যারা মডু এবং বিচারকমন্ডলীর কষ্টে হি হি হা হা করছিলেন আর আনন্দে বগল বাজাচ্ছিলেন, তাদের জন্য এই পোস্ট। অতি সত্বর চিঠি প্রতিযোগিতার সকল চিঠির মধ্য থেকে দুইটি চিঠি সিলেক্ট করে মন্তব্যের ঘরে জমা দিন। ১০ ই এপ্রিলের মধ্যে সকলের পছন্দে সেরা চিঠিটি নির্বাচিত হবে “পাঠকের নির্বাচিত সেরা চিঠি” হিসাবে। সোনেলার আমরা যেহেতু আমরাই তাই মনেহয় সংকোচের কোনই কারন হবেনা নির্বাচন করতে। নির্বাচনের সময় ভাবী, বুবু, আপু, ভাইয়া, সখা, সখী, হার্ট, ফুল (এবং যার যার তার তার) সকল সম্পর্কের ঊর্ধে থাকিতে সবাইকে অনুরোধ করা যাইতেছে। মনে রাখিবেন কেউ কারো পুরষ্কার শেয়ার করিবেনা, যতই কথা দিক। এই দুনিয়ায় কেউ কথা রাখেনা।
যারা সব চিঠিগুলো পড়ার সময়, সুযোগ করতে পারেননি তাদের সুবিদার্থে নিচের লিঙ্কটি দেয়া হলো, এখানে প্রতিযোগিতার সব চিঠিগুলোর লিঙ্ক একত্রিত করা আছে।
চিঠি সমগ্র
এই পোস্টে মন্তব্যের ঘরে অথবা ফেসবুকে এই লিঙ্কশেয়ার পোস্টে সেরা চিঠি অথবা লেখকের নাম জমা দেয়া যাবে। একজন ব্লগার শুধুমাত্র দুটি চিঠি নির্বাচন করতে পারবেন ( নিজের চিঠিতে ভোট দেয়া যাবেনা)। কারো ইনবক্সে দেয়া নাম গ্রহণযোগ্য হবেনা।
সবার জন্য শুভকামনা। আশা করি অন্যের দুঃখে-কষ্টে হাসাহাসি কিছুদিন বন্ধ থাকিবে। সবার চিন্তিত কপালের ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রহিলাম—
অঃকঃ সবাইকে দুটো করে নাম নির্বাচন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। নির্বাচিত নাম পরবর্তীতে আর পরিবর্তনের সুযোগ নেই। সকলের অংশগ্রহণে প্রতিযোগিতা আনন্দমুখর হোক। শুভকামনা।
২৭২টি মন্তব্য
নীহারিকা
আফা, নিজের চিডিরে নিজে ভোট দেয়া যাইবে? নাকি নিজেরটা বাদ দিয়ে? প্রশ্নটা করলাম কারণ অনেকের কাছেই তারর চিঠি সেরা মনে হতে পারে।
শুন্য শুন্যালয়
আপু থ্যাংকস সুন্দর জিনিস ধরিয়ে দেবার জন্য। সবাই যদি নিজের চিঠিতে ভোট দেয় তাহলে কোন রেজাল্টই আসবে না। এটা সত্যি যে নিজের লেখা সবার প্রিয়। আপডেট করে দিচ্ছি। নিজের লেখায় ভোট দেয়া যাবেনা।
নীহারিকা
সেটাই বলতে চাইছিলাম।
ধন্যবাদ তোমাকে।
আর ইয়ে, মানে কেমন যেন ভোটে খাড়াইছি টাইপ ফিলিং হইতেছে। জনগণের উদ্দেশ্যে হাত নাড়া টাইপ ছবি তুলতেও মন চাচ্ছে। 😀
শুন্য শুন্যালয়
হা হা হা, আমিতো ভাবছিলাম কপাল কুঁচকানো সেলফি পাবো সবার, আর আপনি দেহি উল্টা। দ্যান দ্যান ছবি একখান আপলোডান চাইলে চিকা মারেন, প্ল্যাকার্ড বানান 😀
নীহারিকা
হ, আইজকাল না চাইলে কেউ কিছু দেয়?
আমার ল্যাহার যা ছিরি, কেউ চাইবোই না এদিক।
যাই, গ্রুপে চিকা মারার জন্য কিছু রেডি করি গিয়া।
আচ্ছা, প্ল্যাকার্ড কই লাগানো যায় ভাবতেছি ;?
শুন্য শুন্যালয়
আপু নিচে একজন স্পিডমানি পর্যন্ত গ্যাছে। আপনার এইসব চিকা মিকা প্ল্যাকার্ড কাজে দিবো? নতুন কিছু ভাবেন। স্পিডমানির জায়গায় ফেরারীমানি টাইপ কিছু
নীহারিকা
কি সর্বনাশ! আইজকাল দেহি কেউ কাউরে ডরায় না। আমার চিকা, প্ল্যাকার্ডের প্ল্যানতো পুরাই লস প্রোজেক্ট দেহি। ভাবতেছি কি করা যায়।
মৌনতা রিতু
নীহারিকা ম্যাডাম তুইল্লা ফেলান। মুই তো তুলছি ফটোস্টুডিও যাইয়া।
নীহারিকা
আপ্নের চিকা, ফডু কিছুই তো দ্যাকলাম না।
প্রহেলিকা
মনির হোসেন মমি
আবু খায়ের আনিছ
শুন্য শুন্যালয়
একজন ব্লগার শুধু একজন কে নির্বাচন করতে পারবেন 🙂
নীহারিকা
হায় হায় দুইজনের নাম ক্যান?
উপরে দেখলাম একজনকেই শুধু ভোট দেয়া যাবে।
প্রহেলিকা
জিগাইয়েন না জিগায়েন না হেই কথা। তাও দুইজনের নাম দিছি আমি। আপনারা কগেউ দিতারবেন এহন? ৩১টা থাইকা দুইডা নাম বাইরর করছি খুব সহজ মনে হইলো আপনাগো কাছে?
নীহারিকা
হাহাহাহা মরলাম। কতা হাছাই কইছুইন। 😀
আমি আস্তে ধীরে চিন্তা ভাবনা করে সব চিঠি আবার রিভিশন দিয়ে তারপর ভোট দেবো।
ভোট দেওন/পাওন এত্ত সুজা? পরে যদি ভুল হইয়া যায়?
শুন্য শুন্যালয়
আপডেট করে দুটো নাম করে দিয়েছি 🙂
নীহারিকা
ওরে…দুইটা এখন? আচ্ছা গুড 😀
প্রহেলিকা
হে হে হে আপনাগো ধৈর্য আছে বলতেই হয়।
শুন্য শুন্যালয়
ধৈর্যের দিক দিয়ে আপনিই ফার্স্ট হবেন ভাইসাব @প্রহেলিকা 🙂
মৌনতা রিতু
সবাইকে চিন্না রাখতেছি। কইলাম তো, খবরের শিরোনাম হইলে কুনো দোষ নাই।
নীরা সাদীয়া
একজনকেই ভোট দিতে হবে? নাকি ২ জনকে দেয়া যাবে?
নীহারিকা
একজনকে ভোট দেয়া যাবে।
শুন্য শুন্যালয়
আপু আপডেট করে দুটো করে দিয়েছি।
নীহারিকা
আচ্ছা দেখেছি।
নীরা সাদীয়া
ঘুমকে চিঠি-শূণ্য শূণ্যালয়
আমার বোনের ডায়েরীতে লেখা চিঠি-গাজী বোরহান
শুন্য শুন্যালয়
আমি? ওয়াও। কী খাইবা আপি বলো 🙂
(3 (3 (3 তিন প্রকোষ্ঠ দিয়া দিলাম 🙂
ছাইরাছ হেলাল
খিলান খিলান, ভালু করেই খিলান,
আখেরে কাম হইব না,
শুন্য শুন্যালয়
বাণিজ্য দুই রকম হয়। এক জেতার চেষ্টা আরেক আরেকজন রে হারানুর চেষ্টা। আপনি আমার যমশত্রু :@
নীরা সাদীয়া
হালিম খাব :c
শুন্য শুন্যালয়
আচ্ছা ফরিদপুরের নিউমার্কেটের দুইতলার হালিম তোমার জন্য।
ক্রেজি ছিলাম একসময় অই হালিমের জন্য। -{@
মৌনতা রিতু
মনু, তুমারও খবর আছে। :@
শুন্য শুন্যালয়
কেউ এই রিতু রে থামাও, নইলে কিন্তু ইতিহাস বানিয়ে দেব। :@
সঞ্জয় কুমার
https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%87%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a4-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%80%e0%a6%b7%e0%a6%a3/
শুন্য শুন্যালয়
আরেকটি নাম দিতে পারেন সঞ্জয় ভাই।
প্রহেলিকা
প্রতিযোগিতায় যারা নামছেন, স্পিডমানি নিয়া যোগাযোগ কইরেন আমার সাথে। উপরের দেয়া নাম উহ্য কইরা আবার ভোট দিম প্রয়োজনে জাল ভোটের আশ্রয় নিম।
শুন্য শুন্যালয়
প্রকাশ্য জুয়োচুরি?
প্রহেলিকা
আমার সাহসের প্রশংসা করা উচিত আপনাদের। ভুলে যাইয়েন না আপনি নিজেও কিন্তু একজন কেন্ডিডেট। দরকার পড়বো আমার। ভোট দিমু না কইলাম।
নীহারিকা
স্পীডমানি চালাচালি হইতেছে এইখানে?
মডুরা সব গ্যাছে কই?
ব্লগে কি একজনও পুলিশ নাই?
দরকার হইলে র্যাবেরে খবর দিমু কইলাম।
প্রহেলিকা
উখে! আপ্নে বাদ, চাইলেও ভোট দিমু না। যাগো লাইগা করি চুরি তারাই কয় চোর।
নীহারিকা
আরে এইসব প্রকাশ্যে বলতে আছে নাকি? আপনি দেহি মহা বুকা। এইসব করতে হয় তলে তলে। ভাইসাব, আমিও কিন্ত ভুটার। আসেন বাইরে গিয়া কতা কই। এই নেন আপ্নের জইন্য গুলাপ ফুল -{@
প্রহেলিকা
এইতো লাইনে আইছেন। বিজ্ঞাপন প্রকাশ্যেই দিতে হয়। বাণিজ্যের ছাত্র আমি বুঝি😎
ছাইরাছ হেলাল
অরণ্য,
আর একটি হাতে রাখলাম, দেখি কেউ যুগাযুগ করে কী না!!
নীহারিকা
আমি আমি আমি ……… এইযে হাত তুলছি। 😀 হাত তোলায় ফাস্ট হইছি। এইবার নামটা লিখে ফেলেন দেখি 🙂
ছাইরাছ হেলাল
মানি-ফানি সাথে খানা-খাদ্যের কতা তো কিছু কইলেন্না!!
দেখি আর কেউ কিছু কয় কী না!!
প্রহেলিকা
ব্যবসা করতে দিলেন না ভালা কইরা
ছাইরাছ হেলাল
আপনি একচেটিয়া বানিজ্য করিবেন তা ভাবা ঠিক না,
শুন্য শুন্যালয়
ও অরণ্য অলরেডি যোগাযোগ করে ফেলছে? কবে কিভাবে কখন যোগাযোগ করতে হবে উপায় তো বাতলাইলেন না।
ছাইরাছ হেলাল
সে আমাদের লুক, তাঁকে অন্যদের সাথে মিলাবেন্না, প্লিগ।
যুগাযুগের রাস্তা অজানা নয়, যাদের পুরুস্কার লাগবে!!
প্রহেলিকা
নেন আমি প্রকাশ্যে যোগাযোগ করার কথা কইলাম তাই আমারে কইলো জুয়োচুরি। আর এখন আপনার লগে যোগাযোগের মাধ্যম খুঁজে।
দুনিয়ার আজব রঙ্গ!
করেন করেন, এমাউনট বাড়াই দেন এইবার।
শুন্য শুন্যালয়
সোনেলার ব্লগাররা সব দেখি বাণিজ্যের ছাত্র, গুড। তবে ইতিহাসের রিতু এলে বাণিজ্য ফেইল। আর জিন, ভূত, শাঁকচুন্নি এদের কথাতো বললামই না।
ছাইরাছ হেলাল
ভুট-ভাট তো সব সময় আসে না, তাই মওকা পেলে ছাড়া ঠিক না।
আসবে আসবে সবাই আসবে, টাইম-মত!!
প্রহেলিকা
আমার দুঃখ লাইগতেছে প্রতিযোগিতায় অংশ ক্যান নিলাম না। সক্কলরে ল্যাঙ মাইরা পুরষ্কারটা লইয়া যাইতাম।
শুন্য শুন্যালয়
আপনি কাবাডি প্লেয়ার? যাক বাবা বাঁচছি।
প্রহেলিকা
প্রথমটা নিয়া বাকীগুলো আপপনাদের জন্য রাখতামতো। মানুষ ভালা আমি
ইঞ্জা
ঘুমকে চিঠি, শুন্য আপু
ইঞ্জা
আমার নাম কেউ লয়না ক্যারে ;(
প্রহেলিকা
💵
💵
💵
💵
ইহা ঢালেন
ছাইরাছ হেলাল
আপনি যেমন অন্যের নাম নিছেন,
একই কায়দায় অন্যরাও নিবে ভাইসাব!!
মৌনতা রিতু
যে যারে ভোট দিব হেরে খালি চিন্না রাখুম। পরে খবরের শিরোনাম হইলে দোষ নাই। 🙂
মিষ্টি জিন
এক্কেবারে ঠিক কইছো রীতু।
ছাইরাছ হেলাল
সিউর, বাহাতের কারবার হইছে,
তা না হলে ঐ ল্যাহায় কেউ ভোটায়!!
প্রহেলিকা
ঘুমকে চিঠি???😱😱
কততে লেনদেন হইছে? চুপপি চুপ্পি কন
ছাইরাছ হেলাল
কইয়া ফালান!! গুপনের কিছু নেই।
শুন্য শুন্যালয়
ইহা ভাই বোন কী দিল কী কারবার! ব্যবসা বাণিজ্যের লোকদের এইসব হৃদয়বিদারক কথা অন্দর মে ঢুকবে না।
শুন্য শুন্যালয়
আমি ডাইন হাতেই গুনতরাসি ত দিমুনে। শর্ত প্রযোজ্য। হিংসাইয়েন না দেহি।
ছাইরাছ হেলাল
ডিজিটাল জামানায় ভাউ-বাউ বলে কিচ্ছু নাই।
সব-ই হাত কা সাফাই!!
অসুবিধা নেই, মোরা মোরাই!!
শুন্য শুন্যালয়
ঐ ল্যাহা মানে? গররররররর! মিষ্টি আপু কী বলছে মনে নাই? এইবার নিজে না গুনতরাসিরে আয়নায় দাঁড় করান দেহি :@ @ছাইরাছ ভাউ
ছাইরাছ হেলাল
উহ্, কিসের সাথে কিসের তুলনা!!
গুনতরাসির জন্য নুপেল দিবে কইছে, সে খুশ-খবরি এখানে দিতে চাই না।
আচ্ছা!! আপনার নকল-ফকল ল্যাহাকেও ভুট দিতে বলছেন!!
তা দিতেই পারি, তবে!!!!!!!!!!!
মিষ্টি জিন
কে কারে ভুট দেয়? ঘাড, কিন্তুক থাকপে না কইয়া দিলাম। :@
@ কুবিরাজ
শুন্য শুন্যালয়
দেখো মিষ্টি আপু তুমি এইভাবে আমার একটা ভোটে বাগড়া দিতে পারোনা। তবে অই যে “তবে” লিখছে, অই তবের ম্যাল্লা দাম। আমার অতো পয়সা নাই, ভোট তুমিই নাও। কুবিরাজের ঘাড়ডাও সহিসালামত থাকলো! 😀
ইঞ্জা
আরেকজন হলেন রিতু আপু
মৌনতা রিতু
ইন্জা ভাইজু, আপনি সত্যিইও ভাল ভাইজু। 🙂
ইঞ্জা
😀
প্রহেলিকা
পোষ্টে মন্তব্যের হাফ সেঞ্চুরি হইছে আর ওইদিকে শুন্য আপু মনে মনে কান্দে। কয়, হাফ সেঞ্চুরি করলো মন্তব্য দিয়া, কিন্তু এই হাফ সেঞ্চুরি যদি ভোট দিয়া কেবল করতো নির্ঘাত পরথম হইতাম।
RIP VOTE
শুন্য শুন্যালয়
কাবাডিয়ান দেখি আবার জোত্যিষ ও। ক্যাম্নে কী? তয় কতা কিন্তু হাচা। :p
প্রহেলিকা
এখনো সময় আছে।
শুন্য শুন্যালয়
বলছেন!! আশায় বুক বান্ধিলাম …
মিষ্টি জিন
সারাবারি ভোট পরছে পাঁচটা কিন্তু মন্তব্য ৬০ টা.. সাবাশ…
ভালই লেনদেন চলিতেছে বুঝলাম। ;?
কে কত দিবেন যোগাযোগ করেন। ডলারে আপত্তি নাই।
তারপর ভাইব্বা দেখুম নে। ;?
আমারতো ভোটার আইডি একখান বানানই লাগবে শেষমেষ…
শুন্য শুন্যালয়
আপু তোমারে ইনবক্সে বলি? সব কথা সবার সামনে তো কওন যায়না, বোঝই :p
মিষ্টি জিন
কও .. তয় তার আগে গোল্ডের ভাওটা দেইক্ষা নিও। :D) :D) :D)
শুন্য শুন্যালয়
গোল্ড কী জিনিস!!
নীহারিকা
এইখানে একখান ভুটবাক্স থাকলে সুবিধা হইতো। মাঝে আইসা দেইখা যাইতে পারতাম কিডা কিডা ভুট পাইছে। নাকি কেউ একলাই সীল মারতেছে ;?
শুন্য শুন্যালয়
আপু গণনা সব একবারেই হোউক, নইলে কারচুপির সমূহ সম্ভাবনা। সবগুলা যেই জাঁদরেল আর টানা টানা চোখ, একা একা আর সীল মারার উপায় আছে? 🙁
মৌনতা রিতু
এই পোষ্ট দেখে ও এর সব মন্তব্য পড়ে প্রথমেই মনে হলো থানায় না গিয়ে সরাসরি পুলিশ লাইনেই যাই। যতো ফোর্স আছে সবাইকে রেডি থাকতে বললাম। এতো যুয়োচুরি! কে কে লেনদেন করতেছে সকলকে নজরদারিতে রাখার চেষ্টা অব্যাহত আছে। লাগিয়েছি গোয়েন্দাও। শুন্য প্রধান আসামী। ভাই ওর পুলিশ হইলেও কাম হইতো না। আইতেছি আমি খাড়াও। ভোট নিয়ে এমুন জালিয়াতি! নীলনদ কৈ গেলো ;? মিশরকন্যা জলদি আসো। দেখ শুন্য কি শুরু করছে ;(
শুন্য শুন্যালয়
দেখো তুমি আমার ভাবী বইলা এম্নে আমার পিছনে লাগবা, এইডা কিন্তু ঠিক না ;( মন্তব্য ঠিকঠাক পড়লেই বুঝবা ক্যাম্নে ব্যাবাকে আমার পিছনে লাগছে। ভোট তো দিতাছেই না, ক্যাম্নে ভোট না পাই তার ব্যবস্থা করতে আছে। ডাকো তোমার মিশর, নীলনদ, নীল আর্মষ্ট্রং,
এই দুইন্যায় আমার পক্ষে কী কেউই নাই? ;(
মৌনতা রিতু
টিস্যু বক্স পাঠাইতেছি। কান্দো কান্দো।শালিসি মানি তাও তালগাছ আমার। ভালাপাই, তাও তালগাছ আমার। ভোটের পরে সব ভালবাসাবাসি চলপে :p এহন সব ননদভাবি সামনাসামনি! তাই চরমে পৌছে গেছে সব।
মিষ্টি জিন
কইস না পুরা জালিয়াতি চলতাছে।
তাল, সুপারী . নারিকেল গাছ সব আমার।
প্রহেলিকা
৮০
প্রহেলিকা
মনিকে চিঠিঃ মৌনতা রিতু
ঘুমকে চিঠিঃ শুন্য শুন্যালয়
মিষ্টি জিন
বুঝছি.. ভালই লেনদেন হইছে…. আইচ্ছা :@ আচ্ছা.. :@
এলিট ফোর্সসহ আইতাছি…,
প্রহেলিকা
ভোট দিলামতো আবার কি? ডর দেখানো ঠিক না। ডরাই
মৌনতা রিতু
সবাই কয় আমি নাকি ভাল কোরমা রান্না করি, কেমনে পাঠাই। থ্যাংকু। শুন্য এইবার ঠিক আছে। মাফ কইরা দিলাম। একখান ভোট তো পাইছি \|/ মানসন্মান রক্ষে হইছে। 🙂
কিন্তু, প্রহেলিকা কবিতা চুরি কিন্তু থামবে না কইলাম। চুরির যায়গা বলবৎ থাকবে। শব্দের সাথে শব্দ কিন্তু চলতেই থাকবে। এখানে কুনো কম্প্রোমাইজ চলতো না। ভোট দিলেও না। 🙂 আপনার শব্দভাণ্ডারে হানা কিন্তু চলতেই থাকবে।
প্রহেলিকা
চোর হইলেওতো ভালোই ছিল। আপনারা ঘাড় ভাঙ্গার যে ডর দেখান বাপরে বাপ
মিষ্টি জিন
রীতু আমি ঘাড মটকামু আর তুই সেই ঘাড়ের কোরমা রানবি।
মনে থাকে যেন। :D)
প্রহেলিকা
গুনতরাসী- ছাইরাছ হেলাল
শমশের নগর চা বাগান- নীলাঞ্জনা নীলা
প্রহেলিকা
প্রিয় সোনেলাঃ মিষ্টি জিন
অপারগতাঃ নীহারিকা
মিষ্টি জিন
হুমকি ভালই কাম দিছে … :D)
প্রহেলিকা
সঞ্চালক ব্যান মারলে মারুক। যেই হুমকি ধামকি শুনতেছি ভোট না দিয়া উপায় নাই
মৌনতা রিতু
মিষ্টি আপু ;( ;( :@ :@ ;( ;( :@
মিষ্টি জিন
কান্দুনি তোরে কইনাই তো.. ডরাইস না। নাক মোছ।
নীহারিকা
ইয়াল্লাহ আরেকখান ভোট! ও প্রহেলিকা ভাই, পা দুইখান বাড়ান, সালাম করি।
প্রহেলিকা
আরো দিমু আরো দিমু!
নীরা সাদীয়া
এতগুলো ভোট? হায়!
প্রহেলিকা
বুঝছি আপ্নেরেও দিছি।
প্রহেলিকা
কি সুন্দর একটা পোষ্ট! আর এই পোষ্টটাকে এভাবে জঞ্জাল বানানোর জন্য আমাকে যেন ব্যান করা না হয়। সঞ্চালক সাহেব / সাহেবা না দেখলেই হলো।
প্রহেলিকা
শেষ চিঠি -নীরা সাদিয়া
বাবা কেমন আছো- ইঞ্জা
মৌনতা রিতু
ও এই কথা! কেউ প্রহেলিকারে থামাও। আমার কিন্তু মাথা গরম হইতাছে :@ মিষ্টি আপু, এমুন একখান ধমক তুমি দিতে পারলে ;(
প্রহেলিকা :@
প্রহেলিকা
নিজের প্রাণ যেখানে ওষ্ঠাগত সেখানে এই অধমের আর কি করার থাকে। আপনারা কে কি বলেছেন সব নোট করা আছে। ভোট নিয়ে এই আমাকে কোপানোর হুমকি। ঠাডা পড়ুক আমার উপত তাও ভালা
মৌনতা রিতু
হ , এই কথাও ঠিক। সোনেলায় সব গুন্ডা হয়ে গেছে, আমি ছাড়া😝। তাজ তো এখনো আসেইনাই। দেখি ও আসলে কি হয় ;? সজুরও দেখা নাই, নেন ভাই কোরমা খান।
মিষ্টি জিন
আমার মত লক্ষী পক্ষী একটাও নাই সোনেলায়। \|/
শুন্য শুন্যালয়
হ হ গাঁ এ মানেনা আপনি মোড়ল @মিষ্টি আপু
মেহেরী তাজ
আচ্ছা রীতু ভাবীজান তুমি কি ইনডিরেক্টলী আমারে গুন্ডা কইছো? আর সেটা আমি ২ দিন পরে দেখতাছি?
আসো তো আসো তুমি খালি এবার নওগাঁ ঢুইকা লও। :@
মৌনতা রিতু
ঘুমকে চিঠি – শুন্য শুন্যালয়
শমশের নগর চা বাগান – নীলান্জনা নীলা।
প্রিয় সোনেলা- মিষ্টি জীন।
বাবা কেমন আছ- ইন্জা।
অপরাগত- নীহারিকা।
আপাতত।
নীহারিকা
ও মোর খোদে, আমিও দেহি ভোট পাইলাম। তয় লাস্টের থাইক্কা ফাস্টো। যা কইছিলাম 😀
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আমারটা মনে হয় আপু পড়েনি তাই না আপু…. -{@
শুন্য শুন্যালয়
রিতু ভাবীজান, দুইটা নাম দ্যান।
শুন্য শুন্যালয়
প্রহেলিকা পল্টিবাজ, ধান্দাবাজ, অঘটনঘটনপটিয়সি আপনার দ্বিতীয় ভোট রেখে বাকি সকল ভোট সহ আপনাকে সাময়িক ব্যান করা হইলো।
মৌনতা রিতু
সহমত। \|/
প্রহেলিকা
ব্যান ট্যান পরে। আমারে সহজ সরল পাইয়া যে হুমকি দিছে। ভোটতো কেবল আপনারেই দিছি বাকী সবতো ঘাড় বাচাইতে ফরজ কাজ আদায় করছি।
প্রহেলিকা
প্রিয় সঞ্চালক
নিয়ম অমান্য করিয়া একাধিক ভোত দেয়ার জন্য আমাকে ব্যান করিবার আগে এই পোষ্টের সকল মন্তব্য পড়ার জন্য অনুরোধ করিলাম। আমিতো একাধিক ভোট দিচ্ছি এবং দিবোও কিন্তু ঘাড় মটকানোর যে হুমকি ধামকি আমি পাইছি তা যদি আপনি পাইতেন তাহলে একাধিক ভোট না দিয়া নিজের পয়সায় পুরষ্কার কিইন্যা দিতেন সক্কলেরে। সো বিবেচনার জন্য মন্তব্য করিয়া রাখিলাম।
মৌনতা রিতু
সঞ্চালক জানে, মৌনতা মনু মৌন থাকে। নামেই তার প্রমান। আমি কখনোই কাউকে হুমকি ধামকি দেই না। আমি শান্ত শিষ্ট ভদ্র মনু।
শুন্য শুন্যালয়
তোমার নামে যে ভ্যাজাল আছে আমি আগেই গোলাপের পোস্টে কইয়া দিছি, হুহ! :@
মিষ্টি জিন
প্রিয় সন্চালক,
আমার মত লক্ষী পক্ষী ইউনিভার্সেল খুঁজেও পাওয়া যাইবো না তাহা সবাই জানে।
ভোটের বিনিময়ে কেউ প্রকাশ্যে ডলার ঢালার কঁথা বলেছে। সচেতন নাগরিক হিসাবে আমি তার প্রতিবাদ করেঁছি মাত্র।
আমি ও বিবেচনার জন্য সব কিছু পরিস্কার করিয়া বলিলাম। :D) :D) :D)
প্রহেলিকা
ঘাড় মটকাইয়া ভাইঙ্গা কোরমা বানানো কি আপনার প্রতিবাদেররূপ? কি আজব কি আজব! এটারেও প্রতিবাদ বইলা চালাই দিতাছেন।
প্রহেলিকা
মন্তব্য সেঞ্চুরি করছে। :c
🎁
শুন্য শুন্যালয়
কি করবাম এই সংখ্যা দিয়া? বই ছাপায় দ্যাবে?
প্রহেলিকা
রেডিওতে দেখাবে
শুন্য শুন্যালয়
অনেক দুস্টামি হয়েছে। দুস্টামি যতখুশি করুন কিন্তু নামের বেলায় দুই এর বেশি নাম মেনশন না করার জন্য সকলকে অনুরোধ করা যাইতেছে। বি সিরিয়াস, বি স্টিল ম্যান, এন্ড আয়রন হার্ট। মডারেটরদের পরে কষ্ট হবে এখান থেকে খুঁজে বের করতে। সবাই লক্ষি পক্ষি হন।
ইতি।
প্রহেলিকা
বি সিরিয়াস!
পোষ্ট কে গোশত ভাইবা কি করেছে দেখুন একবার।
নো মোর ফানাফানি।
ভাল হয়ে গিয়েছি আমি। উক্কে
চাটিগাঁ থেকে বাহার
আমার ভোট আমি দেবো
যোগ্য লেখা বেঁচে নেবো
আগে চিঠি পড়ে নেবো।
মেয়াদ ক’দিন জেনে নেবো!
শুন্য শুন্যালয়
দশ তারিখের মধ্যে দিতে হবে। আপনি গুড ভাইয়া। সময় নিন, পড়ে তবেই সিলেক্ট করা উচিত। (y)
চাটিগাঁ থেকে বাহার
প্রাইমারী স্কুলের ছাত্রের মতো টেবিলে বলে মাথা দুলায়ে দুলায়ে পড়ার অভ্যেস করতে হবে দেখছি।
🙂
শুন্য শুন্যালয়
স তে সোনেলা, ব তে ব্লগ। মন্দ না 🙂
মিষ্টি জিন
এভাবে প্রকাশ্যে দুইজনের নাম বলা অসম্ভব।
গোপোনিয়তা থাকলে ভাল হোত।
শুন্য শুন্যালয়
মিষ্টি আপু এখানে আমরা কেউ আন্ডা বাচ্চা নই, সবাই বুড়ো বাচ্চা 😀 তাই কেউই মন খারাপ করবে না, নিশ্চিত থাকো। সব চিঠি পড়েছো কাজেই যে দুটো বেস্ট লাগে দিয়ে দিবা। এতো ভাবছো কেন? প্রকাশ্যে ভোট দেয়াতেই বরং স্বচ্ছতা থাকবে আপু।
মেহেরী তাজ
গোপনীয়তা কেনো? লেখা ভালো না হইলেও প্রিয় কাওকে ভোট দিতেন নাকি?? ;? :p
মিষ্টি জিন
.কে যে আমার প্রিয় আর কে অপ্রিয় আশা করি তা আপনি আমার চিঠি পডলেই বুঝতে পারবেন। সবার লেখাই ভালো হয়েছে।প্রকাশ্যে কাউকে কষ্ট দিতে চাইছিলাম না।
ধন্যবাদ
মেহেরী তাজ
আয় হহায় আপু আমি কি এক কাঠি উপ্রের ফান করে ফেলছি আপু?
আপু মজা করছি।
সে তো বুঝেছিই আপনি কাওকে অপ্রকাশ্য কষ্ট দিতে চান বলেই বলছেন।
মোঃ মজিবর রহমান
আপুরে কেমনে প্রতিযোগি হতে হয় তাই মনে নায়, তবে কেমনে বাচাই করিব ভাবতাছি।
ডাইরেক্ট এক শন দুইজন খাতায় বাম্বার দিতে হবে এতো কঠিন কাজ সমাধান করা কুকঠিন না সুখঠিন বুঝতাছিনা আপু।
দোড় দিতাছেন এই বুড় া বয়সে।
দাবড়ান দাবড়ান !!!
ভাল থাকুন। \|/
শুন্য শুন্যালয়
দৌঁড়াদৌঁড়ি স্বাস্থ্যের জন্য ভালো ভাইয়া। দৌঁড়ান, তবে দশ তারিখের মধ্যে দুটা নাম চাই। 🙂
আগুন রঙের শিমুল
1 শমসের নগর চা বাগান – নীলাঞ্জনানীলা
2 ঘুমকে চিঠি – শূন্য শূন্যালয়
আগুন রঙের শিমুল
তিনটি থাকা উচিৎ ছিলো 🙂
3 তোমাকে ভেবে লেখা – তেলাপোকা রোমেন
শুন্য শুন্যালয়
আমি কিন্তু কাউকে ঘুষ দেইনি, কসম 🙁
মেহেরী তাজ
এটা কি একটা আড্ডা পোষ্ট ছিলো নাকি সিদ্ধান্ত গ্রহণের জন্য পোষ্ট ছিলো? ;?
দুইটা মাত্র সিলেক্ট করতে হবে?? পারবো না! আনপসিবল!
তুমরা সব আমারে ছাইড়াই আড্ডা দিলা? আমারে একটু ডাকলা ও না?
দিমুনা কোন ভোট!!!!
শুন্য শুন্যালয়
সারাদিন ডাকছি, কেউ মোবাইল বন্ধ কইরা থুইলে আমি করুম। ইলেকট্রিসিটি ম্যাল্ললা খারাপ। কাঁন্দিস না বুবুজান। এভ্রিথিং ইজ পজিবল (সবকিছুই সম্ভব)
মেহেরী তাজ
এমন ডাক ডাকলে যে শুনতেই পাইলাম না।
হুম ইলেক্ট্রিসিটি খ্রাপ……
আমি কান্দিনা।
শুন্য শুন্যালয়
পাষাণী গলা ফাঁডাইয়া ডাকলাম। কানের ডাক্তার দেখা 🙂
কান্দোস না? তাইলে চোখের ডাক্তারও দেখাইস @তাজ
চাটিগাঁ থেকে বাহার
প্রথম ১৫ টায় ভালো লেগেছে ৭টি
বাকী আছে আরো অনেক।
এখন অ্যাঁই কিইত্তাম………. ;?
শুন্য শুন্যালয়
১৪ টা নাম তো দেয়া যাবেনা 🙂
নীহারিকা
এইবার মডুদের ক্ষ্যামতা বুঝা যাবে। ম্যাগ্নিফাইং গ্লাস নিয়া ভোট খুঁজতে হবে। ভালো হইছে, ভুটা গণনা এত্ত সুজা? 😀
শুন্য শুন্যালয়
আসলেই। সবাইরে প্যারা দিয়ে গিয়া মডুরা নিজেই এবার প্যারায় পড়বে। 🙂
ইঞ্জা
প্রিয় মডুগণ আজ বিস্তর ভোট জালিয়াতি হয়েছে বলে মনে হচ্ছে, সকাল থেকেই মিষ্টি জিন আপু, মৌনতা রিতু আপু জঙ্গি ভাব নিয়া সারা মাঠময় ধুলাবালি উড়াইয়াছেন কমেন্টদাতার বিপক্ষের ঘাড় নামানোর জন্য, প্রহেলিকা ভাইজান চামে পইরা উপরি ইনকাম করেছেন, নীহারিকা দাদীজান তো আরো এক কাটি বাড়া, উনার স্কুলের বাচ্চা পার্টিদের মাঠে ছেড়ে সবার চুল ছিড়েছেন বিধায় ভোটদাতারা পালিয়ে বেঁচেছেন, শুন্য আপুও কম যাননা দেখছি। :p \|/
মৌনতা রিতু
ও মিষ্টি আপু কৈ গ্যালা, দেখ মোগো জঙ্গী কইছে ভাইজু ;( ;( ;( এ জীপন রাখব না ^:^ 🙁 ;(
ইঞ্জা
আপনারা সবাই মিইল্লা যা শুরু করছেন, মিলিটারিও কিছুই করতে পারবেনা। :p
নীহারিকা
কি? আমার নামে এত্তবড় অপবাদ? ভুট কিন্ত এখনো দেইনাইক্কা। খুব খিয়াল কইরা….
ইঞ্জা
আপনি এখনো ভুট দেননাই, তাইলে আমারে দিয়েন, দাদীজানননননন
নীহারিকা
ভাবতাছি কারে দিমু ;?
এখনো সিদ্ধান্ত নেই নাই।
শুন্য শুন্যালয়
এত্তো ভাবা লাগে? শুন্য থেকে আমাদের সৃষ্টি, শুন্যেই যাবে মিলে 😀
নীহারিকা
সবাইতো ব্যবসায় নাইম্মা পড়ছে। একটু ভাব সাব নিয়া পরে দিমু। আগে ভোট দিলে দাম কইম্যা যাইতারে।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
প্রকাশ্যে বলাটা সত্যিই ভাল লাগছে না কাকে রেখে কাকে বলব।সবাইকে ফাষ্ট করা যায় না আফা। -{@
শুন্য শুন্যালয়
আপনি মনেহয় সবাইকে খুশি বা মন খারাপ নিয়ে ভাবছেন। এসব না ভেবে যেই লেখা দুটো ভালো লেগেছে সেই দুটা দিন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
মৌনতা রিতু
নীলাঞ্জনা নীলা
যদি অফসনস থাকে তবে
নীরা সাদীয়া -{@
শুন্য শুন্যালয়
অপশন নেই মনির ভাইয়া। থাংকু দারুণ দুটো লেখা চুজ করার জন্য (y)
নীরা সাদীয়া
ওরে বাবা, মমি ভাই যেখি শেষমেস আমার নামটাও নিল। ধন্যবাদ ভাই। সব্বাই মনে রাইখেন,আমি কিন্তু কাওরে জুরাজুড়ি করি নাই! তাই ভুটও পাই নাই। তবু প্রহেলিকা ও মমি ভাই আমার নামটা নিল একবার, এতেই আমি কত্ত খুশি, বাজাই হাত তালি :c
আবু খায়ের আনিছ
পোষ্ট দেওয়ার পড়ে এখন পর্যন্ত পঞ্চাশবার পোষ্ট দেখেছি, কিন্তু কি মন্তব্য করব ভেবেই পাচ্ছি না। সবগুলো চিঠি পড়া হয়ে উঠেনি, আরো চারপাচঁ দিন সময় লাগবে, ততক্ষণ অপেক্ষা করি, তারপর ভোট দিবনে।
শুন্য শুন্যালয়
সময় আছে এখনো। পড়েই দিও। নো ওরিজ।
ইকরাম মাহমুদ
সবগুলো চিঠিই আমি পড়েছি এবং ৪টি চিঠি মনে ধরেছে খুব। সেই চারটি থেকে ২টি বাছাই করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। ব্লগটিমের এই ভোটাভুটি সিদ্ধান্তে আমার মাথায় ভুটভুট করতেছে।
কারে থুইয়া কারে নিমু।
কারে দিমু ভোট
কে আমারে ট্যাহা দিয়া
মাথা করব লুট।
শুন্য শুন্যালয়
সত্যি বলতে দুটা সিলেক্ট করা আসলেই কঠিন। না জানি বিচারকরা কিভাবে এই কঠিন কাজ করছেন। চোখ বন্ধ করে দুটা নাম লিখে ফেলুন।
ট্যাহা টুহা খুপ খ্রাপ।
তেলাপোকা রোমেন
\|/ \|/ \|/ \|/ \|/
ভোট এমনই হওয়া উচিৎ। প্রকাশ্যে। তবে আমি কাউকে ভোট দিচ্ছিনা। আমি মাত্র ৬ টা চিঠি পড়েছি। সবগুলো পড়ে ফেললে চেষ্টা করব 🙂
শুন্য শুন্যালয়
আপনি দারুণ পাঠক প্রমাণ করুন 🙂
ভোট সবার দেয়া উচিৎ। এটা আমাদের ব্লগের আয়োজন আর আমার অংশগ্রহণ থাকবেনা তা কী হয়! 🙂
নীলাঞ্জনা নীলা
মন্তব্যের বন্যা দেখি!!! বাপ্রে ভয় পাইছি। তাই মন্তব্য পড়লাম না। শুধু দেখলাম দুইটা চিঠিতে ভোট দিতে হবে। এমন শাস্তি ক্যান আমারে দেয়া হইলো? ;( বেশ কয়েকটা চিঠি এতো বেশি ভালো লেগেছে যে কি বলবো! বলেই ফেলা যাক,
১) প্রিয় মনিকে চিঠি – শান্তসুন্দরী মৌনতা রিতু
২) ঘুমকে চিঠি – তিলোত্তমা শুন্য শুন্যালয়
আচ্ছা আরও দুটোতে কি ভোট দেয়া যায়না? প্লিজ! 🙂 -{@
মেহেরী তাজ
একই প্রশ্ন আমারও। নীলা আপু বলে দেখেন হয় কি না।
নীলাঞ্জনা নীলা
পিচ্চি আপু মনে হয় না দেবে। ইস ৫-৬ টা চিঠি এতো বেশি ভালো লেগেছিলো, কি বলবো! 🙁
মেহেরী তাজ
আপু এটা মডুদের ষড়যন্ত্র। তেনাদের ঘুম হারাম হইছে বলে এখন লাগছে আমগোর ঘুম হারাম করতে।
শুন্য শুন্যালয়
এই তো বুঝেছিস। পোস্ট পইড়া বোঝস নাই? তোদের আনন্দ দেখে আর সহ্য হচ্ছিলো না 🙂 @তাজ
ইঞ্জা
হ হ আমি আইছি শুধু ঘাস কাটতে। :@
শুন্য শুন্যালয়
ও ভাইয়া ঘাস দিয়ে কী করবেন? @ইঞ্জা ভাই
ইঞ্জা
কি আর করি, আপনাদের কাছে ঘাস বেচবো। :D)
নীলাঞ্জনা নীলা
হ্যান্ডপাম্প ভাইয়া মন খারাপ করেনা। এই নিন আমি ফুল দিলাম। -{@ এবারে হাসুন। 🙂
ইঞ্জা
😀 আহা আমার বোনটা কত্তো ভালো।
শুন্য শুন্যালয়
আমিতো আর কোন চিঠি লিখি নাই, আবার কারে ভোট দিবা? নো প্লিজ 🙂
আচ্ছা যাও আর তোমার লেখারে পঁচা বলুম না, পঁচা হইলেও না 😀
থাংকু গুডগার্ল। @নীলাপু -{@
হার্ট দেয়ার মানা আছে 😀
নীলাঞ্জনা নীলা
ইস গুডগার্ল বলে আবার! আমি চরম নাকউঁচু মানুষ কিন্তু। পছন্দ না হলে বলে দেই(যদিও এখন ওই অভ্যাসকে কমিয়ে এনেছি)। তোমার আর মৌনতা আপুর লেখা দুটোর মধ্যে আমি আমার ফেলে আসা জীবনের গল্পগুলোকে খুঁজে পেয়েছি। তাই ভোট দিলাম। বুঝেছো?
আমার হার্ট আরও কয়েকজনের কাছে রাখা, তাই আমিও দিতে পারলাম না। :p 😀
শুন্য শুন্যালয়
কএকজনের কাছে? বাপ্রে! জিয়ো জিয়ো।
কিন্তু আমি কারে ভোট দেই? ;(
মৌনতা রিতু
ঘুমকে চিঠি – শুন্য শুন্যালয়।
শমশের নগর চা বাগান- নীলান্জনা নীলা।
অন্য সবাই মাফ কইরা দিও। ঠ্যাং পা সব ধরলাম। সবার চিঠিই কিন্তু ভাল হইছে।
মোর কান্দন বারাইতেছে। সঞ্চালক এমন চিপায় ফেলবে বুঝতেই পারি নাই। হ্যাপ্পি ব্লগিং ;( ;(
মেহেরী তাজ
ভাবীজান ভোট পাল্টাপাল্টি হচ্ছে??
বুইজ্জা লাইছি।
শুন্য শুন্যালয়
আইছে সজুর ওস্তাদ! সব বুজে :@
ইঞ্জা
আপনি নাকি আমারে ভোট দিছেন, ভাইজুরে এইভাবে ল্যাং মারলেন।
শুন্য শুন্যালয়
এত্তো জন একসাথে খেলাধূলা করতে গেলে একটু আধটু ল্যাং লাগেই ভাইয়া, ও কিছু নয়। কান্দিয়েন না @ইঞ্জা ভাইয়া
ইঞ্জা
;(
শুন্য শুন্যালয়
আগামী এক মাস তোমার রান্নাঘর থেকে ছুটি!। ঠিক এক মাস কিন্তু @মৌনতা :D)
নীলাঞ্জনা নীলা
ওয়াওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওও!!!
শান্তসুন্দরী তুমি শমশেরনগর চা’ বাগানকে ভোট দিয়েছো, যেখানে আমার আত্মা বাস করে।
বিশ্বাস করবে কিনা জানিনা, এই লেখাটি কিন্তু পুরষ্কারের জন্য লিখিনি। আমার মন বলেছে লিখতে তাই লিখেছি।
একবার বেড়িয়ে এসো শমশেরনগর। ভালো লাগবে কিনা জানিনা, কারণ বদলে গেছে সব।
অনেক ভালো থেকো মৌনতা আপু। -{@
মৌনতা রিতু
ও আপু, এবার যদি কোথাও যাই অবশ্যই অবশ্যই যাব। লাভ ইউ আপু। (3 (3 আর শোনো তোমার লেখার মধ্যে আমি আমার ক্যাম্পাস খুঁজে পেয়েছিলাম। তাই ভোট দিয়েছি। কতো মায়া ছিল এই লেখায় তা আমি জানি।
নীলাঞ্জনা নীলা
তোমার ক্যাম্পাস কোথায় ছিলো আপু? জানতে ইচ্ছে করছে এমন সুন্দর মায়াবী জায়গাটার কথা।
মেহেরী তাজ
আপাতত একটা ভোট দেই। পরে ভেবে ভেবে অন্য আর একটা দেওয়া যাবে।
১। শেষ চিঠি – নীরা সাদীয়া।
শুন্য শুন্যালয়
গুড চয়েজ। এইজন্যেই তো তুই আমার বুবু। পরেরটায় এতো ভাবাভাবির কি আছে? মে হু না? :D)
বেস্ট লেখাটিকেই ভোট দিস বুবু। লাভু (3
নীরা সাদীয়া
ওরে বাবা, আমি দেখি সত্যি সত্যি ভোট পেয়েছি। থ্যাঙ্কু তাজ। :c তালি হবে।
মেহেরী তাজ
হ্যা নীরা তালি হওয়াই উচিৎ।
চিঠি পছন্দ আমার।
ছাইরাছ হেলাল
ইতমধ্যে অনেকেই নানান উপায়ে যুগাযুগ করেছেন / করতেছেন, ব্যকুল হবেন্না,
টাইম হাতে আছে,
আর একটু সামনে এগুতে হপে!!
শুন্য শুন্যালয়
আপনিও যোগাযোগ শুরু করেছেন বুঝি? কিন্তু আপনার লেখা নুপেল (নো বেইল) এ যাবে। কোন বেইল নাই এই লেখার। তবে যোগাযোগের উপর শর্ত সাপেক্ষে। ঝাঁপিয়ে পড়ুন।
ইলিয়াস মাসুদ
সব গুলো চিঠি পড়া হয়নি,তবে যতটা পড়েছি তোমাকে ভেবে লেখা– তেলাপোকা রোমেন এই চিঠিটা ভাল লেগেছে।
সময় করে সব গুলো চিঠি পড়ার চেষ্টা চলছে
🙂
শুন্য শুন্যালয়
অনেকদিন পর দেখলাম, দেশভ্রমণ কেমন চলছে ভাউ?
রোমেনের লেখাটা আমার মধ্যেও ঘুরপাক খাচ্ছে। বিপদে আছি সমূহ।
পড়ে চুপিচুপি জানিয়েন তো কোনটায় দিমু।
জিসান শা ইকরাম
আশাকরি এত মন্তব্যের মাঝ থেকে পাঠকের নির্বাচিত সেরা দুই চিঠি বাছাই করতে খুবই শান্তি পাবেন।
ওম শান্তি ওম 🙂
শুন্য শুন্যালয়
শান্তি আপনাকেও দেয়া হবে ভাউ, অপেক্ষায় থাকুন।
মোঃ মজিবর রহমান
ভাই শান্তি না শাস্তি!!! বুইঝা কয়েন মুই পারছিনা। পড়েও পারছিনা কাকে রাইখা কাকে দেবো এতো বিপদে পূর্বে পড়ি নাই।
তাঁর জন্য অন্য মন্তব্য আটকিয়ে যাচ্ছে ।
শুন্য শুন্যালয়
এবার তাহলে বোঝেন বিচারকদের অবস্থা 🙂
১০ তারিখ কিন্তু শেষ দিন ভাইয়া, জলদি সিলেক্ট করুন।
জিসান শা ইকরাম
তা আপনার পছন্দের সেরা দুই চিঠি নির্বাচিত করুন দেখি। একজন ব্লগার হিসেবে আপনার দুই নির্বাচন ঝাতি জানতে চায়।
শুন্য শুন্যালয়
সবাইকে বিপদে ফেলে পোস্টদাতা নিজেই এখন বিপদে আছে। 🙁 তবুও আম্নে চিঠি না দিয়ে কিঞ্চিত রক্ষা করেছেন। আপনারে থাংকু।
রিভিশন চলছে। জাতিকে একটু ধৈর্য্য ধরতে হবে। তা আপনার ভোট কই শুনি?
গাজী বুরহান
আমার বিল্লির চিঠি- ব্লগার সজীব।
২য় টি এখনো বলবনা। অবশ্যই……এর উপর নির্ভর করবে।
শুন্য শুন্যালয়
সজু ডার্লিং এর লেখাটা আসলেই মজার। 🙂
অবশ্যই এর শূন্যস্থানে কী ভাই? 🙂
ইকরাম মাহমুদ
কোনটা রেখে কোনটা দিব? সিদ্ধান্তে পৌঁছাতে আমাকে লটারির আয়োজন করতে হলো অবশেষে। মৌনতা রিতু, নীরা সাদিয়া, শুন্য শুন্যালয়, রুম্পা রুমানা এই চারজনের লেখাই আমার ভালো লেগেছে। প্রাপক নির্বাচন দারুণ ছিল ৪ জনেরই। ছোট্ট ছোট্ট ৪টি কাগজে চারজনের নাম লিখে দিলাম লটারি। তা থেকে নিয়ম অনুযায়ী চোখ বন্ধ করে দুইটি তুলে নিজেই খুলে দেখি…..!!
এবং লটারিতে প্রাপ্ত দুজনের নামই দিচ্ছি আমার পছন্দের চিঠি দুটো। স্বচ্ছ এবং নিরপেক্ষ ভাবে লটারি সম্পন্ন করেছি।
১মঃ রুম্পা রুমানা (যেখানে ডাকপিয়ন পৌঁছায় না !)
২য়ঃ মৌনতা রিতু( প্রিয় মনিকে চিঠি)
শুন্যাপু ও নীরাপু লটারির নিয়মে আপনারা অভাগ্যবতী।
তবে আপনাদের চিঠি দুটো প্রিয়তে নিয়েছি
শুন্য শুন্যালয়
যখন এই পোস্ট দিচ্ছি কে হতে পারে বা কারা পেতে পারে ভোট কিছুটা ভাবনায় ছিলো। ক্রিকেট মাঠের বাউন্ডারি সাইজের মধ্যেও নিজের নাম ভাবিনি। তাই অবাক হয়েছি সবার ভাবনায় আমার নাম দেখে। এইটা সত্যি কথা …
আর দুঃখের কথা হইলো সারাজীবন আমি লটারিতে জিতে এসেছি, এই সেদিনও কি কথায় কথায় বুবুকে বললাম সেটা আর আজ কিনা আমি অভাগ্যবতী ;(
অনেক ধন্যবাদ ভাই, লেখাদুটো সত্যিই ভালো অনেক।
নীরা সাদীয়া
কান্দের কেন শূন্যাপু, আপনেই কিন্তু বেশি ভোট পেয়েছেন! মিষ্টি রেডি রাখেন।
নীরা সাদীয়া
কি আর করা যাবে বলুন, তবু আপনি যে প্রিয়তে নিয়েছেন, এতেই আমি মহাখুশি!
ইকরাম মাহমুদ
-{@
নীহারিকা
ভোটঃ
১। চিঠি – অরণ্য,
২। শেষ চিঠি – নীরা সাদিয়া।
* এছাড়াও বেশ কয়েকটি চিঠি খুবই ভালো লেগেছে। আসলে সবগুলোই খুব ভালো ছিলো। ১৯/২০ আর মতো। কিন্ত ২ এর বেশী ভোট দেয়া যাবে না তাই কি আর করা……
যাদের নাম এখানে দিতে পারলাম না তাদের কাছে ক্ষমাপ্রার্থী।
নীরা সাদীয়া
এই না হলে আমার দিদি! থ্যাঙ্কু দিদি থ্যাঙ্কু। :v
শুন্য শুন্যালয়
আবার ক্ষমাক্ষুমা কেনু? আমার খুবই পছন্দের দুটো লেখায় ভোট দিয়েছেন আপু। থাংকু। এবার আমি কারে ভোট দিমু হেল্পান, মাথার চুল সব পড়ে গেলো :'(
মোঃ মজিবর রহমান
এই আপু আপনি কেমনে পছন্দের কথা উল্লাখ করলেন অন্যরা আমাকে ভোত দেওয়া থেকে বিরত হতে পারেনা??
আমার ভোত আমি দেবো মনে যে লেখা ভাল লাগে। কিন্তু ওপেন হল কেন???
শ্মিম ওসমান কি এখানেও আছে?????
নীহারিকা
@ শুন্য: চোক্ষু বন্ধ কইরা ভোট দিলাম। কেউ যাতে মাইর না দেয় তাই আগে ক্ষমাক্ষুমা চাইয়া রাখলাম।
@ মজিবর ভাই: কি বললেন বুঝি নাই 🙁
মোঃ মজিবর রহমান
https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b/
https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f-%e0%a6%b6%e0%a6%ae%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%aa/
মোঃ মজিবর রহমান
কেন আমার মন্তব্য বাঁ ভোট প্রদান অপেক্ষায় আছে জানিনা। দয়া করে অনুমোদন দিন। ব্লগটিম।
ছাইরাছ হেলাল
অবশেষে সকল ষড়যন্ত্রের সুকঠিন কারেন্টজাল ছিন্ন করে, সকল প্রলোভন ও কানপড়া উপেক্ষা করে, অনেক-কে
কাঁচকলা (পাকাকলা) দেখিয়ে ‘কিছুতেই ভোট পচানো যাবে না’ এই বানী স্মরণে রেখে দ্বিতীয় মহা মূল্যবান ভোটটি প্রদান করিলাম,
মোঃ মজিবর রহমান।
শুন্য শুন্যালয়
খুব ভালো চয়েজ। মজিবর ভাইয়ের লেখাটা আসলেই এক্সেপশনাল হয়েছে। আপনার পছন্দ ভালো। (y)
ব্লগার সজীব
আমার চিঠি যে কোনো বিবেচনায় থাকবেনা তা আমি জানি। ব্যফার্না।
এদেশে ট্যালেন্টের মূল্য নেই, এটি কে না জানে? প্রাইজ নিয়ে ভাবিনা, আমি ভাবি অংশ গ্রহনই বড় কথা। আপু খুঁজে পাবেন তো কে কোন লেখকের চিঠিকে নির্বাচিত করলেন?
শুন্য শুন্যালয়
ব্লগার সজীবের চিঠি সবার মনের আনাচে কানাচে ঘোরে, তার আবার আলাদা স্বীকৃতি লাগে নাকি? 🙂
কথাতো পুরাই সত্য, এদেশে ট্যালেন্টের কোন মূল্য নেই, তারা অমূল্য। 🙂
এতদিন ঠিকই ছিলো, আজকে একজনের নির্বাচন খুঁজে পাচ্ছিনা। মোবাইলে দেখেছিলাম এখন আর পাইনা। ম্যালা প্যারায় আছি 🙁 কেউ একটু হেল্পায় না ;(
নীলাঞ্জনা নীলা
ভাভু ভাইয়া যুগ্মভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে কেন হয়! থ্রী ইডিয়টসের কথা মনে আছে? ওই যে আমির খান বলেছিলো বোর্ডে রেজাল্টশিট দেওয়াটাই ঠিক না। আর বোমান ইরানী বলেছিলো তাহলে কি আমি একেকজনের কাছে গিয়ে গিয়ে বলে আসবো? 😀
ট্যালেন্টের মূল্য দেয়না, কথাটা ১০০% সত্যি। নিজেকে দিয়েই তো দেখছি। ;(
নীলাঞ্জনা নীলা
**ভাভু ভাইয়া যুগ্মভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যে কেন হয়না! 🙁