লৌকিক-অলৌকিকের পাহাড় হাতড়ে
আলিঙ্গনের মহাভয়ারণ্যের কড়াপাকের ঘ্রাণ ভুলে
বাস্তব-অবাস্তবের গা ছুঁয়ে, না ছোঁয়ার ভান করে
অবাক-অচেনা হতে হতে, কিংবদন্তিতে গুলিয়ে ফেলে
পত্র-নিষ্পত্রের ফাঁদ এড়িয়ে, ফাঁক গলিয়ে, গলি-রাজপথ মাড়িয়ে,
লাল-সবুজের পাপড়ি মেলা মুক্তোহাসি হেসে
আকাশী সিঁড়ির সিঁধ কেটে, নেমে এলো একমুঠো ফাগুন-বার্তা
শানানো ছুড়ি হাতে, হাস্নুর সুবাস নিয়ে, মধু-বিষাদের লহরিতে
হঠাৎ খেয়ালের বশে, হয়ত ভুল করে বা না-করে,
“খুন এবার করবো-ই, জনারণ্যের এই মেলায়”
নাঙ্গাবুক পেতে ছুড়ি নেবো!! ভালোবাসার শহিদ হবো !!
অচল প্রেমিক!! সাহসী নই এতটা, ছিলামও না।
পালালাম, নতমুখেই পালাবো,
স্বাগত হে ফাগুন, আবার এসো,
সাহসী হয়েই অপেক্ষায় দাঁড়াবো;
৩০টি মন্তব্য
মিষ্টি জিন
সাহসী হঁয়ে উঠুন, এবং বারবার ভালবাসায় শহীদ হোন।
ফাগুনের শুভেচ্ছা ।
ছাইরাছ হেলাল
শহিদ সবাই হতে পারে না, মন্দভাগ্য শুধুই,
সাহসী হতে হতে আগামী বার এসে যাবে তো।
আপনাকেও শুভেচ্ছা,
নীলাঞ্জনা নীলা
“ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত
তারা আজ কেঁদে শুধায়,
‘সেই ডালে ফুল ফুটল কি গো,ওগো কও ফুটল কত।’—- https://www.youtube.com/watch?v=9U643IqCqUI
কুবিরাজ ভাই ফাগুণী শুভেচ্ছা। ভালোবাসা সাহস যোগায়। আর তাইতো লিখতে পেরেছেন কবিতা। 😀
ছাইরাছ হেলাল
সাহসী এর হতে পারলাম কৈ,
দেখা কিছু সাহস সঞ্চয় নিয়ে আগামীর জন্য অপেক্ষা করে দেখতে চাই।
অনেক বার শুনলাম গানটি,
নীলাঞ্জনা নীলা
তা তো শুনবেনই। ওই গান আমি গাইলে কি আর হুনতেন, কন তো দেহি? 😀
ছাইরাছ হেলাল
আপনি গাইলে তো ফাগুনের আগুনে ঝাঁপ নির্ঘাত!!
মৌনতা রিতু
ফাগুন আসুক রঙ্গিন হয়ে। সুবাস ছড়াক কবি।
সাহসী হয়ে উঠুক ভীতু সব প্রেম।
ফাগুনের শুভেচ্ছা রইলো কবি ভাই।
ছাইরাছ হেলাল
দেখি সাহসের সাথে একটু ভাব করে কিছু পাই কী না!!
আপনাকেও অনেক শুভেচ্ছা এ দিনে।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
জয় হোক ফাগুনের আগুনদের -{@
শুভেচ্ছা বসন্তের।
কবিতাটি মন কেড়ে নিল এক দিকে প্রেম অন্য দিকে ক্রোধ ভয়াবহতা হত্যার নিশানা ।
ছাইরাছ হেলাল
আপনাকেও শুভেচ্ছা বসন্তের,
প্রেমে ক্রোধ এর ভালোবাসা দুই-ই থাকে যে,
শুন্য শুন্যালয়
বাপ্রে সাহস জোগাতে এত্তোদিন! সেই প্রেমিকারা তো নানী দাদী হয়ে গেলো 🙂
এক নি:শ্বাসে এভাবে পড়িয়ে আনলেন, যদি দম বন্ধ হয়ে যেতো!
আকাশি সিঁড়ির সিঁধ কেটে, বাহ্ সুন্দর। ভালো হয়েছে বসন্ত গ্রহণ।
এবার সাহসী সচল প্রেমিকের অবস্থা জানতে চাই 🙂
ছাইরাছ হেলাল
কেঊ তো সাহস ধার দিল না, আজ কাল ধারেরও দুর্দিন চলছে,
আগামী বারের মধ্যে নানী-দাদী হলে কিছু একটা করেই ফেলব,
কিপ্টেদের কাছে ধার এর চাইব না সাহসের,
আপনার দম বন্ধ হতেই পারেনা, অফুরন্ত যে তা,
সচল প্রেমিক অবশ্যই আছে, তাকান একটু আশ-পাশ জুড়ে,
আয়না হলে হবে!!
বাসন্তী শুভেচ্ছা আপনাকেও।
নিহারীকা জান্নাত
সাহস আনুন। সাহস ছাড়া কারো ৫ পয়সার দাম নেই কিন্ত।
বসন্তের শুভেচ্ছা। -{@
ছাইরাছ হেলাল
সাহসী তো হতেই চাই, পারছি কৈ!
হাল্কা টিপস দিলে মন্দ হতো না,
শুভেচ্ছা আপনাকেও অনেক।
নাসির সারওয়ার
ধুর… কিযে কন এসব!
নাহ, এই ইস্কুলের মাস্টররা পড়াইতে পারেনা। কি সব বলে “আকাশি সিঁড়ির সিঁধ কেটে,”। ব্যাস, আকাশে যাওনও বন্ধ।
ছাইরাছ হেলাল
আপনার ইস্কুলের ঠায়-ঠিকানা দেলে পারতেন!!
আকাশ-ফাকাশ কিন্তু আমাদের লাগেই।
অগ্নি শুভেচ্ছা আপনাকেও।
নাসির সারওয়ার
যাইক, শিখলাম ফাগুনের রঙ “অগ্নি”। সালাম মাস্টর সাব। তবে আমার ইস্কুলে আপনার মত ছাত্রের জায়গা হবে কিনা সন্দেহ আছে!
আমদের এখানে একটা বাস চলে যার নাম “ফাল্গুন”। সিট থাকুক আর না থাকুক, নাম তার “ফাল্গুন”। তবে বেরসিক মালিক ওর গায়ে বেশ উতবট বেগুনী রঙ মেখে দিয়েছে। দেখি ঐ মালিককে খুঁজে পাই কিনা। রঙের ব্যাপারে একটা মিটিং করবো ভাবছি…।
গোপাল ভাঁড় একটা দেশকে আলাদা করার জন্য অনেক বড় দেয়াল দেবে। তখন তার মন্ত্রী বলঅর”আকাশ পথের কি হবে হুজুর”। ব্যাশ, আকাশে দেয়াল দেয়াও শুরু হয়ে গেলো। তাই আকাশ-ফাকাশ দরকার হলে তাড়াতাড়ি সেরে ফেলেন।
ছাইরাছ হেলাল
আকাশ-ফাকাশ আটকানোর যে তরিকা বাতলালেন তাতে জুত হবে বলে মনে হয় না,
বললেই তাড়াতাড়ি করা যায় না, ঠিক ও না,
ভাঁড় এর তার মুন্ত্রির কপালে আলু উঠল বলে, চিন্তাইয়েন না।
বুঝতে পেরেছি, রাঙ্গা রং আপনার দিলপছন্দ!!
জাতিকে শিক্ষাবঞ্চিত করার সুগভীর উচ্চমার্গীয় কুবুদ্ধি করা ঠিক না!!
স্বপ্ন নীলা
অফিসে কাজের ফাঁকেই পড়ে ফেলেছিলাম, প্রতিটি বাক্য আর শব্দ সাজানো অসাধারণ — সময়ের অভাবে তখন মন্তব্য করতে পারি নাই — এখন আরো একবার পড়লাম — এযে চমৎকার কবি ——
ছাইরাছ হেলাল
আপনি পড়ছেন জেনে আনন্দিত
শুভেচ্ছা জানালাম।
জিসান শা ইকরাম
ভালোবাসার শহিদ হলে মন্দ হয় না,
কেবল হিম্মত রাখতে হবে 🙂
ছাইরাছ হেলাল
শহিদ হওয়া সবার কপালে থাকে না,
তবে মনোবল হারাইনি!!
ইঞ্জা
বেশ ভালো লাগা লেখা, বিমোহিত হলাম, বসন্তের বাসন্তী শুভেচ্ছা।
ছাইরাছ হেলাল
আপনাকেও বাসন্তী শুভেচ্ছা, ভাই।
ইকরাম মাহমুদ
কত পথ পেরিয়ে ফাগুন এসেছে।ফাগুনের আগমন উপস্থাপন দারুণ ঠেকেছে।
অচল প্রেমিক!!! 😀 সাহস নিয়ে ফের দাঁড়াবে। ভালোবাসায় শহীদ হবে। :p
ফাগুনের শুভেচ্ছা।
ছাইরাছ হেলাল
এমন ফাগুন বারেবারে কেন আসেনা তাই- ই ভাবছি,
শহিদ সবাই হতে পারে না চাইলেও।
শুভেচ্ছা ফাগুনের আপনাকেও।
চাটিগাঁ থেকে বাহার
ভাল লেগেছে।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ দিচ্ছি,
মুহাম্মদ আরিফ হোসেইন
স্বাগত হে ফাগুন, আবার এসো,
সাহসী হয়েই অপেক্ষায় দাঁড়াবো;
সেই সাহস কি আদৌ হবে!!
ছাইরাছ হেলাল
হতে পারে বা নাও হতে পারে এমন সাহস,
তবে মনোবল হারাই না।