অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তির আগে আমরা বেশ খানিকটা সময় পেয়েছিলাম। তখন বিসিএস কোচিং এ ভর্তি হই। মাথায় তখন পড়ার চিন্তা, চোখে বিসিএসের স্বপ্ন। কোচিং এ আমার সাথে ভর্তি হলো আরেক বান্ধবী। তখন সে নতুন নতুন ফেসবুক খুলল। ফেসবুক মানে তখন তার কাছে অচেনা এক সমুদ্র। কোথাও ঝিনুক, কোথাও পচা শামুক, কোনদিকে সে যাবে বুঝে উঠতে পারে না। এমন সময় গুন গুন করে ভ্রমরের পাখায় চড়ে এলো মিষ্টি প্রেম। ফেসবুকে কাকে না কাকে পেয়ে তার মাথায় চেপে বসলো ভূত।এই বুড়া বয়সেও কেউ প্রেমে পড়ে, তা দেখে আমি রীতিমতো অবাক! এবার আমার হলো মহাজ্বালা। রোজ নতুন নতুন বিষয় সে আমাকে জানায়, আমার মাথার তার সব ছিঁড়ে, নাটবল্টু উল্টে পাল্টে ঐগুলোর চিপাচাপা থেকে খুঁজে বের করতে হয় বুদ্ধি! তারপর ওনাকে দিতে হয় পরামর্শ। নিজে মাঠে না নামলেও মাথা খাটিয়ে ওনার জন্য আমাকে খেলতে হতো সাইকোলজিকাল গেম। এই যেমন একদিন বলে,
“দোস্ত, ছেলেটা আমাকে বলছে, আমি খুব ভালো মেয়ে। এর মানে কি রে? তার মানে আমাকে সে পছন্দ করে।”
আমি বুঝলাম না এর সাথে পছন্দ করার ঠিক কি সম্পর্ক? কিন্তু সে কিছুতেই মানবে না, এই ছেলে যে তাকে একটা খুব সাধারণ কথা বলেছে। এর মাঝে অন্য কিচ্ছু নেই। আরেকদিন বলে,
“দোস্ত, ছেলেটা বলছে সে যাকে পছন্দ করতো তাকে সরাসরি বলতে পারত না। এখন মেয়েটার বিয়ে হয়ে গেছে। তার মানে আমাকেও পছন্দ করে।কিন্তু সরাসরি বলতে পারে না!”
আমি দুটো ঘটনার মাঝে কোন মিল খুঁজে পাই না। সে ছেলেটাকে কোনদিন দেখেনি, চেনে না, জানে না। শুধুই ফেসবুকে পরিচয়। তাই নিয়ে এত মাতামাতি। যতই বোঝাই ফেসবুকের এসব বিষয়কে পাত্তা দিস না। তবুও সে মানে না। যাই হোক, কদিন কথা বলার পরই লাগে ঝগড়া। ঝগড়া লাগলেও সেই আবার আমার কাছে বুদ্ধি চায়। ঝগড়ার সময় বলা কথাগুলো ঠিক ছিলো কিনা তাও জানতে চায়। আমি তারানা হালিমের মত পরামর্শ দেই।
একটা সময় সে জানতে পারে ফেসবুকে ব্লক নামে একটা অপশন আছে। এবার আমাকে সে পাগল করে ফেলে,
:দোস্ত, ব্লক কিভাবে দেয়? ব্লক দিলে কি একজন অন্যজনকে দেখতে পাবে?
দিলাম শিখিয়ে।
:সাদী, আমি একে ব্লক দিসি, সেও আমাকে দিসে।
কেমনে কী?
:সাদী, আমি চাই যাকে ব্লক দিসি তার আইডিটায় গিয়ে তার পুরানা ম্যাসেজগুলো দেখতে। কিভাবে যাব?
দিলাম স্ক্রিনশট।
:দোস্ত, আমি যাকে ব্লক দিসি, তাকে আনব্লক করতে চাই।
দিলাম শিখিয়ে।
:দোস্ত ফোনে এমবি না থাকলে স্ক্রিনশট হবে?
আল্লাহ, আমি মাফ চাই!
২৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
🤣🤣🤣যাক প্রেমের প্রথম পাঠটা তাকে শিখাতে পারছেন! ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
নীরা সাদীয়া
তাকে শেখালেও আমি নিজে আজ অব্দি করতে পারিনি, এটাই দুঃখ। হাহাহাঃ
শুভ কামনা জানবেন।
সুরাইয়া পারভীন
দোস্ত ফোনে এমবি না থাকলে স্ক্রিনশট হবে?
আল্লাহ, আমি মাফ চাই! হা হা হা হা হা হা
এটা কিন্তু বেশিই দারুণ
নীরা সাদীয়া
সত্যি বলতে সে একটা পাগলী! সে এরকম সারাদিন করতেই থাকে। তার করা পাগলামো আমাকে মাঝে মাঝে বিনোদন দেয়, কখনও দেয় যন্ত্রণা!
শুভ কামনা জানবেন।
সাবিনা ইয়াসমিন
ওহহো! তুমি তাহলে ফেসবুকের নানা রকম বিদ্যাও শেখাও!! তোমাকেই আমার দরকার। কত কিছু জানা না থাকার কারণে আমি এখনো ঠিকমতো ফেসবুক চালাতে পারছি না 🙁
কি বলো, শেখাবে নাকি?
রম্য পড়ে একটু না,,, বেশিই হেসে ফেলেছি 😀😀
নীরা সাদীয়া
রম্য পড়ে হেসেছেন জেনে আনন্দিত হলাম।
আর হ্যাঁ, কেন শেখাব না বলুন? অনেকেই আমার কাছে জানতে চায়, নাম কিভাবে পরিবর্তন করবে, প্রাইভেসি কোনটা কিভাবে দিলে কে কে দেখতে পাবে, আরও কত কি!
সাবিনা ইয়াসমিন
আচ্ছা আজ থেকে তুমিই আমার ফেসবুক গুরু। আমি নিশ্চয়তা দিচ্ছি, আমায় শেখাতে গিয়ে যেসব জ্বালাতনে ভুগবে তাই নিয়ে আবার একটা রম্য লিখতে পারবে 😜😜
নীরা সাদীয়া
দেখি, আরেকটা রম্য লেখা যায় কিনা। একদিকে ভালোই হবে, আমি লেখার জন্য আরেকটা নতুন বিষয় পাবো।
ফয়জুল মহী
অনন্য লেখা। । দোয়া রইলো আপনিও করবেন 😀😀😀
নীরা সাদীয়া
অনেক ভালো থাকবেন।
শুভ কামনা জানবেন।
সুপায়ন বড়ুয়া
ফেইসবুকের এত জারি ঝুরি তো জানা ছিল না।
খুব মজা পেলাম। অবশ্যই লেখার গুনে।
ভাল লাগলো শুভ কামনা।
নীরা সাদীয়া
এই কঠিন সময়ে আপনাদের আনন্দ দিতে পেরেছি জেনে আমার ভালো লাগলো।
শুভ কামনা রইলো।
ইকরাম মাহমুদ
হাহা হা হা হা। প্রেম করাও প্রেম বুঝানোর থেকে সহজ।
নীরা সাদীয়া
ঠিক বলেছেন। একে বোঝাতে গিয়ে আমি পাগল পাগল প্রায়!
সঞ্জয় মালাকার
পড়রে আনন্দ পেলাম,
ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবসময়
নীরা সাদীয়া
আপনাদের আনন্দ দিতে পেরে আমিও আনন্দিত। শুভ কামনা জানবেন।
সুরাইয়া নার্গিস
হা হা হা হা হা প্রথমে হেসে নিলাম।
আপনার লেখা পড়ে আমার বন্ধুদের কথা মনে পড়ে গেল।
আমিও ওদের ফেসবুক কি.? এর কাজ কি.? ব্যবহার কি শিখিয়েছে।
একসময় ফেসবুকে প্রেমের সাক্ষী হলাম, একজনের বিয়ের সাক্ষীও হলাম।
সবাইকে সাহায্য করছি, খুব উপভোগ করতাম সময় গুলো।
না জানলে সবাই জানতে চায়, আর এ শেখানোর মাঝেও অনেক আনন্দ পাওয়া যায়।
ফেসবুকে অনেকের প্রেম,বিয়ে হলো আর ৭ বছরে আমার অর্জন খুব ভালো কিছু বন্ধু।
শুভ কামনা রইল আপু।
সাবধানে থাকুন, নিরাপদে থাকুন।
নীরা সাদীয়া
আপনার অবস্থাও দেখছি আমার মতই। অনেকের কপালেই সাথী জুটলো, খালি আমার জুটলো না।। হাহাহাঃ
শুভ কামনা জানবেন।
রেহানা বীথি
দারুণ মজাদার পোস্ট। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। যাক, তবুও তো কাউকে কিছু শেখাতে পেরেছেন।
ভালো থাকবেন সবসময়।
নীরা সাদীয়া
এই করোনার দিনে আপনাদের হাসাতে পেরেছি জেনে ভালো লাগলো।
অনেক শুভ কামনা রইলো।
হালিম নজরুল
যাক অনেক মজা পাইলাম।
নীরা সাদীয়া
মজা পেয়েছেন জেনে আনন্দিত। হাসি খুশি থাকুন সর্বদা।
শুভ কামনা জানবেন।
নিতাই বাবু
ফোনে মেগাবাইট নামের ইন্টারনেট সংযোগ না থাকলেও স্ক্রিনশট দেওয়া যায়। তবে কোনও অনলাইন সাইটে হয়তো ভিজিট করা যায় না। তবে যাহোক, বুঝতে পেরেছি, আপনার বন্ধুটি সরলমনা ছিল। তাই আপনাকে সময় অসময়ে খুব জ্বালাতন করতো। গল্পটা খুবই ভালো লেগেছে। আশা করি এই সময়ে সপরিবারে ভালো থাকবেন।
নীরা সাদীয়া
হুম, সে নতুন নতুন তো। এজন্য সে এটা জানতো না।
আপনিও খুব ভালো থাকুন। শুভ কামনা।
কামাল উদ্দিন
আপনি নিশ্চয়ই ওনার প্রকৃত বন্ধু ছিলেন। তাই তো সব কিছুতেই আপনার সহযোগিতা নিয়ে শিখে যাচ্ছিল।
নীরা সাদীয়া
হুম, আমি তাকে শেখানোর চেষ্টা করেছি।
শুভ কামনা জানবেন ।
জিসান শা ইকরাম
হা হা হা, অনেক মজা পেলাম লেখাটি পড়ে।
এদের যতই বুঝাও কাজ হবেনা, বুঝবে না এরা।
শুভ কামনা।
নীরা সাদীয়া
আনন্দ দিতে পেরেছি জেনে ভালো লাগলো।
ধন্যবাদ রইলো।