অনেক সময় আমরা ইচ্ছে থাকা সত্বেও ব্লগে ছবি দিতে পারিনা। মূল ছবির আকার অনেক বড় থাকে বলে অনেকেরই এই সমস্যা হয়। ব্লগে সাধারনত ছবির আকার 250 kb ‘র মধ্যে থাকতে হয়। 100 kb দেয়া উত্তম। অবশ্য প্রোফাইল ছবি আরো বেশি kb’র দেয়া যায় তবে 200 kb হতে 250 kb এর মধ্যে হওয়াই ভালো।
আমি আপনাদের খুব সহজেই আপনার কাঙক্ষিত ছবির আকার বা সাইজ কমানোর পদ্ধতি জানিয়ে দিচ্ছি। এর জন্য আপনাদের ছোট্ট একটি এন্ড্রয়েড এপস ডাউনলোড করতে হবে। আপনারা ১ ২ ৩…. এভাবে ক্রমান্বয়ে ছবিতে দেখানো নির্দেশনা অনুসরণ করুন।
১. প্রথমে নেট অন করে মোবাইলের play store এ যান।
২. play store open হলে সার্চ বারে লিখুন Qreduce lite
৩. দেখবেন ছবির মত এপসটি চলে এসেছে।
install চাপুন। কিছুক্ষন অপেক্ষা করলেই এপসটি install হয়ে যাবে।
৪. open করুন অথবা ব্যাক কী চেপে play store থেকে বেরিয়ে আসুন।
৫. মোবাইলের menu অপশনে প্রবেশ করুন। সেখানে Qreduce lite নামে একটি আইকন দেখতে পাবেন। সেটাতে ক্লিক করুন।
৬. choose photo অপশন সিলেক্ট করুন।
গ্যালারী থেকে যে ছবির আকার পরিবর্তন করতে চান সেটি নির্বাচন করুন।
৭.দেখুন আমার ছবি 622.16 kb দেখাচ্ছে।
আপনার ছবি কত kb করতে চান তা উল্লেখ করুন।
৮. আমি 50 লিখে দিয়েছি। এরপর নীচের start বাটনে ক্লিক করুন।
কিছুক্ষন অপেক্ষা করুন।
১০. দেখবেন লাল কালিতে লেখা এসেছে compressed file size 49.05 kb
এইতো হয়ে গেল। এবার মোবাইলের ব্যাক বাটন চেপে বেড়িয়ে আসুন।
১২. এরপর মোবাইল গ্যালারীতে প্রবেশ করুন। দেখবেন Qreduce lite নামে একটি ফোল্ডারে আপনার ছবিটি চলে এসেছে।
ব্লগে ছবি দেয়ার সময় এটি সিলেক্ট করে দিন।
আপনি সফল ভাবে ছবির আকার পরিবর্তন করার মিশন সম্পন্ন করলেন বলে অভিনন্দন।
আরো কিছু জানতে চাইলে মন্তব্য করুন।
এন্ড্রয়েড লিংকঃ https://play.google.com/store/apps/details?id=com.mobso.photoreducer.lite
* * এ এপসটি মাত্র 2 mb এবং ব্যবহার খুব।সহজ বা ইউজার ফ্রেন্ডলি।
* * এটি মুল ছবির কোন পরিবর্তন ঘটায়না, তাই ছবি খুব সহজেই এবং নির্ভয়ে পরিবর্তন করা যায়।
**** আমি আই ফোন ব্যবহার করিনা। তাই আইফোন লিংক দিতে পারিনি।
৩৮টি মন্তব্য
মনির হোসেন মমি
অজানাদের জানার একটি দরকারী পোষ্ট।ভাল করেছেন পোষ্টটি দিয়ে।ধন্যবাদ প্রিয়।
তৌহিদ
সবার উপকারে লাগলেই আমি খুশি ভাই। শুভেচ্ছা জানবেন।
ইঞ্জা
খুব ভালো ইনফরমেশন দিলেন ভাই, আমার তো খুবই দরকার ছিলো, অসংখ্য ধন্যবাদ ভাই।
তৌহিদ
উপকারে আসতে পেরে আনন্দিত হলাম দাদা।
শুভেচ্ছা রইলো।
ছাইরাছ হেলাল
খুবই কাজের পোস্ট, অনেকেই ছবি সমস্যায় ভুগছেন।
এবারে মুস্কিল আছান। ধন্যবাদ।
তৌহিদ
আমি তাহলে মুশকিল আছান বাবা??
অনন্ত জলিলের এর সিনেমায় দেখেছিলাম এই চরিত্রটি😃😃
যাক তাও ভালো ☺☺
মাহমুদ আল মেহেদী
তৌহিদ ভাই আপনি যেমন অনেকগুলো ছবি এখানে পরপর দিয়েছেন ব্লগে এটা কিভাবে দিব? আমিতো একটার বেশী ছবি দিতে পারি না।
তৌহিদ
এটা কোন বিষয় না ভাই, আপনি লেখার যেখানে ছবি দিতে চান সেখানে কার্সর পয়েন্ট রেখে বা ক্লিক করে তারপর প্রথম ছবি যেভাবে দিয়েছেন সেভাবে ২য় ছবি দিন। এভাবে অনেক ছবি দিতে পারবেন।
মাহমুদ আল মেহেদী
আমিতো মোবাইল ইউজার ভাই
তৌহিদ
আমিওতো মোবাইলেই দিয়েছি সব। সমস্য হলে জানাবেন কিন্তু।
আগুন রঙের শিমুল
থ্যাঙ্কিউ 💙💙
তৌহিদ
এতদিন পরে এলেন!!
ধন্যবাদ গৃহীত হইলো ভাইয়া।💜💜
প্রহেলিকা
দরকারি পোস্টের জন্য ধন্যবাদ! অনেকেই উপকৃত হবে এই পোস্ট থেকে!
পরিশ্রমী এই পোস্টের জন্য সাধুবাদ।
তৌহিদ
পরিশ্রম হয়েছে এটা ঠিক, যখন কারো উপকারে লাগবে তখন আমারো ভালোলাগবে এটাই প্রশান্তি।
ধন্যবাদ ভাইয়া।
শুন্য শুন্যালয়
বাহ এটা vso resizer এর বেটার মনে হচ্ছে, যেহেতু সাইজটা সিলেক্ট করবার অপশন থাকছে।
সোনেলা তে ৭০কিবা সাইজ ছবির উপরে আপ করতে পারবেন না। এখন যেহেতু সোনেলায় কিছু পরিবর্তন এসেছে, সাইজটি ৫১২ কিবা এ চলে এসেছে, তবে এটি পরিবর্তন করে পুনরায় ৭০ কিবা করা হবে বলে শুনেছি।
বেশ কাজের পোস্ট তৌহিদ। এখনই ইন্সটল করে নিচ্ছি।
বাই দ্যা ওয়ে এটি ডেস্কটপ কমপিটিবল কিনা, নাকি এন্ড্রয়েড এপস, এটি উল্লেখ করলে আরো ভালো হবে। অনেক ধন্যবাদ আপনাকে।
তৌহিদ
আমি লিংক দিয়েছি এন্ড্রয়েড ভার্সনের জন্য।
এটার ডেস্কটপ ভার্সন আছে, windows 7/8/9/10 এসব ভার্সন ব্যবহার করতে পারবেন। তার জন্য পিসি থেকে ডাউনলোড করতে হবে।
ধন্যবাদ জানবেন।
ছাইরাছ হেলাল
ডেক্সটপ এর লিঙ্ক দিন।
তৌহিদ
হেলাল ভাই,আমিতো পিসি ব্যবহার করিনা তাই এই মুহুর্তে লিংক দিতে পারছিনা। তবে পিসি’র গুগল সার্চ বারে সার্চ দিলে পেয়ে যাবেন আশাকরি।
সাবিনা ইয়াসমিন
হাতে–কলমে শিখিয়ে দিলেন। এটা আরও আগে দিলে হতো না? আমাকে কত কষ্ট করে শিখতে হয়েছে। তবুও ধন্যবাদ উপকারী পোস্ট দেয়ার জন্যে।
ভালো থাকুন, শুভকামনা 🌹🌹
তৌহিদ
আপনিও ভালো থাকবেন আপু। ধন্যবাদ। 🌹🌹
সঞ্জয় কুমার
কাজের পোস্ট৷ শেয়ার করার জন্য ধন্যবাদ
তৌহিদ
আপনিও ধন্যবাদ জানবেন ভাই।
মোঃ মজিবর রহমান
শিখে নিলাম।
তৌহিদ
যাক তাহলে পোষ্ট কাজে লেগেছে।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ ভাই।
জিসান শা ইকরাম
অত্যন্ত কাজের পোস্ট। আমি এই সফট সম্পর্কে জানতাম না। এমন পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
তৌহিদ
সবার কাজে লাগলেই আমি খুশি ভাইয়া।
ধন্যবাদ জানবেন।
নীরা সাদীয়া
আচ্ছা, এটাতে কি ফাইল ফরমেট চেঞ্জ করার অপশন ও রয়েছে? এই যেমন ধরুন পিডিএফ/জেপিজে ইত্যাদি। আমি সাধারনত অনলাইন রিসাইজার ইউজ করি। ধন্যবাদ আপনাকে উপকারী পোস্টটি দেবার জন্য।
তৌহিদ
না, ফাইল ফরমেট একই থাকবে।
ধন্যবাদ জানবেন।
জাহিদ হাসান শিশির
ভাই আমি এই ব্লগে নতুন।
প্রোফাইল পিকচার আপলোড দিতে পারছি না। বলছে
দু:খিত,আপনার ফাইল আপলোড করার অনুমতি নেই।
এই অনুমতি কার কাছ থেকে নিতে হবে? আজব তো
তৌহিদ
ব্লগ মডারেটর আপনার আইডি অনুমোদন দেবেন। তারপরেই ছবি নেবে।
এখানে আজবের কিছুই নেই।
জাহিদ হাসান শিশির
অনেক ব্লগ দেখেছি। এমন অদ্ভূত দেখিনি ।
তৌহিদ
এখানে অদ্ভুতের কিছু নেই। সোনেলার নিজস্ব সিকিউরিটি সিস্টেম এমনই।
এস.জেড বাবু
ল্যাপটপ, ডেস্কটপে এডোবি তে কাজ করি- মূলত সাইবার কাফে টেকনিশিয়ান হিসেবে কাজ করলেও প্রবাসে বাংলা ও বাঙালীর প্রয়োজনে গ্রাফিক্স করতে হতো।
কিন্তু হাতে আইফোন – এন্ড্রয়েডে অভস্থ নই। আবার সব অ্যাপ এ বিশ্বাস রাখিনা।
নির্ভরযোগ্য কোন iOS app পেলে অবশ্যই লিংক দেবেন।
কৃতার্থ হবো।
চমৎকার পোষ্ট।
তৌহিদ
আচ্ছা ঠিক আছে চেষ্টা করবো বাবু ভাই। আসলে আইফোন সবাই ব্যবহার করেননা। এন্ড্রয়েড ইউজারই বেশি সেদিকটাও লক্ষ্য রাখতে হয়।
ভালো থাকবেন।
এস.জেড বাবু
অনেক উপকার হবে তৌহিদ ভাই।
অপেক্ষায় থাকবো।
ধন্যবাদ প্রিয় ভাই
সুপর্ণা ফাল্গুনী
ডাউনলোড করেছি। ইস আরো আগে দিলে ভালো হতো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া
তৌহিদ
বাহ! লেখাটি তাহলে আপনার উপকারে আসলো?? আরও আগে জানতে চাইলে আগেই জানাতাম আপনাদের আপু।
ভালো থাকবেন।