আমার তখন সতের, তুমি আমার শিক্ষিকা, বিয়াল্লিশে,
সেই-ই থেকে শুরু, আজও বয়ে যাচ্ছে জলপাই বনে।
এ যেন একালের রহিম-রূপবান!
তোমার তখন চার সন্তান (স্বামী সহ), সে এক মহা বিপত্তি!
তখন তোমার চুয়ান্ন, আমি ঝড়ো ঊনত্রিশে,
সময়ের বহু-ফোড় এড়িয়ে বড় সন্তান ফেলে বাকি তিনটি নিয়ে
আহা, সে কী এক উত্তপ্ত উন্মাদনায় গাঁটছড়া বাঁধলে;
নক্ষত্রের উজ্জ্বল উদ্ভাসে পথের মোড় আলোকিত করে;
আমি এখন ঊনচল্লিশে, ফরাসি কর্ণধার,
তুমি চৌষট্টিতে, ফার্স্ট লেডি এখন।
****************************************
To
France President——— Emmanuel Macron
৩৩টি মন্তব্য
লীলাবতী
হচ্ছেটা কি এসব? সতেরতেই চার সন্তানের জননী বিয়াল্লিশের শিক্ষিকাতে ক্রাস!! কলি কাল, ঘোর কলিকাল 🙂
ছাইরাছ হেলাল
কলিকাল বলেই হয়ত ভালোবাসাই একমাত্র ভালোবাসা।
মৌনতা রিতু
সেদিন এই মজার প্রেমকাহিনীগুলো পড়ে হাসতে হাসতে অবস্থা খারাপ। কি প্রেমরে বাবা!
পাগল ছাড়া আর কিছুই না। তবুও বলব, এ প্রেম টিকে থাক।
প্রথম পড়ে ভাবছি ;? কি হচ্ছেটা কি?
এমন কতো কতো প্রেম যে জলে ভাইসা গেলো! ;(
ছাইরাছ হেলাল
নাহ্, এ প্রেম পাথরের মত,
কিছুতেই ভেসে যায়নি বলেই পৃথিবীর মানুষ তা দেখতে পাচ্ছে।
নীহারিকা
কি কমু বুঝতেছি না। মাথা ঘুড়ছে।
ছাইরাছ হেলাল
আহা্, বলেন কী!!
বলে দেন কিছুই বুঝিনি, খুপ কঠিন।
নূতন বুদ্ধি বের করেছেন দেখছি।
নীহারিকা
:p
ছাইরাছ হেলাল
ইডা কুন ফেছবুক না কিন্তু!!
এইডা কী দেলেন!!
সঞ্জয় কুমার
অসম প্রেম । বয়স দিয়ে প্রেমের সমীকরণ মেলানো কষ্ট
ছাইরাছ হেলাল
প্রেমের কোন সমীকরণ হয় না, বয়স সেখানে কিছুই না।
নীলাঞ্জনা নীলা
বয়স জিনিসটা যে কী, “আমি একদিনও না দেখিলাম তারে!” আর প্রেম? উহা তো জন্মের পর থেকেই দেখে আসছি। প্রথম প্রেম আমার বাপি, তারপর আমার বুড়া। কেন যে বুড়াকে এতো ভালোবাসি! শুধু বুড়ার গল্প শুনতে চাইতাম। যাক এতো এতো প্রেম, কিন্তু এখনও বহাল তবিয়তে আছেন আমার বুড়া। যাক এবারে আসি অন্য প্রেমের কথায়; ইস বিল ক্লিনটনরে দেইখ্যা মনে বসন্তের হাওয়া বইলো। দুই বছর আগে ট্রুডোর লগে দেখা হইলো, আমি এক্কেরে সামনে আহা দেখি চারদিকে ভায়োলিন বাজছে আর বসন্তের হাওয়া। শেষে গানও গাইলাম “জ্বালাইয়া প্রেমের আগুণ কোথায় তুমি থাকো রে, দাওনা দেখা বন্ধু আমারে!” প্রেসিডেন্ট প্রেম বাদ দিলাম। রিচার্ড বাটন, প্যাট্রিক ডাফি, ডেভিড হ্যাসলহফ, ডার্ক বেনেডিক্ট, রিচার্ড ডিন এন্ডারসন কী ডুবাই না ডুবেছিলাম! আরও আছে, লিস্ট দিলে কয়েক ভাগে পোষ্ট দিতে হবে। তাই এটুকুই থাক।
কুবিরাজ ভাই আমার বুড়া বলে গেছেন, “প্রেমের ফাঁদ পাতা ভূবনে, কে কোথা ধরা পড়ে কে জানে!” প্রেম জিন্দাবাদ! 😀
কুবিতা ভালো লাগছে।
ছাইরাছ হেলাল
সবই-তো বাতাসি প্রেমের মরা গপ্পো দেলেন, তাজা প্রেমের কথা বলুন।
ফরাসি কর্ণধারের সত্য কাহিনী বললাম।
আপনার বুড়া একলা কয় নাই, এখন এসব ডাল-ভাত।
ভালুবাসাবাসি গড়িয়ে গড়িয়ে যায়, পারলে সে সব কিছু বলুন।
নীলাঞ্জনা নীলা
তাজা প্রেম তো নয় বছর ছিলো। ওইটারে তো কিক আউট করেছি। আমি আবার নালা-নর্দমা ঘাটাই না। 😀
ছাইরাছ হেলাল
মাত্র নয় বছর!!
আহারে অনাহারী জীবন!!
মোঃ মজিবর রহমান
প্রেমময় কবিতা প্রেমের কবিতা। প্রেমের কোন সময় নায়, বয়স নাই। সবসময় চলমান।
ছাইরাছ হেলাল
প্রেম খুব-ই দূরন্ত।
জিসান শা ইকরাম
জয় ভালুবাসার জয়,
ফ্রান্সের প্রেসিডেন্টের কাহিনী নাকি?
ছাইরাছ হেলাল
বর্তমান ফরাসি প্রেসিডেন্টের প্রেম কাহিনী।
জয়তু ভালুবাসা।
নাসির সারওয়ার
ভালোবাসার নাই পরাজয়! বুঝতাম পারছি!!
এরপর আয়ারল্যান্ড এর নতুন প্রাইম মিনিস্টারের (Leo Varadkar) প্রেম কাহানিও লিখে ফেলে আমাদের ধন্য করুন।
ছাইরাছ হেলাল
যাউক এতদিনে যে বুঝছেন সেটাই বা কম কিসে!!
বুঝলেই ভাল!!
আয়ারল্যান্ড এর নতুন প্রাইম মিনিস্টার নিয়ে লেখা যাবে না,
ঘাড়ে মাথা যে একটি-ই,
নাসির সারওয়ার
লেখকরা ভয় পেলে দেশের কি হবে!!
আগে দেখতাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা রাস্তায় নামতেন যখন কোন অন্যায় কিছু হোত। আজকাল তারা সাদা কালো বা নীল মার্কা নিয়ে বসে থাকে।
লিখুন, কারন আপনি লেখক।
ছাইরাছ হেলাল
না, না, ল্যাখকেরা ভয় পাবে না!! লেইখ্যা ফাডাইলাইবে!!
তয় এই বয়সে মাদ্রাসায় যাইয়া সুবিধা করতারমুনা!!
আবু খায়ের আনিছ
সত্যিই এমন প্রেম কাহিনী নাকি ফরাসী প্রেসিডেন্ট এর? জানা নাই তো।
ছাইরাছ হেলাল
এটি সত্য ঘটনা, গুগল করুন সময় পেলে।
ইঞ্জা
ফ্রান্সের প্রেসিডেন্টের প্রেম কাহিনী নিয়ে কাব্য, মনে মনে দমফাটা হাসি দিলাম ভাইজান। :p
ছাইরাছ হেলাল
হাসি হবে আওয়াজ হবে না, শেষে ফাইড্ডা যাইতারে!!
ইঞ্জা
:D)
মিষ্টি জিন
মানুষে লেখার আর কিছু খুজে পায় না ? নাকি অন্যের প্রেম ভালুবাসা দেখে চোখ টাটায় ?
মরন মরন… :D) :D)
প্রেমে না মানে বয়স !!
অনুপ্রেরনা তো পেয়ে গেলেন তো শুরু করে দিন :D) :D) :D)
ছাইরাছ হেলাল
শুরুতো করতে-ই চাই, করিও, তবে এমন করে টেহে না,
আশি বছরের কেউ ঝাঁপায়-ও না।
প্রেমের ব্যাপার সবাই বোঝেও না জানেও না, চিঠি টানাটানি পর্যন্ত-ই থাহে!!
অবশ্য-ই টাটায়, ভালুবাসা কী তাই তো চেখে দেখা হলো না।
শুন্য শুন্যালয়
আপনি বয়স নিয়ে নাড়ানাড়ি করে একদম ভালু কাজ করেন নি। উহা পাগলদের কাজ। সাঁকো সুঁকো দেখলেই… না মানে, এ তো দুই বয়সের মাঝের সাঁকোই বটে।
নকল ফকল করে আর কদ্দিন চলবেন? ঝড়ো ঊনত্রিশ যে পার হতে চললো, এবারে কিছু একটা নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। বয়স নিয়ে একদম ভাবিনা, সবই দিলের কারবার। আপনি, আমি চাবি দেয়া পুতুল।
জয় হোক ভালুবাসার। 🙂
ছাইরাছ হেলাল
আমনের বয়স তো জানি না, তাই টানি-ও-নি!! অবশ্য এই আওতায় আপনি পড়ে গেলে মন্দ কী!!
একটি সত্য ঘটনা সবাইকে মনে করিয়ে দিলাম, কাঠালের আঠার চেয়েও মারাত্মক আঠা!!
জীবন তো নকলময়, তা মন্দ-ও নয়, তবে ঝাঁপা-ঝাঁপি করি, আর-ও ঝাঁপাবো-ও, কিন্তু এত এত ঝাঁপিয়ে-ও
কিছুই লিখতে পারলাম না।
হউক জয় ভালুবাসাবাসির!
শুন্য শুন্যালয়
আর কী কী লিখতে চান? আমি ছাপাখানার লোক হলে দিস্তা দিস্তা ঝাপিয়ে দিতুম, মহাকাব্য তো নয়, মহাকবির প্রলয় কাব্য হয়ে যেতো। ঝাঁপাঝাঁপি শুধু লেখালেখির জন্য করতে কে কইছে আপনারে? অইজন্যেই তো গীবনে কিছুই হইলোনা, সব প্রেম কাগজে ভাসায় দিলেন, জীবন হইলো দোয়াতশূন্য ফাউন্টেনপেন।
আমার বয়স নিয়া আমিই লিখবানে।কিসের আওতায় জানি কইলেন? আমার কাহিনী ওয়ানপিস, ফিল্ম ডিরেক্টার কোন বন্ধুবান্ধব থাকলে আওয়াজ দিয়েন। স্ক্রিপ্ট না হয় আপনিই লিখলেন। 🙂
ছাইরাছ হেলাল
কিছুই ল্যাক্তারলাম না, কত ল্যাহা হাউ-কাউ করে!! কোন্ডা থুইয়া কোন্ডা ল্যাহি!!
কী-না-কী ল্যাহি কিচ্ছু ঠিক নাই!!
কচু গাছে কেটে কেটে ধার দিচ্ছি, দেখবেন ফট করে একদিন অকালে অকুলে
ঝাঁপ দিয়ে ফেলব। তাতে মারে আল্লাহ রাখে কে হলে-ও তথাস্তু।
আপনার সম্বন্ধে কিছু না জেনেই ফিকশন ধর্মী একখানা স্ক্রিপ্ট তৈরি করে ফেলেছি,
অচিরেই প্রকাশিত হপে, অবশ্য আপনি অনুমতি দিলে সিরিয়াল ব্রেক করে আগেই দিয়ে দিতে পারি!!