প্যারাগ্রাফ

শুন্য শুন্যালয় ২৭ অক্টোবর ২০১৭, শুক্রবার, ০৬:৪৩:১৬অপরাহ্ন ছবিব্লগ ২১ মন্তব্য

আমি আমার মতো, নিরিবিলি একাকী;
মৃত্যুর সময়েও লিখে যাওয়া এক কলমে,
আমি ক্ষুধার্ত বাল্মীকি।

কস্তুরী, অহল্যা, নন্দী এক একটি প্যারাগ্রাফ
তাদের মিশে যাওয়া ছাইয়ে
বদলাবে লেখক, বদলাবে স্বভাব ।

সূর্য ওঠেনি সেদিন, তাই বলে চোখই খুললোনা!!
বৃষ্টি এলো, ধুলো ঝরলো গায়ে তার
অথচ কী অনঢ়, পণ করলো খুলবেনা চোখ,
আলোয় গড়লো চব্বিশ ঘন্টার অন্ধকার।

একবার ভুল করে ছুঁয়ে দিতেই হুড়মূড়িয়ে ভাঙ্গন
আজীবন জ্বালানো বুকপকেটের জোনাকি,
অভিশাপে ছাই হয়ে উড়ে গিয়ে চোখে পড়ো কারো,
ভুলেও গড়িও না আর জল হয়ে।

একদিন আকাশ নামে ডাকবো তোমায়; বিস্তৃত, উদার
অথচ আড়ালে ঠোঁট টিপে হাসবে ‘দূরত্ব’।

মুহূর্তে ঠিক এমনি করে থাকে অছিন্ন বন্ধন, অথচ স্বল্পমেয়াদী…

উৎসর্গঃ তাকে। তুমুল মেঘলা দিনেও যার জন্য ক্যামেরা হাতে ছুটেছিলাম। বলেছিল, তার মেঘ চাই। আমি বলেছিলাম, আমি তোমাকে এক মুঠো বসন্তের রঙ এনে দেবো।

১১৯৮জন ১১৯৬জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ