একসময় দু’জনের আর কথা হবেনা
ফোনে অথবা চ্যাটিং-এ।
দেখাও হবেনা দু’জনের একসময়
পথে,বাসে অথবা কোনো ভীড়ে।
চেনা মুখ অচেনা হবে একসময়
আড্ডার আসরও বসবে না আর,
অযথা আলোচনাও হবেনা একসময়।
একসময় শুভেচ্ছা বার্তাও পথ হারাবে
বন্ধু অথবা অন্য কোনো দিবসের।
দোষ অথবা গুণগুলো খুঁজবে না
কেউ কারো একসময়।
ভুলের বোঝা ভারী হবে ক্রমেই দু’জনের।
দু’জনই অবুঝ হবে একসময়।
মন বুঝার ক্ষমতা হারাবে দু’জনই একসময়।
একসময়ের ‘আমরা’ হবে
তুমি ও আমি একসময়।
২৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
এমনই হয় একসময়
সময়গুলো হয়ে আছে একদা
কিছু করার নেই,
কিছু করার থাকেনা।
ভাল লেগেছে বেশ।
ইকরাম মাহমুদ
একসময় হয়ে দাঁড়ায় একদা। এমনই হয়। ধন্যবাদ ভাইয়া।
ইঞ্জা
এক সময় অনেক কিছুই অচেনা হয়ে যায় ভাই।
ইকরাম মাহমুদ
চেনা মুখ অথচ অচেনা মুখাবয়ব
চেনা চোখ অথচ অচেনা দৃষ্টি
ইঞ্জা
এই বাস্তবতা
ছাইরাছ হেলাল
সময়ের নিয়ম মেনেই আমরা সবাই আমি ও তুমিতে বসবাস করি,
ভালই লিখেছেন,
ইকরাম মাহমুদ
সময়ের নিয়ম জেনেও মেনে নেওয়া কষ্টকর হয়ে দাঁড়ায়। চেনা সবকিছুর অচেনা উপস্থিতি। ধন্যবাদ ভাইয়া
নিহারীকা জান্নাত
একসময় এমনই হয়।
খুব ভালো লেগেছে।
ইকরাম মাহমুদ
ধন্যবাদ আপু।
ইলিয়াস মাসুদ
এক সময় এ সবও হবে ভীষণ অতীত
এক সময়,সময়ও হবে তুমি আমি ব্যাতিত ……।।
ভাল লিখেছেন ভাইয়া
ইকরাম মাহমুদ
শুভেচ্ছা জানবেন এ সময়ের। -{@
গাজী বুরহান
সময়গুলো আজ কেমন যেন?
মনে হয়, কিছুই মনে হয় না। চলে সময়, থমকে দাঁড়াই!!
বেশ ভালো লিখেছেন।
ইকরাম মাহমুদ
-{@
নীলাঞ্জনা নীলা
সময়ের প্রয়োজনে কাছে আসা আবার দূরেও চলে যাওয়া। আসলে সময়ই নির্ধারণ করে এক ‘আমরা’ থেকে কবে ভিন্ন ভিন্ন পরিচয় হবে।
ভালো লিখেছেন।
ইকরাম মাহমুদ
সময়ই সবকিছুর নির্ধারক। আমি তুমি থেকে আমরা আবার সময়ের চাহিদা পূরণের জন্য ভিন্ন ভিন্ন পরিচিতি ধারণ।
শুভেচ্ছা জানবেন বসন্তের।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ আপনাকে।
মোঃ মজিবর রহমান
আমি আমিনা, তুমি তুমি না
পাশাপাশি বসা হয়না
মাঝে মাঝে থাকা থাকি
আড্ডা আড্ডি চলি চলি
হয় না, ঘরও হয় ভরসা
দুজনে কথা বলা বলি।
আসলেই ভাই জীবন সময়ের সাথে এরকমই হয়। সুন্দর লেখা ভাল লাগলো।
ইকরাম মাহমুদ
সময়ের পরিবর্তনে নিজেদেরই চেনাটা দুষ্কর হয়ে যায়। ছোট্ট এবং সুন্দর কয়টি শব্দের সম্মিলন ঘটালেন। এরেই কয় জাত কবি। শুভেচ্ছা গ্রহন করুন
আবু খায়ের আনিছ
হারানো পথেই তাহলে হাটছি আমরা, এক সময় হারিয়েও যাব। তুমি ও আমি আমরা এগুলোর কিচুই কি থাকবে?
ইকরাম মাহমুদ
সম্পর্কের নামগুলো পড়ে থাকবে অবহেলায়।
রিফাত নওরিন
বেশ ভালো লাগলো পড়তে…
ইকরাম মাহমুদ
শুভেচ্ছা জানবেন
শুন্য শুন্যালয়
খুবই ভালো একটি লেখা। সন্ধি যেখানে আছে, বিচ্ছেদ সেখানে থাকবেই। আবার দুই এ মিলে শব্দও তৈরি হবে ফের।
ইকরাম মাহমুদ
হুম যথার্থই বলেছেন। -{@
মৌনতা রিতু
এক সময় এমনি হয়। আর কিছু সম্পর্ক এমন হওয়াই ভাল।
ভাল লাগা রইলো কবিতায়।
ইকরাম মাহমুদ
হুম একসময় এমন হবেই, হতেই হয়। এমন না হলে তো ইতি বলতে কোনো শব্দই থাকতো না। ধন্যবাদ আপু