ফাগুন আসে

ছাইরাছ হেলাল ১৩ ফেব্রুয়ারি ২০১৭, সোমবার, ০৭:২৯:৫৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

লৌকিক-অলৌকিকের পাহাড় হাতড়ে
আলিঙ্গনের মহাভয়ারণ্যের কড়াপাকের ঘ্রাণ ভুলে
বাস্তব-অবাস্তবের গা ছুঁয়ে, না ছোঁয়ার ভান করে
অবাক-অচেনা হতে হতে, কিংবদন্তিতে গুলিয়ে ফেলে
পত্র-নিষ্পত্রের ফাঁদ এড়িয়ে, ফাঁক গলিয়ে, গলি-রাজপথ মাড়িয়ে,
লাল-সবুজের পাপড়ি মেলা মুক্তোহাসি হেসে
আকাশী সিঁড়ির সিঁধ কেটে, নেমে এলো একমুঠো ফাগুন-বার্তা
শানানো ছুড়ি হাতে, হাস্নুর সুবাস নিয়ে, মধু-বিষাদের লহরিতে
হঠাৎ খেয়ালের বশে, হয়ত ভুল করে বা না-করে,
“খুন এবার করবো-ই, জনারণ্যের এই মেলায়”
নাঙ্গাবুক পেতে ছুড়ি নেবো!! ভালোবাসার শহিদ হবো !!
অচল প্রেমিক!! সাহসী নই এতটা, ছিলামও না।
পালালাম, নতমুখেই পালাবো,

স্বাগত হে ফাগুন, আবার এসো,
সাহসী হয়েই অপেক্ষায় দাঁড়াবো;

১১১০জন ১১১০জন

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ