এতক্ষণে প্রায় সবাই নির্দিষ্ট স্থানে পৌঁছে গেছে।
কেউ কেউ আসছে এখনো।
কেউ জ্যামে, কেউ রাস্তায়, কিংবা এখনো কেউ বাসায়ই।
কেউ ১ নং গেটে এদিক ওদিক তাকিয়ে খুঁজছে চেনামুখ।
কেউ ইতিমধ্যে পেয়েও গেছে ১ নং গেটের ডানদিকের গলিটা।
কেউ চেনা তবু অচেনা শুধু নামটাই জানা
একই সাথে হেঁটে যাচ্ছে মিলনমেলায়।
একই সাথে খুঁজতে থাকা দুজন গিয়েই বলছে হয়তো, এ্যাঁই আপনাকেই তো বললাম ১ নং গেটটা কোনদিকে!!?
উহ্ আপনিই আমাদের একজন?
আগে জানলে এটুক রাস্তা একসাথেই আসতে পারতাম।
কেউ কেউ দুর থেকে ধূসর টিশার্ট দেখেই ধরে নিয়েছেন, ঐ তো আমাদের ইকরাম জিসান ভাই।
কেউ কেউ লাল টিশার্ট খুঁজছে।
কেউ খুঁজছে র্যাব এর কন্টোল রুম….
কেউ আবার খুঁজেই পাচ্ছে না।
কী মধুর প্রাপ্তি আর অপ্রাপ্তির খেলা।
খুঁজছে অথচ পাচ্ছেনা।
আর….
আমি খুঁজছি দিনশেষ
না, মিলনমেলায় নয়।
হ্যাঁ, সোনেলার দিগন্তে
জলসিঁড়ির ধারে
ধারণকরা বিচিত্র চিত্র দেখার অপেক্ষায়।
খোঁজা হলোনা প্রিয়দের মুখমেলায়
অনেকগুলো প্রিয়মুখ।
মিস করছি ভীষণ!
১৯টি মন্তব্য
বায়রনিক শুভ্র
ভালো লেগেছে ।
ইকরাম মাহমুদ
-{@
নীহারিকা জান্নাত
বাহ! খুব সুন্দর লিখেছেন।
মন খারাপের কিছু নেই। শীঘ্রই সোনেলার পক্ষ থেকে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সময় ম্যানেজ করে চলে আসুন।
ইকরাম মাহমুদ
সময়ের লাটাই ধরে রাখার চেষ্টা থাকবে।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
এমন মিসটি যেন আর না হয় সেই ব্যাবস্থাই করতে হবে আগামী অনুষ্টানগুলোতে।সুন্দর অনুভুতি। -{@
ইকরাম মাহমুদ
চেষ্টা ছিল এবারই। কিন্তু ঐ যে সময় আর সুযোগ। অভাবটা দুটোতেই লেগেছিল। -{@
ছাইরাছ হেলাল
আসলে আমিও অনেক কিছুই মিস করছি।
ব্যাপার না, আবার সোনেলার সোনা্দের সাথে দেখা হবে অবশ্যই,
ইকরাম মাহমুদ
ইনশাআল্লাহ দেখা হবে।
অরণ্য
মেলা বা গাছতলা কিংবা বড় কোন ছাদের নিচে; কিংবা সবুজ ঘাসে খোলা আকাশের নিচে সোনেলা আবার বসাবে হাট।
দেখা হবে তখন। মন ভরে যাবে। (y)
ইকরাম মাহমুদ
-{@ (y)
জিসান শা ইকরাম
মিলন মেলার স্থান খুঁজে পাননি এমন তিনজন এসে ফিরে গিয়েছেন। এসেও অংশ নিতে পারেননি, ভীষণ মর্ম বেদনায় ভুগছেন তারা।
আপনাকে খুব মিস করেছি। ভবিষ্যতে যেন আর মিস না করি।
ইকরাম মাহমুদ
ওহ…. সত্যিই মর্মপীড়াদায়ক। খুঁজে পাননি যারা উনাদের ব্যাথাটা অনুভূত হচ্ছে অন্তরে। ইনশাআল্লাহ, আর মিস করতে দিব না,করবও না।
শুন্য শুন্যালয়
মিস করলেন কিভাবে? আর মিস করেই এমন কাঁটা ঘায়ে নুনের ছিটার মতো কবিতা লিখে ফেললেন! খুব ভালো লাগলো।
কিন্তু ছবি আমি দেখবো না কিছুতেই। এই চোখে হাত দিলাম -:- (কানে আঙ্গুল আর চোখে হাত এক ধরে নিন)
ইকরাম মাহমুদ
:D) 😀
রিমি রুম্মান
বাহ্ ! মিস করা কিংবা খুঁজে না পাওয়া নিয়ে এমন একটি লেখা হয়ে গেলো ! সুন্দর। মিস করা সার্থক ।
ইকরাম মাহমুদ
-{@ ধন্যবাদ আপু
মৌনতা রিতু
আমিও মিস করেছি ভীষন। আমিও এবার বইমেলায় ১ নং গেট দিয়ে ঢুকার সময় খুঁজছিলাম কিছু প্রিয় মুখ, ভাবছিলাম, ইশ! কেউ বলে উঠুক,” এই রিতু আপু” কিন্তু তা আর হলো না।
ভাল লেখা। ভাল থাকুন। শুভকামনা রইলো।
ইকরাম মাহমুদ
ইসস্ কেউ যদি হঠাৎ ডেকে উঠতো!! তাহলেই তো মিস করাটা হতোনা।
আপনিও ভালো থাকুন
নীলাঞ্জনা নীলা
আমিও মিস করেছি। 🙁