একসময়ের আমরা

ইকরাম মাহমুদ ১৫ ফেব্রুয়ারি ২০১৭, বুধবার, ০৭:২৮:১৬অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য

একসময় দু’জনের আর কথা হবেনা
ফোনে অথবা চ্যাটিং-এ।
দেখাও হবেনা দু’জনের একসময়
পথে,বাসে অথবা কোনো ভীড়ে।
চেনা মুখ অচেনা হবে একসময়
আড্ডার আসরও বসবে না আর,
অযথা আলোচনাও হবেনা একসময়।
একসময় শুভেচ্ছা বার্তাও পথ হারাবে
বন্ধু অথবা অন্য কোনো দিবসের।
দোষ অথবা গুণগুলো খুঁজবে না
কেউ কারো একসময়।
ভুলের বোঝা ভারী হবে ক্রমেই দু’জনের।
দু’জনই অবুঝ হবে একসময়।
মন বুঝার ক্ষমতা হারাবে দু’জনই একসময়।
একসময়ের ‘আমরা’ হবে
তুমি ও আমি একসময়।

৬২৬জন ৬২৬জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ