বক্র ছুরিকা

রিতু জাহান ৪ মে ২০১৯, শনিবার, ১০:২৩:৩৪অপরাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

 

পৃথিবীর এ প্রান্তে তার ছুটি এখন
বধিরের মতো হাজার অপবাদ শ্রবণ করে লুটিয়ে পড়ে পশ্চিম দিগন্তে সন্ধ্যার স্নিগ্ধ পরশে।
অস্তমিত সূর্যের দিকে ফিক করে হেসে ওঠে তাক করে থাকা বক্র ছুরিকার মতো চাঁদ।
আকাশে আতশবাজি নিয়ে সেজে ওঠে বহুবর্ণের তারকা।
মৃদুমনে সূর্য হাসে বিস্ময়ে,,, কালের চক্রে ধরা দিয়েছি সন্ধ্যার বুকে
সহজ জীবন খেলায় নিদ্রার বুকে জড়িয়ে যাব ক্ষণিকের কিছু সময়ে।

,,,রিতু,,,

 

১৩০৬জন ১১৪০জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ