কবিতা লিখুক
কবিতায় প্রেম আসুক, শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
প্রেম ভাসিয়ে নিয়ে যাক দূরে কোন এক অজানায়
মাহবুবুল আলম
“শ্রাবণে আকুল উন্মাদ
কার্তিকে নির্বাক,মহাশশ্মান,
রৌদ্র ওখানে করতালি দেয়!”
নান্দনিক নির্মাণ। শুভেচ্ছা জানবেন!
আরজু মুক্তা
আপানার জন্যও শুভকামনা।।
তৌহিদ
নদী বিলাস ভালো হয়েছে। নদী দেখলে আমারও মন উদাস হয়ে যায়। তবে পানি আমি ভয় পাই আপু।
আরজু মুক্তা
আপনার অণুপ্রেরণা
ছাইরাছ হেলাল
কবিরা দুঃখি হয় না, দুঃখ হয়ে নিজে কাঁদে
অন্যকেও কাঁদায়, চোখ মুছতে মুছতে বলে
এই এই যে দ্যাখ আমি কিন্তু কাঁদি না,
চোখ-জল মুক্তো হয়ে গড়ায়।
আরজু মুক্তা
হুম!!মুক্তো হয়।।তবুও পাথর হয়।।ক্ষয়ে ক্ষয়ে যায়।।
শিরিন হক
কখনো সাগর কখোনো নদী কবি কিনা হতে পারে।ঐ বহতা নদী শান্ত ভোরের মতো তার বুকেও চর জাগে। ব্যাথিত মনের ছাপ রেখেছেন। সুন্দর।
আরজু মুক্তা
জি আপু,বুঝতে পেরেচেন।।সেজন্য ভালো লাগলো।
শুভকামনা
রেহানা বীথি
অপূর্ব!!
নদী হয়ে জন্মানোর ইচ্ছে যে আমারও প্রবল!
আরজু মুক্তা
শুভকামনা