
পৃথিবীর এ প্রান্তে তার ছুটি এখন
বধিরের মতো হাজার অপবাদ শ্রবণ করে লুটিয়ে পড়ে পশ্চিম দিগন্তে সন্ধ্যার স্নিগ্ধ পরশে।
অস্তমিত সূর্যের দিকে ফিক করে হেসে ওঠে তাক করে থাকা বক্র ছুরিকার মতো চাঁদ।
আকাশে আতশবাজি নিয়ে সেজে ওঠে বহুবর্ণের তারকা।
মৃদুমনে সূর্য হাসে বিস্ময়ে,,, কালের চক্রে ধরা দিয়েছি সন্ধ্যার বুকে
সহজ জীবন খেলায় নিদ্রার বুকে জড়িয়ে যাব ক্ষণিকের কিছু সময়ে।
,,,রিতু,,,
২১টি মন্তব্য
রিতু জাহান
প্রহেলিকা কি ঘুমাইছে?
🎖প্রহেলিকা🎖
আমিতো আপ্নের মন্তব্যের জবাবই লিখতেছিলাম।
রিতু জাহান
মেডেল তো নিয়ে নিছি।
নিজের পোষ্টে নিজেই ফাস্টু। ব্লগে ঢুকতে পারতেছিলাম না। তাই ফেসবুক পেজে দিছিলাম। পরে ঢুকতে পেরে ব্লগে দিলাম।
🎖প্রহেলিকা🎖
এক বালতি সমবেদনা, মেডেল পান না তাই নিজের পোস্টে নিজেই দিছেন। এটা হবে না,খেলব না
🎖প্রহেলিকা🎖
আপনি খালি মাঠে ভুয়া গোল দিয়েছেন। এক্সেপ্ট করা হয় না এগুলো। বিচার করে দেখেন এই প্রহেলিকাই প্রথম।
রিতু জাহান
ফুউউউউউউ
হে হে
সেডরিক
আমাদের মানুষদের জন্য ঐ চাদ খুবই বিভ্রান্ত
শামীম চৌধুরী
বধিরের মতো হাজার অপবাদ শ্রবণ করে লুটিয়ে পড়ে পশ্চিম দিগন্তে সন্ধ্যার স্নিগ্ধ পরশে। কথাটা ভালো লেগেছে। বাস্তবতার সাথে মিল খুজে পেলাম। সুন্দর লেখা।
রাফি আরাফাত
কিছু কিছু কথা যেন মনে দোল খাচ্ছে। কিছুতেই পিছু ছারছে না। এমন লিখাই তো একজন লেখকের কাছে চাই আমরা। ভালো লেগেছে!
শাহরিন আক্তার মুক্তা
এই চাঁদ দেখে আমার মা কাল বলে মা এটা কি রোজার চাঁদ? আমি বললাম দাড়াও আপু কে জিজ্ঞাসা করে নিই 😄
ছাইরাছ হেলাল
সন্ধ্যার বুকে ঝুঁকে-ঝুলে আছে ছুরিকার বেশে
তীক্ষ্মতম ধার এঁকে, সে এক মায়াবিনি/মায়াবতি চাঁদ;
কাকে কখন ভালোবেসে আঁচলে জড়াবে
কাকে কখন গিলে নেবে ছু্রির ভাঁজে, কে জানে!!
ইঞ্জা
লেখাটিতে বাস্তবতার মিশেল আছে আপু, অসাধারণ লিখেছেন।
মাহমুদ আল মেহেদী
ক্ষনিকের এ সময়টুকুর জন্যই জীবন ভর সংগ্রাম। এতটুকু শান্তির ঘুম।
রোবায়দা নাসরীন
সুন্দর কথামালা ।
শুন্য শুন্যালয়
ছোট একটি লেখাতেও কতো সুন্দর সব লাইন জুড়েছো।
“সহজ জীবন খেলায় নিদ্রার বুকে জড়িয়ে যাব”
শুনেই কেমন ঘুম ঘুম চলে এলো, জানি এ আমি, সহজ জীবন নিয়ে সারাদিন ধরে খেলে চলছিলাম।
বাহ ভাবীজান! সুন্দরতম হে!
মেহেরী তাজ
ভাবীজান গরমে প্রাণ ওষ্ঠাগত আর তুমি এখন চাদ সূর্য নিয়ে লিখছো?
তোমার লেখা বড়মানুষ বড়মানুষ হয়ে গেছে… আগে আমি টাইপ ছিলো। এখন অনেকবার পড়তে হয়…
তৌহিদ
আপু কবিতায় যেন আমার মনের কিছু কথা লিখে দিলেন। আজকাল বড্ড কাজের চাপে হাপিত্যেস উঠেছে। বড্ড ক্লান্ত লাগে। ছুটি চাই অনেক দিনের।
জীবন কি আসলেই সহজ! কি জানি? আমার কাছে বড্ড জটিল।
ভালো থাকবেন আপু। আপনাকে ব্লগে মিস করি।
নীলাঞ্জনা নীলা
জীবন বড়ো ছোট। একদিন হঠাৎ করে “নেই” হয়ে যাওয়া।
আপু চমৎকার লিখেছো তুমি।
জিসান শা ইকরাম
‘ পৃথিবীর এ প্রান্তে তার ছুটি এখন
বধিরের মতো হাজার অপবাদ শ্রবণ করে লুটিয়ে পড়ে পশ্চিম দিগন্তে সন্ধ্যার স্নিগ্ধ পরশে।
অস্তমিত সূর্যের দিকে ফিক করে হেসে ওঠে তাক করে থাকা বক্র ছুরিকার মতো চাঁদ।
আকাশে আতশবাজি নিয়ে সেজে ওঠে বহুবর্ণের তারকা।
মৃদু মনে সূর্য হাসে বিস্ময়ে,,, কালের চক্রে ধরা দেয় কেহ সন্ধ্যার বুকে
সহজ জীবন খেলায় নিদ্রার বুকে জড়িয়ে যায় ক্ষণিকের কিছু সময়ে।’
তোমার কবিতাটিই আমি দিলাম আমার মত করে,
কবিতার শেষে রিতুও বাদ দিয়েছি, কারণ রিতু জাহানের ই কবিতা এটা, উপরেই রিতুর নাম আছে।
শেষে অবশ্য স্থানের নাম আর তারিখ দেয়া যেতে পারে।
কবিতাটি সুন্দর হয়েছে, ছোট কবিতায় অনেক লাইক।
শুভ কামনা।
আরজু মুক্তা
আমি তো ভাবলাম ঈদের চাঁদ।।তিনবার পড়ে বুঝলাম। রাত্রি কে বিদায় জানানোর আহবান!
অসাধারণ!
সাবিনা ইয়াসমিন
এতো সুন্দর চাঁদ কে তুমি কি না ছুরির সাথে তুলনা করলে ! কবি হয়েছো বলে যা খুশি তাই করবে? চাঁদকে পিটানোর চিন্তা–ভাবনা করছো নাতো?
আহা ! চাঁদ, তোমায় নিয়ে লেখা যায় হাজারো কবিতা। কেন তুমি রিতুর হাতে ধরা খেলে ! তোমার বক্র প্রান্ত এখন মাইর খেয়ে ভোঁতা হয়ে যাবে 😂😂