
এই ঘটনার শুরু বুধবার সন্ধ্যায়। সোনেলা ব্লগে আয়নায় বসা নির্বাচিত ব্লগার এর পোষ্ট কে কেন্দ্র করে। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম নতুন পোষ্টের। কিন্তু সেখানে একজন দরাজ গলায় জানান দিলেন বিচার যাই হোক তাল গাছ তার। মানে পোষ্ট যারই হোক, যে ধরনেরই হোক প্রথম মন্তব্যকারী হবেন তিনিই। মনে মনে খটকাটা লাগলো তখনই। তিনি এতো আত্মবিশ্বাসী কিভাবে? ডালের মধ্যে নিশ্চয়ই কালোজিরা আছে। তাও ভয়ে ভয়ে বলেই ফেললাম “দেখা যাক”। কারন তখন আমি মনে মনে হিসাব করা শুরু করলাম। আমার জানা মতে আমাদের মোট ব্লগার কয়েক হাজার। তার মধ্যে নিয়মিত ব্লগার প্রায় ১০০+ । এর পরেও উনি ফার্স্ট হবেন কিভাবে ? এবার অন্য কেউ হোক । আমি কিংবা অন্যকেউ, কিন্তু তিনি নয়। সেই “দেখা যাক” কে সফল করতে আমি বুধবার রাতে আগেই ঘুমিয়ে গেলাম। বৃহস্পতিবার দিনে টানা ৩ ঘন্টা ঘুমালাম। উদ্দেশ্য একটাই প্রথম মন্তব্য করা।
কিন্তু ততক্ষনে আমি কালো যাদুর শিকার হয়েছি নিজেও বুঝিনি। তা না হলে দিনে কেউ ৩ ঘন্টা ঘুমায়?
এই ঘুমের প্রভাব বাড়তে থাকলো । রাত যতো গভীর হয় আমার ঘুম ততই বাড়ে। টম এন্ড জেরীর টম আর মিস্টার বিনের মত কত চেষ্টা করলাম, না ঘুমিয়ে থাকতে। প্রথম মন্তব্য করতেই হবে। কিন্তু একি! আমার চোখ যে বার বার বন্ধ হয়ে আসে।
আমি ফোন চাপি, বই পড়ি, গল্প করি, খেতে বসি, বারান্দায় হাঁটি। কোন কিছুতে কাজ হলো না, আমি ঘুমিয়ে গেলাম।
এগুলা কিসের আলামত? অবশ্যই ব্ল্যাক ম্যাজিকের প্রভাব। কারন মানুষ ম্যাজিক ছাড়া কিভাবে সব সময় ফার্স্ট হয়?
ম্যাজিক করে ফার্স্ট হয়ে আবার কিসের পুরষ্কার?
৪৪টি মন্তব্য
শুন্য শুন্যালয়
আমি পত্থম 😀
জিসান শা ইকরাম
আপনি না, আপনি প্রথমের মা 🙂
আমিই পোত্তম
শুন্য শুন্যালয়
পুরান পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি :/
মেহেরী তাজ
যাদুকর ঘুমাইছে নাকি আমার চোখের ভুল? বুঝতেছিনা…
প্রহেলিকা
যাক পত্থম হইলেন, দুধের সাধ ঘোলে মিটলো অন্তত।
জিসান শা ইকরাম
পাগলের নতুন পুরাতন নাই,
পাগল পাগলই, এদের এন্টিনা সব একই ফ্রিকোয়েন্সিতে,
শুন্য শুন্যালয়
কালা যাদুতে কিছু কত্তে পারেনাই, এরপরেও দেখিস আইয়া লাফাইবে যে হে পত্থম হইছে। পোলাপাইন মানুষ।
মেহেরী তাজ
হ্যা কইবো এসবের সবই ভুয়া। তিনিই প্রথম।।
প্রহেলিকা
না না ঠিক আছে আপনিই পত্থম। শক্ত থাকুন, নিজেকে সান্ত্বনা দিন এই পোস্টে আপনি পত্থম তো অন্তত হয়েছেন।
জিসান শা ইকরাম
এই তাহলে পোত্তম মন্তব্যের গোপন রহস্য?
সে ব্লাক ম্যাজিকের চর্চা করে!
কবে সোনেলার সবাইকে ঘুম পারিয়ে এর সমস্ত পোস্ট আর কমেন্ট নিয়ে না নেয়, তার প্রফাইলে গিয়ে দেখা যাবে পোস্ট করেছেন ১২ হাজার প্লাস, মন্তব্য করেছেন ২ লাখ ৩০ হাজার +
শতর্ক থাকা লাগবেই লাগবে।
পোস্ট আর ছবি অত্যন্ত মজারু হইছে।
মেহেরী তাজ
হ্যা এটাই গোপন রহস্য।
কিন্তু আমার পোষ্ট ,মন্তব্য সব নিলে তখন কি করবো?আগে থেকেই কোন উপায় খুজে রাখতে হপে…
প্রহেলিকা
হেরে গিয়ে বিরোধীদলী কত কিছুই বলে। ইহা ঐতিহ্যেরই অংশ
ইঞ্জা
হরে বইন, আইজ কাইল ভূত, পিচ্চি ভূতে কাম হয়না, বন্দুকেও কেউ ডরায় না, মুই ডুইক্কাই দেহি ফিল্ড খালি, দুই লাইন লিকখাই পুস্টাইলাম, ওমা দেহি মুই দুই নম্বরে, আগেই কেয়ামত কইরালাইছে। 😭
মেহেরী তাজ
ভূতের উপরেও কালা যাদু করতে পারে তাহলেই বুঝেন কত্ত পাওয়ারফুল যাদু তিনি জানেন।
ইঞ্জা
😃😄
ছাইরাছ হেলাল
এতক্ষণে বুঝলাম কালা যাদু কা খেল।
মেহেরী তাজ
এতো পরে বুঝেছেন ভাইয়া। তাও ভালো পোষ্ট,মন্তব্য চুরি যাওয়ার আগেই বুঝেছেন । তাছাড়া কি হতো! সাবধান, হুশিয়ার।
সেডরিক
আমার উপরেও মনে হয় কেউ কালোজাদু করেছে। বৃহস্পতি-শুক্র দুদিন বন্ধ পেয়ে ভাবলাম কতো কাজ করবো! কত বই পড়বো..
অথচ দুইটা দিন পরোটাই পরে পরে ঘুমিয়েছি শুধু..
[ছবি মুছে ফেলা হয়েছে]
মেহেরী তাজ
কে আর করবে ? তিনিই করেছেন যিনি করেন। সাবধান । সতর্ক হয়ে যান…
প্রহেলিকা
“তিনি এতো আত্মবিশ্বাসী কিভাবে? ডালের মধ্যে নিশ্চয়ই কালোজিরা আছে। তাও ভয়ে ভয়ে বলেই ফেললাম “দেখা যাক”।”
আপনার আত্নবিশ্বাসের অভাবেই আপনি হেরেছেন। যাক স্বীকার করলেন “ভয়ে ভয়ে” বলেছেন দেখা যাক। কালা যাদু ফাদু কিছুই না, আসল কথা হলো আপ্নে ডরাইছেন আগেই।
“এর পরেও উনি ফার্স্ট হবেন কিভাবে ? এবার অন্য কেউ হোক । আমি কিংবা অন্যকেউ, কিন্তু তিনি নয়।”
পুরাই বিম্পি দেখছি। মানুষ এত্তো খারাপ হতে পারে। যদিও আপনার দল ভারি তবে পিঁপড়ের দল ভারি হতেই পারে।
হেরে গিয়ে কান্নাকাটি করার রেওয়াজ আমাদের অতি পুরনো। আপনিসহ এই হেরে যাওয়ার দলে যারা আছেন সকলের জন্য আমার সমবেদনা রইল।
মেহেরী তাজ
কালা যাদুরে দুনিয়া ডরায়। তুতেনখামুনের মত ফারাও ও কালা যাদুকে ডরাইতো। আমি তো কি একটা পিচ্চিভূত মাত্র। ডরানোই স্বাভাবিক।
আত্মবিশ্বাসের কোন অভাব নাই সব কালা যাদুর প্রভাব।
পিপরা ছোট বলে মজা নিচ্ছেন? কালা যাদু কতটা পাওয়ার ফুল বোঝা যায়। মনে রাইখেন যাদুতেও কিন্তু ভুল হয়। তখন কি করবেন?
যাদু টাদু মাদু কাদু বাদ দিয়ে আসুন সত্যিকারের প্রতিযোগিতায়। তারপর দেখা যাবে। হুহ
প্রহেলিকা
হে হে হে সত্যিকারের প্রতিযোগিতা আবার কোনটা? ও আচ্ছা গতকালেরটা বুঝি মিথ্যা মিথ্যা ছিলো? আহারে।
আচ্ছা আপনারাই পোত্থম আমি সবার লাস্টু। খুশ? তারপরও নো কান্নাকাটি।
মেহেরী তাজ
হুম বুঝেছি কালা যাদুর প্রভাব কেটে যাচ্ছে আমাদের উপর থেকে। তাই আপনি কান্নাকাটি করছেন। এবং ভাবছেন আমরাও কাদছি। নু ওরি আর কাদবে না। যাদু ছাড়াও ফার্স্ট হওয়া যায়। দুনিয়া আসল নকল সত্যি মিথ্যা সব চিনে। যাদুও চিনে।
প্রহেলিকা
ভাগ্যটা ভালো আপ্নারা জিততে পারেননি। হেরে গিয়েই কাবু করার চেষ্টা করতেছেন আর জিতলে তো ব্লগ ছেড়েই পালাতে হতো। হারবেন হারবেন, আরও হারবেন।
মায়াবতী
হা হা হা দারুণ লাগছে *** 🙂
মেহেরী তাজ
আপনার দারুন লেগেছে? কালা যাদুর প্রভাবে জর্জরিত আমরা।
তাও ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
প্রহেলিকার নাম এমনিতে তো আর প্রহেলিকা হয়নি, প্রহর নিয়ে কাজ কারবার করে। প্রতিটি পোস্ট প্রহরায় রেখে ব্লগ আগলে বসে থাকে,,প্রথমের সাধ্য কি প্রহেলিকার কাছ থেকে প্রথম আসন দখল করে !!
এটা কি প্রহেলিকার প্রশংসা করলাম না প্রথম না হতে পারার প্রলাপ বকলাম !?
পোস্ট পড়ার পর থেকে হাসছি, পিচ্ছি ভুত প্রহেলিকার কালা যাদুতে আটকা পরেছে 😂😂
মেহেরী তাজ
কি করেছেন সেটা তো জানি না। কিন্তু তিনি কালা যাদু করেছেন সেটা জানি।
কালা যাদু ভয়ংকর। ভূত পেত্নী কাওরে ছাড়ে না। আপনিও সাবধান।
মোঃ মজিবর রহমান
হায়রে কালো যাদু, আমার ফাসাইরি তাইলে।
মোঃ মজিবর রহমান
আমি কালি জিরা চিবামু ।
আমার দশা অন্যটা। এম বি কিনলাম। কাম হইনাই । কারণ আমি আই টি তে ফালতু। পক্ত না।
মেহেরী তাজ
আপনি তো কাচা আমি তো বুঝিই না এসব হিব্রু জিনিস।
কালিজিরা খাওয়া ভালো
মনির হোসেন মমি
হা হা হা
এই হল আসল কথা।
মেহেরী তাজ
শশশশশশ হাসি বন্ধ। আপনাকেও কিন্তু কালা যাদু ধরবে বললাম…
তৌহিদ
এই তাহলে রহস্য! সব ব্লাক ম্যাজিকের কারসাজি?
তবে মজার ব্যাপারটা এখনো কেউ জানেইনা। আমি আয়নার সে পোস্টে মন্তব্য করবো বলে লগইন করেই ছিলাম, ঠিক ১২টায় মোবাইল হ্যাং করলো। রিফ্রেশ নিতে নিতেই তিনি প্রথম মন্তব্য দিয়ে ফেললেন।
এখন মনে হচ্ছে এটা কালা জাদুই ছিলো।
মেহেরী তাজ
দেখেছেন তো ভাইয়া? এসব আলামত ব্ল্যাক ম্যাজিক নয় তো কি?
তৌহিদ
ব্ল্যাক ম্যাজিক হলে ভাবনার বিষয় কিন্তু!! ওঝা ডাকতে হবে।
নীলাঞ্জনা নীলা
কালা যাদু মনে হয় আমাকেও পেয়েছে। শেষে এসেও শেষে থাকিনা। কী যে জ্বালা! ওঝার সন্ধান চাই।
ছবিগুলো দুর্দান্ত পিচ্চি আপু। আর তোমার লেখা সবসময়ই আলাদা স্বাদের।
মেহেরী তাজ
আপু ওঝার সন্ধান পাইনি তবে কবিরাজ এর সন্ধান পেয়েছি চলবে? ছবি গুলো নেটে পেয়েছি আপু।
লেখা ভালো লাগাতে পেরে ধন্য। 😁😁
রিতু জাহান
আমি শেষ মন্তব্যকারি। তার মানে শেষ দিক থেকে আমি পত্থম।
আর বলিস না। আমি এ্যালার্ম দিয়ে রাখছিলাম। মেমনকে পরেরদিন রাখতে যাব। আমি পোষ্ট লিখে ভাইয়াকে দেখালাম ঠিক আছে কিনা। ওমা! পোষ্ট দিতে দিতেই দেখি প্রহেলিকা এসে হাজির। মানে!! মন্তব্য লিখতে লিখতে আরো দুই তিনজন। সেই দুঃখে কাঁদতে কাঁদতে এখন আসলাম।
তোর জন্যই তো সব হইছে।
তুই পাহারা দিবি বলেই তো আমি ঢিল দিছিলাম।
প্রহেলিকা
পত্থম
মেহেরী তাজ
ভাবীজান আমি যত চেষ্টাই করি লাভ হয় না। ঠিক কিছু না কিছু ঝামেলা হয়। বলো এসব কালা যাদু নয় তো কি? সাথে আবার তোমার ও এমন হয়। তাহলে?
প্রহেলিকা
আপনি শেষ মন্তব্যকারী ক্যামতে হইলেন কন দেহি? রিতু আপা
রিতু জাহান
খেলব না! এখানেও। থামেন এখন থেকে ফোন আর একটা রেডি রাখব। অটো মন্তব্য চালো করব। পোষ্ট দিতে দেরি কিন্তু মন্তব্য দিতে দেরি করব না।
পড়ব পরে। আগে পত্থম হইতেই হইবে।
আকবর হোসেন রবিন
এখানে এমন প্রতিযোগীতা চলে! জানতাম না।